নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভুলতে শিখিয়ে দাও......

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩




কবি শাহরিয়ার কবীর-এর তবু মনে রেখো.....কবিতার অনুভবে এই কবিতাটা লিখলাম

ঝড়ের রাতে স্বপ্নিল মায়া-জোছনায় ভেজা হয়নি তোমার সাথে।
হাওয়ার দমকে সাঁকো ভেঙে গেছে
শুধু রয়ে গেছে পোড়া জোছনার গন্ধটা
আর, অক্ষরের সাথে মাত্রার মতো
আমার সাথে রয়ে গেছো তুমি!

অথচ প্রতি মুহূর্তে ভুলতেই তো চেয়েছি তোমায়,
কিন্তু প্রতি ক্ষণে আমার মনোভূমিতে
তোমার বসত পাকা হয়েছে!
আমার তুমুল ব্যস্ততার নিবিড় একাকিত্ব হয়ে
ঝাঁ চকচকে গেরস্থালীর গোপন হাহাকার হয়ে
আলো ঝলমলে সকালে শ্রাবণ-সন্ধ্যা হয়ে
রয়ে গেছো তুমি! শুধুই তুমি!


কবিতার ত্রিসীমানার কাছাকাছি যাইনি কোনোদিন
চোখের জল দিয়ে আলপনা আঁকতে পারিনা
তবে সুদক্ষ অভিনেত্রীর মতো দাম্ভিক-হাসি ছড়িয়ে
তোমাকে ছাড়তে পেরেছিলাম
ছেড়ে বুঝেছিলাম হারানোর কষ্ট কাকে বলে !

আমার হাতের নিস্তরঙ্গ কফির মগও চলকায়
তোমায় হারিয়ে
কিভাবে সাদা পাঞ্জাবিতে কফির দাগ লাগাতে, আনাড়ি তুমি.....
সব, সবকিছু মনে পরে যায়!
এখনও কি তুমি সাদা পাঞ্জাবিই পড়ো?
আচ্ছা, আমি কেনো ভাবছি সেকথা?
কেনো, আজও একখন্ড অবসরের দুপুরে
' নষ্টনীড়ে'র পাতা খুলে বসে আছি?
এই বইটাও তো তোমারই দেওয়া উপহার!

যদিও এসবে, তোমার দোষ নেই একটুও
তবু, তোমার চোখের শূন্যতা দিয়ে একটা যোজ্ঞকূন্ড তৈরী করো
বুকের অপমানের সমিধ সাজিয়ে রাখো সেখানে
তারপর, ঠোটের কোনের উচ্ছিষ্ট হাসির ঘৃতাগ্নি দাও
কেনো জানো?
প্রজ্জ্বলিত যজ্ঞের ঐ লেলিহান শিখায়
আমি, আমাদের এই দূর্বোধ্য প্রেম-কাহিনীর স্মৃতিকে সাথে নিয়ে স্বাহা হতে চাই
একমুঠো শান্তি-ভস্ম হবো বলে!

শোনো, শোনো আমার বিজিত প্রেমিক
তুমি, শুনতে পাচ্ছো কি?
তবে, তোমাকে ভুলতে শিখিয়ে দাও......



কবি শাহরিয়ার কবীর-এর কবিতা--

তবু মনে রেখো.....
আবেগের আয়নায় তোমায় দেখে,ভাল লেগে,ভালোবেসে
ভালোবাসার শীতল পরশ পাওয়ার আশায়,
ভেবেছিলাম ,ঝড়ের রাতে ধোঁয়াশার আঁধার পেরিয়ে
স্বপ্নময় জোসনায় তোমায় নিয়ে যাব,
ভালোবাসার মিলন মেলাতে।

সেদিন শুনেছিলাম,তোমার কৃত্রিম হাসির ভিতরে
লুকিয়ে থাকা তোমার দাম্ভিকতার সুর...
বল কী দোষ দিবে আমায়,আর কী দোষ দেই তোমায়?

সে সুর আজও যে ভেসে আসে কর্কশ শব্দের ন্যায়,আমার কানে
সে শব্দের আওয়াজে নিষ্ক্রিয় হয়ে যাই বারে বারে ....
থাক পরে সে সব কথা, সে সব ব্যাথা, আমারি থাক.....
এখন, হয়তো তোমার ভুলে, নয়তো আমার ভুলে
আমাদের কাহিনী হয়ে গেছে এক অবধ্য প্রেম-কাহিনী!
তবু মনে রেখো.....

মন্তব্য ৬৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব দারুন এক লেখা। ভুলে যাওয়া সহজ নয়।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আপনার দারুন লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসম্ভব ভালো লেগেছে।

কবিতায় মুগ্ধতা।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আপনার ভালো লেগেছে আমারও খুব জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার লেখা কবিতা এখন গবেষণার বিষয়.... =p~


এখন একটু ব্যস্ত আছি আপনার কবিতা পড়তে আবারও আসবো...... :)

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: আপনার লেখা কবিতা এখন ঠিক গবেষণার নয় অন্বেষণের বিষয় । ভালোলাগার অন্বেষণ । :)

আপনার কবিতা পড়তে আসার অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: দুইজনেরটাই ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: মনে হল, একটু টেনে লম্বা করা হয়েছে। অতো'টা না হলেও চলত।

শুভ দুপুর। +।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

নীলপরি বলেছেন: আসলে যা মনে এসেছে লিখে গেছি । এবার ভাববো ।

প্লাসে অনুপ্রাণিত হলাম ।

হুম । শুভ দ্বিপ্রহর । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিকে জিজ্ঞেস করেছিলাম- এত কিছুর পরও মনে রাখতে বলছেন কেন? কবি সদুত্তর দেয় নাই।
এখন দেখি এই কবিতায় ভুলতে শিখিয়ে দেয়ার অনুরোধ করছে! :P

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: সে তো বুঝলাম । তবে আমার কবিতা আপনার কেমন লাগলো সেটা বুঝলাম না । :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:

@মোহেবুল্লাহ অয়ন,

শেক্সপীয়ার বলেছিলেন,“পৃথিবীটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই সবাই অভিনেতা।” :-B

এটা শুধু অভিনয়, অন্য কিছু নয়!! :) :-B এই ধরুণ, রাজ্জাক-শবানার জুটি...... । :-B

এই কবিতা অনুভবে আমিও একটা কবিতা লিখব, অপেক্ষায় থাকুন।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: অপেক্ষায় ছিলাম আপনার আমার এই কবিতাটা কেমন লাগলো সেটা জানবো বলে । তো সেটা বুঝতে পারলাম না ঠিক । :(

তবে ,এবার এই কবিতা অনুভবে আপনার কবিতা লেখার অপেক্ষায় থাকলাম আবার । সেটা পড়বো বলে । :)

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু, খুব ভালো লাগলো আপনার লেখা কবিতাটি।

শুভকামনা রইল

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার মন্তব্য পড়ে খুব অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা নিলাম আর আপনাকেও শুভকামনা ।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি উপভোগ্য আপনাদের কবিতা।

আপনাদের সফলতা কামনা করি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।



সহব্লগার ও কবি শাহরিয়ার কবীর নিশ্চয়ই আপনার মন্তব্যটা দেখবেন ।
আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন আর কবি শাহরিয়ার কবীর-এর হয়েও আপনাকে ধন্যবাদ জানাই ।

শুভকামনা ।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন দুজনকে । চমৎকার উদ্যোগ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!!


অনেক ভালো লাগা নীলপরিমনিকে আর আমার শাহরিয়ার কবির ভাইয়ুকে~!!!!!!!!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

নীলপরি বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!! -- দেখে ভালো লাগলো ।

তবে আপনার অনেক ভালোকে লাইক পর্যন্ত নিয়ে যেতে পারলাম না । কি যেন কম পড়ে গেলো । সেটা ভেবে খারপ লাগছে । :(

তবে আপনার মন্তব্য পাওয়াটাই আমার কাছে অনেক । তাই আবার ভালো লাগছে । :)

আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন আর কবি শাহরিয়ার কবীর-এর হয়েও আপনাকে ধন্যবাদ জানাই ।

শুভকামনা ।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

মলাসইলমুইনা বলেছেন: শারিয়ার কবীরের কবিতাটা পরে মনের ভেতর কষ্টের একটা নীল পড়ি ডানা মেলেছিল, আপনার কবিতা যেন সেই পরীকে বিরহটুকু নিয়ে মনের সারা আকাশটাতে উড়িয়ে দিলো | আপনাদের কবিতা দুটি পরে আমি এখন নীলকণ্ঠ প্রাণ | কবিতার কাব্যিক শুরুটা (প্রথম তিন স্তবক) প্রচন্ড ভালো লাগলো | পরের স্তবকগুলোতে কাব্যের সাথে বাস্তব মিশে (কফি মগের ব্যাপারগুলো) সুন্দর যদিও কিন্তু একটু তাল কেটে গেলো মনে হয় -আই আমি নট শিওর দো | সব মিলিয়ে দুর্ধর্ষ ! আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি | শাহরিয়ার কবীরের চেয়ে এই ধন্যবাদটা আপনি বেশি নেবেন | ওরটা ওর কবিতায় আমি আগেই দিয়েছি | হ্যাটস অফ !!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভাল হয়েছে +++



কবিতা প্রতিক্রিয়া কবিতা দিয়ে দেই। দেখি সময় করে একটা কবিতা লিখব। :)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: প্লাসে উৎসাহ পেলাম । :)

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর প্রতিকবিতাখানি পড়ে সত্যিই মুগদ্ধ হলাম।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

শায়মা বলেছেন: হা হা লাইকের পর্যায়েও চলে গেলাম আপুনি!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: আপনাকে লাইকের পর্যায়ে পেয়ে আমি আহ্লাদিত হলাম দি ।

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

জাহিদ অনিক বলেছেন:

কবিতার লড়াইয়ের পিঠাপিঠি কবিতার নাম দেখে ও পাঠ করে আমার কেবল একটা কবিতার কথাই মাথায় আসছে,

জায়িদ হোসেন তানুর লেখা তোমাকে ভুলতে ভুলে যাই

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: কবিতার লড়াই করতে জানিনা । কবিতা পড়ে যা মনে হয়েছে সেটা কবিতায় প্রকাশ করেছি । আর তা করার অনুপ্রেরণা পেয়েছি আপনাদের থেকেই ।

সরি । জায়িদ হোসেন তানুর লেখা আমার পড়া হয়নি । তবে আপনার কোট পড়ার ইচ্ছে হচ্ছে ।

আপনার মন্তব্য আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলতে পারি না, তারে ভোলা যায় না!" একটা গানের চরণ মনে পড়লো।

ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: বেশ সুন্দর গানের কথাগুলো ।

ভালো হয়েছে শুনে খুশি হয়েছি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

উম্মে সায়মা বলেছেন: বাহ বাহ। ব্লগে দেখি হরদম কবিতার লড়াই চলছে। আপনার কবিতাটি বেশ লাগলো। শুভ কামনা।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: ভালো হয়েছে শুনে খুশি হয়েছি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্রোতের উপরিভাগে যতটা আকর্ষন!
অন্তরস্থ সলিল ধারা ততটাই গোপন!
সকলেই চায় ছলছল কলকল প্রকাশ
নিভৃত প্রবহমানতায় কে কবে পেয়েছ সূখ??

কবিতার জীবনানুভবের গভীরে ভাবতে গিয়ে ভাবনাগুলো চলে এল :)

কাব্য প্রতিকাব্য চলুক:)

+++

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: মুগ্ধ হলাম আপনার কাব্যিক মন্তব্যে ।

ভালো হয়েছে শুনে খুশি হয়েছি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: কবিতার অনুভবে লেখা খুব সুন্দর হয়েছে +++

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম দিকে স্মৃতিচারণ করায় একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে প্রেমিকা হয়ত মনে রাখবে। কিন্তু শেষে এসে বলে কিনা ভুলেই যেতে চায়। :( এ জিনিসটা ভাল লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন !!! দারুন !!!
চীর তরে দূরে সরে যাব
তবু তোমারে দেব না ভুলিতে ____

কবিতায় থাকলে ই হবে এভাবে ।

কবি দ্বয় এর জন্য শুভেচ্ছা !

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।



অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৩

শাহানাজ সুলতানা বলেছেন: দুটি কবিতাই সুন্দর। এই ব্লগে এসে অনেক নতুন অবিজ্ঞতা হলো । ধন্যবাদ বন্ধু

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজন কবিই সার্থক, আমি মুগ্ধ!!!

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।



অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।


২৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার!! দু'জনকে অনেক অনেক শুভেচ্ছা!!!

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনুপ্রাণিত হলাম ।


অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: দুজনকেই শুভকামনা!!

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন:
অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিয়েছি আর আপনাকেও শুভকামনা ।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: নীলপরি আপনার কবিতা যতখানি মনকে আলোড়িত করেছে তার চেয়েও বেশি শিরোনাম
তোমাকে ভুলতে শিখিয়ে দাও......

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: নীলপরি আপনার কবিতা যতখানি মনকে আলোড়িত করেছে তার চেয়েও বেশি শিরোনাম
তোমাকে ভুলতে শিখিয়ে দাও......
--

আর আপনার এই কথায় আমি ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রতিকাব্যে কবে পাচ্ছি ????

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন: আজই ! :)

কি জানি কি হয়
পাচ্ছি শুধু ভয় !:(

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ভয় পাওয়ার কিছু নেই !!!! পোষ্ট কি এখন দিবেন?? :) ..... কিছু সময় অনলাইনে আছি... !!! তারপরে একটু বিজি ... আবার ৯ টার পরে আসবে ।।।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: হুম এখনই দিচ্ছি । মিনিট খানেকের মধ্যে ।

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আবার প্রতিকাব্য ! :D

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: হুম । প্রতিকাব্য দিলাম । সময় পেলে পড়ে দেখবেন ।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: আর, অক্ষরের সাথে মাত্রার মতো
আমার সাথে রয়ে গেছো তুমি!
- এ মাত্রাটা সরে গেলে অক্ষর অশুদ্ধ হয়ে যায়!
আলো ঝলমলে সকালে শ্রাবণ-সন্ধ্যা হয়ে
রয়ে গেছো তুমি! শুধুই তুমি
- খুব সুন্দর!
কিভাবে সাদা পাঞ্জাবিতে কফির দাগ লাগাতে ... চেনা অভিযোগ।
কবিতায় ভাল লাগা + +

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

নীলপরি বলেছেন: লাইন তুলে এতো সুন্দর করে আপনি বিশ্লেষণ করেন যে আমার দীন-হীন শব্দগুলোও সার্থকতা খুঁজে পায় । কৃতজ্ঞতা জানবেন ।

কিভাবে সাদা পাঞ্জাবিতে কফির দাগ লাগাতে ... চেনা অভিযোগ।
তারমানে অভিযোগটা সঠিক করেছি ?

আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: তারমানে অভিযোগটা সঠিক করেছি? - এ অভিযোগটা প্রায়ই শুনে থাকি। চেনা জানা অনেকেই শুনে থাকে।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: হুম বুঝলাম । অভিযোগটা কমন এবং সঠিক । :)

আবার আসার জন্য অনেক ধন্যবাদ স্যর ।

৩৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

কথাকথিকেথিকথন বলেছেন:







যেখানে আক্ষেপ অনুভব মিলে যায় একই রেখায়....শুধু জানা হয় না ওপারের খবর।

ভাল লেগেছে প্রতি কবিতা খেলা ।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

নীলপরি বলেছেন: ওপারের খবর ? --

জানলেও বা কি আসে যায় ? :)

অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



খুবই সুন্দর কথোপকথন! চমৎকার কবিতা! ধন্যবাদ কবি!

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা ,
কিছু কথা মালা নিয়ে গেলাম
স্মৃতির পাতায় জমা করে ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.