নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কথা-ভস্মের তর্পন করছি

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬





মৃত কথার ভস্ম ওড়ে
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!


গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নীভৃত অভিমান!


সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব
ভালো লাগা ছিল যতো!


হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পন করছি
সে জানত যদি!

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:


হৃদয়ে হৃদয়ে কথা হোক । সে জেনে যাবে ।

কবিতা ভাল লেগেছে ।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কবিতা ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ক্লে ডল বলেছেন: অল্প কথা। কিন্তু গভীর। 'তর্পণ' শব্দটি নতুন ছিল। এখন অর্থ জানলাম।

কবিতায় ভাল লাগা।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



প্রেমহীন ভালোবাসা, আশা-নিরাশা, ভাসাভাসা

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২

নীলপরি বলেছেন: ছান্দিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন ফর্মেট মনে হল! তবে ভাল লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৬

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

পুরাইন আগুন কাব্য :)

ভস্ম হয়ে তর্পনের অপেক্ষায় -সূখ নদীতে ;)

ভাল লাগল ++++

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আর প্লাস পেয়ে আপ্লুত হলাম ।

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাইন আগুন কাব্য :) = আরেহ আরে ন আসলো কোত্থেকে :P

পুরাই আগুন কাব্য :) হবে

সরি ফর টাইপো :P

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

নীলপরি বলেছেন: হুম , বুঝেছি । ইটস ওকে । :)

এরজন্য সরি ? এটাতো টাইপো বোঝাই যাচ্ছে । আর আমি তো বিশুদ্ধভাবে বানান ভুল করি ! তবে আমি কি বলবো ? :(

শুভকামনা । :)

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ঈশ্বর, ঋষি ও পুর্বপুরুষের আত্মার উদ্দেশে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পন বলা হয়।
কবিতার বক্তব্য মনে হচ্ছে, এমনটাই না ভিন্ন কিছু !!

(তর্পণ' শব্দটির অর্থ জানেত গিয়ে জানলাম)

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: হুম । তর্পন' শব্দটির আক্ষরিক অর্থ একেবারেই এটা । আবার দেখুন , যারা গত হয়েছে তাঁদেরকে এর মাধ্যমে স্মরণ করাও হয় । যা কিছু অতীত হয়েছে সেগুলো মেনে নিয়েও আমরা সেসব স্মরণ করতে থাকি । কবিতাটাতেও অনেকটা সেরকমই বোঝাতে চেয়েছি । নীচের মন্তব্যে জী এস স্যর খুব সুন্দর একটা উপমা দিয়েছেন ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




" যতোবার আলো জ্বালাতে চাই ,নিবে যায় বারে বারে ।
আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে ।।"

রবীন্দ্রনাথকে তর্পণ করলুম এই সুন্দর কবিতায় ।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩

নীলপরি বলেছেন: আমার কবিতা পড়ে আপনার এই কোটটা মনে এসেছে দেখে খুব ভালো লাগলো ।

রবীন্দ্রনাথকে তর্পণ করলুম এই সুন্দর কবিতায় । --

এই লাইনটা পড়ে আবেগে আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

অর্ক বলেছেন: দারুণ ভালো লাগলো কবিতা! শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা দেখে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে। :)

যদিও জানি এ কবিতা লেখার সময় কবির মন খারাপ ছিল!

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: আপনার মতো কবির পক্ষে মানুষের মন পড়তে পারাটা স্বাভাবিক । সহমর্মীতায় কৃতজ্ঞতা ।
কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: সে অবশ্যই জানবে.... ;)

কবিতা ভালো লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: লেখকের একমাত্র ইচ্ছা যে পাঠকরা তার লেখার কথা জানুক । এই যে আপনারা আমার কবিতাটা পড়লেন , জানলেন এটাই আমার কাছে অনেক । :)

কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

বিদগ্ধ বলেছেন:


সময় সূক্ষ আততায়ীর মতো।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নীভৃত অভিমান!

বেস বলেছেন কাব্যিক ভাষায়।
মনে হচ্ছে কলিটা আমাকে নিয়ে লেখা।

তা নিলাপু কেমন আছেন?
আপনাদের ভালবাসার টানে আবার ফিরে এলাম আপনার কবিতা পাঠের আসরে।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

নীলপরি বলেছেন: পাঠকের পূর্ণ স্বাধীনতা আছে নিজের মতো করে ভাবার ।

আমি ভালো আছি । আপনি কেমন ? আশাকরি ব্লগে আপনার পোষ্টও নিয়মিত পড়তে পারবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পন করছি
সে জানত যদি!

আহ্, সুন্দর লিখেছেন। একদম মনের কথা +++++

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: একদম মনের কথা -- আপনার এই কথাটা আমায় অনেক অনুপ্রেরণা দিল । কারন পাঠক যদি লেখার সাথে রিলেট পারে তবে সেটাই হয়ে ওঠে লেখকের কাছে সবথেকে বড় ভালো লাগা । আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সে জানুক ভালবাসুক ।দূর হোক আপনার সকল অভিমান ।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: শুধু ঈশ্বর জানুন । ব্যস এটুকু চাওয়া ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা। অনেক ভাল লাগল।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬

নীলপরি বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

কানিজ ফাতেমা বলেছেন: ছোট কবিতার বিষদ কথা । তর্পন শব্দটির সাথে পরিচয় ছিলনা । কবিকে ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
আপনিও ভালো থাকুন সবসময় ।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

কবিন্দু বলেছেন: ভাল লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

জাহিদ অনিক বলেছেন: কেউ বোঝেনি কার ছিল
নীরব নীভৃত অভিমান!



হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পন করছি
সে জানত যদি!



দারুণ লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: আপনার মতোর কবির কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬

তানহা তন্বী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব - লাইটি হৃদয় ছুঁয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

মৌমুমু বলেছেন: খুব ভালো লাগলো আপু। চমৎকার লিখেছেন!
শুভকামনা। ভালো থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম দিদি । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জানা-অজানার দোলাচলে,
কাটুক বেলা কৌতুহলে!

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য খুব ভালো লাগলো । :)

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

জুন বলেছেন: নীলপরী, সারা জীবন ছাইভস্মের কথা শুনেছি কিন্ত আপনার সৌজন্যে একটি নতুন শব্দ শিখলাম কথা ভস্ম B:-)
যেই ভস্মই হোক কবিতা কিন্ত দারুন হয়েছে । ভালোলাগা রইলো :)
+

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: আপনি যে শব্দটা নোটিশ করেছেন , এটা জেনে খুব ভালো লাগলো । অনেক অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ!

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৭| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বিরহিত হৃদয়ের সময় প্রকাশ। ভালো লাগলো আপু, সুন্দর লিখেছেন

এটি গান হতে পারে আপু

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

নীলপরি বলেছেন: কোনো কিছু ভালো লাগা থেকে বেশ দূরে আমি এখন । তারমধ্যেও আপনার কাছ থেকে , আমার কবিতাটা গান হতে পারে শুনে আপ্লুত হলাম । একটা আশ্বাস পেলাম ।

তাই আপনার কাছে অনুরোধ করছি যে ,কবিতাটাকে গানে রূপান্তরিত করতে । আপনি সময় পেলে আমার এই কবিতাটাকে যদি সুর দিয়ে গান তবে তা আমায় অনেক অনুপ্রেরণা দেবে । যেটার এমুহূর্তে ভীষণ অভাব বোধ করছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ !

আহমেদ জী এস ভাইয়ের মন্তব্য খুব সুন্দর হয়েছে ! এখন বুঝেছি কবিতার আসল রহস্য ! :P আসলে আমি কবিতার প্রথমে আর শেষের অংশকে বেশি গুরুত্ব দিতে গিয়ে এবং তর্পন শব্দটির মানে না জানা থাকায়, সবকিছু একদম গুলিয়ে ফেলেছি !


ভালো আছেন নিশ্চয় !

২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: চলে যাচ্ছে আর কি !
আপনি কবিতা ঠিকই বুঝেছেন ।

আবারো আসার জন্য অনেক ধন্যবাদ ।

আপনার জন্মদিন খুব ভালো কাটছে আশা করি ।
শুভকামনা ।

২৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, যায়দিন ভালো আসে দিন খারাপ ! শত কর্মব্যস্ততার ভিড়ে জীবনের সুখ আছে আবার খানিক দুঃখও আছে ! এই নিয়ে আমাদের জীবন প্রবাহ ! সর্বদা কামনা করি আপনার জীবন চলার পথে শত কর্মব্যস্ততা মাঝেও যেন আপনি সুখের থাকতে পারেন! !:#P


এই বুড়া বয়সের জন্মদিন আগের মত আর আনন্দের হয় না ! :P

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: আনন্দ তো আনন্দই ! জীবনে থাকলেই হোলো । চাইব সেটা আপনার জীবনে থাকুক ।

আপনার শুভকামনা সযত্নে নিলাম আর আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন ।

৩০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা তোমায় দিয়েছিলাম ছুটি.........
সমুদ্র পাড়ের ডাক শুনে
যুগ যুগান্তরের প্রান্ত ছুয়েঁ অসীম ঠিকানায়;
অজানায় রয়ে যায় ভালবাসার বীজ টুকু
সযত্নে জীবনের আঙিনায়।।

বসন্তের প্রথম প্রহরে
হৃদয়ের আঙিনায় ঘাসফুল হাসে
স্মৃতি জাগানিয়া মুখগুলি অকারনে ফিরে ফিরে আসে
ট্রেনের তীব্র হুইসেল যেমন বাজে,
মেঠো পথের সবুজ প্রান্ত জুড়ে।।

কবিতার বুকখানি বিশাল , সবুজ- আদিগন্ত প্রান্তর
ভালোবাসা বাসির......কথকতা, প্রেম ভালোবাসার ঘৃনার বন্দর
তবুও ডাক দিয়ে যায় মগ্নচৈতন্যে শিশ্
নীলকন্ঠির হিমালয়সম কম্পমান
গভীর প্রতীক্ষার চুম্বনের বিষ ।।।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: আপনার কবিতাটিও খুব ভালো হয়েছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তিনচার দিন ব্লগে একবারো আসতে পারিনি আপু, সেজন্য আপনার প্রতিউত্তর পড়তে দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন আপু , অনাকাঙ্ক্ষিত বিষণ্ণতা দিয়ে ফেললাম!

অনেক সুন্দর কথা বিষয় আর ধরণে কবিতাটি লিখেছেন। সত্যিই আমি চেষ্টা করবো গান করে শুনাতে। দ্রুত শোনাতে পারবো আশা করছি।

কৃতজ্ঞতা আপু।। আরো আনন্দিত হতাম যদি অনুরোধের পরিবর্তে আদেশ করতেন।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: আমিও কয়েকদিন একটু ব্যস্ত আছি । তাই ব্লগেও অনিয়মিত ছিলাম । আসলেও খুব অল্প সময়ের জন্য ।এইমাত্র লগ ইন করেই আপনার উপহারটা পেয়ে ভীষণই আনন্দিত হলাম । তাই বিষণ্নতা বলে কোনো শব্দই এখানে আসছে না । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা টি নিয়ে গেলাম আপু.... গান করে ফেরত দেবো

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: :)

৩৩| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



আপনার কবিতা থেকে
গান কেউ রাখেনা খেয়াল তাদের সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রইল আপু।


আপু, আমি কোন সুরকার বা কণ্ঠশিল্পী নই। নিজের লেখা গানগুলো গেয়ে রাখি নিজের সুরে নিজের মতো করে। আপনার ইচ্ছার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই চেষ্টা করেছি আপনার কবিতাটি গানে রূপ দিতে। যদি ভালো লাগে তো.... দোআ করবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।








আপু, জানিনা কেমন সুর করতে পেরেছি! তবে চেষ্টা করেছি আমার মনের মতো করে গাইতে। আপনার কাছে সামান্য ভালো লাগলে আমার সার্থকতা ও অনুপ্রেরণা। সময় করে শুনে দেখার আমন্ত্রণ করে গেলাম আপনার কবিতা থেকে তৈরি গান-
আপু, জানিনা কেমন সুর করতে পেরেছি! তবে চেষ্টা করেছি আমার মনের মতো করে গাইতে। আপনার কাছে সামান্য ভালো লাগলে আমার সার্থকতা ও অনুপ্রেরণা। সময় করে শুনে দেখার আমন্ত্রণ করে গেলাম আপনার কবিতা থেকে তৈরি গান-








আপু, জানিনা কেমন সুর করতে পেরেছি! তবে চেষ্টা করেছি আমার মনের মতো করে গাইতে। আপনার কাছে সামান্য ভালো লাগলে আমার সার্থকতা ও অনুপ্রেরণা। সময় করে শুনে দেখার আমন্ত্রণ করে গেলাম আপনার কবিতা থেকে তৈরি গান-
আপু, জানিনা কেমন সুর করতে পেরেছি! তবে চেষ্টা করেছি আমার মনের মতো করে গাইতে। আপনার কাছে সামান্য ভালো লাগলে আমার সার্থকতা ও অনুপ্রেরণা। সময় করে শুনে দেখার আমন্ত্রণ করে গেলাম আপনার কবিতা থেকে তৈরি গান-

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: কখনো ভাবিনি আমার কবিতা গান হতে পারে । আপনি সুর দিয়ে গান গেয়ে , আমার ক্ষণজন্মা কবিতাটাকে প্রাণ দিলেন । আবেগে আপ্লুত হয়ে গেছি । গানটা শুনলাম ও ডাউনলোড করলাম । এমনিতেই আপনার কবিতা আর গান আমার খুব ভালো লাগে । আজ আপনার কন্ঠে আমার শব্দ সুরারোপিত রূপ দেখে অভিভূত হয়ে গেছি । অসাধারণ গেয়েছেন আপনি ।

ধন্যবাদ শব্দটা এখানে খুব ছোটো লাগছে । আর কৃতজ্ঞতা জানানোরও সঠিক ভাষা আমার জানা নেই । তবুও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।
খুব ভালো থাকুন ।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর প্রতিমন্তব্য, এর প্রশংসা করতে হয় না। কৃতজ্ঞতা জানবেন আপনি, অনেক সুন্দর সার্বজনীন অমর সৃষ্টি করেছেন আপনি। গ্রেট আপু


একটু ঝামেলার কথা বলছি আপু, আগের লোডেড গানটিতে একটি শব্দ ভুল উচ্চারণ করেছিলাম, গানটি আবারও গেয়ে ডাউনলোড করেছি। কেউ রাখেনা খেয়াল তাদের... (গান) সময় হলে গানটি আরেকবার শুনার নিমন্ত্রণ রইল আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম । এখনি গানটা শুনতে যাচ্ছি ।

আপনাকেও অনেক শুভকামনা ।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


অসাধারণ কবিতাটিকে আমি আমার মতো করে গেয়েছি, জানিনা গান হয়েছে কিনা। যদি সময় হয় তো একবার গানটি শুনার নিমন্ত্রণ করে যাচ্ছি কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: শুনলাম গানটা । খুব ভালো । আর এটা যদি গান না হয় তবে গান কাকে বলে ? গায়কী আর সুর অনবদ্য লাগলো ।
আবারো অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।
খুব ভালো থাকুন ।

৩৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গানের জন্য , একটি সুন্দর সৃষ্টির আনন্দ আমাদের ও ছুঁয়ে যায়,
সহমত জানাচ্ছি ।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: এর পুরো কৃতিত্বটাই সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়নের ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.