নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মহীয়সী ( আবৃতি সহ )

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

জীবনে প্রথম নিজের লেখা পাঠ করলাম ।তাই আপনাদের মতামতের অপেক্ষায় আছি ...........



শীতল জ্যোৎস্নার সাগরে দাঁড়িয়ে ছিলেন আপনি! গাঢ় মধ্য নীশিথে!
এক আঁজলা রোদ নিয়ে হাতে!
ক্লিওপেট্রা নিজে কাজল এঁকেছিল আপনার চোখে! ভ্রূ -বিভঙ্গে লুকিয়ে ছিল রহস্যময়ী নেফারতিতি!
আর মুখের আদলে ভরা ছিল রাধিকার বিরহ।
আপনার চোখের জলশিল্পে যখন মুগ্ধ বাতাস বইতে ভুলে যেত ।
ঠিক তখন দ্বিধা -জর্জর আপনি একা, একা, ব্যথার অলঙ্কার গুলো খুলতেন খোলা বাতায়নের পাশে!
আর পালিয়ে যেত আপনার নার্সিসাস প্রেমিকের দল!
কিন্তু, জানেন কি হে মহীয়সী?
আপনার হাতের নিহত রোদের ভেতরেও জীবিত ছিল উষ্ণতা !
যে উষ্ণতাকে কুর্ণিশ জানায় এইসব নার্সিসাসেরা
যতটা দৃষ্টি সীমানায় আবদ্ধ হতে পারে
তার চেয়ে ঢের বেশী বিস্তৃত ছিল আপনার সাম্রাজ্য! আপনারই অগোচরে।
আপনি তো নিছক দর্শনীয়া নন! স্বপ্নহীন বিরান উপত্যকার আপনি স্বপ্নিকা!
অমাবস্যার নিগূঢ় অন্ধকার চিরে, মোহিনী আপনি, চন্দ্রকলার মতো প্রতিভাসিত হন!
আর এই স্বপ্নর জাদুকরীকে দেখে বারবার মুগ্ধ হয়েছে, হবে আপনার অদেখা পৃথিবী!
বিরহ যাপন যারা সহেনি কখনো। পায়নি প্রেমের সন্ধান!
তারাও আপনার বিরহ নদীকে স্পর্শ করে প্রেমের ছোঁয়া পেয়েছে!
আর মুগ্ধ বিস্ময়ের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে আপনার আঁচল!
আপনি হয়ত দাঁড়িয়ে ছিলেন, সবুজহীন লোহিত মরুভূমিতে !
কিন্তু হে মহীয়সী, আজ আপনার আঁচল ছাপানো ফুল পড়ে সেই -মরুভূমিই হয়েছে মরুদ্যান!

আবৃতির লিঙ্ক -- https://youtu.be/3aWJ3r22AbA

কিছু কথা -- অনেক কিছু ভাবি লিখব বলে । কিন্তু লিখতে গিয়ে ঠিক লেখা হয়ে ওঠে না । এদিকে সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন ও জাহিদ অনিকএর আবৃতি শুনে আমি এতোটাই অনুপ্রাণিত হয়েছি যে , যার পোষ্টেই যাই পাঠ করতে থাকি । আজকে ভাবলাম লেখা যখন আসছে না তখন পাঠই করি । যেমন ভাবা তেমন কাজ । আজ দুপুরেই ইউটিউবে সাইন করলাম ।সহব্লগারদের কিছু লেখা পড়ার খুব ইচ্ছে ছিল । কিন্তু সে রিস্ক নিলাম না ! কারণ - ক্রিকেট ম্যাচে দেশের ভাইটাল উইকেট পড়ে গেলে ক্রিকেটভক্ত দর্শক সেই প্লেয়ারের উদ্দেশ্যে মনে বলেন ' কেনো ? কেনো এটা মারতে গেলি ? একটু ধরে খেলতে পারতিস না ? ......।' তবে সেই প্লেয়ারকে সরাসরি কিছু বলতে পারেন না । আমি কারো লেখা পড়লে তিনিও আমাকে সরাসরি কিছু বলতেন না জানি । তবে মনে মনে তাঁকে বলতেই হোতো ' কেনো ? কেনো পরি ? আমার লেখাটাই কেনো ?( কারণ হ্য়ত , আমি লেখার অর্থই বদলে দিতাম :( । ) । এইসব ভেবে নিজের লেখাই পড়বো বলে ঠিক করলাম । এই কবিতাটা আমার পুরোনো পোষ্টের অংশ হিসাবে ছিল । সেখান থেকে নিয়ে , সাজিয়ে পড়লাম । আরেকটি অনুরোধ -- পাঠ শুনে যদি আপনাদের বিরক্তি আসে , তবে নিজগুণে ক্ষমা করে দেবেন প্লিজ ।

সবাইকে দীপাবলীর অনেক শুভেচ্ছা । সবাই খুব ভালো থাকুন ।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকেও দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা!!!


১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: শুভেচ্ছা তো নিলাম । কিন্তু আমার কবিতা পাঠ আপনার কেমন লাগলো বুঝতে পারলাম না !:(

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: দীপাবলীর শুভেচ্ছা।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আবৃতি খুব ভাল লেগেছে!!! এখন থেকে প্রতিটি কবিতা আবৃতি সহ ইউটিউব লিংক দিয়ে পোষ্ট দিবেন!!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম । প্রতিটি নাহলেও চেষ্টা করবো কিছু করতে । আর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কবিতা পাঠেরও থাকলাম ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: হুম। ভালোই হয়েছে। ব্যাকগ্রউন্ডে মিউজিক হলেই ষোল আনা পূর্ণ হয়ে যেত।

দীপাবলীর শুভেচ্ছা। !:#P

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম । আসলে হঠাৎ ইচ্ছেতে এটা পাঠ করেছি । তাই ব্যাকগ্রউন্ডে মিউজিক আর দেওয়া হয়নি । :||

শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

ক্লে ডল বলেছেন: মাঝখান থেকে বেশি ভাল লেগেছে।
সুমন করের সাথে একমত।
ব্যাকগ্রউন্ডে মিউজিক হলেই ষোল আনা পূর্ণ হয়ে যেত।
মাঝখান থেকে বেশি ভাল লেগেছে।

তবে কেন জানি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলাটা কোন ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমার ভাল লাগে না।

আপনার জন্য শুভকামনা। :)

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: মিউজিকের কথাটা আমি ৪নং মন্তব্যের উত্তরে বলেছি ।

আর আপনার বাকি মন্তব্যের অংশের উত্তরে বলতে চাই যে কোনো বিষয়ে পৃথক দৃষ্টিকোন থাকতেই পারে ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।:)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:





আর তাকেও বলা যায় নক্ষত্র বলাকার পাখা~
হিম হিম বাতাসের মত যার ভালবাসা..
যে ছুঁয়ে গেছে আমার উষ্ণসাগর ঘেঁষে...
উত্তর থেকে দক্ষিণ বলয়..
ইকারুসের মত যাকে ছুঁয়ে দিতে
প্রসন্ন মেঘের কোলে রঙ আঁকে
পাড়ার পটুয়ারা দিবারাত্রি..

তাদের মত
আমি আটলান্টিক কিংবা প্রশান্ত নই প্রিয়তম..
আমি চির উষ্ণ প্রেমিকের বক্ষদেশ উজারিত
কোন হিমালয় কোলে গাঙ্গোত্রীর ঝর্ণাপাত..
কোন সীমান্তপ্রদেশ বাধা না মেনে আমার প্রবেশ
সমস্ত দুয়ারে...

আমি প্রেম..আমি সমুদ্র..আমি জল..
আমি সরোবর উদ্ভাসিতা সরোজিনী দল
আমি নক্ষত্রগতির নক্ষত্র নেশা, গভীর ঘন থেকে...
আমি মিনাকুমারী, অনন্ত প্রেমিক বক্ষে জেগে....

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

নীলপরি বলেছেন: ঠিক কি ভাষায় উত্তর দেবো বুঝতে পারছি না । এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে মুগ্ধ হলাম । এই কবিতাটা আপনাকে পোষ্ট করার জন্য অনুরোধ করলাম কবি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৫

জুন বলেছেন: আপনার আবৃত্তি ভালোলাগলো নীলপরি ।
দীপাবলীর শুভেচ্ছা আপনার জন্যও।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি ।

শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

মলাসইলমুইনা বলেছেন: প্রথম আবৃত্তি হিসেবে কিন্তু দুর্ধর্ষ বলাই যায় ! রিয়েলি দুর্ধর্ষ আবৃত্তি !!

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে।আবৃতি পরে শুনে নেব।
আমার এখানে নেট স্লো!

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম । আর আপনার সুবিধে মতো শুনে নেবেন । যখন হোক শুনলেই আমার ভালো লাগবে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: দীপাবলির শুভেচ্ছা।

আবৃত্তি পরে শুনবো আপাতত ওয়াই ফাই কানেকশন নেই।

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

নীলপরি বলেছেন: আশাকরি এক'দিনে নিশ্চয় একবার শুনেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায়++++++ অসাধারণ লিখেছেন।
লেখায় অন্যরকম একটা ভাব আছে।

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

আবারোঅনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

ময়না বঙ্গাল বলেছেন: তা'র
সরল বাঁশী
তা'র
তরল তাল
অন্তরে
সরল সুধা
মেশাএকটি রবীন্দ্র পঙতি

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

সুমন আকরাম বলেছেন: অনেক ভাল্লাগছে!
আর আপ্নাকেও শুভেচ্ছা!!

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫০

জীবন সাগর বলেছেন: আপনার কবিতার কথাগুলো অসাধারণ, হৃদয় স্পর্শী শব্দগুলো আমাকে মুগ্ধতা দিল

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড় উৎসাহ পেলাম ।
শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বারবার শুনেও শুনবার লোভ যেন শেষ হচ্ছে না! এত সুন্দর আবৃতি করেন আপনি!
খুবই মনোমুগ্ধকর আপনার আবৃতি গুণ। কৃতজ্ঞতা রইল শুনবার সুযোগ করে দেয়ায়।

অসাধারণ আবৃতি করেছেন আপু, আমি যদিও আবৃতি ঠিকভাবে বুঝিনা, তবে নিজের মুগ্ধতা আর ভালো লাগা অনুভব করতে পারি।
স্পষ্ট শব্দ, আর যথোপযুক্ত আবেগময় ভঙ্গিমায় আবৃতি আমাকে মুগ্ধতা দিয়ে গেল।

অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
শুভকামনা আপনার জন্য সবসময়।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

নীলপরি বলেছেন: আপনি খুবই ভালো একজন কবি ,লেখক ,সুরকার ও গায়ক এবং অবশ্যই খুব ভালো সহব্লগার । আপনার মন্তব্য আমাকে ভীষণভাবে উৎসাহিত করলো । আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার কথাগুলো হৃদয় ছুঁয়া, আবৃতি গুণেও মুগ্ধতা
সবমিলিয়ে পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ,
অভিনন্দন রইল আপুর জন্য

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: অভিনন্দন নিলাম । খুশি হলাম ।

আপনাকেও আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ; দারুন !!
খুব খুব ভালোলেগেছে লেখা ,এবং আবৃতি ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: শুনে খুব আনন্দ পেলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

তারেক ফাহিম বলেছেন: কবিতা + আবৃতি দুটোই ভালো লাগলো তবে, বেকগ্রাউন্ডে হালকা মিউজিক হলে পরিপূর্ণ হত মনে হচ্ছে।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


মীনা কুমারীর উপর আপনার আরো একটা লেখা ছিল, মনে হয়। আপনি উনার ভক্ত, চেস্টা করেছেন, কবিতা ভালো হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

নীলপরি বলেছেন: হুম ! ঠিকই বলেছেন । আরো একটা লিখেছিলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনি!!!!! :)

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবৃতিতে কয়েক যায়গায় মাত্রা ছোটে গেলেও আপনার কন্ঠ তা ঠিক বুঝার সুযোগ দেয়নি। এক কথায় দারুণ কন্ঠ যদি প্রতিনিয়ত প্রেকটিস করে যান আশা করতে পারি আমাদের সহব্লগার একজন গুনি কন্ঠ শিল্পিতে রূপান্তরিত হবেন।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনেক সাহায্য করলো । উৎসাহ দিল ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য!

অডিওটা অফিসে না, পরে শুনে নেবখন :)

সবার প্রশংসা শুনে লোভ তো হচ্ছেই;)

+++

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: আশাকরি এক'দিনে নিশ্চয় একবার শুনেছেন ।:)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা আবৃতি
আভিজাত্য, সাবেকিকতা ও দৃঢ়তার মোড়কে আবৃত
এক অসামান্য চরিত্র আমাদের মীনাকুমারী উঠে এসেছে ছন্দের আবহ নিয়ে আবৃতিতে ,
তিনি শিল্পী, কবি, কুহকিনী, স্পর্শকাতর এক নারী, তিনি মীনাকুমারি।
তাঁর অভিনেত্রী স্বত্ত্বার পাশাপাশি এক অসাধারণ শিল্পীর স্বত্তারই প্রাধান্য যেন পেয়েছে।
মীনাকুমারী তাই শুধু সিনেমার নায়িকা নন, এ উপমহাদেশের স্বপ্নের নায়িকা।
দ্য রিয়েল হিরোইন, তাঁর অর্ঘ্য নিবেদন হতেই থাকবে অনন্তকাল ধরি ।

শুভেচ্ছা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পড়ে উৎসাহিত বোধ করছি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন:


১৮ তারিখেই পোষ্টটা দেখেছি এবং পড়েছি ও আবৃত্তি শুনেছি নীলপরি আপু। ব্যস্ততার কারনে মন্তব্য করা হয়ে ওঠে নি।


কবিতাটা আগে পড়া ছিল না। পড়লাম। এবং শুনলাম।

এক একথায় বলতে গেলে চমৎকার!

কবিদের কবিতার এমন নিজ নিজ কণ্ঠে আবৃত্তি পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। এটাকে বলা যায় কবিকন্ঠ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: ব্যস্ততা থাকতে পারে । আমারও ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরী হচ্ছে । যখনই হোক আপনার মন্তব্য পেলেই ভালো লাগে । কারণ তা গঠনমূলক সাহায্য করে ।

উৎসাহিত বোধ করছি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন:


আমার ব্লগে লিংক না রাখলেও আমি এই কবিতা ও আবৃত্তি কিছুতেই মিস করতাম না। ব্লগে যে কয়জন ব্লগারের ব্লগে রোজ যাতায়েত করি তাদের মধ্যে আপনিও আছেন।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

কালীদাস বলেছেন: :-< |-) ঘুম ধর্সে পুরা। আপনে সফল ;)

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: এতো রাতে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: বাহ, ভালো লাগল বেশ!

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৮| ২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন:
দীপাবলীর শুভেচ্ছা রইল

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



আপনার আবৃত্তি শুনলুম । আপনার লেখাগুলো যে ওজনের সে তুলনায় আপনার কন্ঠস্বরকে ততোটা ওজনদার মনে হলোনা । প্রথম প্রথম বলেই হয়তো ঠিক তারে ঠিক সুরটি বাজাতে পারেন নি । অবশ্য আবৃত্তি হিসেবে আপনি প্রথমেই একটি কঠিন বিষয় বেছে নিয়েছেন - গদ্য । গদ্যপাঠ বা আবৃত্তির চেয়ে কবিতা আবৃত্তি অনেকাংশে সহজ । কারন সেখানে ছন্দ, তাল, লয় থাকে । গদ্যে সেটি অনুপস্থিত । যদিও আপনার গদ্যটি অনেকটা কবিতাশ্রয়ী ।
আবৃতি হলো পঠিত বিষয়ের শব্দভাব প্রকাশের সম্পূর্ণতায় ও সুক্ষতায় পৌঁছানো এক শ্রুতিশিল্প । এখানে থাকতে হবে ভাবের আবেগ, ধ্বনিকে করে তুলতে হবে শব্দের অর্থবহ এক একটি ঝংকার যার তালে তালে শ্রোতারা দুলবেন , ভয়ে চুল খাড়া করে ফেলবেন । তার হৃদয় কাঁপবে থরথর , তেমন হলে কান্নায়ও ভেঙে পড়তে পারেন তিনি ।

উঁচু গলায় কিম্বা গলা হাকিয়ে -অযথা কাঁপিয়ে আস্ফালন করাকে যদি কেউ আবৃত্তি বলেন তবে তা ভুল । পাঠ আর আবৃত্তি কিন্তু এক জিনিষ নয় । বাক্যের অন্তর্নিহিত ভাব যা শব্দে শব্দে গ্রন্থিত থাকে তাকে শৈল্পিক ভাবে শ্রুতিমধুর করে তুলতে হয় আবৃত্তিতে । কন্ঠে আবেগ থাকতে হয় শব্দের ভাবানুযায়ী । কন্ঠস্বর উঠবে - নামবে বেহালায় ছড় টানার মতো । যা আবৃত্তি করা হবে সে বিষয়ের পুরো আবেগকে কন্ঠে ঢেলে সাজাতে হবে , বিয়ের কনে সাজানোর মতো জবর-জং করে নয় ; সাজাতে হবে বসন্ত বরণের সাজের মতো স্নিগ্ধ ও সৌম্য রূপে । হতে হবে দীপাবলীর আলোর মতো নম্র, ফ্লাডলাইটের মতো কর্কশ নয় ।

এবারে আপনার আবৃত্তির প্রসঙ্গে আসি ।
আগেই বলেছি , আবৃত্তির জন্যে কঠিন একটি বিষয়, গদ্যকে বেছে নিয়েছেন । সেদিক থেকে দেখলে জীবনের প্রথম আবৃত্তি হিসেবে আপনি অনেকটাই উৎরে গেছেন । শব্দ ও বাক্যের ভাবানুযায়ী গলায় তেমন উত্থান-পতন ছিলোনা হয়তো যেখানে যেমনটা হওয়া উচিৎ । কয়েকটি জায়গাতে একই রকম কাঁপিয়েছেন গলাকে যেটা বাক্যের ভাবের সাথে ঠিক মিল খায়নি । তাল-লয় কেটে কেটে গেছে মনে হলো । কবিতার ঢংয়ে আবৃত্তি করতে চেয়েছেন বলেই এমনটা ঘটেছে । যেহেতু গদ্য সেহেতু স্বরে ঋজুতা থাকলে, একশ্বাসে টেনে অনেকখানি পাঠ করে যেতে পারলে আরও শ্রুতিমধুর হতে পারতো । তবুও সবটা মিলিয়ে বিরক্ত উৎপাদনকারী বলা যাবেনা । পাশ মার্ক দিতেই হয় ।

আমার মতামত চেয়েছেন বলেই নিরপেক্ষ মতামত দিতে চেষ্টা করেছি ।আমাকে ভুল বুঝবেন না ।
আপনাকে খুশি করতে চাইলে এককথায় “অনবদ্য” বলে ছেড়ে দিতে পারতুম । তা করিনি । আপনার লেখায় আবৃত্তির জন্যে আপনার যে আকুতি ফুঁটে উঠেছে তা দেখে, প্রশংসার বৃত্তে একই জায়গাতে আপনি আগামীতে অবিরাম ঘুরপাঁক খান তা চাইনি । চেয়েছি উত্তরণ ।
আশা , আপনার আবৃত্তি আরও ক্ষুরধার, আরও আবেগ জাগানীয়া হয়ে উঠবে আগামীতে ।

দীপাবলীর শুভেচ্ছা জানবেন ।
মঙ্গল কামনান্তে ..................

( ভালো কথা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ করে “শেষের কবিতা” কবিতাটির আবৃত্তি সাথে তাঁর অনেক গদ্য পাঠ শুনে দেখতে পারেন । এমনি আছেন কাজী সব্যসাচী , শিমুল মোস্তফা । দেবব্রত সিংহ এর “'তেজ' আবৃত্তিটিও শুনতে পারেন ।
আর এরপর থেকে আবৃত্তির সাথে কিছুটা আবহ সঙ্গীত জুড়ে দিলে ভালো হয় । )

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: অনেক বার পড়লাম আপনার মন্তব্যটা । গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই ।

আপনার পরামর্শগুলো আমি অনুসরণ করার চেষ্টা করবো ।

আর যে কবিতাগুলো শোনার জন্য বলেছেন সেগুলোও আশা করছি শুনে ফেলতে পারবো ।

এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩০| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রথম আবৃত্তি ধরে নিলে চমৎকার, দশম আবৃত্তি ধরে নিলেও চমৎকার । আমার কাছে ভাল লেগেছে ।
কবিতাও বেশ আবৃত্তি ধারার । চমৎকার ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে!

আবৃতিও ভালো হয়েছে! তবে ভালো আবৃতিকারক হতে হলে আরো চেষ্টা করতে হবে আপি!:)


পোস্টে প্লাস!:)

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবৃতিটি আবার শুনে গেলাম, ভালো লাগলো।

আবৃতিতে আপনার সফলতা নিশ্চিত বলা যায়, জনপ্রিয় আবৃতিকার রূপে প্রকাশ পাওয়া সময় ও মনোযোগের ব্যাপার মাত্র।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো । অনেক উৎসাহ দিলেন ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

গেম চেঞ্জার বলেছেন: মিনাকুমারিকে নিয়ে লেখা আপনার লেখা + আবৃত্তি ভাল লেগেছে।

:) অনেক শুভকামনা রইল!!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । ইউটিউবেও আপনার মন্তব্য পেয়েছি । অনুপ্রাণিত হলাম ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা নিলাম আর আপনাকেও অনেক শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.