নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন জন্মকথন

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪



লিখে চলেছি , শুধুই লিখে চলেছি
যা কিছু বলিনি বা বলেছি !

একই জন্মে , দুজনে একাকী ভিন্নভাবে
ভুলে ভরা হলেও কি আসবে-যাবে ?

বড়ো মধুর লাগে এই বিচ্ছিন্নবাস
জানি কাহিনী জমবে না খাস ।

যেদিন স্বপ্নে পড়েছিল তোর নিশ্বাস
আমার আনাড়ি কথা ভাসিয়েছিল বাতাস !

তোর মতো উল্টো না , বুঝি সোজাসুজি
কবিতায় তাই আমি ইচ্ছেজীবন খুঁজি ?

ইচ্ছে মানে ঠিক তুই যেমন
যদিও তোকে চিনি না তেমন !

চেনা অচেনায় কি আসে যায় ?
অচীনপাখীর সুর মনোনিবাসের হদিস পায় !

গতজন্মে দেখেছিলাম তোকে পাড়ার মোড়ে
এজন্মে তোর ভাবনায় সময় পোড়ে !

কলমে ঝরাই অম্লমধুর উদ্ভট কথাকলি
সঙ্গে না থেকেও একসঙ্গে চলি !

মুক্তি নেই ভেবেই পাশে থাকিস
তাহলে , মানসভ্রমনেও আমায় সাথে রাখিস !

শেষকথার আগেই সাজবে আমার চিতা
তখনও তুই-ই থাকবি আমার মনোমিতা ।

বহুবর্ণে জন্মকথন এগোবে পরের পৃষ্ঠায়
আমাদেরই বিচ্ছিন্ন বা সম্মিলিত চেষ্টায় !

মন্তব্য ৫৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ!
শেষকথার আগেই সাজবে আমার চিতা
তখনও তুই-ই থাকবি আমার মনোমিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: বাহ , প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:



ভালো লাগলো...


শুভকামনা...

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +

শেষকথার আগেই সাজবে আমার চিতা
তখনও তুই-ই থাকবি আমার মনোমিতা ।

বহুবর্ণে জন্মকথন এগোবে পরের পৃষ্ঠায়
আমাদেরই বিচ্ছিন্ন বা সম্মিলিত চেষ্টায় !

লাইনগুলো অনেক কিছু বলে দেয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: তাই ? বুঝলাম না ।

আপনি সময় করে দেখেছেন এটা দেখে ভালো লাগলো ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। +++

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আর প্লাস পেয়ে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

শামছুল ইসলাম বলেছেন: বাহ, কী সুন্দর ভাবনাঃ

//মুক্তি নেই ভেবেই পাশে থাকিস
তাহলে , মানসভ্রমনেও আমায় সাথে রাখিস ! //


ভাল থাকুন। সবসময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: আমার ভাবনা আপনার সুন্দর লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

মার্কো পোলো বলেছেন: ভাল লিখেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।
আপনাকেও অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সাহসী সন্তান বলেছেন: সত্যি কথা বলতে মন্তব্যে কি লিখবো বুঝতে পারছি না। তবে আমাকে যদি আপনার ব্লগ পোস্টের কবিতা গুলোর একটা সংকলন করতে বলা হয়, তাহলে এই কবিতাটাকে আমি অবশ্যই একদম উপরের সারিতে স্থান দেবো!

খুব চমৎকার হয়েছে নীলপরি! প্রত্যেকটা প্যারা, প্রত্যেকটা লাইন এমনকি প্রত্যেকটা অক্ষরের মধ্যেই একধরনের আকর্ষণীয় ভাব বিরাজ করছে! কবিতা খুব ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা দেখে থেকে বহুবার পড়লাম । প্রথমবার পড়েই স্তব্ধ হয়ে গিয়েছিলাম । একেবারে আপ্লুত । কতটা আমি যোগ্য আমি তা জানিনা । তবে আপনার মন্তব্যটা আমাকে কনফিডেন্স দিল । এই মন্তব্যটাকে সযত্নে রেখে দিলাম আমার সঞ্চয়ের খাতায় । কৃতজ্ঞতা জানানোর শব্দ খুঁজে পাচ্ছি না । তবু অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অস্থির! নীলপরি তো কাজীদার সেই গানটা মনে করিয়ে দিলো (মোরা আর জনমে হংস মিথুন ছিলাম)!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: গান মনে এসে গেলো ? তাও তো স্যরজীর লাইক পেলাম না ।
এমনি বললাম ।:)

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: বেশ চমৎকার কবিতা আপু।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে চমৎকার শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: মনোমিতাটা কে যেন.........!!!......... হাহাহাহা

দারুণ হয়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: এ যে বড়ো কঠিন প্রশ্ন । উত্তর যে আমারও অজানা । :)
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুউব আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

জে আর সিকদার বলেছেন: বেশ !

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গ্রামীণ ডাটা ব্যবহার করছি; এর স্পিড এত কম যে ইউসি ব্রাউজার দিয়ে ঢুকতেই পারছিনা । অপেরা বা অপেরা মিনিতে লাইক অপশনটা পাচ্ছিনা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

নীলপরি বলেছেন: আরে আমি এমনি বললাম । আপনার মতো কবি আমার কবিতা পড়ে যে নিয়মিত মন্তব্য দেন , এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া । আমি এতে খুব উৎসাহ পাই ।

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার কবিতা।

অনেক ভালোলাগা রেখে গেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

নামে বইয়ের পোকা বলেছেন: আমি এক নিঃশ্বাসে শুধু পড়েই গেলাম।
অত্যন্ত মুগ্ধ করেছে।
অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা উপহার দেয়ার জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার মন্তব্য অনেক অনুপ্রেরণা দিল আমাকে ।

কবিতাটা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৬

nilkabba বলেছেন: চমৎকার ভাবনায় সাজিয়েছেন পংক্তিগুলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
শুনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: জন্মান্তরের কোন বিচ্ছিন্নতা নেই, শুধু সমুখে ধাবমান হওয়া ছাড়া। জন্মান্তরের কোন পিছুটান নেই, শুধু গতিময় হওয়া ছাড়া।

যেটা আপনি শেষ দুলাইনে বলে দিয়েছেন।

গভীরবোধের কবিতা।
++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা । কমপ্লিমেন্ট হিসাবে নিলাম । :) অনুপ্রেরণাও পেলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোলাগাটা বুঝলেই হবে। বাকি সব চুলোয় যাক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: সেটাই বোধগম্য হচ্ছিল না । যাক ঠিক আছে । :)

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: বেশ ভাল লিখেছেন নীলপরি!!!! অজস্র শুভকামনা!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।


২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
খুব ভালো লাগলো আপনার কবিতাটি। কবিতার প্রতিটি পরতে পরতে ভালো লাগা মিশে আছে। ভালো থাকুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: অসাম পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৬

মহা সমন্বয় বলেছেন: প্রতি ছন্দে ছন্দে রয়েছে ভাল লাগা
না বলা কথাগুলো হয়ে যাচ্ছে বলা। :)


শেষকথার আগেই সাজবে আমার চিতা
তখনও তুই-ই থাকবি আমার মনোমিতা ।
:(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা আমায় অনেক উৎসাহ দিল ।
শেষের ইমোটা দুঃখের কেনো ?
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর লিখেছেন ++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভভালো থাকুন। সবসময়।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাত জনমের আবেগ
এলো এই জনমে বোধে!
কেমন করে রচবে গাঁথা
মিলন রঙে রেঙে?

কত জনমে এড়িয়ে গেলে
এই জনমেই চিনলে কই
জাগে না হৃদয়ে স্বপন
বিচ্ছিন্নতার মিলন সমাপন !

তবে আর কি- রেল লাইন ভালবাসা
চলুক বয়ে অন্তহীন
জন্ম চক্রের ইষ্টিশনে
হবে দেখা এমনি আবেগ-স্মৃতি হীন :)

আপনার কবিতার পাওয়ার আছে বলতে হবে। খালি কাব্যে দোলা দেয় ;)

++++++++++++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: কাল থেকে চেষ্টা করছি উত্তর দিতে । কিন্তু নেট এতো স্লো যে দেওয়া হয়ে উঠছে না ।

আবার একটা অসামান্য কাব্যিক মন্তব্যে আমি মুগ্ধ ।

অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।



০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++ :)

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



লিখে চলেছি , শুধুই লিখে চলেছি
যা কিছু বলিনি বা বলেছি ।

কবিতাখানি শুধু পড়েই চলেছি
যা কিছু হয়নি জানা জেনেছি
বহুবর্ণে জন্মকথন এগোবে পরের পৃষ্ঠায়
আমাদেরই বিচ্ছিন্ন বা সম্মিলিত চেষ্টায়


সম্মিলিত চেষ্টায় হবে কি ঠাই
ভাবি এখন সে কথাই ।

কবিতায় প্লাস টু দি পাওয়ার ইনফিনিটি ।
শুভেচ্ছা রইল ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: সম্মিলিত চেষ্টায় -

সামুর পাঠক সংখ্যা বাড়ুক
সামু আরো অনেকে পড়ুক । :)

আপনার এই অসাধারণ মন্তব্যটা পড়ে আপ্লুত হয়ে গেলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা গ্রহন করলাম । আর আপনাকেও শুভেচ্ছা ।

ভালো থাকুন। সবসময়।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: প্রতি উত্তর দেখে জানালেন বলে ভালো লাগলো । তবে নতুন পোষ্টটা দেখলে একটু বেশী ভালো লাগলো । :)

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.