নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের মূল্য কি ঠিক এতোটাই ছিল?

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১






মেয়েটা সবুজ ধান ক্ষেতে একবার আঙুল ছোঁয়ানোর স্বপ্ন দেখতে চায় !
ঠা ঠা রোদে তার স্বপ্ন পুড়ে যায়! ঝলসে যায় আঙুল!

আমিও জল-পিয়ানোর সুর শুনবো বলে, মেঘের স্বপ্ন দেখতে চেয়েছিলাম!
চেয়েছিলাম মনের রঙে স্বপ্ন আঁকতে !
দুঃস্বপ্ন এসে চোখের ক্যানভাস, ধুয়ে, মুছে, সাফ করে জানালো, সেও স্বপ্নেরই দোসর!
জল -পিয়ানো সুর তোলেনি। তার তীব্র হুঙ্কারে সুর-মঞ্জরী তছনছ হয়ে গেছে!
ইচ্ছেটা ভেসে গেছে অজানা পথে! নির্ঘুম রাত অন্ধকারএ আশ্রয় খুঁজেছে!

এদিকে মেয়েটার ইচ্ছেও প্লাবিত হয়েছে! সে আশ্রয়হীনা আজ!
ভাঙন বড়ো ভয়ঙ্কর!
খুচরো খিদেগুলো মেয়েটা এতোদিন আড়ালে রেখেছিল!
ভাঙনের যন্ত্রণা দিনকয়েকের তেতো খিদেটাকে
নগ্ন করেছে!

আমিও ছোটোখাটো আবসাদকে ঘরবন্দী করেছিলাম!
তিতকুটে বিষাদটা আজ তাকে বেয়াব্রু করে দিল!
সেই মেয়েটা! সেই মেয়েটার সাথে যদি দেখা হয়!
তবে জানতে চাইবো - সেও কি ভাবে যে
ছোট্টো একটা স্বপ্নের মূল্য কি ঠিক এতোটাই ছিল?

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্বপ্নের জন্য সবচাইতে বড় মূল্যও কম হয়ে যায় !
লেখায় ভালোলাগা পরী !!!

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

মলাসইলমুইনা বলেছেন: যা বলতে চাইলেন তা পুরোপুরি বুঝতে পারলাম কি ? জানি না | তবে আমার মতো করে ভাবতেতো অসুবিধা নেই | সে অনুযায়ী ভালো লাগতেও তো সাংবিধানিক কোনো বাধা নেই | তাই ভালো লাগাটা হলো অনেক | চমৎকার হয়েছে কবিতা | ধন্যবাদ নিন কবিতার জন্য |

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নীলপরি বলেছেন: নিজের মতো ভাবার পাঠকের পূর্ণ স্বাধীনতা আছে ।

আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট্টো একটা স্বপ্নের মূল্য কখনো এতই চড়া হয়- আজীবনেও যা শোধ হয়না...

স্বপ্ন আর স্বপ্ন মূল্যের ভাবনা কাব্যে ভাললাগা :)

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নীলপরি বলেছেন: ছোট্টো একটা স্বপ্নের মূল্য কখনো এতই চড়া হয়- আজীবনেও যা শোধ হয়না... --

ঠিকই বলেছেন ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: স্বপ্ন নিয়ে চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

স্বপ্ন নিয়ে কবিতা, দারুন।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরী তো পরীই, তাদের চিন্তাভাবনাগুলোও আলাদা। মর্ত্যের মানুষের আয়ত্তের বাইরে। কবিতায় ভাললাগা।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর স্বপ্ন, কেবল ভাঙনের সুরটাই তীক্ষ্ণ ব্যথাতুর।


শুভকামনা সবসময় সুপ্রিয় কবি আপুর জন্য।


কত স্বপ্ন পূর্ণতা পাওয়ার আগেই ভেঙে যায়...!
কত চাওয়া প্রকাশের আগেই থেকে যায় অপূর্ণ,
কত সাধ মনের ঘরে থেকে যায় হয়ে অসাধ্য,
কত ইচ্ছে নীরবে ভেসে যায় দুঃসহ বেদনায়...!
কতনা শ্রাবণধারা প্রমাণ দিয়ে যায় চক্ষু নদীর,
কতনা গভীর হৃদয় সাগর, জলোচ্ছ্বাসের তেজ
ভাসিয়ে নেয় কতনা জীবন, অপরিপক্ব কত স্বপ্ন!
চাওয়া পাওয়ার হিসেবে শূন্যময় কত'মন অস্থির!

কেবা কখন রেখেছে হৃদয় ভাঙনের খোঁজখবর!
নিঃশব্দে ভাঙে কত হৃদয়, ডুবে বেদনার সমুদ্রে
ব্যথাতুর মনের আর্তনাদ, চাঁপা পড়ে কত কথন,
শ্রবণ অক্ষম স্বার্থান্ধ মানুষ বুঝেছি কতটা বর্বর।
কতনা নির্মম হতে পারে বাস্তবতা, কত স্বার্থপর
মানুষ অন্তর! ভাবতেই দুচোখ হয়ে উঠে ঝাপসা,
রাতজাগা পাখিটির কষ্টের খোঁজ কেউ রাখেনা,
ঝরে পরা ফুল যে পায় না কখনওই তার সম্ভ্রম।

আমি নিঃশেষ ধূলির মত আজ নিথর নিশ্চেতন,
অনুভূতিহীন কোন জড়পদার্থ শুধু ভার পৃথিবীর।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মুগ্ধ ও আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: ধরন পরিবর্তন করেছেন। ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

নীলপরি বলেছেন: পরিবর্তনের একটু চেষ্টা করেছি । আপনি নোটিশ করেছেন দেখে ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২২

জাহিদ অনিক বলেছেন: গোটা জীবনটাই আসলে কেটে যায় আশা ও অপেক্ষায়। দারুণ কথা।
আশা স্বপ্ন, ছোট আশা বড় আশা, ছোট স্বপ্ন বড় স্বপ্ন এসব নিয়েই কেটে যায় জীবন।
অনেক আশা স্বপ্নই পূরন হয় না মানবজীবনে।
পূরণ না হয়ে বোধহয় ভালই হয়।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বলেছেন কথাগুলো ।একমত ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি, নাঈম জাহাংগীর ও সেলিম আনোয়ারের কবিতা পড়লে মনে হয় বাংলাদেশের মানুষ চির বিরহে আছে, এদের ভালোবাসা সত্য হয়নি

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: আমি বোধহয় ঠিকমত প্রকাশ করতে পারিনি । তবে ঠিক প্রেম-বিরহ দেখাতে চাইনি । একটা মেয়ে ফসলের স্বপ্ন দেখে , তা নষ্ট হলে তার কষ্টটাও দেখাতে চেয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৩

আটলান্টিক বলেছেন: "ছোট্টো একটা স্বপ্নের মূল্য কি ঠিক এতোটাই ছিল?" লাইনটা বেশ ইমোশনাল।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু আশা থাকে তবুও... আপাতত মেয়েটি তাতেই ভর করুক...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: হুম ! একমত , আপনার সাথে । এই আশাটাই চিরসাথী ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

গেম চেঞ্জার বলেছেন: স্বপ্নের মুল্য অনেক বেশি দিতে হয় কখনো কখনো! :|

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন ! তবুও স্বপ্ন বাঁধ মানে না যে ! :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: আহা স্বপ্ন - :) চমৎকার

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+++

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বপ্নের মূল্য কত তাহার সটিক মূল্য নির্ধারন দূরহ ব্যাপার।

মূল্য আবার কি স্বপ্ন তো স্বপ্নই। হা. হা. হা.....................

ভাল থাকুন।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

নীলপরি বলেছেন: স্বপ্নের মূল্য বাস্তবতা দেয় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনিও ভালো থাকুন।

১৮| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কবিতার শরীরে একটু মেদ জমতে শুরু করেছে বোধহয় ! আপনার শুকনো দু'তিন লাইনের কবিতার পরে এই কবিতাটি গায়ে গতরে খানিকটা ভারী হয়েছে । সে কারনে সুন্দরীও হয়ে উঠেছে বেশ ।

স্বপ্নেরা শুধু ভেঙে ভেঙেই যায় । তবুও মানুষ একটি স্বপ্নের প্রতীক্ষায় প্রহর গোনে - কখন স্বপ্ন সত্যি হয় সে আশায় আশায় থাকে ।
অনেকটা এরকমের ---
" যব নিদ আঁয়ে তো খাব আঁয়ে ,
যব খাব আঁয়ে তো তুম আঁয়ে ।
যব তুম আঁয়ে তো
না নিদ আঁয়ে - না খাব আঁয়ে ........... "

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: আমার কবিতা সুন্দরী হয়েছে শুনে খুশি হলাম । সেই সাথে অনুপ্রাণিত হলাম ।

শেষের হিন্দি লাইন গুলোও খুব সুন্দর ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

ভালো থাকুন।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



এত সব ভাবের কবিতা
চিন্তা করব না স্বপ্ন দেখব
মনে হল এক ঘুম দিয়ে
স্বপ্নে দেখে আসি
ছোট স্বপ্নের তাবির
কত বড় হতে পারে ,
বা গিয়ে মিশে
কোন মোহনায় ।
পারে কিনা ধরতে
সপ্নে দেখা সেই
মেয়েটাকে ।

খুব ভাল লাগল কবিতা ।

শুভেচ্ছা রইল ।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমাকে উৎসাহিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা ।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.