নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১




কবি শাহরিয়ার কবীর -এর কবিতার অনুভবে এটা লিখতে চেষ্টা করলাম Click This Link


যোজন দূরের অচিনপুর
নাকি চির চেনা আরশি-নগর থেকে এসেছিলে?
তা আর ভাবিনা! তবে এসেছিলে তুমি!
জোছনা-ভেজা রাতে! বিনা নিমন্ত্রণে!
টের পেয়েছিলাম তোমার আমন্ত্রনের আহ্বান !
তুমি কি বুঝেছিলে আমার শব্দহীন উত্তরর ভাষা ?

জোছনা-নদীতে স্বপ্নতরী ভাসিয়েছিলে
ঝিকিমিকি তারাদের বিমর্ষতাকে এড়িয়ে গেছো!
তোমার আনাড়ি হাত বৈঠা ফসকেছে
ঘুমপাতায় লেখা রূপকথারা
থেমে গেছে!
জ্বলজ্বলন্ত সব চুপকথারা
নিভে গেছে !

চিরকালের অবুঝ তোমাকে
বুঝেছি ঐকান্তিক অনুভবে!
অনিয়ন্ত্রিত তরল তুমি
আমার অনিবারিত আকাঙ্ক্ষা!
সময়কে হারিয়ে দিয়ে
অনিঃশেষ প্রতীক্ষার মাস্তুল!

না জেনেছি হাইকুর হেঁয়ালী
না পেয়ছি অঙ্কের সমাধান
এক যোগ একের যোগফল
এক করতে চেয়েছি আপ্রাণ
আর বিফলতাকেই হাতে পেয়েছি
রিখটারস্কেলে হৃদকম্পনও মাপতে
পারবো না ঠিকই !
তবে ,
সেই কম্পনের অনুরণনে
আমার স্থবির হৃদয়ও
ভূমি-প্রলয়ের মতো কাঁপবে !

আমাদের প্রেমকে অমরত্ম দান করে
তুমি তাকে সমাধিস্থ করেছ!
এখন বিরহ একাকী কিভাবে বাঁঁচবে?
তাই বিরহিনী আমি মিশতে চাই
তোমার হাতে তৈরী সমাধিক্ষেত্রে
তাকে আরো উর্বর করতে!
কেনো জানো?
প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো বলে!

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:



তুমি দেখি যোজন-বিয়োজনে হিসাবে বড় হিসাবি
তোমার কল্পনাগুলো বড় কাল্পনিক.... !!


প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো এর প্রতিকাব্যের ট্রেইলার দিয়ে গেলাম !!! :)


৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

হুম ! ট্রেইলার তো পড়লাম । এখন পুরো ফিল্মের অপেক্ষায় আছি !

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাম!

:)

++++

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: গ্রেটফুল । :)

আপনার দেওয়া প্লাসে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

কয়েক বার পড়লাম, প্রতিকাব্য পড়ে আবারও হৃদয়ের রিখটার স্কেলে ভূ-কম্পন শুরু হয়ে গেল। এখন প্রতিকাব্যে লেখার চেষ্টা করি..... :)


ভাল লিখেছেন +++

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: হুম ! লিখতে থাকুন । তবে প্রতিকাব্যে আবার মিসাইল ছুড়বেন না দয়া করে । :)

আপনার কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ, একরাশ মুগ্ধতা কবিতায়। +++

কবিতার অনুভবে লেখলেখি চলুক।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: লেখায় আপনার মুগ্ধতা দেখে আমি মুগ্ধ হলাম ।

এভাবেই সাথে থাকুন । তবেই লেখা চালাতে । কারণ আপনাদের উৎসাহই আমার চলার পথের একমাত্র পাথেয় ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাম পছন্দ হয় নাই। কবিতা বেশ।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নীলপরি বলেছেন: পছন্দ-অপছন্দের হিসেব-নিকেশে আমি বরাবরই কাঁচা । আর সাহিত্যের পছন্দের মাপকাঠি সম্পর্কে আমার তেমন ধারণা নেই ।
তবে যে কোনো ফিল্ডে সর্বাধিকের পছন্দের তালিকায় থাকার চেষ্টা করা উচিত । সেটুকু জানি । তাই আমিও চেষ্টা করবো ।

কবিতা বেশ
এটুকুই রাখলাম
বেশ-এর রেশ!

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: হায় হায় !!!!!


প্রেম সমাধিতে রক্ত গোলাপ!!!!!! :(

না না এমন সমাধির দরকার নেই!!!!!!!

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: সমাধি তো দিয়ে দিয়েছে দিদি !ইশ , তখন যদি একটু আটকাতেন । আমারও তো সেই একই আক্ষেপ । :(

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মলাসইলমুইনা বলেছেন: এইরে, আবার !!!
(মন্তব্য করার সীমান্তে এসে মুখ থুবড়ে গেলাম | দিনের সময়ের থেকে খানিকটা চেয়ে আবার আসতেই হবে কখনো মন্তব্যটা শেষ করতে |)

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: ঠিকাছে ! আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: ঠিকঠাক সাজানো হয়নি বোধহয় । তবে আবার চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:

কেবল এক্সপেরিমেন্টের জন্য যদি এভাবে কবিতা লেখেন তাইলে ঠিক আছে। তবে এর থেকে আপনার মৌলিক কবিতাগুলো পড়তে ভাল লাগে। এইটাও খারাপ হয় নাই। তবে আর একটু ঘষামাজার দরকার ছিল।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: এক্সপেরিমেন্ট ? -- হুম ! কিছুটা সেরকমই । কিন্তু আপনি এরকম একটা নিক কেনো বাছলেন নিজের জন্য ? পড়তে গিয়ে তো আটকে যাচ্ছি । :(

এর থেকে আপনার মৌলিক কবিতাগুলো পড়তে ভাল লাগে ----- তারমানে আমি কি আপনাকে চিনি ? মনে হচ্ছে !
' আমি চিনি গো চিনি ...............'

যাহোক , আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২০

উম্মে সায়মা বলেছেন: এটাও খুব ভালো হয়েছে। চলুক.... ++++

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল কবিতা।+++

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সাহিত্যে পছন্দের মাপকাঠি আছে কিনা জানা নেই। আমি নিজস্ব মতামত দিই।

সর্বাধিক পছন্দের তালিকায় থাকলে কী হয়?

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: ব্লগটা আমার খোলা ডায়েরী ।খোলা আছে পাঠকের জন্যই । শুধু আমি কেনো , বেশীরভাগের কাছেই বোধহয় তাই ! নাহলে নিজে লিখে শুধু নিজেই পড়া যেত ।

সর্বাধিক পছন্দের তালিকায় থাকার চেষ্টাটা ২০০০ বছর বা তার আগেই শুরু হয়ে গিয়েছিল । শুরু করেছিলেন মহাকবি ব্যসদেব । চারটে বেদকে একটা মহাভারতে রূপান্তরিত করে । কারণ বেদ শুধু উচ্চবর্গীয়রাই পড়তো ।এনারাও যে সবকিছু বুঝত ,তাও নয় । কিন্তু সেই ফিলোজপিকে সাধারণের বা সর্বাধিকের কাছে পৌঁছনোর ( আরো বিষদে বললে মানুষের যোগাযোগ করতে ) জন্য ব্যসদেব মহাভারত লিখলেন । আর মহাভারত পছন্দ হয়েছিল বলেই মানুষ তা আজও বারবার পড়ে এবং পড়বে ।

এই রে , আমার উত্তরটা দেখি আয়তনে মহাভারতের কাছাকছি চলে গেলো । :)

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

জাহিদ অনিক বলেছেন:


কবিতা জমে উঠেছে !

দুইজনেই বেশ পাকা হাতে খেলছেন আপনারা !


প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো এই অভিমানী কবিতার জবাবে কি বেহিসেবী কবিতা নিয়ে হয় কবি কবীর সাহেব সেটাই দেখার পালা


০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার চেয়ে কবিতার নামটাই বড় বেশি সুন্দর।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


প্রেম সম্পর্কিত কবিতা, শুধু কল্পনার জগত

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: ঐ কল্পনাটুকুই সম্বল ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

জেন রসি বলেছেন: রোমান্টিক। :)

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

নীলপরি বলেছেন: আপনার মতো কবি রোমান্টিক বললো বলেই এটা রোমান্টিক হোলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতা পড়ে,
ভালোবাসা তো এমনই হওয়া উচিৎ ,


শুভকামনা রইল।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: সবসময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




মোটামুটি লাগলো । তবে কিছু কিছু রূপকালঙ্কার ভালো হয়েছে ।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২০| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

কাজেরছেলে বলেছেন: ুগ্ধ হয়ে গেলাম , অনেক ধন্যবাদ লেখককে .।।।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর নীল কষ্টের কবিতা | আপনার কবিতা পড়ে আমি নীলকণ্ঠ হলাম,নীলপরি !!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: শুনে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২২| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা তো আমি পড়েছি ,কিন্তু কিছুই বলা হয়নি দেখছি !!

জমজমাট উত্তর প্রতিউত্তরে শুভেচ্ছা নীলপরি

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

নীলপরি বলেছেন: প্রতিউত্তর তো আমি বোধহয় একঘেয়ে টাইপ দেই । তাও আপনি পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: নীলপরির নীল কষ্টের প্রতীক হিসেবে প্রেমসমাধিতে রক্তগোলাপ ফুটে থাকবে, ভাবনাটা খুব সুন্দর। কবিতায় তার অভিব্যক্তিও ঘটেছে চমৎকারভাবে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:




সমাধি থেকে আবারও প্রেমের জন্ম যা থাকবে চিরকা্ল.... আক্ষেপ এবং দীর্ঘশ্বাসের শেষ স্তরে চলে এসেছি মনে হচ্ছে !

কবিতার প্রতি অনুভব মিলছে ভাল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । প্রেম চিরস্থায়ী ।

আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

এফ.কে আশিক বলেছেন: দারুন সব কবিতা মিস করে গেছি...
কবি শাহরিয়ার ভাইকে আগে থেকেই অনুসরণ করিছিলাম, এখন থেকে আপনাকেও অনুসরণ করবো...
আপনাদের কবিতার যৌথ খামারে এখন থেকে আমার নিয়মিত আসা-যাওয়া থাকবে...
শুভ কামনা দু’জনের জন্যে.....

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম
এবার যাচ্ছি সেখানে
কবিদের পিছনে পিছনে ছুটছি
বেশ ভালই লাগছে ।

শুভেচ্ছা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: আপনার কথায় আমি আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.