নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

দেশভাগ : দুটো ফিল্ম : কিছু কথা

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৯



ইন্টার নেটে পুরোনো অফ বিট ফিল্ম দেখার আমার অভ্যেস আছে।তবে এই ফিল্মটা একেবারে হঠাৎ দেখা হয়ে গেলো। ইউ টিউবএ এদিক সেদিক ঘুরতে ঘুরতে সাইড বারে দেখছিলাম এই মুভিটা। ক্লিক করে ভাবিনি পুরোটা দেখবো। কিন্তু দেখতে বাধ্য হলাম।

খামোশ পানি : সাইলেন্ট ওয়াটার



ছবির প্রেক্ষাপট ৪৭ সালের দেশ ভাগ ও মেয়েদের উপর এর প্রভাব। স্থান গ্রাম্য পাঞ্জাব। পাকিস্তান। কাহিনী শুরু হয় বিধবা আয়েশা আর তার তরুন ছেলে সেলিম এর গল্প নিয়ে। সেলিম অলস। কাজকম্ম করতে চায় না। দেরী করে ঘুম থেকে ওঠে । বাঁশি বাজায়। প্রেমিকার স্কুলে যাওয়ার পথে অপেক্ষা করে। আর তার মা , আয়েশা ভোরবেলা উঠে এলাকার বাচ্চাদের পবিত্র কোরান পাঠ শেখায়। সবাই তাকে পছন্দ করে। একেবারেই সাদামাটা জীবন তাদের। কিন্তু কে এই আয়েশা? ফ্ল্যাশ ব্যাক থেকে জানা যায় সে একজন শিখ রমনী। ৪৭এর দাঙ্গার সময় বহু শিখ মেয়ে ( ছোটো বা বড়ো) কুঁয়োর জলে ঝাঁপ দিয়ে প্রাণ দেয়। এটা ঐতিহাসিক সত্য । আর এই মুভিতে পরিচালিকা দেখান যে এসবের একমাত্র সাক্ষী ছিল নীরব জল । দেখা যায় এক শিখ তার মেয়েকে বলে জলে ঝাঁপ দিতে। কিন্তু সে বাঁচতে চায়। তাই পালায় সেখান থেকে। যদিও রক্ষা পায় না দাঙ্গাবাজদের হাত থেকে। তবে তাদেরই একজন পরে তাকে নিকাহ করে। আর এসবের কিছুই তার ছেলে সেলিম, বর্তমান এলাকার বাসিন্দা বা প্রজন্ম জানে না। এরপর কাহিনী চলে আসে প্রেসিডেন্ট জিয়ার শাষন কালে। দেখা যায় পাকিস্থানে কিভাবে মৌলবাদএর উত্থান হচ্ছে। একটা অংশ কিভাবে সেদিকে চলে যাচ্ছে। সেলিমও ধীরে ধীরে তাদের দিকেই যায়। জুবেদা তার প্রেমিকা তাকে বলে ' তেনু উল্লু বানারহে হ্যয় ও' ( ওরা তোকে বোকা বানাচ্ছে) যদিও সেলিম সেকথা শোনে না। একদিন জুবেদা দেখে তাদের স্কুলের সামনে একদল পাঁচিল তুলছে, সেলিমও সেখানে। এমনকি সে যখন সেলিমের সাথে দেখা করতে যায় তখন সেলিম তাকে বলে ' তেনু শরম হায়া কুচ হ্যায় কে নেহি?' ( তোর লজ্জা শরম কিছু আছে কি না?) ।তারপর বিরক্তির সাথে সেখান থেকে যেতে যেতে বলে যে সে নামাজ পড়তে যাচ্ছে। জুবেদা জানায় যে সেও নামাজ পড়েই আসছে। এরমধ্যে ভারত থেকে শিখ তীর্থযাত্রীরা আসে সেখানে। আগে গুরুদ্বার আর মসজিদ পাশাপাশি ছিল। দুই সম্প্রদায়ের তাতে কোনো অসুবিধা হয়নি । কিন্তু এবারে মৌলবাদীরা তাদেরকে হুমকি দিয়ে তাদের মুলুকে গিয়ে প্রার্থনা করতে বলে । নেতৃত্ব দেয় সেলিম। তার মা অসহায় ভাবে তা দেখে। তারমধ্যে একজন শিখ আবার তার ফেলে যাওয়া বোনের খোঁজ করতে থাকে। প্রকাশ্যে আসতে থাকে আয়েশার পরিচয় । কি করে সেলিম তার জন্মপরিচয় জেনে? মা, ছেলের কিরকম সম্পর্কের সাক্ষী থাকে নীরব জল? জানতে ইচ্ছে হলে দেখতে পারেন মুভিটা। শুধু এটা বলি যে ছবির শেষে সেলিম বলে যে মৌলবাদ কায়েম করা একটা ফরম্যালিটি। আখের হামলোগোনে পাকিস্তান বানায়া কিসলিয়ে? সত্যিই তো। পাকিস্তান বানানো হয়েছিল কেনো ? তাই তখন প্রশ্ন আসে মনে তাহলে বাংলাদেশে মুক্তি যুদ্ধের রক্তাক্ত ইতিহাস কেনো লিখতে হোলো? আশা রাখি পাকিস্তানি কোনো পরিচালক একদিন এরকমই সৎ আর নির্ভীক মুভি বানাবেন। এছবির ক্ষেত্রে পরিচালিকাকে সৎ আর নির্ভীক বলা যায় । আসলে এটা শুধু মেয়েদের নয় , মানুষের গল্প । পরিচালিকা দেখাতে সক্ষম হয়েছেন যে কিভাবে কোনো ঘটনার ত্রাস মানুষের সুস্থ চিন্তাশক্তি রোধ করে দেয় ।
আর একটা কথা । জীবনে এটাই প্রথম আমার দেখা পাকিস্তানি মুভি । :)
ছবিটা পাকিস্তানে ব্যান হয়েছিল । যদিও একথাটা জানানোই বাহুল্য ।

Genre – Drama, Country – Pakistan, Director – Sabiha Sumar





দ্বিতীয় যে ফিল্মটার কথা বলছি সেটা দেখবো বলেই দেখেছি কয়েকদিন আগে। ছবিটার বাংলা ভার্সান ও হয়েছে। সেটা আমার দেখা হয়নি। হিন্দীটার কথাই বলি। বেগমজান। এ ছবির পটভূমিও দেশভাগ। শুরুতেই দেশভাগ সংক্রান্ত ইতিহাসর ন্যারেশন অমিতাভ বচ্চনের কন্ঠে শোনা যায়। এক কথায় কাহিনীটা হোলো বিদ্যা বালন (বেগমজান ) , এক ব্রোথেলের সর্বময় কর্তী।হিন্দুস্থান, পাকিস্তান বর্ডার লাইন যাবে ব্রোথেলের ঠিক মাঝ বরাবর। তাই সে জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু ব্রোথেলের মেয়েরা তাতে রাজি হয় না। তাদের কাছে স্বাধীনতার কোনো মানে নেই। মেয়েরা আদৌ স্বাধীন হয় নাকি। এদিকে তারা রেডিওর দিকে তাকিয়ে নিউজ শোনে ও নেহেরুজী স্বাধীনতা ঘোষণার সাথে সাথে আনন্দ উৎসবে মাতে। যুক্তিটা বোঝা যায় না । এছবিতে কোথাও কোনো যুক্তিই বোঝা যায় না । এখানে ভিলেনরা ভয়ঙ্কর কিন্তু হঠাৎই বিবেকমান হয়ে যায় । কেনো ? জানা নেই । সব রকমের মশলা পরিচালক এছবিতে দিয়েছেন ।কিন্তু সবই বেস্বাদ । যেমন , সাদাত হাসানের বিখ্যাত ছোটো গল্প খোল দোর কনসেপ্ট দুবার ব্যবহার করা হয়েছে । কিন্তু তেমন কোনো আবেগ জাগেনি ।অথচ গল্পটা পড়লে পাথর ছাড়া সকলেই আবেগী হয়ে যাবে । যাঁরা পড়েননি তাঁদের জন্য সংক্ষেপে বলি , সরাজুদ্দিন পাকিস্তানি ক্যাম্পে গিয়ে তার মেয়ে সাকিনাকে খুঁজে পায় না । অনেক খোঁজার পর সে , হাসপাতালের প্রায় অন্ধকারাচ্ছন্ন ঘরে সাকিনার লাশ দেখতে পায় । তখন এক ডাক্তার আলো হাতে সেখানে এসে তাকে বলে ' খিড়কি খোল দো ' ( জানলা খুলে দাও ) । তখন - সাকিনার বেজান হাত সালোয়ারের কটিবন্ধনী খুলে দেয় ........ ( উসনে বেজান হাতো সে আজারবন্দ খোলা ওর সালওয়ার নীচে সড়ক দি )তখন তার বাবা বলে ওঠে আমার মেয়ে বেঁচে আছে । আর সেই ডাক্তার তা দেখে ঘর্মাক্ত হয়ে যায় । ঠিক এখানটাই ছবিতে ব্যবহার করা হয়েছে । যদিও তেমন আবেগ জাগেনি । উল্টে অযৌক্তিক লেগেছে ।
নাশিরুদ্দিন শাহ , বিদ্যা বালনের মতো অভিনেতা , অভিনেত্রীকে স্ক্রীপ্টের কাছে অসহায় লেগেছে । চাংকি পান্ডেকে সারপ্রাইজিং লুকে দেখা যায় । অনেকে ভাবেন , মহিলাদের দিয়ে রাফ কথা বলালে বিরাট নারী স্বাধীনতাটাইপ কিছু হয় । কিন্তু আমার মনে হয় এতে এক শ্রেণীর পুরুষ দর্শকের মনোরঞ্জন ছাড়া আর কিছু হয় না । সবশেষে মনে হয়েছে পরিচালক , কিছু না পেয়ে দেশভাগের আবেগ কাজে লাগাতে চেয়েছেন ।

Cast : Vidya Balan, Gauahar Khan, Ila Arun, Flora Saini, Pallavi Sharda, Rajit Kapur, Ashish Vidyarthi, Pitobash, Naseeruddin Shah, Rajesh Sharma, Chunkey Pandey, Vivek Mushran

Director
Srijit Mukherji

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হুম।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৭

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: প্রথম মুভির রিভিউ পড়ে ভালো লাগল। সময় করে দেখে ফেলবো।
আর ২য়টি দেখবো না, কারণ যখন দেখলাম এটি বাংলা মুভি রাজকাহিনী'র হিন্দী ভার্সন, তাই ভাবছি ওটাই দেখবো।

পোস্ট ভালো লেগেছে। +।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৪

নীলপরি বলেছেন: হুম । সময় পেলে প্রথম মুভিটা দেখে ফেলুন ।
আর ২য়টা র ক্ষেত্রে বলি , হিন্দী ভার্সনটা দেখে বাংলাটা দেখার ইচ্ছে নেই । :) যাক আপনি দেখলে জানাবেন যে কেমন লাগলো ।

প্লাস পেয়ে খুশি হলাম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: মুভি দুইটা সময় করে দেখতে হবে । 8-|

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: হুম । পারলে দেখবেন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমার অনেক মুভি দেখা হয়নি, ভালো ভালো কিছু মুভির নাম সময় করে আমাকে বলবেন । দেখবো ...... :)

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০০

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই বলবো । :)

৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রথম মুভিটা দেখতে হবে, পাকিস্তানীদের ভেতরেও মানবিক গুনসম্পন্ন মানুষ তাহলে আছে.........। অনেক ধন্যবাদ রিভিউর জন্য। ২ য় মুভিটা রিভিউ পড়েই দেখা হয়ে গেছে..........

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: হুম । আমিও তাই দেখেছি । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সন্দর করে দুটো না দেখা ফিল্মকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য ।
সময় করে দেখে নিব ।
শুভেচ্ছা রইল ।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: হ্যা , সময় পেলে প্রথম ছবিটা অন্তত দেখে নেবেন ।অনেক ধন্যবাদ এতো রাতে আমার লেখা পড়ার জন্য । খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা নিয়েছি আর আপনাকেও শুভেচ্ছা ।

৭| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার মুভি রিভিউ। দুটি সম্পর্কে যা বললেন তাতে আমার ছবিদুটি দেখার সাধ যেগে গেল, দেখবো অবশ্যই সময় করে।

শুভ সকাল

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম । হুম । সময় পেলে দেখে নেবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা আর
শুভ সকাল ।
ভালো থাকবেন ।

৮| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু অবশ্যই দেখবো খামুশ পানি ছবিটি, ইচ্ছে জোড়াল

শুভকামনা আপনার জন্য সবসময়

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯

নীলপরি বলেছেন: হুম , দেখে ফেলুন । :)

আপনাকেও আবারো শুভকামনা ।

৯| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ, মুভি দুটো দেখি নাই এখনও। দেখবো যদি সময় পাই।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: হুম , দেখেই ফেলুন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

শূন্যনীড় বলেছেন: খুব ভালো লাগলো ছবি দুটি সম্পর্কে জেনে।
দেখার ইচ্ছে হলো।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: আমারো খুব ভালো লাগলো আপনি লেখাটা পড়েছেন দেখে । সময় পেলে দেখে নিন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৯৪৭ সালে, দেশ ভাগের সময় সাধারণ মানুষ অন্যের সম্পত্তি দখল করেছে, দাংগা করেছে; ভারতে (পুরো উপ মহাদেশের) অনেক খারাপ মানুষ ছিলো।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: সে তো পুরো উপ মহাদেশে সে সময় বা তার পরেও কিছু দাঙ্গাবাজ ছিলই । কিন্তু কেউ কেউ পরিস্থিতির শিকার । প্রথম ছবিটা সেটাই দেখায় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


সেই উত্তাল সময়কে কেন্দ্র করে নির্মিত মুভি দুটি দেখে অনেক কিছুই জানার আছে!

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: হুম । বিশেষ করে প্রথম মুভিটা বেশী করে ইতিহাসের কাছাকাছি । ২য় টা কমারশিয়াল । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
খামোশ পানি : সাইলেন্ট ওয়াটার

রিভিউ পাঠে উৎসাহ বোধ করছি। সুযোগ হলে দেখে নেব।

শুভেচ্ছা জানবেন।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

সময় পেলে দেখে নিন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:০০

জুন বলেছেন: সুন্দর রিভিউ নীলপরী
+

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম । :)



পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




সিনেমা রিভিউগুলো সবটাই আমাকে টানেনা । তবে শিরোনাম চোখে আটকে গেলে পড়ি । কিছু কিছু মন্তব্যও করি ।
এখানেও শিরোনামে "দেশভাগ" শব্দটি দেখে ঢুকলুম । পাকিস্তানী টিভি নাটকও সুন্দর হয় । সিরিয়ালগুলো বেশি সুন্দর । ১০/১৫বছর আগের কথা বলছি । এখন কেমন করে ওরা জানিনে !

"খামোশ পানি : সাইলেন্ট ওয়াটার" সম্পর্কে যা বললেন তেমন ঘটনা কিন্তু অনেকটাই বাস্তব । উর্দু সাহিত্যিক "সাদৎ হোসেন মান্টো"র অনেক গল্পই এরকমের ।

ছবিটি দেখতে চেষ্টা করবো ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: খুশি হলাম আপনি আমার লেখা পড়েছেন দেখে ।

খামোশ পানি - এর গল্প সাদৎ হোসেন মান্টো"র গল্প থেকে তৈরী নয় । এটার স্ক্রিপ্ট লিখেছেন , পারোমিতা ভোরা।

২য় মুভিটি বেগমজানে সাদৎ হোসেন মান্টো"র গল্পের কনসেপ্ট দু বার ব্যবহার করা হয়েছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: খামোশ পানি দেখার আগ্রহ জাগল।বেগমজানের বাংলা ভার্সন রাজকাহিনী দেখুন। ওটা তুলনামূলক ভাল।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: হুম দেখতে পারেন ।
বেগমজান দেখে আর দেখার ইচ্ছে ছিল না , তবে আপনি যখন বলছেন তখন সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করবো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.