নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আনারকলির সন্ধানে

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

শাহজাদা সেলিম আর আনারকলির প্রেম কাহিনীর কি আদৌ কোনো বাস্তবতা আছে ?





আনারকলি । না ! ভুল হোলো । শুধু আনারকলি না সেলিম আনারকলি । এঁদের প্রেম কাহিনী জনপ্রিয়তায় লায়লা মজনুর প্রেম কাহিনীকে পাল্লা দিতে পারে বললে বোধহয় , এমনকিছু বাড়িয়ে বলা হবে না । তো বহুশ্রুত গল্পটা সংক্ষেপে মনে করা যাক ।

শাহেনশা আকবরের খাস বাঁদী ছিলেন নাদিরা বেগম বা সরিফ-উন -নিসা বেগম । তাঁর নৃত্য আর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে আকবর নাম রাখেন
আনারকলি । ১৪ বছর বয়সে শাহজাদা সেলিম যেদিন যুদ্ধ ক্ষেত্র থেকে ফেরেন সেদিন শাহেনশা শাহজাদাকে অভ্যর্থনা করতে এক মেহেফিলের আয়োজন করেন । আর সেখানেই আনারকলিকে প্রথম দেখেন শাহজাদা সেলিম ।এটাই প্রেম কাহিনীর শুরু । তারপর নাকি শাহেনশা এই কথা জানতে পারেন ও ক্রুদ্ধ হন । সেলিম বাবার বিরূদ্ধাচারণ করেন । পরিশষে আকবর আনারকলিকে জীবিত কবর দেও্য়ার আদেশ দেন ও তা কার্যকর হয় । না কাহিনী এখানে শেষ হয়নি । এরপর আরেকটু প্রচলিত আছে । আসলে আকবর গুপ্ত রাস্তা দিয়ে আনারকলিকে প্রাসাদের বাইরে বের করে দেন ।

এই কাহিনীর জন্ম পাকিস্থান , লাহোর । কিন্তু কতটা সত্যতা আছে এই গল্পের ? এবারে একটু অনুসন্ধান চালানো যাক ।

উল্লেখিত গল্পটিকে লিখিত রূপ দেন উইলি্য়াম ফিন্চ (১৬১১ খ্রী ) তাঁর ভ্রমন বিষয়ক জার্নালে । ১৬০৮ খ্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হয়ে জাহাঙ্গীরের কাছে নীল বিক্রির বায়না দিতে আসেন । তিনি লেখেন আনারকলি হলেন আকবরের খাস বাঁদী এবং তাঁর ছেলে দানিয়েলের মা , এবং শাহজাদা সেলিমের প্রেমিকা । তিনি ( আনারকলি ) মারা যান ১৫৯৯ খ্রী ।সেলিম তাঁর জন্য একটি স্মৃতিসৌধ বানাচ্ছেন ।

এই কাহিনীটাই লাহোরে প্রচলিত আর বর্তমানে নেটেও বহুল প্রচলিত ।



এটাই সেই আনারকলির স্মৃতিসৌধ

এই তথাকথিত স্মৃতিসৌধে লেখা আছে এটি আনুমানিক (১৫৯৯ - ১৬০০) খ্রী - ( ১৬১৫ - ১৬১৬ ) খ্রী মধ্যে তৈরী ।
যদি এই গল্পটা সত্যি বলে মেনে নেই , তাহলে কয়েকটি প্রশ্ন মাথায় আসে --

১ । ১৫৮৫ - ১৫৯৯ খ্রী আকবরের রাজধানী ছিল লাহোর । ১৫৯৯ খ্রী আবার তিনি রাজধানী আগ্রায় নিয়ে আসেন এবং ১৬০৫ খ্রী মৃত্যুদিন পর্যন্ত রাজত্ব করেন । গল্পমতে সেলিম এটা তৈরী করেন । কিন্তু সেলিম তো ১৬০৫ খ্রী বাদশা হন ।

আবার এমতে এটি আনুমানিক (১৫৯৯ - ১৬০০) খ্রী - ( ১৬১৫ - ১৬১৬ ) খ্রী মধ্যে তৈরী । তাহলে আকবর যাকে জীবিত কবর দেও্য়ার আদেশ দেন , তারই আবার স্মৃতিসৌধ করেন ?

২ । এটি আনুমানিক (১৫৯৯ - ১৬০০) খ্রী - ( ১৬১৫ - ১৬১৬ ) খ্রী মধ্যে তৈরী । মানে এটা করতে সময় লাগে ১৬ বছর । তারপরে তৈরী পৃথিবীর সপ্তম আশ্চর্য্য তাজমহলেরও তৈরী হতে সময় লাগে ঐ ১৬ বছর ( ১৬৩২ - ১৬৪৮ ) খ্রী ।
এটা কি নিছক কাকতালীয় নাকি কপি পেস্ট গল্পের গন্ধ পাওয়া যাচ্ছে ?

৩ । শাহজাদা দানিয়েল শাহজাদা সেলিমের থেকে মাত্র ৩ বছরের মতো ছোটো । তা আনারকলি যদি দানিয়েলের মা হন , তাহলে শাহজাদা সেলিম তাঁর থেকে মাত্র ৩ বছরের মতো ছোটো ভাইয়ের মায়ের প্রেমে পড়তে পারেন ? ফিন্চের কি কিং অদিওপাসের কথা মনে পরে গিয়েছিল ?

৪ । জাহাঙ্গীর তাঁর লেখা জাহাঙ্গীরনামায় শাহি বাগিচার ফুল থেকে রাজনৈতিক কর্মকান্ড পর্যন্ত সবকিছুরই বিবরন দিয়েছেন । কিন্তু এই স্মৃতিসৌধের কোনো উল্লেখ নেই ।

৫ । আবুল ফজল আকবর নামায় তিন শাহজাদার জন্মের সবিস্তার বর্ণনা করেছেন । আকবরের অনেক সন্তান ক্ষণজন্মা ছিল ।বহু প্রার্থনার পর আকবর আর জোধা বেগমের প্রথম সন্তান হয় যিনি শাহজাদা সেলিম । এরপর ক্ষীবা বেগমের গর্ভে হন শাহজাদা মুরাদ মির্জা । তারপর আবার জোধা বেগমের ( মরিয়ম -উজ - জুমানি ) গর্ভে হন শাহজাদা দানিয়েল যিনি আমেরে জোধা বেগমের বাবা রাজা ভারমলের কাছে মানুষ হন । জোধা বেগমের বাবা রাজা ভারমল কোন যুক্তিতে এক দাসীপুত্রকে মানুষ করবেন ?

৬ । আবুল ফজল স্পষ্টতোই লিখেছেন যে শাহজাদা দানিয়েল মামার প্রাসাদে বড় হওয়ার দরুন স্বেচ্ছাচারী ও সুরাসক্ত হয়ে পড়েন ।

৭ । একই কথা জাহাঙ্গীরও লিখেছেন । তাঁর জীবনীতে মুরাদকে শাহজাদা মুরাদ বললেও দানিয়েলকে সবসময় আমার ভাই দানিয়েল বলেছেন ।

এবারে দেখি শাহজাদা সেলিম কি মজনুর মতো প্রেমিক হতে পারেন ?



জাহাঙ্গীর ও নূরজাহান


ছোটো থেকেই আকবরের অত্যন্ত আদরের ছিলেন সেখু বাবা অর্থাৎ শাহজাদা সেলিম । তিনি ( জাহাঙ্গীর )গর্বের সাথে লিখছেন যে আকবর তাঁকে সবসময় সেখু বাবা অথবা বাবা বলতেন ।

আবুল ফজলকে জাহাঙ্গীর কোনোদিনই পছন্দ করতেন না । শাহজাদা সেলিম নিজে পার্সীতে কবিতা লিখতেন । আর ভাই দানিয়েল পার্সীর সাথে হিন্দুস্থানী অর্থাৎ হিন্দিতেও অসাধারণ কবিতা লিখতে পারতেন । আবুল ফজল এই হিন্দুস্থানী কবিতাগুলো আইন - ই -আকবরীর অন্তর্গত না করায় সেলিম তাঁর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন । আর এই হিন্দুস্থানী কবিতাগুলোকে তানসেনকে দিয়ে সঙ্কলিত করান । তারপর সেলিমের ধারনাই জন্মে যায় যে আবুল ফজল শাহজাদার বিরুদ্ধে চক্রান্ত করেন । আবুল ফজলের মৃত্যুর পর তিনি শিশুর মতো লিখছেন ' মনে হচ্ছে আবার আমি আমার বাবাকে ফিরে পেলাম ।' অথচ নিজে সম্রাট হওয়ার পর আবুল ফজলের সুযোগ্য পুত্রকে উচ্চপদ দেন । তাই তাঁর মধ্যে আবেগ থাকলেও তাঁকে বাস্তববাদীই বলা চলে ।

আর সেলিম ও মেহেরুন্নিসার প্রেমের সাক্ষী আছে ইতিহাস । এখানেও তিনি বাস্তববাদী প্রেমিক । মেহেরুন্নিসাকে বিয়ে করার জন্য তিনি নিজে সম্রাট হওয়া পর্যন্ত অপেক্ষা করেন ।

তাছাড়া জাহাঙ্গীর তাঁর জীবনীতে আকবরের মৃত্যু দৃশ্য যেভাবে বর্ণনা করেছেন তা পড়লে পাঠকের চোখে জল আসতে বাধ্য ! এছাড়া ছোট বড়ো সববিষয়েই তিনি আকবরকে স্মরন করেছেন । তাই এহেন পুত্র আনারকলির জন্য বাবার বিরুদ্ধে যাবেন , সেটা কল্পনা করা কষ্টকর ।

সর্বোপরী জাহাঙ্গীরনামায় আনারকলি বা নাদিরা বেগম বলে কোনো শব্দ নেই ।


আনারকলির সন্ধান করতে গিয়ে জীবন্ত কবর নিয়ে একটি করুন কাহিনীর সন্ধান পেলাম । তবে সেটার কেন্দ্রবিন্দু শাহজাদা দানিয়েল ।



শাহজাদা দানিয়েল

আগেই বলেছি যে শাহজাদা দানিয়েল ছিলেন সুরাসক্ত । তাঁর নেশা এমন পর্যায় পৌঁছায় যে , আকবর আদেশ দেন যে তাঁকে সুরা এনে দেবে সেই ব্যক্তিকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হবে । এরপর কিছুদিন তাঁর নেশা বন্ধ থাকে । কিন্তু শাহজাদা দানিয়েল তা সহ্য করতে পারেন না । তিনি তাঁর এক অনুচরকে বলেন যে তাঁর প্রিয় বন্দুকের ( জেন্বৌজা ) নলের মধ্যে করে সুরা নিয়ে আসতে । সে তাই করে । আর শাহজাদা সেই সুরা পান করে অসুস্থ হয়ে পড়েন ও মাত্র ৩২ বছর বয়সে মারা যান ।

জাহাঙ্গীর তাঁর জীবনীতে ভাইয়ের এই বন্দুকের জেন্বৌজা নামকরনকে অত্যন্ত অশুভ বলে ব্যাখ্যা করেছেন । আর দানিয়েল নিজে যে শায়েরীটি লিখে বন্দুকে খোদাই করেছিলেন সেটাও তুলে ধরেছেন । আমি সেটা নিজের মতো করে অনুবাদ করার চেষ্টা করেছি -

মৃগয়াতে যদি তুমি রাখো অঙ্গীকার
আমার নিঃশ্বাস হয় আনন্দের অংশীদার ।
কিন্তু তোমার স্পর্শ যে পায়
অনন্ত নিদ্রার কোলে সে যায় !


তো এই শাহজাদা দানিয়েলের বাগদত্তা ছিলেন খাঁ খানের কন্যা জানান বেগম । কিন্তু দানিয়েলের সাথে বিবাহ হয়ে ওঠেনা । আবুল ফজল লিখছেন এই জানান বেগম শাহজাদা দানিয়েলের মৃত্যুর পর সহমরনে জীবন্ত কবরে যেতে চান । কিন্তু এমন কোনো রীতি ধর্মত না থাকায় তাঁকে বিরত করা হয় । এরপর তিনি অনেক বছর বাঁচেন দানিয়েলের বিধবা হিসাবে । আবুল ফজল বলেছেন যে বহু বছর পরও তাঁকে দেখে এমন মনে হত যেন তিনি সদ্য বিধবা হয়েছেন । এমনভাবে তিনি শোক বহন করেছিলেন ।


আমি ইতিহাসবিদ নই । তবু পরিশেষে আমার মনে প্রশ্ন আসে আনারকলির গল্প কি সব কাহিনীর সংমিশ্রন ?
যাঁরা আনারকলির গল্প বিশ্বাস করেন তাঁদের কাছে অনুরোধ রাখবো একবার যুক্তি দিয়ে ভেবে দেখার জন্য ।
কারন এই কাহিনী মহান সম্রাট আকবরকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা নয় কি ?

বিশেষ কৃতজ্ঞতা জানাই রূপক বিধৌত সাধুকে ( Click This Link ) । কারন উনি আমার লেখা শাহেজাদীর শায়েরানা ( Click This Link ) পড়ে আনারকলিকে নিয়ে কিছু লেখার অনুরোধ করেছিলেন । আমার এই লেখাটা পড়ার যোগ্য হয়েছে নাকি জানিনা । কিন্তু ওনার জন্য আমার কিছু ইতিহাস পড়া হোলো । তাই ওনাকে অনেক ধন্যবাদ ।

তথ্যঋণ -- আকবরনামা - আবুল ফজল

জাহাঙ্গীরনামা - সম্রাট জাহাঙ্গীর
দ্য কল অফ ব্লাড - রবার্ট হিকেন্স

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু কিছু মিথ সত্য মিথ্যার উপরে উঠে যায় মনে হয়!

মানুষের সহজাত প্রেমিক মন প্রেমের কাহিনী সহজেই বিশ্বাস করে, আপ্লুত হয়!

আপনার গবেষনা ভাবনার খোরাক জোগায় বটে!

থাকনা আনারকলি সকলের হৃদয়ে এক অতৃপ্ত হিয়ার প্রতীক হয়ে ;)

<<ইনসান কিসিসে দুনিয়ামে
একবার পেয়ার করতা হ্যায়
ইস দর্দকো লেকে জিতা হ্যায়
ইস দর্দকো লেকে মরতা হ্যায়!!!

পেয়ার কিয়া তো ডরনা ক্যায়
যব পেয়ার কিয়াতো ডরনা ক্যায়!
পেয়ার কিয়া কোই চোরি নেহী কি
ছুপ ছুপ আহে ভরনা ক্যায়া.........

আহা কি অনবদ্য সুর, গীত আর চিত্রায়ন-.... :)

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: লেখাটা পোষ্ট করার সময় ভাবছিলাম কেউ পড়বেন কি না । প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

এটা লিখবার আগে ভাবছিলাম ফিল্মটা একবার দেখে নেবো । কিন্তু আর হয়ে উঠল না । :)

তবে এই গানটা আমারও খুব ভালো লাগে ।

ইতিহাসকে যদি কুরুচিকরপূর্ণভাবে বিকৃত করে , তবে যে একটু খারাপ লাগে ।

লেখাটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় রাখলাম পরে পড়ে মন্তব্য B-) ;)

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বিশ্লেষণ ভালো লেগেছে। অন্যরকম পোস্ট।
ইতিহাসের পাতায় গেলেই খেই হারিয়ে ফেলতাম। :`>

আনারকলি চিন্তায় চেতনায় আসে ভালোবাসার কারণে। এটাই অনেক। এর পেছনের ইতিহাসের সত্যতা অন্যকথা। তুমি তা দেখার চেষ্টা করেছো তা সাধুবাদের দাবিদার।

+++

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: ভালো ছেলেরা ইতিহাস পড়ে না , ইতিহাস তৈরী করে । জানি আমি । :)

পড়েছেন যে এটাই অনেক । সাধুবাদ দরকার নেই ।

ভালোবাসা এখন মিথ শুধুই ।

এই বিষয় নিয়ে চারদিকে যা বিশ্লেষণ চলছে তা দেখে হার্ট হলাম ।
খুব বেশী জানিনা । যেটুকু জানি সেটুকু তুলে ধরলাম । আপনিও ভাববেন । আশা রাখবো ।

শুভকামনা ।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

কানিজ রিনা বলেছেন: প্রিয়তম এত দিনও বিরহে নীশি বুঝি ভোর হোল,
ভোর হয়েছে এখন টমেটো দিয়ে ডিম ভাজা,
পাউরুটি টোষ্ট হয়ে যাক। কি নীলপরী?

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

বিরহে নীশি বুঝি ভোর হোল বললে তো , বিরহে নীশি ছিল তা মেনে নিতে হয় । আদৌ বিরহ ছিল কিনা তাই নি্য়েই প্রশ্ন তুলেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথমেই নীলপরিকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এই পোস্টটি লেখার জন্য । অনেককিছু জানতে পারলাম ।
সম্রাট আকবর শাহজাদা সেলিম আর আনারকলির প্রেমটা মানতে পারেননি । সেলিমকে অন্তরীণ করা হয় আর আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়-এমনটাই জানতাম, যদিও এখন কাহিনীটা আমাকে বিভ্রান্তিতে ফেলে দিলো ।
আকবর আমার খুব প্রিয় চরিত্র; তাঁর এহেন বিচার মানা কঠিন আমার পক্ষে । আসলেই কি তাঁর বিরুদ্ধে অপপ্রচার ছিলো?
এই প্রেমকাহিনী নিয়ে সম্ভবত একটা মুভিও আছে মোগল এ আজম নামে ।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: আরে আপনার জন্য আমার জাহাঙ্গীরনামা পড়া হোলো । তাই ধন্যবাদ পুরোটাই আপনার প্রাপ্য !

হুম , মুঘল -ই আজম ( ১৯৬৩ খ্রী ) মুভিও আছে । এটা লিখবার আগে ভাবছিলাম ফিল্মটা একবার দেখে নেবো । কিন্তু আর হয়ে উঠল না । যব পেয়ার কিয়াতো ডরনা ক্যায় গানটা দেখেছি ।

অপপ্রচার ছিলো শুধু না আমার তো মনে হয় এখনো চলছে আধুনিক কায়দায় । কোনো রেফারেন্স ছাড়াই ব্লগ লিখে । ইতিহাসকে বিকৃত করে । some youthful slave girl was always in attendance , when akbar was in his harem to look after his personal service,as was anarkali .......।সবজায়গায় এধরনের কথাবার্তা আর কি ! এটাকে সবচেয়ে রুচিশীল বলা যায় । বাকি বিশ্লেষণ লেখতব্য নয় ।
সিরাজকেও কিন্তু এরকম মিথ্যে বদনাম দিয়ে ইতিহাস তৈরী করার চেষ্টা হয়েছিল । যা ভুল প্রমানিত হয়েছে । আশা রাখবো এটা নিয়েও কিছু একটা হবে ।
যাক , আপনাকে আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৬| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৬

টাইম টিউনার বলেছেন: যুক্তি সঙ্গত। ও তথ্যপূর্ণ ঐতিহাসিক পটভূমিতে লিখাটি পড়লাম। ভালো লাগলো। কিন্তু কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আমিও কিন্তু সিদ্ধান্ত নিতে বলিনি । শুধু ভাবতে বলেছি । :)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ভাললেগেছে পড়তে।

জানান বেগমের কথাই ভাবছিঃ

//তো এই শাহজাদা দানিয়েলের বাগদত্তা ছিলেন খাঁ খানের কন্যা জানান বেগম । কিন্তু দানিয়েলের সাথে বিবাহ হয়ে ওঠেনা । আবুল ফজল লিখছেন এই জানান বেগম শাহজাদা দানিয়েলের মৃত্যুর পর সহমরনে জীবন্ত কবরে যেতে চান । কিন্তু এমন কোনো রীতি ধর্মত না থাকায় তাঁকে বিরত করা হয় । এরপর তিনি অনেক বছর বাঁচেন দানিয়েলের বিধবা হিসাবে । আবুল ফজল বলেছেন যে বহু বছর পরও তাঁকে দেখে এমন মনে হত যেন তিনি সদ্য বিধবা হয়েছেন । এমনভাবে তিনি শোক বহন করেছিলেন ।//

ভাল থাকুন। সবসময়।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: আমারও জানান বেগমের গল্পটা মন ছুঁয়ে গেছে ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৮| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

জুন বলেছেন: জটিল ইতিহাস। মুঘল প্রাসাদের অন্দরে অন্দরে যে কত কাহিনী লুকিয়ে আছে তার হদিশ পাওয়া সত্যি দুষ্কর। তারপর ও আপনি প্রয়াস পেয়েছেন আনারকলির জট ছাড়াতে। ধন্যবাদ আপনার প্রাপ্যই নীলপরি।
+

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন , খুবই জটিল ব্যপার ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি.



ইতিহাস কথাা কয় ! সে কথা যিনি ইতিহাস লেখেন তার ভাষ্য । কথা তো কয়ই কিন্তু সে কথা সত্যের কতো কাছে তা বুঝতে আবার আর একটা ইতিহাস লিখতে হয় ।
লেখাটি প্রশংসা পেতেই পারে ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭

নীলপরি বলেছেন: হুম বোধহয় ।

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

সাহসী সন্তান বলেছেন: খুবই চমৎকার ইতিহাস সমৃদ্ধ একটা পোস্ট! সত্যি কথা বলতে, আনারকলির ইতিহাস পড়লেই তার ঐ করুন পরিণতির কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়! পোস্টে আপনি কিছু প্রশ্ন রেখেছেন, যার উত্তরও সেই প্রশ্নের মধ্যেই আছে!

কিন্তু কথা হলো আনারকলিকে যদি সম্রাট আকবর কর্তৃক জীবত কবর দেওয়া নাই হবে, তাহলে তিনি মারা গিয়েছিলেন কিভাবে? তিনি কি অন্যদের মত স্বাভাবিক ভাবেই মারা গিয়েছিলেন, নাকি অন্য কোন ভাবে মারা গিয়েছিলেন?

আকবর আমারও খুব প্রিয় একজন ব্যক্তিত্ব! তবে আমি এপর্যন্ত তাকে নিয়ে লেখা যতগুলো বই পড়েছি, সব গুলোতেই তার কিছু কেলেংকারির মধ্যে কিন্তু এই আনারকলি ব্যাপারটা অন্যতম হিসাবে পেয়েছি?

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ নীলপরি! শুভ কামনা জানবেন!

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

নীলপরি বলেছেন: আজ আপনার মন্তব্য পড়ে একটু দুঃখ পেলাম স্যরজী ! :(

যদি আনারকলিকে মেনে নিই , তবেই তো তার মারা যাও্য়ার প্রশ্ন আসে ! আমি তো পোষ্টে আনারকলির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুললাম । কিছুই বোঝাতে পারিনি বোধহয় । মাইনাস পেয়েছি , কনফা্র্ম ! :((

আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো ফিকশন না ঐতিহাসিক ?

যাহোক তবুও আপনি পোষ্টটা কষ্ট করে পড়ে মন্তব্য করেছেন সেটা আমার খুব ভালো লেগেছে । ভুল ত্রুটি শোধরানোর সহায়ক ।
তাই আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১১| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: যাত্রায় আনার কলির করুণ পরিণতি দেখে সেদিন কেঁদেছিলাম। শুধু আমি নই আমার মত অনেকেই কেঁদেছিল। সত্য ইতিহাস কি সেটা জানি না। তবে কাহিনীটি করুণ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৮

নীলপরি বলেছেন: হুম কাহিনীটা করুণ ছিল ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: এখন ইতিহাস পড়বো না, পরে আসার আশা রাখি।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: আরে আমি তো আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম ।

ঠিক আছে আমিও তবে আপনার পরের মন্তব্যের আশায় রইলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ইতিহাস একটার সাথে আরো অনেক কিছুর লিংক, সঠিক বিষয় অনুধাবনে যথেস্ট সময় লাগবে । এখন তাই এটাকে প্রিয় করে সাথে নিয়ে গেলাম । সময় করে ভাল করে দেখব ।
শুভেচ্ছা রইল ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: হুম , আমিও সেই অপেক্ষাতে রইলাম । :)

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: শুভকামনা । :)

১৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩০

মহা সমন্বয় বলেছেন: দারুণ পোস্ট

কিছু কিছু মিথ সত্য মিথ্যার উপরে উঠে যায় মনে হয়! :)

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য খুব খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬

গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ এ ব্যাপারে লিখার জন্য!! আর সাধু ভাইকেও শুভেচ্ছা!!

আনারকলির কথা ছোটবেলা থেকেই শুনে আসছিলাম!! তেমন জানা হয়নি আগে।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

নীলপরি বলেছেন: হুম আমিও তাই । উনে লিখতে বলেছিলেন বলেই একটু আধটু জানলাম । দু একটা বই পড়া হোলো । :)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রতিউত্তর পড়ে আমাকে পূনরায় পোস্টটা পড়তে হলো। আপনি ভাল বলেছেন যে, আনার কলিকে মেনে নিলেই না তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠবে? কিন্তু তারপরেও এখানে একটা কথা থেকে যায়!

যুগযুগ ধরে মানুষ যেটা জেনে আসছে, তাহলে তার সবটাই কি মিথ্যা? আমরা সাধারনত জানি যে, কিছু না ঘটলে কিছু রটে না! তবে আপনার ধারনাটাও অমূলক নয়! এমনটা হলেও হতে পারে!

এনি ওয়ে, প্রতিউত্তরের সব জায়গা আঁতি-পাঁতি করে খুঁজেও রাগ করার কোন কারণ পাইলাম না বলেই রাগ করলাম নীলপরি! ;)

আবারও শুভ কামনা রইলো!

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: আরে আমার রিকোয়েস্ট শোনার আগেই এখানে মন্তব্য করে দিলেন । তবে এটা আপনার সত্যি রাগ না ! বুঝে গেছি । :)

আপনাকেও আবারও শুভকামনা ।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০

সাহসী সন্তান বলেছেন: কি রিকোয়েস্ট? এবার বলেন শুনি? আপনি বলেছেন বলে নয়, মন্তব্যটা আগে দেখলে আমি কিন্তু ঠিকই ফিডব্যাক দিতাম! যে কোন ঐতিহাসিক বিষয় সম্পর্কে জানতে আমার খুবই ভাল লাগে! তাই সেটা যে কোন ইতিহাসই হোক!

নীলপরির কাছ থেকে এমন সুন্দর সুন্দর ইতিহাস জানার প্রত্যাসায় রইলাম! :)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: আরে তেমন কিছু না । আমার উত্তর পড়ে রাগ করতে পারবেন না । ব্যস এটুকুই । :)

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আনারকলি না সেলিমের প্রেম কাহিনী নিয়ে গান শুনলাম অনেক, কাহিনী কিছুটা জানলাম আজই, আর এতেই আনারকলি না সেলিম প্রেম কাহিনী বিস্তারিত জানার আগ্রহটা বাড়ল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম আপনার কথায় ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

মনিরা সুলতানা বলেছেন: আয় হায় এই টা কি হইলো ?
আসলেই জুনাপ্পির কথা ই ঠিক ..

জুন বলেছেন: জটিল ইতিহাস। মুঘল প্রাসাদের অন্দরে অন্দরে যে কত কাহিনী লুকিয়ে আছে তার হদিশ পাওয়া সত্যি দুষ্কর। তারপর ও আপনি প্রয়াস পেয়েছেন আনারকলির জট ছাড়াতে। ধন্যবাদ আপনার প্রাপ্যই নীলপরি।

আমার পক্ষ থেকে ও ধন্যবাদ :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: আরে ধন্যবাদ নিষ্প্রয়োজন ।

আপনি যে দেখেছেন , এটাই আমাকে অনেক অনুপ্রেরণা দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.