নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

অবুঝ-নয়নে প্রতিচ্ছবি খুঁজতে থাকি!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৬






পূর্বজন্ম কৌতূহল জাগায় মাঝে মাঝে
খুঁজতে গিয়ে পাই না সেসব গল্পগাছা
এজন্মের গল্প লিখতে বসে দেখি
কলম পড়েছে শাণিত ছুরির সাজ
যেন, আমাকে বিদ্ধ করাই তার কাজ!



কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ
শুধু সেগুলো বয়ে চলে জন্ম-জন্মান্তরে
নিয়তির চোখ-রাঙানি দেখে হাসি আসে
অবুঝ মানুষদের ভিড় দেখি চারপাশে!


যারা কখনোই বুঝবে না আমায়
তাদের মাঝেই কাটাতে হবে আজীবন
নিঃস্ব হৃদয় নিয়ে কাটাচ্ছি যাপন
তবু মন-ঘরেতে আশা পুশে রাখি
তোমার অবুঝ-নয়নে প্রতিচ্ছবি খুঁজতে থাকি!

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ আকাশের তারাকে ভালোবাসে, পুর্ণিমার চাঁদকে ভালোবাসে, দিগন্তে উড়ে যাওয়া বলাকাকে ভালোবাসে; অবশেষ ঘরে ফিরে আসে, ভালোবাসে কাছের মানুষকে।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: ভালো বলেছেন । তবে ভালোবাসাটাও কখনো অভ্যেসে পরিনত হয় ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: যারা কখনোই বুঝবে না আমায়
তাদের মাঝেই কাটাতে হবে আজীবন
- জটিল ছকে আঁটা আমাদের এ জীবন!
সুন্দর কবিতা, ভাল লেগেছে। + +

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: সত্যি , জীবন বড়োই জটিল । কখনো হয়তো বা দূর্বোধ্যও ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । প্লাসে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন:




কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
ভালো লাগলো এটুকু । কবিতাটিও সুন্দর ।
তবে ---নিঃস্ব হৃদয় নিয়ে কাটাচ্ছি যাপন বলাটা ঠিক হলো কি ? "যাপন" শব্দটি নিজেই তো সময় কাটানোর কথা বলে ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: আমি অবশ্যই আপনার উল্লেখিত জায়গাটা আবার ভাববো স্যর । নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ ঋণী হয়েই প্রস্থাণ করে অথবা কাটিয়ে দেয় প্রায়শ্চিত্তে ।

সুন্দর কবিতা ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও পুনর্জন্ম এটা একটি অমীমাংসিত প্রশ্ন ! তবে মার্কিনীরা পুনর্জন্মে বিশ্বাস করে। প্রায় ২০ শতাংশ। এই পূর্বজন্ম মনে রাখা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আবার অনেক বৈজ্ঞানিক বলেন, যে পুনর্জন্মকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা সম্ভব।

কবিতা ভালো হয়েছে +++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: আমার জানা মতে , হিন্দু , বৌদ্ধ , জৈন ধর্মের মানুষরা পুনর্জন্মে বিশ্বাস করেন । এনিয়ে সহব্লগার বিদ্রোহী ভৃগু খুব ভালো একটা পোষ্ট দিয়েছিলেন ।

নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ
শুধু সেগুলো বয়ে চলে জন্ম-জন্মান্তরে" একদম!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯

নীলপরি বলেছেন: সহমত হয়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: এ জীবন অনেক কঠিন!!

কবিতা ভালো লেগেছে +++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০

নীলপরি বলেছেন: একমত আপনার সাথে ।

নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০

Al Rajbari বলেছেন: //পূর্বজন্ম কৌতূহল জাগায় মাঝে মাঝে
খুঁজতে গিয়ে পাই না সেসব গল্পগাছা//

অ্যাঁ-!! :D :D

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

নীলপরি বলেছেন: হ্যাঁ!

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: অবুঝ মানুষদের ভিড়েই হারিয়ে যায় অনেক চেনা মানুষ...

সুন্দর হয়েছে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২

নীলপরি বলেছেন: হুম । আবার যাদের চিনি ভাবি তারা আসলে অচেনা ।

নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কবিতার গভীরতা আছে ।

সুন্দর লিখেছেন +++++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: শুভকামনা ।

১৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল কবিতার কথামালা ,
সুন্দর সুন্দর শব্দের গাথুনী
অনেক বলা না বলা কথার
সমাহার দেখা গেল কবিতায় ।

কবিতাটি দিয়ে গেল একরাশ মুগ্ধতা

কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ
শুধু সেগুলো বয়ে চলে জন্ম-জন্মান্তরে
নিয়তির চোখ-রাঙানি দেখে হাসি আসে
অবুঝ মানুষদের ভিড় দেখি চারপাশে


অনেক শুভেচ্ছা রইল

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা সম্পদ হয়ে রইলো ।

অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা ।

১৪| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা গড়েছেন আপু। ভালো লাগলো এবারো।
মুগ্ধতা রেখে গেলাম।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৭

নীলপরি বলেছেন: আর আমি মুগ্ধ হলাম আপনার মন্তব্য পড়ে ।

কৃতজ্ঞতা জানবেন ।

নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৫| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা+++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১০

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৬| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল....

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



এই রাতে অসম্ভব বাস্তবিক একটি কবিতার আহব্বানে হাজার জীবনের অনুচ্চারিত কথা কবি বলে গেলেন,জাদুকরী মাত্রায়! দুর্দান্ত কাব্য!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: এতোরাতে আমার কবিতা পড়েছেন দেখে আপ্লুত হলাম । আপনার এই কাব্যিক মন্তব্যটা আমার এই ক্ষণজন্মা কবিতাটাকে প্রাণের বাতাস দিল । অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

তপোবণ বলেছেন:

"কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ "

মনটা ছুঁয়ে গেল। অসম্ভব সুন্দর।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৬

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা, খুব ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৬

নীলপরি বলেছেন: পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।
শুভকামনা।

২০| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ
চমৎকার কবিতা।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৯

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।
শুভকামনা।

২১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ!
এটা ফস্কে গেল কিভাবে????

যারা কখনোই বুঝবে না আমায়
তাদের মাঝেই কাটাতে হবে আজীবন
নিঃস্ব হৃদয় নিয়ে কাটাচ্ছি যাপন
তবু মন-ঘরেতে আশা পুশে রাখি
তোমার অবুঝ-নয়নে প্রতিচ্ছবি খুঁজতে থাকি!

অসাধারন!

+++++

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: আরে , যখনই হোক , আপনি পড়েছেন এটাই আমার কাছে অনেক । অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: এজন্মের গল্প লিখতে বসে দেখি
কলম পড়েছে শাণিত ছুরির সাজ
যেন, আমাকে বিদ্ধ করাই তার কাজ!
মহামাত্রায় সুন্দর।

পুরো কবিতায় অজস্র ভাল লাগা ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: আরে অনেকদিন বাদে আসলেন । মনে রেখেছেন দেখে ভালো লাগলো ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো পড়ে গেলাম হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা। গ্রেট আপু

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: কয়েকদিন ব্লগে অনিয়মিত । তাই উত্তর দিতে দেরী হোলো । কোনো কারণে হোক খুব একটা ভালোর মধ্যে নেই । লেখাও আসছে না ঠিকমত । কিন্তু আপনার এমন্তব্যটা আগেই পড়েছি ! অনুপ্রেরণা পেয়েছি । এটা আজকে এটুকু লিখতে সাহায্য করেছে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার লেখাগুলো সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে দিদি, আপনার অল্পতে বিশাল ভাবনাযুক্ত লেখাগুলো আমার মতো অনেককেই মুগ্ধ করে। সেজন্য আশায় থাকি আপনার কবিতা পড়ার জন্য। অনিয়মিত হয়ে পড়ায় অনেক সময় দেরি হয়ে গেলেও পড়ে মুগ্ধ হয়ে ফিরি।

(ভালো মন্দ ভেবে লেখালেখি হয় না আপু, মনের ভাব প্রকাশ করতে পারাই আমার কাছে ভালো লাগার বিষয়।)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

নীলপরি বলেছেন: খুব ভালো বলেছেন । নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.