নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ভি-এফ-এক্সের কেরামতি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০



অলস দুপুর । মেঘরাজা আকাশপথে র‌্যাম্প ওয়াক করছেন । হাওয়ার অছিলায় কৃষ্ণচূড়া ছুঁয়ে যাচ্ছে রাধাচূড়াকে । এমন দিনে আমার
নেই-কাজ করতে মন চায় । পি. সি-তে বসে তাই ভি-এফ-এক্সের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিলাম । দেখছিলাম চেনা জানা দৃশ্যগুলোতে কিভাবে ব্যবহার করা হয়েছে ভি-এফ-এক্সের কেরামতি । যদিও জানতাম । মানে আমরা সবাই জানি ভি-এফ-এক্স বা ভিসুয়াল এফেক্টের কথা । এটা ফিল্মের পোষ্ট প্রোডাক্সনে কমপিউটার গ্রাফিক্সের মাধ্যমে ব্যবহার করা হয় । প্রথম ভি-এফ-এক্স ব্যবহৃত হয় কিং কং (১৯৩৩ খ্রী ) । এরপর হলিউডের বিভিন্ন ফিল্মে এর কারসাজি দেখা গেছে । তবে আজ আর ভি-এফ-এক্সের ইতিহাস ভূগোলে যাবো না । আজ বরং দেখি সাম্প্রতিক কিছু ফিল্ম বা সিরিয়ালে ভি-এফ-এক্সের ছলাকলা ।



শাহরুখ খান থেকে গৌরব ( ফিল্ম ফ্যান )




ফিল্ম ফ্যান - শাহরুখের অনবদ্য অভিনয়ের পাশে ইতিহাসে হ্য়ত ভি-এফ-এক্সের যাদুর কথাও আলাদা ভাবে লেখা থাকবে !



বিস্তারিতভাবে দেখুন



এখানে প্রসথেটিক মেকাপের পর ভিসুয়াল এফেক্ট দেখানো হয়েছে







গৌরব আর শাহরুখ







রা- ওয়ান



রা- ওয়ান



সুলতান



একটু -আধটু যদি অনিয়ম হয়েও যায় , তবু ভি-এফ-এক্স থাকলে অ্যাবস নিয়ে চিন্তার কারন নেই ।



অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড - আমার একটা প্রিয় মুভি



অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড



ক্রিশ



মহাভারত সিরিয়ালে আগে



মহাভারত সিরিয়ালে পরে




ফাইনাল ডেস্টিনেশন -৫



জনম জনম গানটার কথা মনে আছে ? এই দৃশ্যের শুটিং কিন্তু সেটের মধ্যেই হয়েছিল ।

ভি-এফ-এক্সের কেরামতি নিয়ে আলোচনা করলে তা আর শেষ হতে চায় না । তবু আমি আপাতত এখানেই শেষ করলাম ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সাহসী সন্তান বলেছেন: যে সমস্থ সিনেমা গুলো নিয়ে ভি-এফ-এক্স এর কেরামতি দেখাইলেন, মোটামুটি তার সবগুলোই দেখা! নেই কাজ তো খই ভাজ টাইপের পোস্ট যে এত ভাল হয়, তা আগে জানা ছিল না! একদম চমক লাগানো উপস্থাপনা নীলপরি! খুব ভাল লাগলো!

পোস্টে প্রথম ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো । আমি ভাবছিলাম আদৌ কেউ দেখবেন কি না !

এখন আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হচ্ছি ।

অনেক অনেক আন্তরিক ধন্যবাদ । সাথে কৃতজ্ঞতাও ।

আপনাকেও শুভকামনা ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

নতুন বলেছেন: কিছুদিন পরে বিভিন্ন দেশ ঘুরে আর সুটিং করবেনা সবাই সেটেই কাজ সারবে।

আরো কিছুদিন পরে চরিত্রও এনিম্যেটেড থাকবে...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: চরিত্র এনিম্যেটেড হলে আমরা দেখবো কি ? :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: নতুন বলেছেন: কিছুদিন পরে বিভিন্ন দেশ ঘুরে আর সুটিং করবেনা সবাই সেটেই কাজ সারবে।
আরো কিছুদিন পরে চরিত্রও এনিম্যেটেড থাকবে...
হক কথা!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো ।

হক কথা বললেন ? আপনি ফ্যান দেখেছেন ? ভি-এফ-এক্স শাহরুখকে গৌরব হতে সাহায্য করেছে ঠিকই কিন্তু ঐ চরিত্রে অসাধারণ অভিনয়টা শাহরুখকেই করতে হয়েছে । তাছাড়া ওনার কয়েক ঘন্টা ধরে প্রসথেটিক মেকাপ নেওয়ার কথাও অস্বীকার করা যাবে না ।
এমনকি এধরনের মেকাপে জল পর্যন্ত খাও্য়া যায় না ।

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

সোহানী বলেছেন: ওয়াও.... দারুনতো!!!!!!!!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: পোস্ট হিসেবে ভালো হয়নি। ছবিগুলো আরো স্পষ্ট হবার প্রয়োজন ছিল। আরো কিছু তথ্যও দিতে পারতেন।

ভি-এফ-এক্সের কারণে মুভিতে সবই সম্ভব। +।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: হুম , ঠিক বলেছেন । আরো কিছু তথ্য হয়ত দেওয়া যেত ! যেমন স্পেসাল এফেক্ট আর ভিসুয়াল এফেক্টটের ডিফারেন্সটা নিয়ে কিছু বলা যেত । কিন্তু তখন আমার সত্যিই আলসেমি লাগছিল ! :)

ছবি আরো ছিল । ভাবলাম যদি আবার একঘেয়ে হয়ে যায় !



আপনার জন্য এই ছবিটা । এইরকম স্পষ্ট বলতে চেয়েছেন কি ?

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুন................. B-) B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

পবন সরকার বলেছেন: আগামীতে যে কি হবে বলাই মুশকিল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: বোধহয় ! :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ছবি তেমন একটা দেখা হয় না। সুতরাং ভি-এফ-এক্স নিয়ে কিছু বলতে পারছি না।

কবিতায় যেমন আপনার একটা স্টাইল আছে, এখানেও চমৎকার উপস্থাপন দিয়ে শুরু করেছেন - সেটা ভাললেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। তবে শাহরুখ খানকে আমার একদমই ভালো লাগে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: সেকি ? শাহরুখ খানকে একদমই ভালো লাগে না ?

ইশ , দুঃখ পেলাম । :(

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আজিব কারবার!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: আজবই বটে ! :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: সাহসী সন্তানের কথাটাই ধার করে বললাম নেই কাজ তো খই ভাজ টাইপের পোস্ট যে এত ভাল হয়, তা আগে জানা ছিল না! একদম চমক লাগানো উপস্থাপনা নীলপরি! খুব ভাল লাগলো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে খুশি হলাম ।

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন:



দারুন ব্যাপার... চমৎকার পোষ্ট...


শুভকামনা...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে দেখে ভালো লাগলো ।

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



দারুন ছবি পোস্ট দিয়েছেন ভাল লাগল ।
সাথের বিবরণ থেকেও জানা গেল বিষয়টি সম্পর্কে বেশ
তথ্যপুর্ণ কথা । সেই ১৯৬৮ হতে শুরু হলেও এখন উন্নত
কমপি্উটার সফ্টওয়ারের কারণে ভিএফ এক্স ফিল্ম ও মুভিতে
এক গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।বিষয়টি যেহেতু পুরাটাই অভিনয়
সেহেতু এটাও মন্দ নয় । ভিএফ এক্স অবশ্য ব্যয়বহুল ও কিছুটা
সময় সাপেক্ষ্ । তবে অন্য অনেকের মত আমারো ধারনা
আউট ডোর সুটিংএর সুন্দর সুন্দর পাকৃতিক দৃশ্য ও সেনসেটিভ
ঝুকিপুর্ণ দৃশ্য দেখা হতে আমরা বঞ্চিত হব , তার কিছুটা
নীচে দেখা যায় বালিসকে কিভাবে এনিমেটেড করা হয়েছে :
ধন্যবাদ সুন্দর তথ্যপুর্ণ পোস্টটির জন্য ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য দেখে । :) :)

যেটুকু আমি জানি তাতে মনে হয় ভি-এফ-এক্স আর অ্যানিমেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে । যদিও দুটোই একই ছাদের তলায় তৈরী । ভি-এফ-এক্স ভায়া CGI means Computer Generated Images করতে হয় কিন্তু ভি-এফ-এক্স মানে CGI নয় । এটা ম্যাট পেন্ট দিয়েও করা যায় ।

অ্যানিমেশন করতে CGI লাগে । যদিও আমার জানাটা খুব গভীর নয় ।

পোষ্টটা দেখার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

জে আর সিকদার বলেছেন: তথ্যবহুল পোষ্ট , কাজে আসবে হয়তো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...
আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...


আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...
আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...




আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...
আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...


আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...
আয় হায় কল্লেন কি?????

কিছু কিছু জিনিষ না থাকলেই বরং সূখ ;)

হা হা হা
নেন- আমিও কছিূ যোগ করি ...






সব ফাকি! তাই কি জীবনের চেতনায়ও এখন তারই ছায়া! ;) কে জানে বাপু!!!!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: হুম ।

এটা আমার নেই কাজের পোষ্ট । :)

তাতেও সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমি শখের বশে এই কাজটাও একটু আধটু শিখে ফেলেছি!! :) ডাইনোসর, হাল্ক এইগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিও!! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: আরে দারুন ব্যাপার তো । অভিনন্দন । :)

এক্সপেরিমেন্টগুলো কখনো আমরা দেখতে পারি কি ?

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ কাজগুলো সেভ করা না। আর ২-৩ বছর আগে ফ্রি সময় ছিল বেশি, তখনকার সময়ের!! তবে ভুলিনি। সময় পেলে ইউটঊবে আপ করে পোস্ট দিতে পারি। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: অপেক্ষায় থাকলাম সেই পোষ্টের । :)

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

তাজবীর আহােমদ খান বলেছেন: বিজ্ঞান এক বড় আজব চিরীয়ার নাম।ভালো-মন্দ দুদিকেই সীমাহীন সম্ভাবনা। ভালো টাকে আক্রে ধরে রাখতে পারলেই হয়।
যদিওবা মন্তব্য অপ্রাসঙ্গিক হয়ে গেলো, তবুও ভাবনাটুকু রেখে গেলাম।
সুন্দর পোস্ট এর জন্য অশুভকামনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যাপারটা হলো আমি লেট।

দারুণ পোস্ট। সবই শুভংকরের ফাঁকি। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

নীলপরি বলেছেন: আজ আবার বিনয় অবতারকে দেখলাম মনে হচ্ছে !

শুভংকরের ? নাহ , শুভ্রর । ফাঁকিবাজিতেও শুভ্র ১ নম্বরেই আছে ! বোঝা গেলো ? :)

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি খুব বাধ্য ছাত্র ছিলাম। শুধু লাস্ট বেঞ্চের এই যা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: পাস্টটা অনুমান করতে পারি । আর বর্তমান তো দৃশ্যমান ! ঠিক আছে ? :)

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও পারি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: তাই ?

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: বাহ! বেশ ইফেক্টিভ ব্যাপার মনে হচ্ছে। আমরা নিজেরাই এখন মুভি বানিয়ে ফেলতে পারব! :P

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: হুম , তা পারি । সামুতে মুভি আইডিয়ার অভাব হবে না । গানের জায়গায় আমরা দু একটা কবিতাও দিয়ে দিতে পারি । সাথে ভি-এফ-এক্সের কেরামতি ।যদিও শাহরুখ গৌরব হলেও কোনো গৌরব শাহরুখ খান হতে পারবে না । সেটাও না হয় ভি-এফ-এক্স দিয়ে ম্যানেজ করবো । আপনি শুধু রাজপুত্রের কাছ থেকে নন রিফান্ডেবল মানিটা আদায় করুন । আমাদের ফিল্ম তো সুপারহিট হবেই । তার বছর খানেক বাদে রাজপুত্র কমেন্ট করবেন - ফিল্মটা দারুন হয়েছে । +

কিন্তু আপনিই বলুন অতদিন বাদে কারো টাকা তো দুরের কথা , খুচরোর কথাও মনে থাকবে ?
সেকারনেই নন রিফান্ডেবল মানি বলেছি । :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সকাল থেকে খোঁচা খাচ্ছি। :(
আজ আমার খোঁচা দিবস।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: কে খোঁচা দিল ?

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

জেন রসি বলেছেন: হা হা......রাজপুত্র ভাই কোন একটা গরবর করে ফেলেছেন এটা বেশ বুঝতে পারছি। ;) তবে কবিদের জন্য সাত খুন মাফ। কবির সাথে শান্তিচুক্তি করে ফেলুন। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: আরে আমি এতো শান্তি প্রিয় , আর আপনি আমাকে এটা কি বললেন ? দুঃখ পেলাম । কারো সাথে আমার কোনো অশান্তি নেই ! :(


কবিদের জন্য সাত খুন মাফ - জানলাম ,আপনার কাছ থেকে । তথ্য সংগ্রহের জন্য আর একটা কথা জানতে চাই । অষ্টম খুনের জন্য কবিদের ক্ষেত্রে কি বিধান আছে ?

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: অষ্টম খুনের অপরাধে কবিকে মুভির নায়ক বানিয়ে দেওতা যেতে পারে। তবে মুভিতে কোন নায়িকা থাকবে না। নো রোমান্স। তবে অনেকগুলো ভিলেন থাকবে। কবি ওরফে নায়ককে মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত ভিলেনদের সাথে মারামারি করতে হবে। :P

শুভ্র ভাই কি অষ্টম খুনটাও করে ফেলেছেন? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

নীলপরি বলেছেন: অসাধারণ বিধান দিয়েছেন । কল্পনা করতেও ভালো লাগছে ! অনেক ধন্যবাদ আপনাকে ।

অষ্টম খুনের ব্যপারে অনুসন্ধান চলছে ! :)

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাংশুটে মুখ করে তাকিয়ে আছি। কি হচ্ছে? হতবাক। খুন? আমি? তাও অষ্টম!! জেন, একটু আস্তে। ;) পরির কান ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: হুম । জানতাম ! মুখ পাংশুটে হবেই ! জেন রসি কবিদের জন্য শাস্তিটাই তো তেমন ঠিক করেছেন ।

আমরা জানি একজন সারাক্ষণ রাজকন্যার জন্য কবিতা লিখছেন । কিন্তু রাজকন্যার নাম কোথাও থাকে না । কারন রাজকন্যার সংখ্যা তো অনেক । একটা নাম কি করে নেন বেচারা ! :(

তো এরকম কবিকে যদি নায়িকাহীন মুভিতে না্য়ক হতে হয় , তবে সেটা তার পক্ষে কেমন হবে অনুমেয় । আর অনুমান করতে পেরে খুব ভালো লাগছে । :)

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইটাই ঠিক না। মন্তব্য রিপোর্টেড। ;)

রাজকন্যা একজন ই। প্রবলভাবে একজন। কাল পোস্ট হবে। রাজকন্যা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১

নীলপরি বলেছেন: তো রিপোর্ট করুন ।

আমাদের সামনে স্বীকার করলেন তাহলে ! যেভাবেই হোক । :)

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: আমি নীলপরী আপুর ছবিতে অভিনয় করতে চাই!:)


২২. ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭ ১
জেন রসি বলেছেন: বাহ! বেশ ইফেক্টিভ ব্যাপার মনে হচ্ছে। আমরা নিজেরাই এখন মুভি বানিয়ে ফেলতে পারব! :P

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। :)
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২ ০
লেখক বলেছেন: হুম , তা পারি । সামুতে মুভি আইডিয়ার অভাব হবে না । গানের জায়গায় আমরা দু একটা কবিতাও দিয়ে দিতে পারি । সাথে ভি-এফ-এক্সের কেরামতি ।যদিও শাহরুখ গৌরব হলেও কোনো গৌরব শাহরুখ খান হতে পারবে না । সেটাও না হয় ভি-এফ-এক্স দিয়ে ম্যানেজ করবো । আপনি শুধু রাজপুত্রের কাছ থেকে নন রিফান্ডেবল মানিটা আদায় করুন । আমাদের ফিল্ম তো সুপারহিট হবেই । তার বছর খানেক বাদে রাজপুত্র কমেন্ট করবেন - ফিল্মটা দারুন হয়েছে । +

কিন্তু আপনিই বলুন অতদিন বাদে কারো টাকা তো দুরের কথা , খুচরোর কথাও মনে থাকবে ?
সেকারনেই নন রিফান্ডেবল মানি বলেছি । :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)


:) :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: ভাগ্যিস জেন রসি ফিল্মের আইডিয়া দিয়েছিলেন তাই এতোদিন বাদে শায়মাদির দেখা পেলাম ! :)
ভালো লাগলো । হুম , আপনি না বললেও আপনাকে দিয়ে আমরা করাতামই । কারন ফিল্ম রিলিজ ঠিক আগে আপনি সব জায়গায় বলতে শুরু করবেন যে পারিশ্রমিক পাননি ব্লা ব্লা মনে যা চায় ...........।মনে যা চায় । গট আপ ....। :) আজকাল controversy ছাড়া মুভি চলে না যে । :)

আপাতত আপনাকেও পোষ্টটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.