নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

চিরন্তন

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০





কবি শাহরিয়ার কবীর-এর কবিতার অনুভবে লেখা Click This Link


আমি, তো তোমার শব্দহীন বাঁশির সুর শুনতে পাই
আমার নিশ্চুপ কথাকলির আর্তনাদ
তুমি কেনো পাওনা শুনতে?
কেনো নীরবতার প্রাচীরকে তছনছ করতে পারো না?
তবে তো দেখতে পেতে নিঝুম-জোনাকির আলো!
বুঝতে পারতে সে আলোর ভাষা!

হরিণ যদি শরবিদ্ধ হয়
তবে চঞ্চলা হরিণীও নিথর হয়ে যায়!
এর নাম সম্পর্ক! প্রেম!
তুমিই তো প্রেমকে অমরত্ব দিয়েছিলে
তবে শেষের ঠিকানা কেনো খোঁজো?
সম্পর্ক তো চিরন্তন
বন্ধুত্বে বা বৈরিতায়
মিলনে বা বিচ্ছেদে
সম্পর্ক রয়ে যায়!

চিরকালের অবুঝ তুমি
তাই, আজ তোমার শর্তে তোমাকে জেতাই
কারণ জেতার স্বাদ বুঝতে গেলে
হারাতে সেই আমাকেই হবে!

যতক্ষণ থাকবো আমি
ততক্ষণই থাকবে তুমি!

মন্তব্য ৬৩ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ! দারুন লিখেছেন তো ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: বেশ ভালই লাগল কবিতা ।
পাঠে মুগ্ধ ।
এগিয়ে চলুক কথার পিঠে কথা
দেখে যাব সকল প্রকারের চমকতা ।

শুভেচ্ছা রইল ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যটাও আমার খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

জাহিদ অনিক বলেছেন:



বাহ !
শব্দহীন নির্বাক প্রেমের অবুঝ অথচ তীব্র ভাষা যা সকলের ধরাছোঁয়ার বাইরে কেবল বুঝতে পারবে কেবল একজন, দুজন নয় !
সে শব্দের স্রোত বয়ে যাবে আজীবন;
যার কূলকূল ধ্বনি শোনা যায় কান পেতে;
সেই চিরন্তন স্নিগ্ধ কবিতায় মুগ্ধতা রইলো।


আমি, তো তোমার শব্দহীন বাঁশির সুর শুনতে পাই
আমার নিশ্চুপ কথাকলির আর্তনাদ
তুমি কেনো পাওনা শুনতে?
- সে কেন শুনতে পায় না এই প্রশ্নের উত্তর পেলে আমাকে জানাবেন নীলপরি আপু।
অনেক রাত জেগে একা একা ভেবেছি শব্দগুলো কেন আমি কেবল আমি একাই শুনতে পাই, সে কেন শুনতে পায় না?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: সে কেন শুনতে পায় না এই প্রশ্নের উত্তর তো আমারও সঠিক জানা নেই । তবে মনে হয় কারো হৃৎপিন্ড নিংরানো দীর্ঘশ্বাস না পড়লে তার বাঁশিতে সুর । ঐ যে কবি বলেছেন ' মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান । ' সেটাই সত্যি ।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ব্লগের প্রেমের কবি হয়ে যাচ্ছেন ক্রমেই

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: অনেক বড়ো কমপ্লিমেন্ট দিলেন স্যর ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আখেনাটেন বলেছেন: সম্পর্ক চিরন্তন।


অনেক পশ্চিমারা ছাড়াছাড়ির পর নিজের সাবেক প্রেমিকা বা বউকেও চিনতে পারে না। :P

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: শুধু পশ্চিমাদের দোষ এখন আর কি দেওয়া যায় ? প্রাচ্যেও এমন মানুষের অভাব নেই বোধহয় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:


চিরকালের অবুঝ তুমি
তাই, আজ তোমার শর্তে তোমাকে জেতাই
কারণ জেতার স্বাদ বুঝতে গেলে
হারাতে সেই আমাকেই হবে!
:)


কবিতা ভালো হয়েছে +++





১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনেক উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ্! অনুভবের কবিতায় মুগ্ধ! লিখতে থাকুন। আমরাও স্বাদ নিতে থাকি একের পর এক!

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

উম্মে সায়মা বলেছেন: আমি, তো তোমার শব্দহীন বাঁশির সুর শুনতে পাই
আমার নিশ্চুপ কথাকলির আর্তনাদ
তুমি কেনো পাওনা শুনতে?

উত্তর অজানাই রয়ে যায়.... গভীর অনুভবের কবিতা। খুব সুন্দর প্রতিউত্তর হয়েছে। শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: জেনে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ দুই চরণে সুন্দর আশা ব্যক্ত করেছেন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: আপনি নোটিশ করেছেন দেখে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

এফ.কে আশিক বলেছেন: দারুন হয়েছে...
শুভ কামনা কবি...

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সম্পর্ক তো চিরন্তন। বেশ সুন্দর একটা কথা।

পাঠে মুগ্ধতা। খুব সুন্দর একখানি কবিতা +++++

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: কবিতয় আপনার মুগ্ধতা আমায় উৎসাহিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হায়! এই দুই ছোঁড়া-ছুঁড়ির কবিতা ছোড়াছুড়ির শেষ কোথায়!

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: আপাতত সেটা সহব্লগার কবীর জানেন যে উনি এটার প্রতিকাব্য লিখবেন কিনা ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

মলাসইলমুইনা বলেছেন: আমার মন্তব্যটা গন কেমন করে হলো? আমিতো সেই কখন মন্তব্যটা করলাম ! যাক অবিশ্বাস্য সুন্দর প্ৰথম লাইন থেকে শুরু করে ঋজু কিন্তু খুবই দৃঢ়তার সাথের শেষ লাইন পর্যন্ত কবিতা অসম্ভব ভালো লাগলো | মনে হলো যে কথাটা যেখানে, যে লাইনটা যেখানে থাকার কথা পুরো কবিতায় সবকিছু তেমনি আছে ঠিক ঠিক | আদ্যন্ত ভালো লাগলো কবিতা |

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্পর্ক তো চিরন্তন
বন্ধুত্বে বা বৈরিতায়
মিলনে বা বিচ্ছেদে
সম্পর্ক রয়ে যায়!
সুন্দর!!

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: আপনি কবিতা সুন্দর বলায় উৎসাহিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কথাকলির আর্তনাদ কিংবা আলোর ভাষা নয়তো হরিনীর নিথর দেহ, এসব কিছুতে নয়!!

এর চেয়ে বরং আমার ভালোলাগাটা প্রকাট আকার ধারন করেছে এই লাইন চারটে পাঠে!!

সম্পর্ক তো চিরন্তন
বন্ধুত্বে বা বৈরিতায়
মিলনে বা বিচ্ছেদে
সম্পর্ক রয়ে যায়


++

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: লাইন গুলো কোট করে আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠে মুগ্ধতা।

ভাল লাগল কবিতা +++++

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নিদারুণ অনুভব!

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: ওটাই মুশকিল !অনুভব ! যন্ত্রেরাই ভালো থাকে ! :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপু, দারুণ কিছু কথা বলেছেন। মুগ্ধতা রইল অনুভবে।

চলতে থাকুক এমন কবিতার অনুভবনীয় কবিতা

শুভকামনা সবসময়

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: বরাবরের মতো আপনার মন্তব্য আমাকে উৎসাহ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো । সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



যদিও কবিতা ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় কবিতার পিঠে কবিতাগুলো লেখার কারনে আপনার আসল কবি সত্তা হোচট খাচ্ছে কোথাও । বিষয়ে নতুনত্বের কথাকলি ঝলসে না উঠলে পাঠকেরা শরবিদ্ধ হতে পারেন । ছকে বাঁধা প্রাচীরকে তছনছ করে দিতে পারেন না !
আমার এমন কথাতে বৈরী হবেন না আশা করি ।
শুভেচ্ছান্তে ।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

নীলপরি বলেছেন: বৈরী হওয়ার কোনো প্রশ্নই আসে না । আমিও সেরকমটাই ভাবছিলাম । :)
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত হয়ে লজ্জা দিবেন না আপু, আমরা সবাই ব্যস্ততার ফাঁকেফাঁকে ব্লগিং করি। এমনটা ব্যাপার না।

২২ নং মন্তব্যে গুরুত্ববহন করছে, ভেবে দেখার মতো।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম ।

অনেক ধন্যবাদ ।

হুম ! আমিও ২২ নং মন্তব্যের সাথে একমত ।

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

একটি বালুকণা বলেছেন: //
ছুঁয়ে গেল

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার আবৃতি ও কবিতা!

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: "যতক্ষণ থাকবো আমি, ততক্ষণই থাকবে তুমি" - প্রেমের অলঙ্ঘনীয় এ প্রতিশ্রুতি এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেয়।
সম্পর্ক তো চিরন্তন
বন্ধুত্বে বা বৈরিতায়
মিলনে বা বিচ্ছেদে
সম্পর্ক রয়ে যায়
-- চমৎকার! অনেকেই এ ক'টা চরণ ভাল লেগেছে বলে উদ্ধৃত করেছেন। আমিও।
কবিতায় ভাল লাগা + +

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
ঠান্ডায় কান-টান জমে গেসে, সেজন্য শুনতে পাইনা :P

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: ঠান্ডায় কান-টান জমে গেলেও অসুবিধা নেই । মন তো ঠিক আছে । এই যে মনে করে আমার লেখা পড়তে আসলেন ,এটা আমাকে ভীষণভাবে উৎসাহ দিল ।
অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু....?
অনেকদিন আপনার নতুন পোষ্ট নাই দেখছি!!!
সুস্থ সুন্দর কাটুক আপনার সময়গুলো এমন কামনা সবসময়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: খুব একটা ভালো নেই । একটু অসুস্থ । খোঁজ নিলেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

আপনি কেমন আছেন ।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

জেন রসি বলেছেন: বেশ। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: শুনে আমিও বেশ খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

আব্দুল্লাহ আল তানিম বলেছেন: সেই খুব ভালো হইছে......

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আব্দুল্লাহ আল তানিম বলেছেন: ওকে আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.