নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নিছক ভাললাগা

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩




ভোরের বাতাস যখন
নাড়িয়েছিল দোপাট্টার প্রান্তর
তোমার স্বপ্নের রেশ
মেখেছিল তখনও অন্তর!


দূরত্ব রচেছে কেবল
ঘুমন্ত নীহারিকার আলো
তোমার মুখচ্ছবির আবেশেই
লাগছে ভীষণ ভালো!


এর দরকার নেই
প্রেমকাব্য হওয়ার দায়
এ'কে নিছক ভাললাগার
কবিতা বলা যায়!

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনার কাছ থেকে প্রথম প্লাস পেয়ে আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২

সুমন কর বলেছেন: ভাললাগার কবিতা, ভালো লাগল।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: নিছক ভাললাগার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । :)

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

তারুন্যের দামামা বলেছেন: বাহ্...দারুন লিখেছেন..

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভোরের বাতাস যখন
নাড়িয়েছিল দোপাট্টার প্রান্তর
তোমার স্বপ্নের রেশ
মেখেছিল তখনও অন্তর! - বাহ!

নিছক ভাললাগার সহজ প্রকাশে ভাললাগা :)

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভাললাগা পেয়ে আমারও খুব ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
এর দরকার নেই
প্রেমকাব্য হওয়ার দায়
এ'কে নিছক ভাললাগার
কবিতা বলা যায়!


কবিতা সুন্দর হয়েছে, দিদি +++

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে ভীষণ খুশি হলাম ।

আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট মিষ্টি কবিতাখানি অনেক ভাল লাগল++

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:১৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো ++

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভাললাগা আমায় অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৮| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাটি আর একটু বড় হলে আরো ভাল লাগতো।

১২ ই জুন, ২০১৭ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
তবে আমার ভাললাগা এটুকুতেই সীমাবদ্ধ ছিল । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

সিগনেচার নসিব বলেছেন: নিছক ভাললাগা++

১২ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগল++

১২ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন আপু কবিতায়। অল্প কথায় সুন্দর বুঝিয়েছেন অনুভূতি।
আসলে মানুষের জীবনটাই একটা কবিতা, কখনো কখনো উপন্যাস। ভালো লাগার সময়গুলো সবসময় কাব্যরূপী।

কবিতাপাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।

শুভকামনা জানবেন আপু।

১২ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাতেও কাব্যিক ছোঁয়া আছে । খুব সুন্দর করে লিখেছেন । পড়ে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর শুধু চিত্রকল্পের অভাব আছে।

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: হুম । অভাব যার আছে সে তা ভালো মতো টের পায় । আমিও পেয়েছি । তাই নিজের জন্য নিজে একাই কষ্ট পাই ...............:(

এসবের মধ্যেও মন্তব্যে ভাললাগা ।

শুভকামনা ।

১৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

জেন রসি বলেছেন: আসলেই প্রেমকাব্য হওয়ার দায় নেই। সহজ সরল ভালোলাগার কাব্যই ভালো লেগেছে।

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:২০

ওমেরা বলেছেন: নিছক ভাললাগা আমার যে সত্যি ভাল লাগল আপু !

১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ১২ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




নিছক ভাললাগার কবিতা হয়তো বলা যেতো কিন্তু গন্ডগোলটা বাঁধিয়েছে ঐ দোপাট্টা ।
কারন, হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মলমল কে............ হওয়াতে কোথায় যেন একটু প্রেম প্রেম স্বপ্নের রেশ রয়ে গেলো । যে রেশ আবার অন্তরেও মাখানো থাকে !

অল্পতে প্রেমময় একটু অভিমান । ভালো লাগলো ।

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: আপনার এই চিঠিটা পড়তে খুব ভালো লাগলো স্যর । আর উল্লেক্ষিত গানটাও খুব ভালো ।

এতো সুন্দর চিঠি পেয়ে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: নিছক কবিতা +

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগের কবিরা কিভাবে না পাওয়ার দু:খে কাঁদে?

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: ঠিক বুঝলাম না স্যর । এই কবিতায় তো তেমন বিষাদ বোঝাতে চাইনি !

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:৫৮

অন্তু নীল বলেছেন:

ভালোলাগার কবিতা বলাই যায় ..।

ভাবনার সুন্দর কাব্যিক প্রকাশ।

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন পরে এলেন আমার ব্লগে । আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন: এর দরকার নেই
প্রেমকাব্য হওয়ার দায়
এ'কে নিছক ভাললাগার
কবিতা বলা যায়!

কবিতায় একরাশ মুগ্ধতা
শুভেচ্ছা রইল ।

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার মুগ্ধতা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা নিয়েছি ও আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২০| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: বাহ !!!!!!! একদম কবিতাই বলা যায় ! :)

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো শায়মাদি । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২১| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোট্ট তবে গভীর!

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে এসে আমার কবিতা পড়লেন দেখে আপ্লুত হলাম । আর আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নিছক নয়; সত্যিই ভালো লেগেছে।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৯

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।



শুভকামনা ।

২৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

এনজেল৩০ বলেছেন: খুব সুন্দর

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.