নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আবেগের অনুরণন

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০



বিনানিমন্ত্রণেই বাতাস বাজিয়েছিল মনখারাপি সুর
সময়টা ছিল এক উথাল-পাথাল ভরদুপুর!

ফুলদানীতে নুইয়ে ছিল রজনীগন্ধার গুচ্ছ
তোমার কাছে আমি যেমন তুচ্ছ!

চেয়েছিলে বলে হয়েছিলাম তোমার সই
তোমার জন্য পাল্টাতে পারলাম কই ?

যাপন চিত্রে তোমার স্মৃতির অলংকরণ
এভাবে বাঁচাটাই আমার কাছে মরন!

বাঁচার নেশায় করেছিলে নিখুঁত মন্ত্রণা
লুকাতে শিখেছি তোমার দেওয়া যন্ত্রণা!

প্রজাপতি একসময় ছিল অকিঞ্চৎকর শুয়োপোকা
পারুর বিপ্লব দেবদাসের দুয়ারে টোকা!

তবু , দেবদাসের জন্যই ফেলো অশ্রুজল
পারুরা তো কেবলই এক ছল!

চাইলেই ভুলতে পারো আমায় , জানি
বদলাবে না কিছু তাতে মানি!

যদিও , ভুল করাটাই মারাত্মক ভুল
রামগিরি পর্বতে ফোটে প্রেমের ফুল!

আমি যদি ভুলি তোমায় কোনোদিন
তুমি হবে সেদিন পুরোপুরি অস্তিতহীন!

ভাবছ, এ আমার অহঙ্কারি ভাষা
আঘাত সইতে পারবো , এটুকু আশা!

তুমি কখনো পারোনি আমায় হারাতে
না পেরেছি আমি কোনোদিন জিততে!

জেনো , ইন্দ্রিয় নয় আবেগের অনুরণনে
চেয়েছিলাম তোমায় নীরবে মনে মনে!


মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



যে গাছে ফল ধরে না, সেই গাছে পানি দিয়ে কি হবে!

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: বেশ মজার মন্তব্য করেছেন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

ধ্রুবক আলো বলেছেন: জেনো , ইন্দ্রিয় নয় আবেগের অনুরণনে
চেয়েছিলাম তোমায় নীরবে মনে মনে!

নীরবের চাওয়া নীরবেই রয়ে যায় :((

বেশ সুন্দর কবিতা খানি +++

২৪ শে মে, ২০১৭ রাত ১০:২২

নীলপরি বলেছেন: আপনার সাথে একমত ।

প্লাস পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৩৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: বিনানিমন্ত্রণেই বাতাস বাজিয়েছিল মনখারাপি সুর
সময়টা ছিল এক উথাল-পাথাল ভরদুপুর!
কেন জানি ভরদুপুরেই এমনটা হয় ...
পাখির ডাক, রোদ . . . নাকি বার বার তোমার কথা মনে পড়া

২৪ শে মে, ২০১৭ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: আরে অনেকদিন বাদে আসলেন । খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

হোসাইন মোহাম্মদ আনাস বলেছেন: কবিতাটা কি যেন মনে করিয়ে দিচ্ছে।

বেশ ভালই লিখেছেন।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+++

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৮

কল্লোল পথিক বলেছেন:


দারুণ ছন্দময় কবিতা।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: এতোদিন বাদে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৭| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: সুন্দর। +।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: কবিতায় আপনার দেওয়া প্লাস বরাবরের মতো আমায় অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।:)

৮| ২৫ শে মে, ২০১৭ রাত ৩:৪১

সালমান মাহফুজ বলেছেন: তুমি কখনো পারোনি আমায় হারাতে
না পেরেছি আমি কোনোদিন জিততে!
- এখানে একটু গোঁজামিল !

তাছাড়া ব্যাকরণিক বিচারে ছন্দে মাত্রা কেটে গেছে অনেক জায়গায় ।

তবুও একটানে পড়ে নিঃশেষ করে ফেলা যায় । ভিতরে একটা সহজ ভাবতরঙ্গ বয়ে যায় । সুখপাঠ্য !

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১৪

নীলপরি বলেছেন: এতো কিছুর পরেও পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৯| ২৫ শে মে, ২০১৭ ভোর ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাবছ, এ আমার অহঙ্কারি ভাষা
আঘাত সইতে পারবো , এটুকু আশা! আসলেই অহংকারী মনে হচ্ছে । :P

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: মান-অভিমানের সাথে নাহয় বাড়াই অহংকারও
যাতে খুব সহজেই চিনতে পারো!

আপনার মন্তব্য পড়ে লাইন গুলো মনে আসলো । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১০| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


যাপন চিত্রে তোমার স্মৃতির অলংকরণ
এভাবে বাঁচাটাই আমার কাছে মরন!

বাঁচার নেশায় করেছিলে নিখুঁত মন্ত্রণা
লুকাতে শিখেছি তোমার দেওয়া যন্ত্রণা!
- অসাধারণ কবিতা উপহার দিলেন আপু। সবগুলো লাইনই হৃদয়ের ভাষা প্রকাশ। মুগ্ধতা রেখে গেলাম আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে কতটা আবেগে আপ্লুত হলাম সেটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না । আমার লেখাগুলো যে ক্ষণজন্মা তা জানি । তবু আপনাদের মন্তব্যগুলোই সেগুলো লিখতে অনুপ্রেরণা জোগায় । আপনার মন্তব্য খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা।

১১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: ছন্দ কমপ্যাক্ট না। শব্দগুলোও একঘেয়ে। ভালো লাগে নি।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি সবসময় আপনার লেখা কবিতা পড়ার আগ্রহে থাকি আপু।

হঠাৎ হঠাৎ ব্লগে ফিরতে দেরি হয়ে যায় আমার!

শুভ প্রত্যাশা আপু।

২৫ শে মে, ২০১৭ রাত ১০:০১

নীলপরি বলেছেন: আপনার আগ্রহের কথা শুনে খুব ভালো লাগলো ।

ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভকামনা।

১৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতায় ভাল লাগা রইল আপি

২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৫২

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা পেয়ে খুব খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

কানিজ ফাতেমা বলেছেন: ছন্দ মিলিয়ে লেখাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় । এ কষ্টসাধ্য কাজটির জন্য আপনাকে অভিনন্দন ।
শুভ কামনা জানবেন ।

২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৫৫

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অভিনন্দন নিলাম এবং আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে ।

২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৫৭

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১৬| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: জেনো , ইন্দ্রিয় নয় আবেগের অনুরণনে
চেয়েছিলাম তোমায় নীরবে মনে মনে!


শেষের চরণে কবিতা মাৎ। ধন্যবাদ

২৬ শে মে, ২০১৭ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন । খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনা নিমন্ত্রণেই বাতাস
বাজিয়েছিল, মনখারাপি সুর
সময়টা ছিল এক -
উথাল-পাথাল ভরদুপুর!

ফুলদানীতে নুইয়ে ছিল-
রজনীগন্ধার গুচ্ছ
তোমার কাছে আমি-
যেমন অতি তুচ্ছ!

চেয়েছিলে বলে
হয়েছিলাম তোমার সই,
তোমার জন্য পাল্টাতে
পারলাম আর কই ?

এই রিদমে পড়তে বেশ লাগল। :) হালকা দু একটা শব্দ বা মাত্রা সংযোজনে দারুন হবে।

ভাব আর অনুভব গুলো বেশ মজার- ছন্দ ছড়ার মিল অন্তমিল পেরিয়ে!

২৬ শে মে, ২০১৭ সকাল ৯:১৭

নীলপরি বলেছেন: হুম । আমারো এভাবে ভালো লাগছে । অতি , আর যোগ করে ভালো লাগছে । জানানোর জন্য কৃতজ্ঞতা ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

১৮| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ,
পরে সময় করে আসব আবার
শুভেচ্ছা রইল

২৬ শে মে, ২০১৭ সকাল ৯:২০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

হুম , অবশ্যই আসবেন । আপনার মতামতের অপেক্ষায় রইলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

১৯| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনাকে নিয়ে অবশেষে একটা সনেট লিখে পোষ্ট করেছি। আপনার অনেক কিছুই চুরি করেছি, আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: আরে , আমার সৌভাগ্য আপনি লিখেছেন । মন্তব্য তো পেয়েছেন আশাকরি ।

ধন্যবাদ ।

২০| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ইসফানদিয়র বলেছেন: জেনো , ইন্দ্রিয় নয় আবেগের অনুরণনে
চেয়েছিলাম তোমায় নীরবে মনে মনে!

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাগরিক কবি বলেছেন: সুন্দর B-) ছবিটিও ভাল লেগেছে আপু :)

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২২| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



আবেগের অনুরণনে ফোটালেন যে কবিতার ফুল,
সেখানে মন্তব্য না করাটাই হয়তো হবে ভুল ...............

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: আপনার এই চিঠিটাও সযত্নে তুলে রাখলাম পুনরায় পড়বার জন্য ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা।

২৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০৮

বে-খেয়াল বলেছেন: যদিও , ভুল করাটাই মারাত্মক ভুল
রামগিরি পর্বতে ফোটে প্রেমের ফুল!


অসাধারন, সুন্দর শব্দের মিশ্রন ছন্দের তালে, লেখায় ভাললাগা রইলো।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:১২

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.