নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ভাবিনা সেকথা আর

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮





চৌকাঠ পেরোলাম তোমার জন্য
যায়নি আমায় রোখা
অসীম সাহসী প্রয়াসটাই কি
ছিল বোকা বোকা?
আমি তো তোমার জন্যই
সর্বদা থাকি ত্রস্ত
আবার ভীষণ ভয় পাই
হতে তুমি গ্রস্ত!
ত্রস্ত আর গ্রস্ত মিশে
তুমিময় এই প্রীতি
কি হবে ভেবে তাই
রীতি আর নীতি!
এই দেহ, এই দাহ
সবাই তা জানি
তবুও যাপিত জীবনকে আমি
খুশি মনে মানি!
পাই বা, না পাই
কখনো তোমার দেখা
'মনোমিতা '- ভাবিনা সেকথা আর
বসে আমি একা!


সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: +++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: 'মনোমিতা ........ মানে কি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: 'মনোমিতা' -- মনের মিত্র - মিতা - বন্ধু যে । ( মিতালী - বন্ধুত্ব ) :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: বোকারা আবার সাহসী হয় কিভাবে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: তাইতো প্রশ্নচিহ্ন দেওয়া ।

অসীম সাহসী প্রয়াসটাই কি
ছিল বোকা বোকা?


:)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কবিতা মনেই কোন গভীর ভবনার ইঙ্গিত :-B

কবিতা সুন্দর হয়েছে +

আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা!!



০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


কবিতাকে আরো ফুলে ফলে সাজাতে হবে, আরো শক্তি দিতে হবে, সার্বজনীন করতে হবে

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কী হবে আর তার কথা ভেবে?
সে কি এ ভাবনার মূল্য দেবে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: ঠিকই ! কবিতাও তেমন আশা নেই!

কিছু মানুষ থাকে মূল্য বুঝেও অস্বীকার করতে চায় , দেওয়ার ভয়ে । তাদের দূর্বল ভেবে ক্ষমা করে দেওয়ায় শ্রেয় !

আর কি বা করার আছে ? :)

আপনি এখন সুস্থ আছেন তো ?
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শারীরিকভাবে সুস্থ মোটামুটি। যেতে হবে অনেকদূর; এ নিয়ে চিন্তিত!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো । আর চিন্তা করবেন না ! যেটা হাতের মধ্যে নেই সেটা ভেবে কি হবে ? অনেকদূর যেতে হবে এটা তো জেনেছেন । এখন যেতে কত সময় লাগবে না ভেবে , চলা শুরু করে দিন । অবশ্যই পৌঁছে যাবেন ।

অনেক শুভকামনা ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

চেংকু প্যাঁক বলেছেন: +++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

জাহিদ অনিক বলেছেন: এই কবিতা যদি কাউকে ঘর ছেড়ে পালাতে উৎসাহী করে তবে কি কবি তার দায় নেবে?

চৈত্রের দুপুরে চৌকাঠ পেরুলো বোকা শালিক,
অজানা গন্তব্যে বুকে তারা আলোর ঝিলিক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: ঘর ছেড়ে পালাতে উৎসাহী করবে বলছেন ? আমার কবিতা ? তবে এটা তো আমার কাছে কমপ্লিমেন্ট! আর এত্তোবড়ো কমপ্লিমেন্ট পেলে দায় নেওয়াই যায় ! :)

শালিক -- হুম ! বড্ডো বোকা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগার একটা কবিতা উপহার দিয়েছেন। মুগ্ধতা জানিয়ে গেলাম কবিতায়।


ঈদের শুভেচ্ছা রইল আপু

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনেক উৎসাহ পেলাম । খুব ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ধ্রুবক আলো বলেছেন: বাহ্, বেশ সুন্দর ছন্দময়ী কবিতা +++

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: পাই বা, না পাই
কখনো তোমার দেখা
'মনোমিতা '- ভাবিনা সেকথা আর
বসে আমি একা!
-- হুম, মিষ্টি প্রেমের কবিতা।

ঈদের শুভেচ্ছা....

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভীষণ খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬

দীপংকর চন্দ বলেছেন: এই দেহ, এই দাহ
সবাই তা জানি.


জানি?

কি জানি, হয়তো জানি!!!

শুভকামনা। অনেক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নীলপরি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভকামনা।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চৌকাঠ পেরোলাম তোমার জন্য
যায়নি আমায় রোখা


অপ্রতিরোধ্য! সাংঘাতিক।

সুন্দর।

ইদ মুবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মােন দারুন!

আহা এমন সাহসীকা বড় কাংখিত ;)

সময়ের আগে পরে-ফেসে গেল বাকী সব ;) হা হা হা

+++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নীলপরি বলেছেন: আর আমার দারুণ লাগলো আপনার মন্তব্যটা । :)

প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

ইদ মোবারক.... সুপাঠ্য ও সুগভীর কাব্যের জন্য ধন্যবাদ কবি!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




চৌকাঠ যে পেরোয়, সে এতো দ্বিধাগ্রস্থ হবে কেন ?

আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: চৌকাঠের ওপারে রাম না রাবণ । সেই চিন্তা !:(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

সনেট কবি বলেছেন:






নীল পরির ‘ভাবিনা সেকথা আর’ কবিতায় মন্তব্য-

মনোমিতার সাক্ষাৎ না পেলেও তার
ভালোবাসার দূর্বার টানেতে চৌকাঠ
পেরোনো সাহসিকতা অনন্য প্রেমের,
এমন কম দৃষ্টান্ত পৃথিবীতে আছে।
মনোমিতার মিতাকে ধন্যবাদ দেব
তার অকুন্ঠ প্রেমের নিবেদনে যাতে
অবারিত আছে শুধু ত্যাগের মহিমা,
মনোমিতার স্যেভাগ্য ঈর্ষনীয় বটে।

দেহ দাহ খুমীমনে মেনে নিয়ে চলা
যাপিত জীবনে এক বিরল দৃষ্টান্ত,
একালের মিতা শুধু খাই খাই করে।
এমন মিতার জন্যে জীবন দানেও
অনেকে প্রস্তত থেকে চাইবে মিতায়
আজীবন কাছেপেতে গভীর প্রেমেতে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: মন্তব্যে এতো সুন্দর কবিতা পেয়ে ভালো লাগলো । কৃতজ্ঞতা ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

জুন বলেছেন:
ত্রস্ত আর গ্রস্ত মিশে
তুমিময় এই প্রীতি
কি হবে ভেবে তাই
রীতি আর নীতি!


না ভাবার দরকার নেই নীলপরি । ভালোলাগলো কবিতা ।
+

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
চমৎকার ছবি ও কবিতা।

ঈদের শুভেচ্ছা জানবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসীম সাহসী প্রয়াসটাই কি
ছিল বোকা বোকা?

সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.