নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কাব্যালয়

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৭



কাব্যালয়

কে যে ডাকে অদৃশ্য হাতছানি দিয়ে
হতাশ হয়েছি ভাবতে গিয়ে তা নিয়ে!


কার জন্য ঘুরছি জন্ম থেকে জন্মান্তরে
বিশ্বাসের আলোয় ফুটবে কি সূর্যমুখী অন্ধকারে?


সে কি অন্যের নাকি শুধুই আমার ?
তাতেও খুব একটা নিশ্চিন্ত নই আবার!


শরীরে খুঁজে পাবো আমি যে কাকে?
সেও কি মানবে আত্মার অশরীরি আত্মীয়তাকে?


স্বপ্নিল শব্দগুলো কবিতা হতে পায় ভয়!
সে কি আমার জন্য গড়বে কাব্যালয়?

মন্তব্য ৫৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: কবিতার সাথে ছবিতাও অনেক ভালো লাগলো!!!

কাগজের ঘরবাড়ি। :)

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: কাগজের ঘরবাড়ি --
ইশ দুঃখ পেলাম কাগজের ঘরবাড়ি শুনে ! :(
এগুলো তো কবিতা দিয়ে তৈরী কাব্যালয় । :) :)

প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো । অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

২| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লাগল খুব সুন্দর

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

৩| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: কাব্যালয়!! এই শব্দটি ও আর একটি শব্দ নিয়ে আমার একটি কবিতা আছে। আপনার কবিতা দেখে মনে হচ্ছে সেটি পোস্ট করতে হবে। পোস্ট করবো একদিন।

আপনার এই কবিতাটিতে আমার অতৃপ্তি জানিয়ে গেলাম। পড়ে আমার আশ মিটল না।
আরো কিছু দিয়ে কি আর একবার লিখবেন। কিসের যেন অভাব বোধ করছি।

মনে হচ্ছে........মানুষ হওয়ার চেয়ে শব্দ হওয়া ভাল, শব্দ হওয়ার চেয়ে কবিতা হওয়া ভাল, কবিতা হওয়ার চেয়ে কবি হওয়া ভাল, কবি হওয়ার চেয়ে মানুষ হওয়া ভাল....... এ রকম কিছুর অভাববোধ করছি......... সেটাই হবে আসল কাব্যালয়!!!

শুভকামনা নীলপরি।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

নীলপরি বলেছেন: এটা আমার হঠাৎ খেয়ালের কবিতা । যদিও সবগুলোই প্রায় তাই । তবে আপনার কথা মতো আমি অবশ্যই চেষ্টা করবো ।

আর আপনার কবিতাটা পড়ার অপেক্ষায় রইলাম ।

পাঠ ও সুচিন্তিত মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামানা ।

৪| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, কবিতার সাথে ছবিটি ভাল হয় নাই।

কবিতার নামকরণ আপনার ভাল হয়।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪২

নীলপরি বলেছেন: সে কি ? ছবিটা যে আমার খুব পছন্দের । :(

কবিতার নামকরণ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আবারো অনেক ধন্যবাদ ।
শুভকামানা ।

৫| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা........ মাঝে, মাঝে জীবনটাই হরর ফিল্মের মত লাগে!! এখন সম্পকের ঘূর্ণিপাকে ফেঁসে গেলে কি আর উপায় থাকে বলুন !! এখন অপেক্ষা করে তা ধরার চেষ্টা করুন ।। আর নাহয়, নিজের আবেগি মনকে নিয়ন্ত্রণ রেখে সময় থাকতে পিছিয়ে আসুন ।। বাস্তবতার চশমা পরে চেয়ে দেখুন।। :)
অবশ্যই, ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম আমরা, আর আপনার জন্য শুভ কামনা।।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

নীলপরি বলেছেন: আপনার কবিতার বিশ্লেষণ ভালো লাগলো । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামানা ।

৬| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটিতে আমার অতৃপ্তি জানিয়ে গেলাম। পড়ে আমার আশ মিটল না।......... ভুল বুঝলেন কি না জানিনা।

যখন কোন কিছু অতি ভাল লাগে তখন তার প্রতি অতৃপ্তি বেড়ে যায় সেটি আরো পাওয়ার জন্য। আপনার কবিতার শিরোণাম আর কবিতা ভাল লেগেছে, সেই দৃষ্টিকোণ থেকে বলেছি আমার অাশ মিটল না।

এবার বুঝেছেন!!??

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: আমি তো আপনার প্রথম মন্তব্যেই , আপনি এখন যেটা বলেছেন সেটা বুঝেছি । কিন্তু আমিই তার উত্তরটা বুঝিয়ে দিতে পারিনি । এখন বুঝতে পারছি । আশাকরি , এবারে বোঝাতে পারলাম ।
আপনার মন্তব্য সবসময়ই আমায় অনুপ্রাণিত করে । এবারেও করেছে । :)

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


আশানিরাশার মাঝেই জীবন গড়ে তোলে নিজের আলয়

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: হুম ।জীবননদী তো তার খেয়ালেই বয়ে যায় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

৮| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

৯| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কে- ডাকে অন্ত:পুরের চির সাথী
ডাক শুনেই বুঝতে হয় ভাবতে হয় নাকি?

জন্মান্তরের সাথী যে, হৃদয় চেনে আপনা থেকে
সন্দেহ তাতে থাকতেই নেই-মন সায় দিলে তাতে।

চেতন যদি হয় অচেতন দ্বিধা পদে পদে
জাগলে স্মৃতি সত্য ভাতি গতি আসে তাতে।

মন শরীরের বাঁধলে লড়াই মন কি আর অন্যের হয়
আত্মার আত্মীয়তা আত্মায় রাখতে হয়।

স্বপ্ন যদি মেশে কাব্যে নেই কোন ভয়
উঁকি দিয়ে দেখেছো কখনো-কাব্যন্তরালে কে সে রয়?


আপনার কবিতা দেখেই কথাগুলো আপনা থেকেই ভেসে গেল ;)
তাই ঝেরেই দিলাম :P
উত্তরে কি নাম্বার পাবে? না ফেলটুস ;) হা হা হা

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: মন শরীরের বাঁধলে লড়াই মন কি আর অন্যের হয়
আত্মার আত্মীয়তা আত্মায় রাখতে হয়।


বাহ , বাহ! প্রতিটি লাইনই অনবদ্য । আপনার কবিতার আলোয় আমার ব্লগপাতা আলোকিত হোলো । এখন মনে হচ্ছে ভাগ্যিস কবিতাটা লিখেছিলাম , তাই এতো সুন্দর লাইন গুলো পেলাম । আপ্লুত হয়েছি আপনার মন্তব্যে ।

আর উত্তরে নাম্বার দেওয়ার প্রগলভতা দেখায় কার সাধ্য ? তবুও যদি নাম্বার দেওয়া হয় তবে ফুল মার্কস আর সাথে কূর্ণিশ ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

১০| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: আত্মার অশরীরি আত্মীয়তাকে স্বীকার করে, সে অবশ্যই গড়বে কাব্যালয় !! ;)

কবিতা ভালো লেগেছে।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: আপনার কথাটা শুনে বেশ ভালোই লাগলো ।স্বীকার করছি । :)

আর কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

১১| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ধ্রুবক আলো বলেছেন: সে অবশ্যই গড়বে কাব্যালয়।

খুব সুন্দর কবিতাখানি বেশ ভালো লাগলো, +++++

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

১২| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:২৫

সোহানী বলেছেন: দারুনতো........

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

১৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতায় শুরু থেকে শেষ বিশ্বাস অবিশ্বাসের ধূম্রলোচনা। ভালো কিছু যৌক্তিকভাবে উপস্থাপন। অসাধারণ লিখেছেন আপু। আপনার স্বল্পভাষী কবিতা গুলো সবসময় বিশালত্ব পায় ভবনাচিন্তায়, বাস্তব আর কল্পনার সুক্ষ্মদর্শী। ভালো লাগে আমার, আমি মুগ্ধ হয়ে ফিরি সবসময়। কৃতজ্ঞতা জানাই মন থেকে সুন্দর সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।

শুভ হোক আপনার প্রতিটি ক্ষণ, মনের বিশ্বাস গড়লতা দূর হয়ে বিশ্বাসী ভালোবাসায় ভরে উঠুক আপনার আগামী এমনটাই প্রত্যাশা রাখি সবসময়।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: আপনি আমার কবিতার এতো যত্ন করে বিশ্লেষণ করেছেন দেখে অভিভূত হলাম । আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনার শুভকামনা গ্রহন করলাম আর
আপনাকেও অনেক শুভকামানা ।

ভালো থাকবেন ।

১৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫০

নাগরিক কবি বলেছেন: সুন্দর পরী আপু।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।

১৫| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধত রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য দেখে আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনার শুভেচ্ছা নিলাম ও আপনাকেও অনেক শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কাব্যালয় না হয় কেউ না-ই গড়ে দিলো, সে দুঃখে জন্ম থেকে জন্মান্তরে ঘুরে ঘুরে পা ব্যথা করে লাভ কি ?
তারচে' স্বপ্নিল শব্দগুলোর মালা গেঁথে গেঁথে কবিতা গড়া ঢের ভালো !!!!




২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত স্যর । :) ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনার শুভেচ্ছা সানন্দে নিলাম ও আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

১৭| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

ঈদ আনন্দে ভরে উঠুক আপনার আগামী দিনগুলো। শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল পরী আপু।

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা সানন্দে নিলাম । ভীষণ ভালো লাগলো আপনি মনে করে আমার ব্লগে এসে শুভেচ্ছা দিলেন দেখে ।আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা । খুব ভালো কাটুক আপনার ঈদ ।

ভালো থাকবেন ।

১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: গড়বে :) ।+

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো দিদি।।
ভালো থাকুন....

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: হুম। আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব আনন্দে কাটুক আপনার ঈদ।
আপনি ও খুব ভালো থাকুন।

২০| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ উপলক্ষে রইল শুভেচ্ছা

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: হুম।
আপনাকেও অনেক শুভকামনা। আনন্দ আর খুশিতে ভরে উঠুক এই ঈদ উৎসব ।

খুব ভালো থাকুন।
সবসময়।

২১| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: দারুন লাগলো । :)

আপনাকেও আবারো শুভেচ্ছা ।

২২| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ধ্রুবক আলো বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো। আপনাকে ও অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনার এই খুশির ঈদ।
ভালো থাকবেন।

২৩| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবির অনুভবের প্রশংসা করতেই হয়। আশা করি সাথে প্রার্থনা করি যাতে কবির বাসনা তৃপ্ত হয়, সফল হয়! শুভকামনা!



(পুনশ্চঃ কবিতাটি প্রকাশকালেই পড়েছি। অনুভব জানাতে দেরি হওয়ায় আন্তরিক দুঃখপ্রকাশ করছি)

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: যখনই আসুন , আপনার উপস্থিতিই অনুপ্রেরণাদায়ক । আপনার প্রশংসায় অনেক উৎসাহ পেলাম । ভালো লাগলো খুব ।
কিন্তু দুঃখপ্রকাশ করে লজ্জায় ফেলে দিলেন যে ! সেইসাথে দুঃখও হোলো । :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আশাকরি আপনার ঈদ খুব ভালো কেটেছে ।
শুভকামানা ।:)

২৪| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১২

মক্ষীরাজা বলেছেন: পরীমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

২৫| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অতৃপ্ত কামনায় যথেষ্ঠ ভালো লাগার খোরাক!

২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনেক অনুপ্রেরণা পেলাম । কবিতাটা পড়েছেন দেখে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।:)

২৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর কবিতা।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামানা ।:)

২৭| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: খুবই গুরুগম্ভীর কবিতা। তবে দারুণ হয়েছে। Hard questions asked softly!
বিশ্বাসের আলোয় ফুটবে কি সূর্যমুখী অন্ধকারে? -- বিশ্বাস গভীর হলে তা অন্ধকারেও সূর্যমুখী ফোটাতে পারে।
কবিতাটি নিয়ে ভাবার অনেক কিছুই আছে। এমন সব কবিতা পড়লে মগজে ভাবনারা ডালপালা ছড়ায়।
অভিনন্দন, একটি উৎকৃষ্ট কবিতা এ কাব্যালয়ে রেখে যাওয়ার জন্য।
শুভকামনা...

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৫

নীলপরি বলেছেন: আপনার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে আবেগে আপ্লুত হলাম ।

আপনার দেওয়া অভিনন্দন সযত্নে গ্রহন করলাম । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আর আপনাকেও অনেক শুভকামানা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.