নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বেদনা বোঝনি

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯







নদীর ঢেউয়ে আলো-খেলা দেখেছ তুমি
বর্ণালীর বিচ্ছুরণে জলচিহ্ন লেগেছিল
তুমি তার সন্ধান পাওনি!

বিচক্ষণতার সাথে কাব্য লেখো তুমি
দিগন্ত , নিঃশব্দে লিরিক লিখেছিল
তুমি তা পড়তে চাওনি!

অনাবৃষ্টি টের পেয়েছিলে তুমি
নীলাম্বরে মনখারাপি মেঘ সেজেছিল
তুমি তাকে একবারও খোঁজনি!

নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!

সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আপনার কবিতা সুন্দর লাগায় খুশি হলাম।
ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগা রইল।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতা পড়লে ভয় লাগে, ভালোবাসা কি হেরে যাচ্ছে!

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: ভয় এর জয়, ছন্দ ভালো লাগে।

আন্তরিকতায় ধন্যবাদ।
শুভকামনা।

৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

ধ্রুবক আলো বলেছেন: বাহ্ খুব সুন্দর লিখেছেন। +++

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!


কবিতা ভালো হয়েছে +

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কবিরা অপরাজিত! জিতে যাবে হয়তো । :)

সুন্দর+

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: আপনার আশা জাগানো মন্তব্যটা ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

বিজন রয় বলেছেন: কি করে বুঝবে যদি সে নিজেই বেদনা না পায়।

অধিকাংশ প্রেমিকই বেদনা এড়িয়ে চলতে চায়।
তবে কবিরা নয়।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা ভালো লাগলো । তবে শেষ লাইনের সাথে ঠিক একমত হতে পারলাম না ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

জাহিদ অনিক বলেছেন: অনাবৃষ্টি টের পেয়েছিলে তুমি - একদিন তবে মেঘ কালো হয়ে আকাশ ডেকে ঝড় নামুক । বৃষ্টি এসে ধুয়ে দিক

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: আশার লাইন গুলো ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: অন্য রকম। ভালো লাগল।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: শেষের এই লাইন গুলি বেশি ভাল লেগেছে-

নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!
+++

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক চাপা কষ্টের প্রকাশ। কবিতা ভালো লাগলো আপু।
হৃদয় ছোঁয়া কবিতা।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।

উৎসাহ পেলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




এভাবেই আকাশ কেঁদে হয়েছে মেঘ.... সূর্যের সাধ্য কি আর আলো ছড়ায়...


কাব্য বিলাপধ্বনিতে জল মেখে একাকার..

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

নীলপরি বলেছেন: অসাধারণ কাব্যিক মন্তব্য । খুব ভালো লাগলো ।

ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

অর্ক বলেছেন: যথারীতি আপনার আরেকটি চমৎকার কবিতা! নিটোল মুগ্ধতা! শুভেচ্ছা রাখলাম। ভালো থাকুন সবসময়।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

আপনিও ভালো থাকুন ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

খায়রুল আহসান বলেছেন: দিগন্ত , নিঃশব্দে লিরিক লিখেছিল -- খুবই চমৎকার লাগলো। এমন লীরিক আমি দেখামাত্রই পাঠ করে যাই, তবে সুরহীন!
শেষের স্তবকটা অব্যক্ত বেদনার প্রতীক। একটা সুন্দর কবিতার সুন্দর সমাপ্তি।
কবিতায় ভাল লাগা + +

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: সুরহীন - হলেও আপনি পাঠ করেন বলেই , নতুন লিরিক লেখা হয় , লিখতে সাহস আসে ! তাই অনেক কৃতজ্ঞতা জানবেন ।

আপনার বিশ্লেষণে অনুপ্রাণিত হলাম ।

ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা !!!
যদিও পুরা কবিতায় আমাকে দোষারোপ করা হয়েছে :P

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: যাক , বুঝেছেন তাহলে ! :)

আপনার কবিতা সুন্দর লাগায় খুশি হলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

জেন রসি বলেছেন: কোন সে মানব অথবা প্রকৃতি? কবিতার উত্তাপে গলে যাক তার নিষ্ঠুরতা।

++

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: নিষ্ঠুরতাকে গলাতে গিয়ে উত্তাপ যদি নিঃশেষ হয়ে যায় ?

আপনার মতো লেখকের কাছ থেকে প্লাস পেয়ে ভীষণ ভালো লাগলো ।

ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার ঢেউয়ে ভাসতে ভাসতে কখন যে শেষ হল বুঝতেই পারিনি ;)

দোলায় দুলেছি বহু ক্ষন :)

দারুন মানে দারুন.....

+++++++

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে কতটা যে ভালো লাগলো , তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপ্লুত আমি !

ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম।
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম ।

ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২১| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হৃদয়ে অভিমান খেলা করে নিভৃতে। সে খোজ রাখে নি।

কবিতা ভাল লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: আমারো আপনার মন্তব্য খুব ভালো লাগলো ।

ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মূলভাব বুঝতে পারি নাই কিন্তু কবিতা পড়তে বেশ ভাল লাগছে । চালায় যান। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

ভাল লাগল

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম দিদি ।

ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




এ জগতে কেউ কারও বেদনা বোঝেনা ! বর্ণালীর গায়ে লেগে থাকা জলচিহ্ণের সন্ধান করেনা । দেখেনা দিগন্ত কোনও কাব্য লিখে রেখেছে কিনা ! মেঘের জরিপাড় শাড়ীতেও যে কান্নার জল জমে আছে খোঁজ রাখেনা তারও ............

ভালো হয়েছে কবিতা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: সহমত আপনার সাথে । আপনার কবিতা ভালো লাগায় খুশি হলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেশ ভালোলাগলো +

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

উম্মে সায়মা বলেছেন: নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!

কবিতায় ভালো লাগা +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় খুশি হলাম।

ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.