নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

অনন্তের সাথে একা

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯





সুখটাকে টের না পেয়ে দেখি
অসুখের বিমা করানো হয়নি!
সেই অসুখের সমুদ্রঘূর্ণির উথাল-পাথালে
আবদ্ধ হয়ে , বড্ড লিখতে ইচ্ছে হচ্ছে !


কিন্তু , কি করে লিখবো ?
আকস্মিক বিষণ্নতার প্রবল ধাক্কায়
নিদারুণ যন্ত্রণা আর উৎকন্ঠা ছড়াচ্ছে
আমার শব্দ-নাভিতে !


শোকের শুভ্র পাতায় ,
আঘাত প্রাপ্ত শব্দগুলো সাজাতে যাই !
তখন অক্ষরগুলো ভস্ম হয়ে বিলীন হয় বাতাসে
লোহিতাভ নিদ্রায় আবিষ্ট হয় নয়ন
পঞ্চ-ইন্দ্রিয় দিয়ে অনুভব করি অনন্তকে
তারপর , অনন্তের সাথে একা , একা
আলাপ জমাই!

মন্তব্য ৬৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপু, কবিতা দারুণ গড়েছেন। বিরহতাপ সইতে সইতে অর্ধ সিদ্ধ অন্তর মন!! বিরহের সবটুকুই কবিতাচয়নে কাজে লাগিয়েছেন আপু। ভালো লাগা রইল কবিতায়।

তবে, একটু ভাবাচ্ছে আমাকে! আপনার বিষণ্ণতা হঠাৎ এত খরস্রোতা হয়ে গেল কেন!! ভালো আছেন তো আপু। আপনি ভালো থাকুন, হাসিখুশি ভরে থাকুক আপনার দিনক্ষণ এমন কামনা স্রষ্টায়।

শুভকামনা জানবেন।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: প্রথমেই বলি আপনার কবিতা ভালো লেগেছে শুনে অনেক অনুপ্রেরণা পেলাম । আর আপনার কবিতার আবেগেই প্রতিচ্ছবি হয়ে ওঠে আপনার বিরহের । যা ব্যক্তিগত থেকে সার্বিক হয়ে ওঠে । পাঠক খুঁজে পায় নিজেকে । আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের এতো ভালো কবিতা উপহার দেওয়ার জন্য ।

আসলে আমি একেক সময় রাতের দিকে আকাশ দেখি অনেক ক্ষণ ধরে । উদাস টাইপ হয়ে যাই বা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক । ঠিকঠাক লিখে বোঝাতে পারছি না! সেরকমই কোনো মুহূর্তই কিছুটা শব্দের আকার নিয়েছে এই কবিতায় ।
আর বিষণ্নতার আবেগ যখন বশে থাকে না , তখন তা খরস্রোতা হয়ে বয়ে যায় । কি আর করবো ? :)

হুম , ভালো আছি । খুব ভালো লাগলো আপনার আত্মিকতা ।
পাঠ ও মননশীল মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে গ্রহন করলাম ।
আর আপনাকেও অনেক শুভকামনা ।
ভালো থাকবেন ।

২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

শূন্যনীড় বলেছেন: এমন বিরহ আমার প্রিয়তে থাকে, তাই আপনিও প্রিয়তে থাকুন।
অনেক সুন্দর কবিতা +++++

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্যে । প্লাসগুলো ভীষণ খুশি দিল ।

প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

তোমার জন্য মিনতি বলেছেন: প্রিয় কবিতা প্রিয়তে রাখতে হয়, ++++++

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: আপনি আমার কবিতা প্রিয়তে রেখে অনেক উৎসাহ দিলেন । প্লাসে খুশি পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:




কখনো এই একাকিত্ব খুঁজে সমুদ্র প্রেম, অনন্ত পথের অনন্তকাল উত্তর খুঁজে লোহিতাভ নিদ্রায় আবিষ্ট হয় নয়ন। আর তখন কবি এভাবেই কবি অন্তর; অনন্তর পথে!



কবিতাটি অত্যন্ত বিরহের, একাকিত্বের! নিভৃতচারী সকল মন যারা প্রেম খুঁজেছে হন্যে হয়ে আশা করি সবার ভাল লাগবে।


ভাল থাকুন!!

++++

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমার ভীষণ ভালো লাগলো । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন ।

৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




সুখটাকে টের না পেয়ে দেখি
অসুখের বিমা করানো হয়নি!

চমৎকার রূপকল্প ।

তারপরেও কিন্তু বিষণ্নতার প্রবল ধাক্কা আর নিদারুণ যন্ত্রণা নিয়ে শব্দগুলো হাহাকারের একখানা আস্ত কবিতা নাভিমূল থেকে উগরে দিয়ে গেলো ।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: আপনার এই ছোট্ট চিঠিটা আমার কবিতাকে অনেক বড়ো স্বীকৃতি দিল । আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৪

নাগরিক কবি বলেছেন: সুন্দর পরী আপু।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বিষণ্নতার < বিষন্নতার কোনটা ঠিক হবে ?

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: বিষণ্নতা -- সঠিক । আপনি বল্লেন বলে আমি আবারো চেক করলাম ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২

সুমন কর বলেছেন: একা, একা আলাপ জমানোর দরকার নেই !! আমরা আছি !!

সুন্দর হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: হুম ! আপনারা আছেন । এটা আমায় অনেক ভরসা দেয় । কি যে লিখি তা কতোটা লেখা হয়ে ওঠে জানিনা ! ব্যস মনের ভাবনা শেয়ার করার চেষ্টা করি মাত্র ! আপনারা সেগুলো পড়ে অনুপ্রেরণা দেন । চাই এরকম ভাবেই আপনারা পাশে থাকুন ।

এই কবিতাটা আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো । :)
নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৯| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: এই কবিতাটা আপনার সুন্দর লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১০| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি ব্যাপার আপু!! আপনি কোথায় গেলেন!! এমন তো হয় না আপনার!!

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: আসলে কালকে আমার নেট খুব ডিসটার্ব হচ্ছিল । তারমধ্যেই কবিতাটা পোষ্ট করলাম । তারপর আবার টাওয়ার পাচ্ছিলাম না । রাতে যদিও ঠিক হয়েছিল । লগ ইন করবোও ভেবেছিলাম । কিন্তু এমন টায়ার্ড লাগছিল যে ঘুমিয়ে পড়লাম । দুঃখিত । :(

আপনি আন্তরিক ভাবে খোঁজ নিলেন , এটা খুব ভালো লাগলো ।
ধন্যবাদ। :)

১১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


এধরণের কবিতাগুলো স্ফুলিংগের মত, জ্বলে উঠে, আলো দেয়

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লেগেছে । ধন্যবাদ নীলপরি।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: শুনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৩| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আপনার আন্তরিক প্রতিমন্তব্য পড়ে আনন্দে ভাসছি, কৃতজ্ঞতা জানাতে আবারো আসতেই হল মন্তব্যের ঘরে।

আপনার কবিতার আবেগেই প্রতিচ্ছবি হয়ে ওঠে আপনার বিরহের । যা ব্যক্তিগত থেকে সার্বিক হয়ে ওঠে । পাঠক খুঁজে পায় নিজেকে । আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের এতো ভালো কবিতা উপহার দেওয়ার জন্য। - আপু, আমার লেখায় যদি সামান্য উন্নতি হয় তার প্রাপ্যতা আপনিসহ ব্লগের সকল শ্রদ্ধাভাজন ভাইদের আন্তরিক উৎসাহ প্রেরণার। কৃতজ্ঞ সামু ব্লগ ও সামুর সকল ভাইদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্য গুলো আমাকে চেষ্টাশীল করে, অনুপ্রাণিত করে একটু ভালো করার জন্য। আমার এই চেষ্টায় কয়েকজন শ্রদ্ধেয় ভাই আপু আছেন, আপনাদের কাছে আমি চিরঋণি। আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা পুরোপুরিভাবে প্রকাশ করার মতো যোগ্যতা অভিজ্ঞতা কোনটাই আমার নেই আপু। দোআ করবেন আপু, আপনাদের এই আন্তরিক স্নেহাশিস ধরে রাখার যোগ্যতা যেন অর্জন করতে পারি।

শুভকামনা জানবেন আপু, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: আবার কষ্টকরে আসলেন দেখে খুব ভালো লাগলো । আমিও সামু থেকে মানে আপনাদের থেকে অনুপ্রেরণা পাই । যেটা আমার লেখালেখির একমাত্র সহায়ক । এখানে বেশীরভাগ ব্লগারই হেল্পফুল । কিন্তু আপনি ঋণী থাকবেন বলে তো দূরে সরিয়ে দিলেন ।
ঋণ যদি থাকতেই হয় , তবে তা সামুর কাছে । কারণ এখানেই আমরা সমভাভাপন্নরা নিজেদের ভাবনা-চিন্তা আদান -প্রদান করতে পারি । ভাবুন , আগের দিনে কত কবির কবিতা ডায়েরীবন্দী হয়ে রয়ে গেছে হয়ত ।

আপনার জন্য সবসময়ই চাই যে কবি হিসাবে আপনি প্রতিষ্ঠা পান অনেক । আর আপনি এরকমই ভালো মানুষ থাকুন সবসময় ।

আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে গ্রহন করলাম ।

আপনাকেও অনেক শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৪| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: এক কথায় সুন্দর একটা কবিতা। খুব ভালো লাগলো। প্লাস+


(বিষন্নতা বানানটা একটু দেখে নিবেন। ধন্যবাদ। )

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম । অনুপ্রাণিত হলাম ।
বিষণ্নতা - ই হবে । দেখেছি । :)
অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৫| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

নায়না নাসরিন বলেছেন: আপু অনেক সুন্দর কবিতা +++++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৬| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

কানিজ ফাতেমা বলেছেন: শেষ লাইনটি অনবদ্য, অনন্য .............।

কবিতায় মুগ্ধতা এবং আপনাকে শুভ কামনা ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: কবিতায় মুগ্ধতা পেয়ে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৭| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নিশাত১২৩ বলেছেন: নীলপরি,
কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলুম । প্লাস

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০

নীলপরি বলেছেন: কবিতায় মুগ্ধতা পেয়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: একাকীত্বে, নি:সঙ্গতার, শূন্যতার
কতটা গভীর ছুঁয়ে গেলে
অনন্ত ধরা দেয়?

ঠিক ততটাই কবিতায় আছে যতটা :)


মুগ্ধতা একরাশ :)

+++++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: --------------- ঠিক ততটাই কবিতায় আছে যতটা

আপনার এই কমপ্লিমেন্টটা মুগ্ধতার সাথে সযত্নে রেখে দিলাম । :)

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৯| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ আপু!!

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২০| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

জুন বলেছেন: শোকের শুভ্র পাতায় ,
আঘাত প্রাপ্ত শব্দগুলো সাজাতে যাই !
তখন অক্ষরগুলো ভস্ম হয়ে বিলীন হয় বাতাসে ।

এরপর আর কথা থাকে না নীলপরি ।
অসম্ভব ভালোলাগা জানবেন ।
+

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: আর আপনার অসম্ভব ভালোলাগা পেয়ে আমি আবেগে ভাসলাম । আমারো খুব ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২১| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরে না না আপু, আমি আপনাদের ছেড়ে দূরে যেতে চাই না কোন দিন। দোআ করবেন আপু, যেন আপনাদের আশীর্বাদ ধরে রাখার যোগ্য হতে পারি। মুগ্ধতা রইল আপু আন্তরিক প্রতিউত্তরে।

প্রেরণার আকাশে জ্যোতি হয়েই থাকবেন আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: হুম । এভাবেই এখানে লিখতে থাকুন । আর আপনার মন্তব্য থেকে আমি অনেক উৎসাহ পাই । এটাও জানবেন ।

আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে গ্রহন করলাম ।

আপনাকেও অনেক শুভকামনা ।
ভালো থাকবেন ।

২২| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বিষণ্নতা -- সঠিক । আপনি বল্লেন বলে আমি আবারো চেক করলাম । তাহলে ঠিক আছে ! আবার কিছু মনে নিবেন না প্লিজ !!



কবিতা সুন্দর হয়েছে +++
শুভ কামনা রইলো........

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: মনে করার কোনো কারণ নেই । উল্টে আপনি আমার কনফিডেন্স বাড়িয়ে দিলেন । :)

প্লাস পেয়ে খুশি হলাম ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা।
ভালো থাকবেন ।

২৩| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সুখ আর অসুখের এ মাখা মাখি বা পরম্পরায় মাখানো কবিতাটি বেশ ভালো লাগলো। অনেক ভালো লাগা জানবেন। ভালো থাকুন।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন ।

২৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উচ্চারণগুলি শোকের!

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: শোক বোধহয় আমার মনভূমিতে আবাস গড়েছে । তাই উচ্চারিত হয় অনিয়ন্ত্রিত ভাবেই ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উচ্চারণগুলি শোকের!

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: :)

২৬| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: পঞ্চ-ইন্দ্রিয় দিয়ে অনুভব করি অনন্তকে
তারপর , অনন্তের সাথে একা , একা
আলাপ জমাই! বেশ !

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: আবারো এসে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৭| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



কিন্তু , কি করে লিখবো ?
আকস্মিক বিষণ্নতার প্রবল ধাক্কায়
নিদারুণ যন্ত্রণা আর উৎকন্ঠা ছড়াচ্ছে
আমার শব্দ-নাভিতে !

সুন্দর একটি কবিতা রচনার জন্য এমনতর যন্ত্রনা হয় সহচর ।
কবিতায় মুগ্ধ ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপ্লুত হলাম আপনার মন্তব্য পড়ে ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।


শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা।
ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

মানিজার বলেছেন:

সুন্দর লিখেছেন ।




১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভকামনা ।

২৯| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


বড় এলোমেলো মনের কস্টকর অনুভুতির মতো, যা প্রকাশ করা কবির জন্যও কঠিন, মনে হচ্ছে!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: হয়তো বা ! আসলে আমি গ্রামার মেনে , বুঝে তেমন লিখতে পারি না । অনুভূতিই সম্বল । আবার অনুভূতির শব্দরূপ দেওয়া কঠিন কাজ । অন্তত আমার কাছে । পারিনাই বোধহয় । তবু চেষ্টা করি ! :)

অনেক ধন্যবাদ।

শুভকামনা ।

৩০| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু , ভালো আছেন নিশ্চয়।

নতুন কবিতা দেননা কেন!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: এই কিছুক্ষণ হোলো ব্লগে এলাম । আপনার ব্লগেই যাবো ভাবছিলাম । এমনসময় আপনার মন্তব্যটা পেলাম । :)

ভালো আছি । খোঁজ নিলেন দেখে ভীষণ ভালো লাগলো ।

আজ একটা কবিতা দেবো ভাবছি ।

৩১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৮

কল্লোল পথিক বলেছেন:






কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমারো খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা ।

৩২| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
অনন্ত জলিলের জন্য কবিতা, এতো অসম্ভব! :D

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: অসম্ভব ? কি করি ? অসম্ভবকে সম্ভব করার সাধ হোলো যে ! :)

অল্প সময়ের জন্য এসেও যে আমার ব্লগে মন্তব্য করলেন , সেটা দেখে ভীষণ ভালো লাগলো । খুব খুশি হলাম ।


অনেক ধন্যবাদ।

শুভকামনা ।

৩৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: সুখটাকে টের না পেয়ে দেখি
অসুখের বিমা করানো হয়নি!
-- চমৎকার দুটো চরণ দিয়ে কবিতার সূচনা!
তখন অক্ষরগুলো ভস্ম হয়ে বিলীন হয় বাতাসে
লোহিতাভ নিদ্রায় আবিষ্ট হয় নয়ন
পঞ্চ-ইন্দ্রিয় দিয়ে অনুভব করি অনন্তকে
তারপর , অনন্তের সাথে একা , একা
আলাপ জমাই!
- কবিতার সমাপ্তিটাও অত্যন্ত সুন্দর হয়েছে।
কবিতার শিরোনাম এবং ছবিটাও খুব সুন্দর!
সব মিলিয়ে, বার বার পড়ার মত, নিজের ভাবনার সাথে মিলিয়ে নেয়ার মত একটি কবিতা।
কমপ্লিটলি ব্ল্যাঙ্ক (২ নং প্রতিমন্তব্য) - ছবিটা কবিতায় ফুটে উঠেছে।
এধরণের কবিতাগুলো স্ফুলিংগের মত, জ্বলে উঠে, আলো দেয় -- ১১ নং মন্তব্যে চাঁদগাজীর এ কথাটা খুব ভাল লাগলো।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: বরাবরের মতোই খুব যত্ন করে পড়েছেন এবং মন্তব্য করেছেন । আমার এই ক্ষণজন্মা কবিতার প্রতি আপনার মমত্ব দেখে আপ্লুত হয়েছি । মুগ্ধ হয়েছি স্যার । অনেক কৃতজ্ঞতা জানবেন । আপনার , আপনাদের এই মন্তব্যগুলোই আমার একমাত্র সম্পদ ।

হুম । আমারো ১১ নং মন্তব্যটা ভালো লেগেছে ।

আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা ।

৩৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় মুগ্ধতা ঢেড় তাই প্রশংসার দাবীদার আপনি। বেশ দেরী করে হলেও অাপনার এই সুন্দর কবিতাটি পাঠকারা সুযোগ হয়েছে বরে নিজে অনেক তৃপ্ত। সত্যিই হৃদয়তা আর শব্দ চয়ন যখন বরাবর হয় কবিতা এমনি হয়! আপনার লিখনীর প্রশংসায় পঞ্চমূখ। ভাল থাকবেন সবসময় এই কামনা নিরন্তর।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আমিও মুগ্ধ হলাম আপনার মন্তব্য পড়ে। অনেক প্রেরণা দিলেন।
ধন্যবাদ।
শুভকামনা।
আপনি ও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.