নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

পারুর চোখে বাঁধহীন খরস্রোতা

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪



কবি শাহরিয়ার কবীর- এর কবিতার অনুভবে লেখার চেষ্টা করলাম Click This Link


কথার আওয়াজে প্রবল শব্দদূষণ
হৃদয় নিংড়ানো লিপিতে লিখেছি নীরবতার চিঠি
সেই নীরবমূখরতা তুমি পড়োনি আজও!

যোজন -বিয়োজন করতে শিখলাম কোথায় বলো?
যন্ত্র হয়ে যন্ত্রণা থেকেই রেহাই পেতাম তবে !
পারিনি বলেই তো কল্পনাতে খুঁজি আশ্রয়!

পাশে-পাশে থেকেও একসাথে থাকা হয় না কারো কারো !
দূরে থেকেও সাথেই থাকো প্রতিক্ষণ
হারিয়েছি আমি মনের দখলদারী!

না না। আমি হতে চাই না বনলতা সেন
চাই না হতে ইজাবেলা কিংবা নীরা!
আমি তো শুধুই আমার মতো হতে চেয়েছিলাম
এখন দেখছি না চাওয়াটাই ছিল ভালো!

আমার মণিকর্ণিকায় শুধুই তোমার প্রতিচ্ছবি
সেই প্লাবনে চোখ ছলাৎছল
বয়ে যায় বাঁধনহারা আবেগজল!
ডানাহীন সে জল ইচ্ছে পেখম মেলে
গেছে আজ মেঘের দেশে চলে
তোমার আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেবে বলে!

তোমরা যারা দেবদাসের জন্য ফেলছ অশ্রুজল
তাদের বলছি শোনো
একবার চেয়ে দেখো
প্রেমসমাধিতে বৃষ্টি পড়ছে
ঝিরিঝিরি ঝরোঝরো!

পারুর চোখে বাঁধহীন খরস্রোতা!


ছবি : নেট থেকে নেওয়া

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

দুঃখের অশ্রু বিনিময়ে এ কেন---এ লুকোচরি?
অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে আমকে গ্রাস করে চলেছে,
হৃদয় ঝলসানো কষ্ট নিয়ে আজীবন রচনা হয়ে থাকবে,
আরেক প্রেম-কাহিনী ।


হুম, পড়লাম!!!!!!! :) আমার প্রতিকাব্যের ট্রেইলার দিয়ে গেলাম। :) এখন মুক্তির অপেক্ষায় !!!!! :)

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: সাথে সাথে ট্রেইলার লেখা হয়ে গেলো ? আপনি আগের জন্মে কোন কবিয়াল ছিলেন বলুন তো ? কে জানে কোন জাতিশ্বর কবির সাথে কবিতা লিখছি ............ :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: দুই কবিকেই শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: শুভেচ্ছা নিলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


মৌলিক ভাবনা থেকে মৌলিক বিষয়ের উপর লিখুন।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: এটাও মৌলিক ভাবনা ! :)
কেউ উল্লেখ না করলে বোধহয় বোঝা যাবে না প্রতিকাব্য ।কারোরটাই ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার লেখা কবিতা খুব সুন্দর। বরাবরের মত খুব খুব সুন্দর হয়েছে কবিতা। +++

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

সাথে সাথে ট্রেইলার লেখা হয়ে গেলো ? আপনি আগের জন্মে কোন কবিয়াল ছিলেন বলুন তো ?


হাঃ হাঃ হাঃ..... না-না, জন্মান্তর বিশ্বাস করি না। আর এ প্রশ্নের দিকেও যেতে চাচ্ছি না। আমার চোদ্দগুষ্টিতে কেউ কবি ছিল না।তবে, আমার নানা ও দাদা ভীষণ মেধাবী ছিলেন।হয়তো, নানা ও দাদার প্রভাব !!! কিন্তু তাদের ভাল কাজগুলোর প্রভাব লাগেনি, লাগলে এতোদিনে আরো ভাল কিছু করতুম। আমি খালি আমার বাবা-মার অন্ন ধংসের কাজে নিজে নিয়েজিত রেখেছি। এতোটুকু আমার পরিচয় , খাঁটি বাংলায় বলতে গেলে তার ফলাফল দাঁড়ায় ““““একজন বাউন্ডুলে””” :-B :)

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

নীলপরি বলেছেন: এখন দেখি নিজের ঢাক নিজেই বাজায় ? আপনি উল্টোপথে হাঁটছেন ?

তবে আপনি ভালো কবি । ঢাক বাজানোর প্রয়োজন নেই ।
শুভকামনা । :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: হুম, ভালো হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: শুনে বেশ খুশি লাগছে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা গড়েছেন, ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

উম্মে সায়মা বলেছেন: না না। আমি হতে চাই না বনলতা সেন
চাই না হতে ইজাবেলা কিংবা নীরা!
আমি তো শুধুই আমার মতো হতে চেয়েছিলাম

খুব সুন্দর লিখেছেন.....++

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

নীলপরি বলেছেন: শুনে বেশ খুশি লাগছে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মলাসইলমুইনা বলেছেন: পারুর চোখে বাঁধহীন খরস্রোতা নদীর (?) মতো কবিতায় আমার ভালোলাগাও হলো যেন খরস্রোতা নদী |

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার ব্রেইনটা কিছু ধার নিতে পারতাম, বেশ কিছু কালজয়ী কবিতা লিখে ফেলতাম।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: ব্রেইন বলে যে আমার কিছু নেই ! বোকা একটা মন আছে যা থেকে এসব হাবিজাবি লেখা বের হয় । আপনারা পড়েন বলে তা কবিতা হয় । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: বেশ লিখেছেন আপি!:)

++

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন দেখি নিজের ঢাক নিজেই বাজায় ? আপনি উল্টোপথে হাঁটছেন ?

তবে আপনি ভালো কবি । ঢাক বাজানোর প্রয়োজন নেই ।


পারু!!! :) এখনো কী কল্পনায় আছেন ? না বাস্তবে আছেন?

প্রতিটি মানুষের তার সীমাবদ্ধতা সমন্ধে জ্ঞান রাখেন; আমিও আমার সীমাবদ্ধতা সমন্ধে জ্ঞান রাখি। হুমম... আমি মহা কবি ।। :) :) এখন, এতো খ্যতি কোথায় রাখি । :)

নিবোধ বলিয়া দূরে দিলে ঠেলিয়া
ওরে আমার জরিনা !!!
হয়ে গেল দু লাইন কবিতা ।
আমি হলাম এই মাকা কবি ।। =p~





০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

নীলপরি বলেছেন: আমি সবসময় কল্পনাতেই থাকি ।

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

দীপংকর চন্দ বলেছেন: মনছোঁয়া!!!

শুভকামনা অনিঃশেষ কবি।

ভালো থাকবেন। সবসময়।

পাশে-পাশে থেকেও একসাথে থাকা হয় না কারো কারো !

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন...
শুভ কামনা... কবি।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

জাহিদ অনিক বলেছেন:


শব্দের ঝংকার ভাল লাগলো

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

নীলপরি বলেছেন: অনেক কৃতজ্ঞতা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মানিজার বলেছেন: আপনার কবিতাটা সুন্দর হয়েছে । তবে ছবিটা দেখার পরে ব্লগের চুলাচুলির কথা মনে পড়ে গেল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লেখা , খুব ভাল লাগল।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন পেয়েও দু:খী আরেকজন হারিয়ে

সমবেদনায় তাই দেবদাস এগিয়ে ;)

পারুর চোখে বাঁধহীন খরস্রোতা - একে কি সূখের দু:খ বিলাস বলবো? :P
হা হা হা

কবিতায় মুগ্ধতা
+++++++++

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

নীলপরি বলেছেন: সমবেদনায় তাই দেবদাস এগিয়ে -- ?

কথাটা সখিকে বলে দেবো কিন্তু । তারপর আপনার অসাধরণ কবিতা গুলোর সখি কি করে দেখবেন । তখন যেন আবার আমাকে দোষ দেবেন না ।

কবিতায় আপনার মুগ্ধতা দেখে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





এই লেনাদেনার প্রেম খেলা খেলতে খেলতে প্রেম যেন আরো প্রবল হচ্ছে !!
কবিতা ভাল লেগেছে ।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.