নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নিজের হাতে আইস-ক্রীম ভাজা বানাতে চান ? তবে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন ।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪



ফ্রায়েড আইস-ক্রীম বা আইস-ক্রীম ভাজা --

বানানোর উপকরন -

১ । আইস-ক্রীম ( ৮ স্কূপ , পছন্দের ফ্লেভারের )

২ । কর্ণফ্লাওয়ার - ১/২ কাপ

৩। কর্নফ্লেক্স ( ক্রাশড ) - ২ কাপ

৪ । ডিম - ২ টা

৫। ব্রেড ক্রাম্ব - ১ কাপ

৬। মাখন - ২ চামচ

৭ । যে কোনো ভেজিটেবিল অয়েল

৮। দারচিনি পাওডার / ভ্যানিলা - ১ চামচ

৯ । বেকিং পেপার - ২ টো

প্রণালী --

১ ।

বেকিং পেপারে ৮ স্কূপ আইস্ক্রীম রেখে সেগুলোকে ২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ।

২ ।



কর্নফ্লেক্সটাকে একটা জিপলক ব্যাগে ভরে উপর দিয়ে রুটি বেলার বেলন দিয়ে হাল্কা ক্রাশড করে নিন । মিক্সিতে দেবেন না । তাহলে পুরো গুড়ো হয়ে যাবে ।

৩।

২ ঘন্টা বাদে আইস্ক্রীম বলগুলোকে বের করে কর্ণফ্লাওয়ার লাগিয়ে নিন ।

৪ ।

একটা পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তারমধ্যে আইস্ক্রীম বলগুলোকে ভালভাবে ডুবিয়ে ডিম মাখিয়ে নিতে হবে । এখানে চাইলে ডিমের মধ্যে
ভ্যানিলা মেশাতে পারেন । অথবা ব্রেড ক্রাম্বের মধ্যে দারচিনি মেশাতে পারেন ।

৫ ।
ডিম মাখানো আইস্ক্রীম বলগুলোতে ভালোভাবে ব্রেড ক্রাম্ব মাখান ।

৬।
এবারে ব্রেড ক্রাম্ব মাখানো আইস্ক্রীম বলগুলোকে আবার ডিমের ব্যাটারে ডোবান ।

৭।
ক্রাশড কর্নফ্লেক্সে এই আইস্ক্রীম বলগুলোকে খুব ভালো ভাবে রোল করুন

৮।

এবারে এগুলোকে একটা বেকিংপেপারে রেখে ১৫মিনিটের জন্য ডিপফ্রিজে রাখুন ।
৯।


তেল গরম হওয়ার পর আইস্ক্রীম বলগুলোকে ডিপফ্রিজ থেকে বের করুন এবং মিডিয়াম হিটে( ৭- ৮ সেকেন্ডের বেশী না ) ভেজে সাথে সাথে পরিবেশন করুন ।


টিপস - একটা করেই বল ভাজবেন । অনেকটা ফুচকা দেওয়ার মতো । ভাজতে হবে আর পরিবেশন করতে হবে ।

পরিবেশনের প্লেটটা আগেই চকোলেট সস বা মধু বা আপনার যা ইচ্ছে তাই দিয়ে ডেকোরেশন করে রাখুন ।
আমার বন্ধুরা এতো সভ্য - ভদ্র যে আইস্ক্রীম বলগুলো ভেজে রাখার আগেই প্লেটের ডেকোরেশন ভ্যানিশ হয়ে যা্য় । আপনার বন্ধুরাও যদি একই গুণের অধিকারী হন তবে আর ডেকোরেশনের ঝামেলায় যাবেন না । এমনিতেই সবাই ফিদা হয়ে যাবে । গ্যারান্টি দিচ্ছি । :)

মন্তব্য ৮০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৬

সুমন কর বলেছেন: চমৎকার !! ট্রাই করতে হবে !! সকাল সকাল রেসিপি দেখে মনে হয়, একটু ক্ষুধা লাগছে......হাহাহাহা

+।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: তাই ? তাহলে দেরী না করে ট্রাই করে ফেলুন । :)

প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৬

নামে বইয়ের পোকা বলেছেন: পোস্ট এ ডুকার আগে তো ভাবলাম, ঠাণ্ডা জিনিস আবার ভেজে খাওয়ার প্রয়োজন কি!
এখন তো পুরো পোস্ট পড়ে খেতে ইচ্ছে করছে!
ইশ! আমার যদি একটা আলাদিনের মতো "জিনি" থাকতো, তাইলে এখনি অর্ডার করতাম। :)

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

নীলপরি বলেছেন: নিজে বানিয়ে খেলে ও খাওয়ালে আরো ভালো লাগবে ।

অনেক ধন্যবাদ ।:)

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

রাস্তার সম্রাট বলেছেন: পোস্টটা দেখে মনে হচ্ছে রেসিপিটা চরম হবে। ট্রাই করে দেখব।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮

নীলপরি বলেছেন: হুম । ঠিক বুঝেছেন !

অবশ্যই ট্রাই করে দেখুন ! :)

অনেক ধন্যবাদ ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম নীলপরি কি কেকা ফেরদৌসীর শরণ নিলো নাকি (লতা দিয়ে গরুর মাংস রান্না করেছিলেন ভদ্র মহিলা) । পুরো পোস্ট পরে অবশ্য ভুল ভাঙলো; মনে হলো জিনিসটা বেশ উপাদেয় হবে ।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: শুধু ভাবলে হবে ? বানাতে হবে তো ! আপনি বানিয়ে ছবি তুলে আমাদের দেখান । :)

অনেক ধন্যবাদ ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: দেখে তো মুখে জল চলে এলা। অবশ্যই ট্রাই করতে হবে।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: হুম , অতি অবশ্যই ট্রাই করে দেখুন ! :)

অনেক ধন্যবাদ ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: আহা কি স্বোয়াদ :P খাব

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: আরে কতদিন পরে এলেন । দেখে ভালো লাগলো ।

হুম অবশ্যই বানিয়ে টেস্ট করে দেখুন ! :)

অনেক ধন্যবাদ ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: কবিতা ছেড়ে খাবার?

দেখে তো অনেক টেস্টি মনে হচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: খেতেও টেস্টি ! একবার বানিয়ে দেখুন ! :)

অনেক ধন্যবাদ ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: আমার দ্বারা সম্ভব না।
এমন খাবার কোন দিন সামনে পেলে খেয়ে নিব।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: আরে আমিও আমিও এমন কিছু পারি না !

তাই একবার চেষ্টা করেই দেখুন । :)

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯

আলভী রহমান শোভন বলেছেন: বাহ আপুনি ! এত্তগুলা পছন্দ হইসে রেসিপিটা। ট্রাই করে দেখবোনে। তারপর তোমাকে জানাবো। :)

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: হুম ।

অনেক ধন্যবাদ । :)

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: এগুলো আমার খাওয়া নিষেধ ।

না পড়ে হাজিরা দিয়ে গেলাম। B-)

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: ইশসসস।

অনেক ধন্যবাদ । :)

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

চাঁদগাজী বলেছেন:




জগাখিচুড়ী টাইপের, মনে হচ্ছে

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: জগাখিচুড়ীটা কি জিনিস স্যর ? আইডিয়া নেই ।

পোষ্ট দেখার জন্য ধন্যবাদ । :)

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ট্রাই ট্রুই করতারুম্না ! কেউ বানাই খাওয়াইলে খাইতারি !! B-) B-)

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: তাহলে যিনি আপনার এই অভ্যেসের কথা জানেন তাঁকেই বলুন রেসিপিটা ট্রাই করতে ! :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

সোহানী বলেছেন: হুম ট্রাই করবো.....

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: হ্যা অবশ্যই বানিয়ে দেখুন ! :)


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভাই দাওয়াতী হিসাবে সাথৈ রাইখেন, ভুইল্লেননা ;)


পরীর রেসিপি!
না চেখে কি করে বলি! অন্যায় হবে না? ;)

তাই
নো কমেন্টস :P

++++++++++

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: কিন্তু আমার কাছে আপনার এই কমেন্টটা যথেষ্টর অনেক বেশী ।

মন্তব্য দেখে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।:)

১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধুর, নিজের উপর আস্থা নাই।নিজে বানাইয়া নিজে খাইয়া পেট খারাপের কোন মানে হয় না।।।তাই আপনে বানাইয়া আনেন আমি খাইতে থাকি। ;)

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: তাহলে এটা আপনার জন্যে -



মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২

হাসান মাহবুব বলেছেন: B:-)

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: মন্তব্য বুঝলাম না স্যর !

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:



খাবো।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: তবে এটা আপনার -



আবার দেখার সময় হবে তো ? :)

১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

ঋদ্ধি বলেছেন: বিস্ময়কর!
মাখামাখির সময় আইসক্রিম গলবে না?
তেলে ভাজার পরেও আইসক্রিম বল সদৃশ আছে দেখে তো বেশ মজা লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: না । রেসিপিটা আবার দেখবেন প্লিজ ! ওইজন্য প্রতিবার ফ্রিজে ঢুকিয়ে দিতে বলেছি । তেল গরম হলে বের করতে হবে ! :)


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩

সাহসী সন্তান বলেছেন: আইসক্রিম! তাও আবার ভাজা? খাইতে মুঞ্চায়, কিন্তু বানাইয়া দেওয়ার লোক নাই! ;(

নীলপরি দাওয়াত দিলে অবশ্য খাইতে আমার কোন আপত্তি নাই! সাথে এক ঢিলে দুই পাখি মারাও হবে। নীলপরির হাতের বানানো খাবারও খাওয়া হবে, আবার পরির দেশও দেখা হবে! ;)

রেসিপি ভাল না খারাপ হইছে, সেটা খাওয়ার আগে বলতে পারলাম না বলে দুঃখিত! তবে আনকমন জিনিস সব সময়ই ভাল হয়, তাই একটা প্লাস! শুভ কামনা জানবেন!

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।



এটা আপনার জন্য । :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভকামনা । :)

২০| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

মাদিহা মৌ বলেছেন: জিভে জল এসে যাচ্ছে। কিন্তু ভাজার সময় আইসক্রিম গলে যাবে না?

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

নীলপরি বলেছেন: না । গলে না তো ! :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

পুলহ বলেছেন: আমার যেটা বলার ছিলো ১৮ নং কমেন্টে তার অনেকটাই বলা হয়ে গেছে।
দেইখাই ভালো লাগতেছে, না জানি খাইতে কতটা....
++++

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

১৮ নং কমেন্টের উ্ত্তরটাও দেখে নেবেন প্লিজ ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

২২| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

গোফরান চ.বি বলেছেন: আমি একটা রান্নার পোস্ট দিয়েছি । কেউ পড়েনা তাই ড্রফট করে ফেলছি। আপনি কি আপনার নিক থেকে আমার পোস্ট টা একটু প্রকাশ করবেন প্লিজ ?

আমাদের চট্রগ্রামের চট্রমেট্রো থেকে ইরিয়ানি খাওয়াবো আপনাকে । :(



পোস্টে ভালো লাগা।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

নীলপরি বলেছেন: আরে আপনি নিজেই পোস্ট করুন প্লিজ । আমি যাচ্ছি পড়তে ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

২৩| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

গোফরান চ.বি বলেছেন: থুক্কু বিরিয়ানী *

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: শাহি ডিশ নিয়ে এরকম বলবেন না প্লিজ । :)

২৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

গোফরান চ.বি বলেছেন: আই হ্যাভ লুস্ট মাই নিক :( ক্যান আই হ্যাভ ইউর প্লিজ ? :(

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: তাহলে মন্তব্য করছেন কি করে স্যর ? :)

২৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১

গোফরান চ.বি বলেছেন: পোস্ট পাবলিশ করেছি। এটা নিউ নিক। ওয়াচে এখনো । নতুন লগার তো তাই #:-S

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

নীলপরি বলেছেন: আপনি কে বলুন তো ? যাচ্ছি আপনার ব্লগে ।

২৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

গোফরান চ.বি বলেছেন: থুক্কু ব্লগার .। লেপটপ এর "বি" বাটন কাজ করেনা।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

নীলপরি বলেছেন: আপনি দেখছি সমস্যায় জর্জরিত ! :)

২৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দেখবো বলি নি।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: জানলাম । :)

২৮| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: এই জিনিস কি পরীর দেশে পাওয়া যায়!!!!!!!!!!!

আমি তো কখনও কোথাও দেখিনি!!!!!!!

অবশ্য আমাদের দেশে এখন একটা আইস্ক্রিম ফেয়ার চলছে!!!!!!

আমি ভাবছি এটা কি উপরে গরম ভেতরে ঠান্ডা হবে খেতে?

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: হুম শায়মা দি । এটা উপরে গরম আর ক্রিসপি এবং ভেতরে ঠান্ডা খেতে লাগে ।
ভালো লাগলো আপনাকে দেখে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

২৯| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

শায়মা বলেছেন: তুমি কোথায় খেয়েছো???

বাংলাদেশের কোনো আইসক্রিম পার্লারে বানায়!!!!!!!!!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: আমি আমার একটা বন্ধুর মায়ের কাছে শিখেছি ও খেয়েছি ।এটা একটা মেক্সিকান ডেসার্ট । আন্টিও বাইরে থেকেই শিখেছিলেন ।

ইজি অ্যাভেলেবেল নয় । বাড়িতেই বানাতে পারেন । :)

৩০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবিরটা কি গুগল থেকে নাকি তুমি বানাইছো?

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: আপনার যা মনে হয় তাই ।

৩১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১

মনিরা সুলতানা বলেছেন: সেই পোষ্ট পরী ++++

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১০

নীলপরি বলেছেন: মানে ?

প্লাস দেখে খুশি হলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

৩২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: টেষ্টি খাবারের এত সুন্দর ছবি। জিভে জল এসে যায়।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১১

নীলপরি বলেছেন: তাহলে বানিয়ে ফেলুন । :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এত জঠিল নির্মাণ শৈলি মনে হয় শুরু করে মাঝ পথে এসে আবার ভুলেই যাবো! তাহলে, কীভাবে খাব? অবশ্য আইসক্রিম দেখলেই জিভে জল এসে যায়! যাক, দোকান হতেই খেয়ে নিব ক্ষণ।তাছাড়া, রাত বারোটায় দেখলাম আপনার আইসক্রিম প্রস্তুত প্রণালী সুতরাং এখন আর কিছুই করার নাই।ভালো থাকুন।
তবে, যাই বলুন আইসক্রিম নিয়ে আপনার ব্লগ সুন্দর হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩

অরুনি মায়া অনু বলেছেন: বাহ সম্পূর্ণ নতুন একটা রেসিপি শিখলাম আজ। ধন্যবাদ আপনাকে।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

নীলপরি বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:২১

গেম চেঞ্জার বলেছেন: এইটা অ্যাপ্লাই করেই ছাড়ব!! :)

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

৩৬| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪

আমিই মিসির আলী বলেছেন: পড়তে পড়তে খাইতে মুনঞ্চায় .....


এখন কি করা যায় পরীআপু! আইসক্রীম ভাজা খাওনের একটা দাওয়াত পেতে পারি কী?

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

নীলপরি বলেছেন: তাহলে এটা আপনার জন্যে -





মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: দারুন আইসক্রীম রেসেপি ।
সকলে মিলে চেস্টা করে
দেখব । যে বিশদ বিবরণ দেয়া
হয়েছে আশা করি বানাতে
পারব । ভাল না হলে জানাব
আর ভাল হলে খেয়ে ফেলব।
সামু মনে হয় আবার স্লো
হয়ে গেছে । আমার মেঘদুত
পোস্ট দিতে জান বের হয়ে
গেছে । ছবি পোস্টে অনেক
সময় নিয়েছে । এখানে
আইসক্রীমের একটি
ছবি দিতে চেয়েছিলাম
হলোনা চাকা ঘুরছেতো
ঘুরছেই । শেষে বাদ
দিতে হল ।
শুভেচ্ছা রইল ।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

নীলপরি বলেছেন: হুম বুঝতে পেরেছি ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

৩৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: শুভেচ্ছা।

৩৯| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: খাবার তৈরী কঠিন কাজ। এত আইটেমের যোগাড়-যন্ত্র। তার চেয়ে কঠিন খাবারের পর প্লেট, হাড়ি-পাতিল ধোয়া। যা-ই হোক খেতে চাইলে তো বানাতে হবেই।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: বানালে জানাবেন যে কেমন হয়েছে ! :)

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অ্যাঁ? অদ্ভুত রেসিপি তো! মচমচে আইস্ক্রিম #:-S বিয়ে শাদি করলে বউকে বলতাম বানিয়ে দিতে। ততদিন পর্যন্তু অপেক্ষা করতে হবে আরকি :( :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: সেকি তিনি রানী হবেন ! নিজে এই রেসিপিটা দেখে প্র‌াকটিস করেতে থাকুন । তিনি আসলেই যাতে তৈরী করে খাওয়াতে পারেন ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.