নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

পারিজাত কাহিনী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬






তোমার সন্ধানে দেবাসুর তোলপাড় করেছিল অথৈ সমুদ্র!
আকাঙ্ক্ষার তীব্র মন্থনে উদ্ভূতা তুমি!
তোমার স্নিগ্ধতায় বিমোহিত হন দেবরাজ!
তাঁর আভিজাত্যর প্রতীক হয়ে স্বর্গকাননের শোভা বৃদ্ধি করো !
রানীর অহমিকাকে তোমার লাবণ্য দিয়ে সাজিয়ে তোলো!
আবার পুরুষোত্তমের হাত ধরে অনায়াসে নেমে আসো, এই ধরণীর ধূলোকাদায়!

আহত রাতকে ধারণ করো তুমি নিবিড় প্রেমে!
ভোরের শিশির তোমার সমস্ত রক্ত ধুয়ে দিয়ে যায়!
নিপুণ দক্ষতায় বিষাদকে ঢেকে রাখে তোমার শুভ্র পাপড়িগুলো!
মৃত্যুর মুহূর্ত পর্যন্ত হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে তুমি নির্নিমেষ তাকিয়ে দেখো প্রিয়কে!
তুমি সূর্য্যপ্রিয়া ! তুমি পয়োধি কন্যা পারিজাত!



সমুদ্রমন্থনের সময় অনেক কিছু জলের উপর ভেসে আসে! তারমধ্যে ছিল পারিজাত! দেবরাজ ইন্দ্র তাকে স্বর্গের নন্দন কাননে নিয়ে যান। এই ফুল ছিল ইন্দ্রাণীর প্রিয়! শ্রীকৃষ্ণ বলেন যেহেতু এই পারিজাত সমুদ্রজাতা, সেহেতু এর উপর পৃথিবীরও অধিকার আছে। তাই তিনি ইন্দ্রকে পরাজিত করে পারিজাতকে মাটিতে নিয়ে আসেন। আবার কথিত আছে পারিজাত সূর্যর প্রেমে পড়ে! তখন সূর্য্য বলেন একবার তিনি তাকে গ্রহণ করলে আর সে ফিরে যেতে পারবে না। তাই সে প্রচণ্ড দাবদাহ নীরবে সহ্য করে প্রায় ভস্মীভূত হয় তবু ফিরে যায় না । তা দেখে সূর্য মুগ্ধ হন ও তাকে বর দেন যে যখন তাঁর তেজ কম থাকবে তখন তিনি তার কাছে রাতে যাবেন। এজন্য পারিজাত শরৎকালে ফোটা শুরু করে গ্রীষ্মএর আগ পর্যন্ত। মন্থনে পারিজাতর পরেই দেবী জলের উপরে আসেন। মর্তেও পারিজাতফুল জানান দেয় দেবীর আসার সময় হয়েছে।

এতো গেলো পুরান কথা । তবে বিদ্রোহী কবিও আমাদের মাটির পারিজাতে মুগ্ধ হয়ে লিখেছিলেন' শিউলি তলায় ভোরবেলা...... '

সবাইকে শিউলি ফুলের শারদ শুভেচ্ছা । সবাই খুব ভালো থাকুন ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:



আপনাকেও শিউলি ফুলের শারদ শুভেচ্ছা ।




১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

সবসময় উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


শরতের শুভেচ্ছা, বাঁচা গেলো, ঢাকা আপাতত আর ডুবছে না পানির নীচে! কি একটা মেয়র অসুখের নাম দিয়ে পালিয়ে গিয়েছিল, উহা কি শরতে ফিরবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: আই হ্যাভ নো আইডিয়া স্যর ! :)
তবে , দেখুন শিউলি ফুল ফুটতে শুরু করেছে ।
পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ।
আবার পুরুষোত্তমের হাত ধরে অনায়াসে নেমে আসো, এই ধরণীর ধূলোকাদায়!
দ্বারকাপুরীর প্রাসাদ কাননে রোপনের পর একে পরিচর্যা করেছিল রুস্কিনী যদিও কৃতিত্বটা
নিয়েছিল সত্যবামা , ঠিকই বলেছেন ধরনীর ধুলোকাদায় এসেও এটা বিলিয়েছে স্বর্গের মহিমা ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

সবসময় উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার নিগূঢ়তম ভাব ভাল লেগেছে!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: একথা জেনে আমি অনুপ্রাণিত হলাম ।

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:



পরাণ কথা এবং কবিতা ভাল লেগেছে ।

আপনিও খুব ভাল থাকুন ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।
আপনিও ভালো থাকবেন ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরাণের কথা বাদ দিয়ে বাকীটাতে প্লাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপু। কবিতার সাথে বর্ণনীয় কথাগুলো না থাকলে আমি বুঝতেই পারতাম না। কবিতায় মুগ্ধতা রইল, আর বর্ণনায়িত কথাগুলোতে কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন সবসময়

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: আমিও আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হলাম । অনুপ্রাণিত হলাম ।
সবসময় উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রুপকথা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। কবিতাখানি খুবই ভালো লাগলো ++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: শিউলি ফুল আমার খুব ভাল লাগে।
তাই ছবিটি ভাল লেগেছে।

এটা কি মহাভারতকাব্য লিখলেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: কাহিনী সূত্র মহাভারত ও পুরান ।

পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন: ঋতু রাণী শরতের আগমনীতে শারদীয় শুভেচ্ছা ।


শিউলি ফুল বা পারিজাত কাহিনী জানা ছিল তবুও ভাল লাগল। আমি যেটা জানতাম সেটাও এই রকমই।




উইকি থেকে বর্নিত ;)



কৃষ্ণের দুই স্ত্রী- সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানও পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু পারিজাত তো স্বর্গের শোভা! কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান। তাই লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙ্গে এনে সত্যভামার বাগানে রোপণ করেন, যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পরে সুগন্ধ ছড়ায়। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র তো ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এই কারনে তিনি কৃষ্ণকে শাপ দেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনদিন আসবে না, তার বীজে কখনও নতুন প্রাণের সঞ্চার হবে না।


আরেকটি গল্পও আছে, এই বৃক্ষের!

পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পরে তাকে কামনা করেন। কিন্তু শত চেষ্টা করেও পান না। তাই তিনি আত্মহত্যা করেন। তার দেহের ভস্ম পারিজাতবৃক্ষ রূপে ফুটে ওঠে। যে কিনা নিরব ব্যর্থ প্রেমের প্রতীক! সূর্যের স্পর্শ মাত্র যে ঝরে পরে অশ্রুবিন্দুর মত। পৃথিবীর বুকে তুমি তার দুঃখের চিহ্ন দেখবে শত শত অশ্রুবিন্দুর মত সে সুগন্ধি ছড়িয়ে থাকে চারদিকে, আমরা এখন তাকে শিউলি রূপে দেখি তার শুভ্র দেহে গৈরিক বসনে।

হিন্দু দেবতার পূজোয় শিউলিই এমন ফুল যেটি মাটিতে ঝড়ে পরলেও তাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে।


কবিতায় প্লাস +

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: এসব কাহিনীর থিম লাইন মোটামুটি একই থাকে ! এতোবার রিটেল হওয়ার ফলে কিছু যোগ-বি্য়োগ হয় । :)

পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। আপনার প্রতিও রইলো শারদ শুভেচ্ছা.....

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: সবসময় উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাও শিউলি ফুল দুই ভাল লাগল।
আপনাকেও রইল শারদীয় শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ছবি ওকবিতা দুটোই ভাল হয়েছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি পারিজাত হলে আমি সূর্য হবো...
এমন করে তবে নিবেদন করা যেতেই পারে ;) সাথে অবশ্যই পারিজাতের সুগন্ধি মালা
তো চাইই চাই :)

হা হা হা

মুগ্ধ কাব্য :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: আর মন্তব্যের অসাধারণ কাব্যিক লাইন পড়ে আমি মুগ্ধ হলাম ।

সবসময় উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

নীলপরি বলেছেন: নিরন্তর অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো লেগেছে!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি রোমান্চকর পৃথিবী থেকে মাঝেমাঝে সাধারণ মানুষের জীবনের উপর নজর রাখুন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন: শারদ শুভেচ্ছা নীলপরি নিলাঞ্জনা !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা । :)

ভালো থাকবেন ।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

আখেনাটেন বলেছেন: আহত রাতকে ধারণ করো তুমি নিবিড় প্রেমে!
ভোরের শিশির তোমার সমস্ত রক্ত ধুয়ে দিয়ে যায়!
-- লাইনদুটো মনে ধরেছে।

এমন করে যদি অাহত মানবতাকে প্রেমডোরে বেঁধে ফেলতো কোন পারিজাত। ধুয়ে-মুছে ছাপ করে দিত যত অনাচার।

শারদীয় শুভেচ্ছা আপনাকেও।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৭

ডঃ এম এ আলী বলেছেন: শিউলি ফুলের শারদিয় শুভেচ্ছা রইল ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ছবি, কবিতা, বর্ণনা, বর্ণনার স্নিগ্ধতা- সবই এক কথায় চমৎকার হয়েছে। পাঠান্তে মুগ্ধ হ'লাম।
শারদীয় শুভেচ্ছা...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন বাদে আমার ব্লগে এলেন । আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।
নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

মলাসইলমুইনা বলেছেন: অনেক আগে মহাভারত নিয়ে কোথাও একটা কথা পড়েছিলাম -যা নাই ভারতে, তা নাই ভারতে I মহাভারতের অজস্র গল্পগুলো ভুলে একটার সাথে আরেকটা লাগিয়ে দেই সব সময়ই | এই প্রথম হয়তো সেই সব জটিলতাগুলো হলো না কবিতাটা পড়ে যেয়ে (আপনার বলে দেওয়াও খানিকটা হেল্প করলো স্বীকার করছি) | ভীষণ ভালো লাগলো আপনার কবিতা ! আপনিও নতুন শরতের শুভেচ্ছা আর চমৎকার কবিতার ধন্যবাদ নিন অনেক অনেক |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

হুম , ঠিকই বলেছেন । যা মহাভারতে নেই , তা আর অন্যকোথাও নেই । :)

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




একটি পারিজাত পারি যেন তোমাকেই দিতে..................
শ্যামল মিত্রের গানের এই লাইনটি হোক আপনার জন্যে শরৎ শিউলির শুভেচ্ছা ।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: গানটা সার্চ করে শুনবো অবশ্যই ।

এতো সুন্দর উপহার পেয়ে খুব খুশি হলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও আবারো শুভেচ্ছা ।

২৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

সুমন আকরাম বলেছেন: পারিজাত! আহা!!

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.