নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কবিতা রচতে গিয়ে

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭



হঠাৎ আসা বাতাস যখন রাতের অন্ধকারকে নাড়িয়ে দেয়
কেঁপে ওঠে স্তব্ধতা ! স্বপ্নে ভেজা শব্দগুলো তখন , কবিতা হতে চায়!
কিন্তু কবিতা ? কিভাবে রচনা করতে হয় কবিতা ?


রচনা! নতুনকে রচতে গিয়েই তো শ্রীকৃষ্ণ
যদু বংশ ধ্বংশের অভিশাপ কুড়োলেন!
দুনিয়াজুড়ে কত যুদ্ধ সংঘটিত হোলো , হচ্ছে ,হবে
সবই তো কিছু রচনা করতে!

আমিও কবিতা রচনা করতে চেয়েছিলাম!
এদিকে দেখলাম আমার শব্দেরা হারিয়ে গেছে শব্দসমুদ্রে
পড়ে রয়েছে কেবল ফেনিল ঢেউয়ের মতো সাদা পাতা !

জ্যোৎস্নার বালিয়াড়িতে ডুবতে ডুবতে নীরব ভাষারা যখন ,
দমবন্ধ হওয়ার কষ্ট টের পেলো
ঠিক তখন তাকিয়ে দেখলাম
দেবী সরস্বতী একদম
মোনালিসার মতো করে হাসছেন!

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতারা আসলে ভালো ভড়ং জানে। কবিকে নিয়ন্ত্রণ করে শব্দের সাগরে ভাসিয়ে দিয়ে বলে, এখন সাঁতরা।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও কবিতা রচনা করতে চেয়েছিলাম!
এদিকে দেখলাম আমার শব্দেরা হারিয়ে গেছে শব্দসমুদ্রে
পড়ে রয়েছে কেবল ফেনিল ঢেউয়ের মতো সাদা পাতা !
এই অংশটুকু ভাল লেগেছে। ছবিটা দেখে মনে হচ্ছে আপনার কাছ থেকে কবিতারা উড়ে চলে যাচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

নীলপরি বলেছেন: হুম । ছবি দেখে ঠিকই বুঝেছেন ।

আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ইমরান আল হাদী বলেছেন: আপনার প্রথম পঙ্ক্তি একটি কবিতার যথেষ্ট রশদ জোগায়
এবং তার পরিপূর্ণ সার্থক ব্যবহার করেছেন, এবং আপনার কবিতা
খানি একটি সার্থক কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আসলেন । ভালো লাগলো ।

আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্যোৎস্নার বালিয়াড়িতে ডুবতে ডুবতে নীরব ভাষারা যখন ,
দমবন্ধ হওয়ার কষ্ট টের পেলো
ঠিক তখন তাকিয়ে দেখলাম
দেবী সরস্বতী একদম
মোনালিসার মতো করে হাসছেন!
দারুণ লিখেছেন তো!!!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: দুনিয়াজুড়ে কত যুদ্ধ সংঘটিত হোলো


দুনিয়া জুড়ে কত যুদ্ধ সংঘটিত হল........... এখুন তো উপরের লাইনটা এভাবে হবে কিনা !!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: আপনি গ্রামাটিক্যালি একদম ঠিক বলেছেন ।
দুনিয়াজোড়া শব্দটা ব্যবহৃত হতে দেখেছি ।তাই দুনিয়াজুড়ে করেছি । ঠিক করে নেবো ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দেবী সরস্বতী একদম
মোনালিসার মতো করে হাসছেন!


বিস্ময়ের আরেক নাম মোনালিসা!!!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: হুম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!!

অসাম মুগ্ধতা কবি :)

ভাসিয়ে ডুবিয়ে একেবারে স্বরসতী দর্শন :) মোক্ষ লাভ বটে

+++++

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতা আমায় অনুপ্রেরণা করলো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতার শব্দগুলো কখনো কবির কল্পনার বুনু মেষগুলো ছুটা-ছুটি আবার শব্দগুলো নীল আকাশের এক ফালি মেঘ কখনো দেখা যায় ওরা হংসযোগল কখনো দেখা যা রাতের আধারের তারার মেলা, প্রিয়র হাতের স্পর্শ। কখনো বাবার আদোর, আবার মায়ের বকুনী। পাড়ার ছেলেটার লুলুপ চাহনী এইতো কবিতা, অবসরে কুড়ানো নুড়ি?

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: একমত ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

শ্রোডিঙ্গার বলেছেন: শুধু জানি পড়তে মন্দ লাগেনি।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কবিতা রচনা মনে হয় তেমন যুৎসই হয়নি ! নিরস ও কাঠখোট্টা । আপনার অন্য কবিতাগুলোর মতো হয়নি ।

সহব্লগার মোহাম্মাদ আব্দুলহাক তাঁর মন্তব্যে যা বলেছেন, মনে হয় এই কবিতা রচতে গিয়ে তেমনটাই ঘটেছে ।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার ভাব গভীরতা ভাল লেগেছে!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

জাহিদ অনিক বলেছেন: এক একটা কবিতা রচনা করতে গিয়ে সত্যি এক একটা লঙ্কাকাণ্ড ঘটাতে হয়।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: সেই ! একই উপলব্ধি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: গভীর কবিতা । +

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন:
রচনা! নতুনকে রচতে গিয়েই তো শ্রীকৃষ্ণ
যদু বংশ ধ্বংশের অভিশাপ কুড়োলেন!

এই দুই টা লাইন ভালো লাগছে খুব......

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা রচার কথা বলে তো কবিতা রচেই ফেললেন। ভাল লেগেছে কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ব্যস্, দেবী সরস্বতী যখন হেসেছেন, তখন আর আপনার চিন্তা নেই !!

ভালো লিখেছেন।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: কিন্তু সে হাসিতে রহস্যে ছিল অনেক । :)

আপনার কবিতা ভালো লাগায় উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুণ লিখেছেন +

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: হঠাৎ আসা বাতাস যখন রাতের অন্ধকারকে নাড়িয়ে দেয়
কেঁপে ওঠে স্তব্ধতা ! স্বপ্নে ভেজা শব্দগুলো তখন , কবিতা হতে চায়! , এই লাইনটা খুব সুন্দর লেগেছে।

কবিতা লেখা কঠিন মনে হয় আমার কাছে।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: আমারও একই উপলব্ধি ।

আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

জেন রসি বলেছেন:
কবিতাটাও হাসছে। তবে মোনালিসার হাসির মত দুর্বোধ্য নয়। :)












২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮

নীলপরি বলেছেন: কবিতাটাও হাসছে -- শুনে ভালো লাগলো । নিজে একটু অভাব বোধ করছি ।

আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: কেঁপে ওঠে স্তব্ধতা! - কবিতার শ্রেষ্ঠাংশ এটাই।
চমৎকার লিখেছেন। কবিতায় প্লাস + +

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপু, ভালো লাগলো পড়ে।

আসলে, সৃষ্টিতে সুখ। আর, প্রতিটি সৃষ্টির পিছনের কাহিনী থাকে।

হ্যা আপু, কবিতার শব্দরা মাঝেমধ্যে শব্দ সাগরে ডুবে যায়, খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।

শুভকামনা জানবেন।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: আসলে, সৃষ্টিতে সুখ। আর, প্রতিটি সৃষ্টির পিছনের কাহিনী থাকে

একদম ঠিক বলেছেন । শুধু সে কাহিনীগুলো থেকে যায় অলিখিত ।

আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

উম্মে সায়মা বলেছেন: এদিকে দেখলাম আমার শব্দেরা হারিয়ে গেছে শব্দসমুদ্রে
পড়ে রয়েছে কেবল ফেনিল ঢেউয়ের মতো সাদা পাতা !

কবিতা আর রচিত হয়না......খুব সুন্দর আপু। শুভ কামনা।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দিদি ।

শুভকামনা ।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সনেট কবি বলেছেন: কবিতা এখন পরীর মতো উড়ে নীল পরির।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৭

নীলপরি বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ভয়ংকর কবিতা লিখতে চাচ্ছেন?

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৭

নীলপরি বলেছেন: আমার তো মনে হয় যা কিছু সুন্দর তাই ভয়ংকর । জীবন সুন্দর ! জীবন যন্ত্রণা ভয়ংকর ! অর্থ ব্যক্তি নির্ভর ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরের ধন্যবাদ !

কবিতাটা অনেক সুন্দর হয়েছে ++++



আপনার আগের কবিতা এবং এ কবিতা অসাধারণ হয়েছে ! এ কবিতায় অল্প কথায় অনেক কিছু বোঝাতে চেয়েছেন! যারা কবিতা বিচার-বিশ্লেষণ করেন, তারা ইচ্ছা করলে এ কবিতা অনেক পৃষ্ঠার একটা ব্যখ্যা করতে পারবেন!



শুভ কামনা রইল !

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

নীলপরি বলেছেন: বেশী বিচার-বিশ্লেষণে ভয় পাই । শুধু পাঠকরা পড়লেই ভালো লাগে ।

আপনাকেও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.