নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুভূতির খসরা -৩

২০ শে মে, ২০১৭ দুপুর ১২:১১



বেদনা

অবাধ্য সে
মর্জিমাফিক চলে
কারনে ,অকারনে
আঘাত হানে
নিদারুণ বল'এ!
মজার অবশেষ
দেখি আমি
তার সাথে
মানিয়েছি বেশ!





একাকিত্ব

শূন্যতাকে দিয়ে শূন্যতা মাপতে হয়
আমার তো ছিল একাকিত্বে ভয়!
তারপর , হঠাৎ একদিন জেনেছিলাম
কিভাবে একাকিত্বকে সঙ্গের সাথী করেছিলাম!






পূজো

আচার-উপাচার কাকে বলে ?
আরতির সাথে মন্ত্রোধণী চলে!
ঘট নাড়িয়ে সূতো কাটে যখন
দেবতা কি পিছনে তাকান তখন ?







শান্তি
আমি আরশিতে ইচ্ছেনগর দেখতে চেয়েছি
আর নিরাশার প্রতিচ্ছবিই বারবার পেয়েছি!

ঝর্ণানদীতে পাহাড়চূড়োর প্রতিবিম্বটা শান্ত পাই
ঈশ্বরের কাছে শান্তি ভিক্ষা চাই!

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি। অনুভূতির খসড়া ভাল লাগলো।

২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: খুশি হলাম । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মজার অবশেষ
দেখি আমি
তার সাথে
মানিয়েছি বেশ!

সুন্দর

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৮

হাতুড়ে লেখক বলেছেন: আচার-উপাচার কাকে বলে ?
আরতির সাথে মন্ত্রোধণী চলে!
ঘট নাড়িয়ে সূতো কাটে যখন
দেবতা কি পিছনে তাকান তখন ?


এটা ভালো লেগেছে বেশ।

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৬

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৮

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো দিদি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবটাই ভাল লেগেছে। সুন্দর উপহারের জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু অাপনার অনুভূতির খসড়াগুলো। শান্তি আর একাকীত্ব আমার মন ছোঁয়ে গেল। +++++

শুভকামনা রইল আপু

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: এতো গুলো প্লাস পেয়ে আর আমার কবিতা আপনার মন ছুঁতে সক্ষম হয়েছে দেখে আপ্লুত হলাম ।


অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৭| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিড়ালছানার ভাবনাযুক্ত ছবি দেখে ভালো লাগলো আপু, ছবিটা সুন্দর হয়েছে।

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: আরে জেনে ভালো লাগলো । :)



অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

জেন রসি বলেছেন: খসরার ভেতরেই উৎসের সন্ধান আছে। ভালো লেগেছে। :)

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

৯| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আচার-উপাচার কাকে বলে ?
আরতির সাথে মন্ত্রোধণী চলে!
ঘট নাড়িয়ে সূতো কাটে যখন
দেবতা কি পিছনে তাকান তখন ?



দিদি, প্রশ্নগুলো উত্তর আপনিই বলে দেন না, এ প্রশ্ন যাকে করেছেন, সে সহ আমরাও নাহয় একটু শিখে রাখলাম।

একাকীত্ব ও শান্তি খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা।

২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: উত্তর তো আছে । তবে জানার জন্যই তো প্রশ্ন করা । :)

অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


"ঝর্ণানদীতে পাহাড়চূড়োর প্রতিবিম্বটা শান্ত পাই
ঈশ্বরের কাছে শান্তি ভিক্ষা চাই! "

- ঈশ্বর নাকি সব সময় শান্তির বাণী পাঠায়, মানুষ ঈশ্বরের কাছে আরো শান্তি চায়, এর শেষ কোথায়?

২০ শে মে, ২০১৭ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: এই চাওয়া বোধহয় অন্তহীন !

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



আচার-উপাচার কাকে বলে ?
আরতির সাথে মন্ত্রোধণী চলে!
ঘট নাড়িয়ে সূতো কাটে যখন
দেবতা কি পিছনে তাকান তখন ?

দেবতা তাকায় কিনা তা জানিনা
তবে আমি সময় পেলেই পিছনে তাকাই
এইতো এখানে দেবতার আরাধনার কাজে
ব্যবহৃত আপনার দেয়ার ছবির মধ্যে

শংখ দেখে পিছনে গিয়ে দেখে অাসলাম
সামুর ২০১০ এর পাতাতে
কে আমি'র দেয়া ব্লগে
কালের স্রোতে যা বিলীন পর্ব -২

কিছু অনুভূতির খসরা ভাল লেগেছে

শুভেচ্ছা রইল

২০ শে মে, ২০১৭ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: আপনার লিংকটা দেখলাম । বেশ ভালো ।

মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।
আর শুভেচ্ছা নিলাম এবং আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

১২| ২০ শে মে, ২০১৭ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: কিছু অনুভূতির খসরা থাকাই ভালো।। প্রতিটি ভালো লেগেছে। শেষটি বেশি।

২০ শে মে, ২০১৭ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: আপনার সবকটা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: ''ঝর্ণানদীতে পাহাড়চূড়োর প্রতিবিম্বটা শান্ত পাই
ঈশ্বরের কাছে শান্তি ভিক্ষা চাই'''
--- শান্ত মনে হলে শান্তি চাইবেন কেন ঈশ্বরের কাছে।

সুন্দর লেখা।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

শুনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২১ শে মে, ২০১৭ সকাল ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২৬

নীলপরি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম এবং আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১৫| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লেখা । শুভ কামনা রইল কবি।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২৮

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

১৬| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩০

নায়না নাসরিন বলেছেন: সুন্দর কবিতা আপি

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৩০

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো দিদি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল হয়েছে পরী।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ২১ শে মে, ২০১৭ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ঘট নাড়িয়ে সূতো যখন কাটা হয়, দেবতা তখন পেছন ফিরে তাকান কিনা জানিনে তবে কবিতা যখন লেখা হয়, কবিকে বারেবারে পেছন ফিরতেই হয় । কবিতাই তার শান্তি, কবিতাই তার পুজো। পুজোর আচার-উপাচার আর আরতির সুর মন্ত্রোধ্বনির সাথে মিশে না গেলে অবাধ্যের মতোই বেদনারা নিদারুণ ছলে আঘাত হানে । তখনি একাকীত্ব পেয়ে বসে তাকে ।
কবিকে তখন ঝর্ণায়, নদীতে,পাহাড় চূড়োয় খুঁজে ফিরতে হয় শান্তি ।

কবিতাগুচ্ছে যেন তারই প্রতিচ্ছবি ।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৫০

নীলপরি বলেছেন: আপনার এই চিঠিটা বাক্স থেকে বের করে বারবার পড়তে হবে । খুব ভালো লাগলো মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২৮

নাগরিক কবি বলেছেন: ওয়াও, খুব সুন্দর। + B-)

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:১৭

সিনবাদ জাহাজি বলেছেন: :)
ভালো লাগলো অনেক।
+++

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩৮

নাদিম আহসান তুহিন বলেছেন: "বেদনা"
→→ কারণে অকারণে (ণ-ত্ব বিধান অনুযায়ী) হওয়ার কথা মনে হয়।

সবগুলোই ভালো লেগেছে।

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । মিসটেক হয়েছে ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

অনিক আরিয়ান বলেছেন: সুন্দর লেখা

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.