নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রারম্ভ ( পর্ব -২ )

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১



রাত প্রায় ১টা বাজে! আবার মেসেজ করলো ছেলেটা!রাহুল মিত্তাল । দিদিয়ার শ্বশুর বাড়ির সম্পর্কের বলে, কিছু বলতেও পারেনা তিন্নি! সেই দিদিয়ার বিয়ে থেকে স্টিকি টাইপ বিহেভ করে যাচ্ছে । সন্ধ্যে থেকে কয়েকবার বিজি বলে কাটিয়েছে। এখন আর ফোনে হাত দিল না সে। তবে মেসেজ আর আসলো না! তাই কিছুটা নিশ্চন্তে চোখ বন্ধ করলো।

আরে, এতো মিতাদির মেসেজ! সকালে ফোনটা হাতে নিয়েই স্বগতোক্তি করলো! কিছুটা যেন হাঁফ ছেড়েও বাঁচলো সে । এদিকে মেসেজে কিছুটা অনুযোগর সুর! ঠিকই দিদিয়ার বিয়ে পর প্রায় মাস খানেক কেটে গেছে! মিতাদির সাথে আর যোগাযোগ করা হয়নি। সে মেসেজ না করে সরাসরি রিং করে!
ওপ্রান্ত বলে ওঠে ' অবশেষে মনে পরেছে?

সরি গো মিতাদি, আসলে এতো ..

ইটস ওকে ডিয়ার! আমিও তো নানা কাজে, যাক এসব কথা ! সেদিন একটা ঘটনা ঘটলো! সেটা শেয়ার করতেই তোকে

কি? কি ঘটনা? হঠাৎ কি কোনো এলিয়েন নেমে এসেছিল তোমার বারান্দায়? যার তুমি প্রেমে পড়েছ?

আরে নাহ! তেমন হলে তোর কাছে রেফার করতাম! সেদিন কিগান মিত্রের সাথে হঠাৎ দেখা

কিগান নামটা যেন মুহূর্তকাল থামিয়ে দিল তিন্নির হৃদস্পন্দনকে ! সে স্পষ্ট অনুভব করলো সেটা! তারপর অনুচ্চ কন্ঠে বল্লো.....
কি? কি কথা হোলো? দিদিয়ার কথা?

আরে না না! ওসব কিছু না! ও তোলেনি আর আমিও না! শুধু ভালো আছি বলাতে বল্লো ' যে যেখানেই থাকুক, ভালো থাকাটাই কাঙ্ক্ষিত '
আর কোনো কথা হয়নি?

আর ওই, ওরা নাকি গ্রামের মানুষদের জন্য কিসব কাজ করছে! পজিটিভ ক্যাটালিস্ট নামে একটা নাটকের দলও নাকি খুলেছে.........

পজিটিভ ক্যাটালিস্ট - শব্দ গুলো যেন ইচ্ছে মতো ঘুরপাক খেতে থাকে তিন্নির মাথায় ।
আগে বাস্তবএর পাঁচিলে যে কোনো কিছুর প্রচারের পোস্টার দেখা যেত ! এখন অবাস্তব থুড়ি অতিবাস্তব মুখবইয়ের পাঁচিলেই প্রচারকার্য বেশী চলে। তো সেখানেও তিন্নি পজিটিভ ক্যাটালিস্ট নামে কিছু পেল না। একবার ভাবলো, কেনোই বা সে খুঁজছে! তবু সে সার্চ করতেই লাগলো। অবশেষে ব্লগ স্পটে এই নামে একটা ব্লগ পেলো। কিন্তু তাতে ব্লগারর কোনো পিক নেই । অবশ্য নাট্যদল শব্দটা লেখা ছিল! কিন্তু একই নামে একাধিক গ্রুপ থাকতেই পারে! কিগান নামটাও কোথাও লেখা নেই। পরিচয়ও তেমন কিছু নেই! বাংলা, ইংরাজিতে কিছু ছোটো পোষ্ট! যার একটা তার খুব ভালো লাগলো!
life is about trusting our feelings & taking chances, losing & finding happiness, appreciating the memories & learning from them.
আর কিছু চারকোলের স্কেচ। নাটকের পোষ্টার বলে মনে হয়! একটার নীচে লেখা যুধিষ্ঠির! আওয়ার নিউ প্রজেক্ট! ব্রাকেটে ' হোয়াট আ শোম্যান' লেখা। ব্লগে কোনো কমেন্টও নেই! তিন্নি ভাবে, সে কি একবার কমেন্ট করে দেখবে? যুধিষ্ঠির এর তলায় এনোনমাস সিলেক্ট করে সে লিখলো - এটা কি আপনাদের আপকামিং ড্রামা? কিন্তু এর গল্পকে কি সমসাময়িক বলা যায় ?

অজনাকে জানার তীব্র আকর্ষন মানুষ উপেক্ষা করতে পারে না! সেদিন কয়েকবার তিন্নি পেজটা চেক করে কিন্তু রিপ্লাই পায়
না! পরের দিন বিকেলবেলা একটা জবাব সে পেল!

এটা আমার খোলা ডায়েরী। আপনি প্রথম পাঠক। তাই ওয়েলকাম এন্ড থ্যাংকস! আসলেই সময় কি বদলায়? আমরা সময়কে অনুবাদ করার চেষ্টা করি মাত্র!

তিন্নি লেখে ' দারুণ ইন্টারেস্টিং উত্তর! তো যুধিষ্ঠির শো ম্যান কেনো? '
কারো কারো মহান হওয়া ছাড় উপায় নেই। আর কেউ কেউ মহান হবে বলেই মহান। যুধিষ্ঠির দ্বিতীয় দলে আছেন! মহান হতে হবে বলেই নিজের পুণ্যর ভাগ ভাইদের ( যারা পুরোজীবন তাঁর জন্যেই সব করেছে) না দিয়ে , একটা কুকুরকে দিয়েছিল! ঠিক বা বেঠিক কাজ যেমনই হোক তাকে, যে যত ভালো ভাবে লেজিটিমেট করতে পারে সে তত নামী শাসক! শাসকর এই ধর্ম আজও বদলায়নি! তবুও যুদ্ধজয়র পর হব্যকের মতো প্রজা জানতে চায় ধর্মরাজ অন্ন কোথায় পাবো? আমাদের নাটকে এই প্রশ্নটাই তুলে ধরতে চাইছি । এই
রাজা যুধিষ্ঠির আর প্রজা হব্যক কি আজকের যুগে বিরল ?

এই প্রশ্নের উত্তর কি দেবে তা ঠিক এক মুহূর্তের বেশী ভাবার চেষ্টা করেনা তিন্নি । বরং চটজলদি সে লিখে দেয় ' আমি ইমপ্রেস হলাম । '

কথপোকথনের মাধ্যমে তিন্নি জানতে পারে একটা গ্রামে এসব নাটক করে এই ব্লগার ও তার গ্রূপ । সেই গ্রাম তার বাবার জন্মস্থান। তাই সেই সূত্রে সেও নাকি ভূমিপুত্র! এখন সেখানে একটা কারখানা হবে। কিন্তু তিন ফসলি জমি ছেড়ে চাষিরা চাকর হতে চায় না।

এদিকে রাহুল মিত্তালও নানাভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায় । তিন্নি সিদ্ধান্ত নেয় যে এইবার রাহুলকে একটা মোক্ষম জবাব দেবে ।

এখন তিন্নি শুধু একটা চিন্তায় করে । সে কি সঠিক পথে এগোচ্ছে ? এই ব্লগারই কি কিগান? সে তো গ্রামেই নাটক করতো বলে শুনেছে! পরক্ষণেই ভাবে যে এসব জানার চেষ্টা সে কেনো করছে ? যদিও তার ভাবনা থামে না ।

আর পরের দিন, তিন্নি সরাসরি প্রশ্নটা করেই বসে - যার ব্লগে আমি কমেন্ট করি, তার নামটা কি?

তা পারেন! ওথেলো! আমার নাম! আর যে অনাম্নি পাঠকের আমি কমেন্ট পাই, তার নামটা কি?

আমি তো ডেসডিমোনা

বাহ! দেন, বি কেয়ারফুল মোনা! আমি ওথেলো

ওথেলো ? আসল নাম বললো নাহ!তাই ধোঁয়াশা থেকেই গেলো! তাই তিন্নি, এবার বলে-
আচ্ছা! ফেসবুকে আপনাদের কোনো পেজ নেই?

নাহ! আপাতত নেই । আসলে আমার এসবের সময় নেই! আমাদের গ্রুপের একটা ছেলে ফারুক! তার একটা একাউন্ট আছে! তবে সেও ঐ প্রত্যন্ত গ্রামে থাকে। ওখানে নেট প্রব্লেম। তাই ও ইরেগুলার। জানিনা এনিয়ে পোষ্ট করেছে কিনা!

আচ্ছা, যে কোনো আর্ট তো প্রচার চায়। সাক্সেস চায়। আপনি কি ইস্যু ভিত্তিক নাটক করেন?

নাহ! নাটক আমার প্যাশন। ছোটো থেকে করি। কোনো একটা গন্ডির মধ্যে স্ট্যাটিক হয়ে দাঁড়াতে চাই না। ধরুন, আপনি ঠাণ্ডা ঘরে বসে দেখলেন আজ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে! আপনি বলবেন, আজ কী গরম। খোলা আকাশের নীচে থাকলে আপনি ই বলতেন, উফ, বাপরে কি গরম। ফেবুতে যারা গালভরা কমেন্ট করে তারা ওই ঠাণ্ডা ঘরের বাসিন্দা! তাছাড়া শহরে হল ভারা যদি ২৫ হাজার লাগে, তবে ফেবু থেকে বড়োজোর দুই থেকে তিন উঠবে। সেখানে আমি এতো সময় কেনো দেবো? আর বাকি টাকাটা পকেট থেকে দেওয়ার আমাদের ক্ষমতা নেই । আর গ্রামের মানুষের কথা আমরা সবাইকে শোনাতে চাই । তাই তাঁদের কথা তাদেরকেই আগে শোনানো ভালো নয় কি ? আর তাঁরা দিব্যি মাটিতে বসে নাটক দেখতে পারেন ।

কথাগুলো তিন্নির ভাবনাকে এলোমেলো করে দেয়। কারণ সে শুনেছিল কিগান জীবন সম্পর্কে উদাসিন । কিন্তু এরকম কথাবার্তা তো জীবন সম্পর্কে ওয়াকিবহল , ফোকাসড মানুষই বলতে পারে । একি তবে কিগান নয়? ওথেলো তাহলে কে?

প্রথম পর্বের লিঙ্ক - Click This Link

মন্তব্য ৩৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

ডঃ এম এ আলী বলেছেন: পজিটিভ ক্যাটালিস্ট - শব্দ গুলো যেন ইচ্ছে মতো ঘুরপাক খেতে থাকে তিন্নির মাথায় ।

গল্প তো এগিয়ে চলছে সুন্দর গতিতে । তবে পজিটিভ ক্যাটালিস্ট তিন্নির মত আমার
মাথাতেও ঘুরপাক খাচ্ছে ।

শুভেচ্ছা রইল ।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভরসা ও উৎসাহ পেলাম বাকিটা লেখার জন্য ।

অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিয়েছি আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
একটা রহস্যময় গল্প পড়লাম !!! :)




ভাল লিখেছেন +++

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: রহস্য তৈরী করতে পেরেছি ? ভরসা পেলাম । :)

প্লাসে অনেক কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: চমৎকার গল্প। ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

সুমন কর বলেছেন: হুম, আগের পর্বের চেয়ে এটি ভালো হয়েছে।
চলুক......

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম বাকিটা লেখার জন্য ।

কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দানা বেঁধেছে বেশ!!!

আগ্রহটা চাগিয়ে দিলেন ;) হা হা হা

চলুক।

+++++

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: আপনার আগ্রহ আমাকে বাকিটা লেখার জন্য অনুপ্রেরণা দিল ।

কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি করতে চাচ্ছেন বুঝা মুশকিল; আমি কিছু আলাপ সালাপ শুনছি মাত্র

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: তেমন কিছু করতে চাইছি না । শুধু চরিত্রগুলোর মতো এগোনোর চেষ্টা করছি ।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো গল্পের আলাপচারিতা,

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: ভালোই এগুচ্ছে। মনে হচ্ছে উপন্যাস হতে যাচ্ছে। আগের পর্বও পড়লাম।
শুভকামনা।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪২

জাহিদ অনিক বলেছেন:

দুই পর্বই পড়লাম নীলপরি আপু।
কিছুটা হ্যাং হয়ে আছি।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

নীলপরি বলেছেন: আমার আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো । :)

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: গল্প জমেছে!!


চলুক!:)

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গল্প কি শেষ হয়ে গেল!! প্রথম পর্ব পড়ে ভাবছিলাম বেশ বড়সড় গল্প পেতে যাচ্ছি।

ভালো লাগলো এই পর্বও।
শুভকামনা জানবেন

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: নাহ , শেষ হয়নি ।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

ফয়সাল রকি বলেছেন: চলুক।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
বেশ সাসপেন্স রেখেছেন দেখছি! এই পর্ব পড়ে ভালই লাগল। কিগান চরিত্রটি পছন্দ হয়েছে!!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: কিগান চরিত্রটা আমার স্বপ্নের চরিত্র । আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো ।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

ধ্রুবক আলো বলেছেন: হুমম আগের চেয়ে ভালো হয়েছে, চলুক, প্লাস



(আগের কথা তুলে নিলাম :D )

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: আগের কথা তুলে নিলাম --

আরে থাকুক । যেটা বলেন ভালোর জন্যেই তো বলেন । সেটা মনে রেখে লেখার চেষ্টা করি ।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তের ধন্যবাদ।


রহস্য তৈরী করতে পেরেছি ? ভরসা পেলাম ।


একজন লেখক পাঠকে সব সময় নাকে দাড়ি দিয়ে ঘুরানোর ক্ষমতা রাখে। হুমম, পড়ে মনে হয়েছে কিছু রহস্য ঘেরা গল্প ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: অনেক বড়ো কমপ্লিমেন্ট দিলেন । কৃতজ্ঞতা জানবেন ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

জেন রসি বলেছেন: গল্প জমে গেছে। গল্পে দর্শন, রহস্য সব কিছুরই দেখা মিলছে। এবং ওপার বাংলার গল্প লেখার একটা স্টাইল আছে। সেটার স্বাদও পাচ্ছি। পরের পর্বের অপেক্ষায়।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

আশাকরি পরের পর্বটা তাড়াতাড়িই দিতে পারবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




গল্প হলেও বেশ টাচ আছে ফিলোসফির ।
আমরা সময়কে অনুবাদ করার চেষ্টা করি মাত্র!
যে যার মতো করে করি । গল্পের তিন্নিও করছে সময়ের কাঁটাচেরা - কীগানের সময়টুকুতে ওথেলো ঢুকে পড়লো কোত্থেকে !!!!!! এ নিয়ে তাকে বোধহয় যেতে হবে অনেকটা সময়ের পথ ...............

চলুক .....

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: ফিলোসফক্যাল কিছু লিখবো বলে লিখিনি ।তবে কিছু ধ্যান-ধারণা কিভাবে যেন ঢুকে পড়েছে গল্পের মধ্যে ।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.