নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রক্তিম-মরীচিকা

১১ ই মে, ২০১৭ রাত ১০:৩৫



তোমায় আমি দেখেছিলাম স্বপ্ন মন্থনে
অন্ধকার হারিয়ে যাচ্ছিল আলোর চিন্তনে!

তোমার গভীর চোখের উদ্ধত সংলাপে
প্রদীপশিখার মতো কেঁপেছিলাম বৃষ্টিভেজা রাতে!

স্বপ্নসেতু কেনো এতো ক্ষণস্থায়ী হয় ?
আমার ছিল সেতু ভাঙার ভয় !


দিন আর রাত নিয়মিত ঘুরছে
তীব্র জ্বরে আমার চোখ পুড়ছে!

তোমায় আমি দেখেছিলাম মায়ার ছায়ায়
দেখতে কি আসবে আমায় রক্তিম-মরীচিকায় ?

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার গভীরতা যেমন থাকে তেমনি বিরহও থাকে প্রচুর। অল্প কথাতেই সারা পৃথিবীর ভালোবাসা আর বিরহ এক সাথে গেঁথে রাখেন কবিতায়। খুব সন্দর কবিতা। আপনার স্বপ্নালাপ পড়ে মুগ্ধতা রেখে যাচ্ছি।

শুভকামনা জানবেন সবসময়।

১১ ই মে, ২০১৭ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: প্রথমেই , আমার কবিতায় আপনার সুন্দর বিশ্লষণ পেয়ে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ১১ ই মে, ২০১৭ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

১১ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ১১ ই মে, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা +++

১১ ই মে, ২০১৭ রাত ১১:৩৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লাগায় অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ১১ ই মে, ২০১৭ রাত ১১:২২

সুমন কর বলেছেন: তীব্র জ্বরে কিন্তু কবিতা লেখা ভালো না, জ্বর আবার বাড়তে পারে !! ;) অপেক্ষা করুন.....সে আসবে !!

ভালো লাগা রইলো।

১১ ই মে, ২০১৭ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: কবিতা না লিখলে কবিতায় আপনাদের ভালোলাগা কি করে পাবো ? তাই জ্বর বাড়ে বাড়ুক । :)


নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ১১ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

তোমার জন্য মিনতি বলেছেন: খুব ভালো কবিতা। +++++

১২ ই মে, ২০১৭ সকাল ৮:১১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৬| ১২ ই মে, ২০১৭ সকাল ৭:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:




কেবল স্বপ্ন মন্থনে আর অন্ধকারে হারিয়ে গেলে চলবেনা , কেবলমাত্র নিপীড়িতা এবং অনুগৃহীতা হয়েই থাকলে চলবেনা
দিন আর রাত নিয়মিত ঘুরে তীব্র জ্বরে চোখ পুড়িয়ে লাল মরচিকা হয়ে পড়ে থাকলে চলবেনা , যুগের আবর্তনে সৃস্থ দেহে স্বপ্ন ভেঙ্গে জেগে উঠতে হবে । কারণ রক্তিম মরিচিকাময় নারী মহাশক্তিমানের সখী। আঘাতে আঘাতেই ঘটবে তার জাগরণ। দিকে দিকে যখন সেই শক্তিময় নারীর জাগরণ হবে, যুগের শঙ্খ তখন উঠবে বেজে, মহাশক্তিআন বহুযুগান্তে গগনপ্রান্তে লাল মরিচিকায় কবিকে দেখতে আসবে হে মায়াময়ি রক্তিম- মরিচিকা অয়ি মরিচিকা সখি সখি বলে ।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

১২ ই মে, ২০১৭ সকাল ৮:১৬

নীলপরি বলেছেন: সকাল বেলা আপনার কাছ থেকে এতো সুন্দর একটা পজিটিভ মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৭| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হঠাৎ বৃষ্টি হয়ে
তুমি ভাসিয়ে দিলে, চৈতালী দাহ
যেন এক চুমুক কুলফিতে প্রাণ জুড়াল,-----


কবিতাটি পড়ে এমই অনুভব হল! কেন?
সকল বিরহী আত্মা কি মায়া ছায়ার ঘোরাবিষ্ট! রক্তিম মরিচিকা বিভ্রমে!!!!! ;)
হা হা হা

অনেক ভাল লাগল :)

১২ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: সকল বিরহী আত্মা কি মায়া ছায়ার ঘোরাবিষ্ট! রক্তিম মরিচিকা বিভ্রমে!!!!!

তেমনটাই তো মনে হয় । :)

কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৮| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই মে, ২০১৭ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: কবিতায় প্লাস পেয়ে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৯| ১২ ই মে, ২০১৭ দুপুর ১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

১২ ই মে, ২০১৭ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১০| ১২ ই মে, ২০১৭ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




স্বপ্নজ্বরে চোখে সর্ষেফুল দেখার কবিতা । কবি কি জানে , যে যায় ; সে কি আর ফেরে ?

তেমন যুৎসই বলা গেলোনা । আরও হৃষ্টপুষ্ট হবে আপনার কবিতা দিন দিন , এই আশাটা ছিলো ।
শুভেচ্ছান্তে ।

১২ ই মে, ২০১৭ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো স্যর ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১১| ১২ ই মে, ২০১৭ রাত ১১:২৫

নাগরিক কবি বলেছেন: ছোট তবে অসম্ভব সুন্দর আপু। +

১২ ই মে, ২০১৭ রাত ১১:৩৭

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:০৩

কানিজ ফাতেমা বলেছেন: রক্তিম-মরীচিকায় নয় দিনের ঝকঝকে আলোয় আসুক - জলপট্টিতে সারিয়ে তুলুক ................
কবিতায় ভালোলাগা রইল ।

ভাল থাকুন সতত ।

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নীলপরি বলেছেন: বাহ, খুব সুন্দর পরামর্শ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১১

জেন রসি বলেছেন: কি আর করা! তবে ভ্রম আর ঘোরটাই উপভোগ্য হোক! :)

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

নীলপরি বলেছেন: হুম। একদম ঠিক বলেছেন। দু:খ বিলাসেই সন্তুষ্ট থাকতে হবে। :)

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৪| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


কবিরা নিজের ভুবনকেই ভালোবাসেন

১৬ ই মে, ২০১৭ রাত ১০:২১

নীলপরি বলেছেন: হয়তো বা । :)

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৫| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

সাহসী সন্তান বলেছেন: ব্লগে অনিয়মিত হওয়ার পর থেকে নীলপরির কবিতা গুলো মিস কইরা ফেলছি! শেষ প্রশ্নটা কবিতার আবেদনকে অনেকগুণ বাড়াই তুলছে! খুব সুন্দর হইছে এবং ভালোও লাগছে!

শুভ কামনা নীলপরি!

১৬ ই মে, ২০১৭ রাত ১১:১১

নীলপরি বলেছেন: তাও সময় করে যে আমার লেখা পড়েছেন , তার জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন ।

কবিতায় আপনার ভালো লাগা আমায় অনেক অনুপ্রেরণা দিল ।

অনেক ধন্যবাদ।
আপনাকেও শুভকামনা।

ভালো থাকবেন ।

১৬| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

হাসান মাহবুব বলেছেন: +

২৫ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.