নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শূন্যতাই ভালো

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১২



কি করে বোঝাই আমি ?
দুঃখতেই খুঁজে পাই আনন্দ
যেমন ধূপ পুড়লেই আসে সুগন্ধ!

কি হবে দেখিয়ে বলো ?
অশ্রুনদী বইছে হৃদয় চিরে
যাকে সিঞ্চন করে তাকায়োনি ফিরে!


কি হবে কথাকলি সাজিয়ে ?
যা ভাঙবে নীরবতার দেওয়াল
এখন নির্জনতাই রাখে আমার খেয়াল!


কি করবো পূর্ণতা নিয়ে ?
পূর্ণতার থেকে শূন্যতাই ভালো
তাতে থাকে পূর্ণ হওয়ার আলো!

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৭

নাগরিক কবি বলেছেন: হুম, শূণ্যতা কিন্তু আসলেই ভাল। 8-|

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৩

নীলপরি বলেছেন: তেমনই মনে হয়েছে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩১

জেন রসি বলেছেন: শূন্য থেকে আসা, শূন্যে ফিরে যাওয়া! মাঝের সময়টা শূন্যতাকে ডিফাইন করার চেষ্টা করা! এইত আমাদের যাপিত জীবন! শূন্যতা উপভোগ্য হোক। :)

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৫

নীলপরি বলেছেন: আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন কথাগুলো । মন্তব্যটা খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: শুন্য পটারী পিক দেখেই তো আমি পূর্ণ হয়ে গেলাম নীলপরিমনি!!!!!!!!!!!! :)

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: আর আপনার উপস্থিতিই পোষ্টকে পূর্ণ করলো । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৪

শামীম সরদার নিশু বলেছেন: কি করবো পূর্ণতা নিয়ে ?
পূর্ণতার থেকে শূন্যতাই ভালো


এতো শূণ্যতার ভিড়ে টিকে আছেন কিভাবে?
আপনার যদি পূর্ণতা নেওয়ার ইচ্ছা না থাকে
তো আমার কাছে স্থানান্তর করতে পারেন :P
আশি শূণ্যতায় ভুক্তভোগী, পূর্ণতা পেতে চাই আপনি না চাইলেও B-))

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: আপনার যদি পূর্ণতা নেওয়ার ইচ্ছা না থাকে
তো আমার কাছে স্থানান্তর করতে পারেন ----

অ্যাজ ইউ উইশ । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০২

শায়মা বলেছেন:








আমার টেরারিয়ামবেলা!!!!!!!! :)

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:২১

নীলপরি বলেছেন: আপনার তৈরী টেরারিয়াম গুলো দেখে খুব ভালো লাগলো ।

আবারো আসার জন্য অনেক ধন্যবাদ দিদি ।

শুভকামনা ।

৬| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৮

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল শূণ্যতার সাথেই আছি!

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: সবাই তাহলে আমরা একই নৌকার যাত্রী ? :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


সবকিছুর পরও প্রকৃতি নিজেই জীবনকে যথাসম্ভব পুর্ণতা দেয়; পংক্তগুলো মোটামুটি ভালোই হয়েছে

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:২৬

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কি হবে দেখিয়ে বলো ?
অশ্রুনদী বইছে হৃদয় চিরে
যাকে সিঞ্চন করে তাকায়োনি ফিরে!

গভীর বেদনাবোধের প্রকাশ ।

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: এই লাইন গুলো আপনি কোট করলেন দেখে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন দেখি। সেই ভালো জীবনের আর নেই আলো, নিজেকে এখন থেকে অসীম শূন্যতার মাঝে, একটি সুন্দর মনোরম পরিবেশে সুম্পূর্ন আলাদা নিজের জগতে বসবাস করা শুরু করে দেন । B-)


কবিতা সুন্দর হয়েছে ++

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: হুম । একদম ঠিক বলেছেন । :)
প্লাস পেয়ে ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ডঃ এম এ আলী বলেছেন:
যে কবিতা একখান লিখেছেন তা যে কত ব্যপক অর্থ ধরে তা চিন্তা করলে মাথা ঘুরে :) , তাই বেশী চিন্তা করলামনা । খোলা মনে যাহা বুঝলাম ঢেলে দিয়ে গেলাম এখানে , মিল হয় কিংবা না হয়, তা নিয়ে চিন্তা করিনা একটুও মনে । লিখার কাম লিখে গেলাম যা বুঝার বুঝোক সুজনে , আশা করি কবিতার মুল কথা বলে দিবেন নীল পরি ববুজানে, কেটে যাবে সংসয় যদি কিছু থাকে তাতে ।

জানা যায় শূন্যতাবাদ মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুনেরই কথা, তবে পাশ্চাত্য পণ্ডিতগণ শূন্যতার নানারূপ অর্থ করেছেন , কেও কেও বলেন শূন্যতার অর্থ সমস্ত দৃশ্যমান বস্তুর ক্ষণস্থায়িত্ব। শূন্যতা অনিত্যরই একটি প্রতিশব্দ। মহাযানপন্থী বৌদ্ধদিগের নিকট শূন্যতা বলতে বিশেষ বস্তু বা ব্যক্তির অস্থায়ীত্ব বুঝায়। প্রকৃতপক্ষে জগতের সকলই পরিবর্তনশীল, এখন যাহা কাৰ্য, পরমুহুর্তে তা কারণ, এরূপে একটী অখণ্ড গতিশীলতা জগতের মূলে রয়েছে , তাদের মতে এটাই হচ্ছে শূন্যতার অর্থ। সম্পূর্ণ বিলয় বা অভাব, এটা শু্ণ্যতা দ্বারা বুঝায় না । যেমন বৌদ্ধধর্ম একদিকে যেমন জড়বাদ স্বীকার করে না , অপর দিকে পুর্ণ বিলয়ও তেমনই স্বীকার করে না । শু্ণ্যতা সম্বন্ধে পূর্বকার যে ধারণা ছিল নাগার্জন তা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন।

তাইতো পরবর্তীতে দেখতে পাই, রবীন্দ্রনাথ বলেছেন শু্ণ্যতা নিরন্তর প্রকাশিত হয়ে চলেছে পুর্ণতার মধ্য দিয়ে। শুন্য হতে উদ্ভুত অসীমের প্রেরণা অবলম্বনে কর্মে প্রবৃত্ত হওয়া এবং সেই কর্ম দ্বারা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে এবং পরিণামে সমগ্র পৃথিবীকে ন্যায়, সত্য ও কল্যাণের পথে পরিচালিত করার দায়িত্ব প্রতিটি মানুষের। একক মনুষ্যত্বের মধ্যে মুক্তি নেই, মুক্তি নিহিত সমগ্র মানবসংসারের পূর্ণ প্রকাশে। একটি প্রদীপ যেমন রাতের অন্ধকার ঘোচাতে পারে না, তেমনি এক ব্যক্তির চেষ্টায়ও সমাজের ব্যাপক কল্যাণ সাধিত হয় না। এর জন্য প্রয়োজন সব মানুষের সমবেত প্রচেষ্টা। এটাই মানুষের পূর্ণতার সাধনা। এ সাধনায় মানুষকে সহায়তা করার জন্যই যুগে যুগে রচিত হয়েছে সাহিত্য কবিতা । যেমনটি লিখেছেন

কি করবো পূর্ণতা নিয়ে ?
পূর্ণতার থেকে শূন্যতাই ভালো
তাতে থাকে পূর্ণ হওয়ার আলো!


এখানে বুঝতে অসুবিধা হয়না যে প্রকারান্তরে পুর্ণতার সেই আলোতেই কর্ম দ্বারা পূর্ণতার সাধনা তকথা হয়েছে বলা এবং সেই সাধনা অবলম্বনে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা সমগ্র মানবতার কল্যাণ সাধনের যে আহবান সেগুলির বিস্তৃত দার্শনিক ভাষ্যও পাওয়া যায় আরো অনেক মনিষীর প্রকল্পিত পূর্ণযোগের ধারণায়। পূর্ণযোগ এক ধরনের যুক্তিনির্ভর আধ্যাত্মিক সাধনা। এ মতে জীব পরম ব্রহ্মেরই অভিব্যক্তি, তাঁরই ছদ্মরূপ। তাই ব্রহ্মের অংশ হিসেবে জগতের সবকিছুই বাস্তব। জীবনসাধনার লক্ষ্য ক্রমশ ওপরের দিকে ওঠা, কিন্তু বস্ত জগৎকে অস্বীকার করে নয়। সত্যের মর্মবাণীকে কেবল আত্মতত্ত্বে উপলব্ধি করলেই হয় না, প্রত্যক্ষ করতে হয় বস্ত তত্ত্বের মধ্যেও। কারণ সত্য কেবল বস্ত ব্যতিরিক্ত আত্মা নয়, আত্মা ও জড় উভয়ের মধ্যেই তা উপস্থিত। তাই শুণ্যতার মাঝেই খুঁজে নিতে হবে পুর্ণতা ।

ধন্যবাদ সুন্দর ভাবগাম্ভির্যময় কবিতাটির জন্য।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: এতো সুন্দর বিশ্লেষণ দেখে আপ্লুত হলাম । অনেক কৃতজ্ঞতা জানবেন ।

আর নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম ।
আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

কি করে বোঝাই আমি, কিছু চাই না, চাই না !! ............হাহাহা

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: একমত । আসল কথাটাই বলে দিয়েছেন । :)
চমৎকার লাগায় অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৭

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা +++++
খুব সুন্দর লিখেছেন।

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুৈশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: পূর্ণতা একটি Vague Concept.

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । ভেগই । পূর্ণতার ডেফিনেশন অসচ্ছই লাগে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩

জুন বলেছেন: পূর্ণতার থেকে শূন্যতাই ভালো
তাতে থাকে পূর্ণ হওয়ার আলো!

এই দুটি লাইন মনে গেথে গেলো নীলপরি । ব্যাক্তিগত ব্যাস্ততায় অনেক সুন্দর লেখাই চোখ এড়িয়ে যায় :(
+

১১ ই মে, ২০১৭ দুপুর ১:৫৫

নীলপরি বলেছেন: আমারও একই অবস্থা । :(

অনিয়মিত হয়ে যাচ্ছি ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।



শুভকামনা ।

১৬| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূর্নতা-শূন্যতা এক
অবিরত চক্র! একে অন্যের
পরিপূরকতায় আবিষ্টতায় মোহাচ্ছন্ন----

প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরনে
সম্ভব অসম্ভবে টানে সীমা বোধের
অত:পর দর্শনের কোলো প্রশান্তি!!!!
:)

১২ ই মে, ২০১৭ রাত ১১:১০

নীলপরি বলেছেন: লাইন গুলো খুব ভালো লাগলো । এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।



শুভকামনা ।

ভালো থাকবেন ।
আপনার মন্তব্য লিখুন

১৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
কি করে বোঝাই আমি ?
দুঃখতেই খুঁজে পাই আনন্দ
যেমন ধূপ পুড়লেই আসে সুগন্ধ!" --- অসাধারণ সব সত্য কথা। আমার কাছে তাই মনে হয়। যখন কোন বিষণ্ণতায় থাকি পুরনো কিছু স্মৃতি মনে পড়তেই আমার সব বিষণ্ণতা কেটে যেয়, মন সব বিষণ্ণতা ভুলে সেই স্মৃতিটুকো থেকে সুখ খুঁজে বের করে। যদিও কষ্ট হয় মনে।

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আবেগে আপ্লুত হলাম । কারন আমার কবিতার লাইন আপনার সত্য মনে হয়েছে । এটা আমার কাছে পরম প্রাপ্তি । কবিতার মাধ্যমে পাঠকের সাথে রিলেট হওয়ার অনুভূতিটাই অনবদ্য ।

অনেক কৃতজ্ঞতা জানবেন ।

ধন্যবাদ ।



শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যটা করার পর কবিতার নিচের তিন লাইন নিতে উপরে উঠছিলাম, পথেই ১১নং মন্তব্যে চোখটা আটকে গেল। মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে আবার মন্তব্যের ঘরে আপনাকে আর আলী ভাইকে কৃতজ্ঞতা জানানোর জন্যে। দুজনের প্রতিই কৃতজ্ঞতা।

শুভকামনা রইল আপু।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: আপনার সাথে একমত । ড: আলী অসাধারণ বিশ্লেষণ করেন ।

আপনাকেও আবারো কৃতজ্ঞতা ও শুভকামনা । :)

১৯| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: শূণ্যতা নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। জীবনে কোন না কোন সময়ে শূণ্যতা অনুভব করেন নি, বুকের মাঝে ফাঁপর অনুভব করেন নি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সবাই সে অনুভূতিটাকে আপনার মত এত সুন্দর করে প্রকাশ করতে পারেনা।
দুঃখতেই খুঁজে পাই আনন্দ
যেমন ধূপ পুড়লেই আসে সুগন্ধ!
-- সূচনাতেই চমৎকার একটা উপমা পাওয়া গেল।
পূর্ণতার থেকে শূন্যতাই ভালো
তাতে থাকে পূর্ণ হওয়ার আলো!
- সমাপ্তিটাও সুন্দর হয়েছে।
কবিতায় ত্রয়োদশ ভাল লাগা + +

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: অনেক বাদে আসলেন আমার ব্লগে স্যর । আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম । আর প্লাসগুলো অনেক খুশি দিল ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২০| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: শূণ্যতা নিয়ে ডঃ এম এ আলী ভাই এর দার্শনিক বিশ্লেষণ (১১ নং মন্তব্য) ভাল লেগেছে। সেজন্য তাকে আলাদা করে এখানে ধন্যবাদ জানিয়ে গেলাম।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: হুম । উনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন । আমি অনেক উৎসাহ পেয়েছি ওনার বিশ্লেষণ থেকে ।

আশাকরি উনি নিশ্চয়ই আপনার মন্তব্যটা দেখবেন ।

আপনাকেও আবারো ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.