নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

চাঁদ এবং কবি ও কাঙাল

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৩৫



দিনভরের টানাপোড়েনের শেষে
সুখ-দুঃখ গল্পের আসর বসায়
একসাথে তাদের দেখে
চাঁদ জ্যোৎস্না ভাসায় ।

ছেলেটির ঠান্ডা শাক-ভাতকে
চন্দ্রমা উষ্ণতা দেয়
পরমান্ন না পেলেও
উদরপূর্তির আনন্দ নেয়!

কবিতার জীবাশ্মকে মাড়িয়ে
জোছনার বানভাসি চরে
কবির কলম থেকে
না-বলা কবিতা ঝরে!

চন্দ্রভুক অমাবস্যা তাই
রূপকথাদের জমিয়ে রাখে
কবি ও কাঙাল
চাঁদের প্রতীক্ষায় থাকে!

মন্তব্য ৪৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


সবার পৃথিবীতে চাঁদ আসে

০১ লা মে, ২০১৭ রাত ১১:১০

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০১ লা মে, ২০১৭ রাত ১১:১১

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রেরণা পেলাম । অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৩| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অপ্সরা, নী্রপরি, দু'জনেই ভালো ছড়াকার।

০১ লা মে, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: আরে অপ্সরা দি আমার থেকে অনেক ভালো লেখেন।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

ধন্যবাদ ।
শুভকামনা।

৪| ০১ লা মে, ২০১৭ রাত ১১:০৬

মানুষ বলেছেন: বুঝি নাই।

০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: তাও যে পড়েছেন তারজন্য ধন্যবাদ।

শুভকামনা

৫| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো ।

ধন্যবাদ ।
শুভকামনা।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ১:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

ধন্যবাদ ।
শুভকামনা।

৭| ০২ রা মে, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা সবসময় গভীর ভাবনাযুক্ত হয়। সেজন্য পড়তে পড়তে কল্পনায় ভাসি। ভালোই লাগে কল্পনায় বিশাল সাম্রাজ্য ঘুরতে। কবিতায় ভালো লাগা রেখে মুগ্ধতা নিয়ে ফিরলাম।

শুভকামনা জানবেন সবসময়।
শুভ রাত্রি।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: আপ্লুত হয়ে গেলাম আপনার মন্তব্য পড়ে । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা।

ভালো থাকবেন ।

৮| ০২ রা মে, ২০১৭ রাত ২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজকের ব্লগের শেষ কবিতাটি আপনার নিশ্চিত জেনেই লগঅফ করবো। এমন সুন্দর কবিতা স্বপ্নকে জাগ্রত করে। সুন্দর কবিতা, অনেক সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো এতো সুন্দর মন্তব্য পেয়ে । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

৯| ০২ রা মে, ২০১৭ ভোর ৪:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর লিখেছেন কবিতা ।
প্রতি ছত্রে ছত্রে কেবলি ভাবের আনাগোনা ।
মনে পরে চতুর্দশির কথা তারপর সেই কবে থেকে দেখিনা
আসমানের তাঁরা ,মধুচন্দ্রিমার দেখা নাই থাকে শুধু চন্দ্রভুক অমাবস্যা !
আমরা তবু আজও দেখি ঘোর অমাবশ্শ্যা, বসন্তিরা আসে গান গায়,
আবার যায় তারপর ও স্বপ্ন পাখা মেলে না ; ডানা ঝাপটায় বার বার,
তবু উড়েনা, মিলে যায় কবিতায়, রূপকথাদের মত জমিয়ে রাখে,
কবি ও কাঙাল থাকে শুধু চাঁদের প্রতীক্ষায় !!!

অনেক শুভেচ্ছা রইল

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: নিজের কবিতার এই কাব্যিক বিশ্লেষণ দেখে আমি অভিভূত হলাম । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।


শুভেচ্ছা নিলাম । আর আপনাকেও শুভেচ্ছা।

ভালো থাকবেন । :)

১০| ০২ রা মে, ২০১৭ সকাল ৯:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতার জীবাশ্মকে মাড়িয়ে
জোছনার বানভাসি চরে
কবির কলম থেকে
না-বলা কবিতা ঝরে!

শুধুই ভালোলাগা!!++++++++++++++++++

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আর প্লাস পেয়ে আনন্দ পেলাম । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১১| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতা।

কবি ও কাঙাল
চাঁদের প্রতীক্ষায় থাকে!


ভালোলাগা +

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১২| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল :)


++++

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে আমারও খুব ভালো লাগছে । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৩| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৪| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৫| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

শরতের ছবি বলেছেন: নীল পরীর নীল আকাশে অগুনতি সুখের তারা ।

কবিতা ভাল লেগেছে ,ছবিটাও ।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৬| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কবি ও কাঙাল
চাঁদের প্রতীক্ষায় থাকে! সুন্দর ।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৭| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

ধন্যবাদ ।
শুভকামনা।

১৮| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুরু থেকে শেষ সবটা সুন্দর।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

১৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩০

অচিন্ত ব্যানার্জী বলেছেন: দারুন

০৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫৯

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

ধন্যবাদ ।
শুভকামনা।

২০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




"চাঁদ এবং কবি ও কাঙাল" নয়, কেবল চাঁদের আশাতেই কবি কাঙাল হয়ে থাকে এই গানের মতোই ----
"চাঁদের আশায় নিভায়ে ছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরান খুঁজিছে তাহারে
জীবনেরই আঙিনাতে.."


"চন্দ্রভুক অমাবস্যা" কবিতার এই রূপকল্পটি ভালো লেগেছে ।

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০১

নীলপরি বলেছেন: গানের লাইন গুলো খুব সুন্দর ।

চন্দ্রভুক অমাবস্যা" কবিতার এই রূপকল্পটি ভালো লেগেছে ।

আপনার এই কথায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

২১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৫

সাহসী সন্তান বলেছেন: কবিতা পড়তে ভাল্লাগছে! তবে সারমর্মটা বুঝি নাই! সম্ভাবত এটা আমারই দূর্বলতা! কিন্তু তারপরে কবিতা সুন্দর হইছে!

শুভ কামনা পরী!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪১

নীলপরি বলেছেন: আরে দূর্বলতা আমার । আমিই বোঝাতে পারিনি ।

ছেলেটির ঠান্ডা শাক-ভাতকে
চন্দ্রমা উষ্ণতা দেয়
পরমান্ন না পেলেও
উদরপূর্তির আনন্দ নেয়!


কাঙালের অন্ধকার জীবনে চাঁদ হয়ত একটু রিলিফ এনে দিতে পারে ।বলতে চেষ্টা করেছি । আর কবিরটা আশা করছি বোঝাতে পেরেছি ।

এরপরেও আপনার কবিতা সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগলো ।


উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা।

ভালো থাকবেন ।

২২| ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের স্তবক দুটো খুব ভাল হয়েছে। কবিতায় প্লাস + +
কবিতার জীবাশ্মকে মাড়িয়ে
জোছনার বানভাসি চরে
কবির কলম থেকে
না-বলা কবিতা ঝরে!
-- এ কথাগুলোর সাথে নিজেকে খুব relate করতে পারি।
"চন্দ্রভুক অমাবস্যা" কথাটা ভাল লেগেছে।

১৫ ই মে, ২০১৭ রাত ১:১০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ও প্লাস পেয়ে খুব ভালো লাগলো স্যর । অনুপ্রেরণা পেলাম।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩০

জেন রসি বলেছেন: চন্দ্রভুক অমাবস্যা তাই
রূপকথাদের জমিয়ে রাখে
কবি ও কাঙাল
চাঁদের প্রতীক্ষায় থাকে!


চমৎকার।

++

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনুপ্রেরণা পেলাম ।

কিভাবে যেন উত্তর দেওয়াটা মিস হয়ে গিয়েছিল । এরজন্য আমি অত্যন্ত দুঃখিত ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.