নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি , কিছু কথা ( একটি ফাঁকিবাজি পোষ্টের প্রয়াস :| :|| )

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

কিছুদিন অলসতা আমায় পেয়ে বসেছে । সেই সাথে সুস্থতা থেকেও একটু দূরে আছি ! :( কিন্তু আপনাদের থেকে বেশীদিন দূরেও থাকতে পারিনা । তাই এই পোষ্টের প্রয়াস।


১)



২)


আমাকে ভুলেছ তুমি
নিদারুণ নির্দয় চিত্তে
আর আমি ?
তোমায় ভোলার জন্য
যতবারই দয়াবানের কাছে
দয়াভিক্ষা চেয়েছি
তুমিই এসেছ শুধু
আমার স্মৃতির বৃত্তে!



৩)



এই প্রসঙ্গে আপনাদের মতামত কি ? জানার ইচ্ছে রইলো

৪)





অন্যদের নিয়ে মজা করে
কতটা আনন্দ পেয়েছ তুমি ?
তবে , তোমার নিজস্ব আনন্দ
ছিল না কিছুই নিশ্চিত
তাই দুঃখ করি আমি !


৫)



এটা আমার কাছে বাস্তব ! সত্য ! কখনোই ঈশ্বরের সংকেত বুঝতে পারি না । :( কিন্তু এতে দোষ কি পুরোপুরি আমার ? এমন বুদ্ধু করে উনিই তো বানিয়েছেন আমায় । আপনারাই বলুন ?



৬)




পেটের ক্ষিদে আর চোখের জল
সবাইকে যে দেখাতে নেই
সবার কাছে দুঃখ বোঝার
আছে কি মন সেই ?

৭)


সবকিছুকে অস্বীকার করে
আসলে তুমি সবই স্বীকার করলে
কারণ , না বলতে গেলেও তো
একটা হ্যাঁ প্রয়োজন হয় ।






বোকা আর কাকে বলে ? #:-S


৮)



একমাত্র সত্য

৯)



ইচ্ছে-ভেজা সম্পূর্ণ জগৎটা
পাবোনা , তা জেনেছি
ইচ্ছেদের বশ মানাতে
আজ ,শিখেছি
অপূর্ণ জগৎটাকেই তাই
পরিপূর্ণ মেনেছি!

১০ )



ঘুম তো চোখে এমনিতেই আসে
স্বপ্নকে নিজেরা তৈরী করি!

১১)




যে সময়গুলো একসাথে কেটেছে
সেগুলো তো চলে গেছে
কেনো জানিনা
স্মৃতিগুলো শুধু ফেলে গেছে ।

জবাব দেওয়ার জন্য সবাই সব জায়গায় রেডি থাকে --

ইঁয়াদে তো বাস বাহানা হ্যায়
তেরে দিল মেঁ হামারে লিয়ে হ্যায় প্যায়ার
খুদা কো তুঝে বাস এহ বাতানা হ্যায়

স্মৃতি তো শুধুই ছল
তোর মনে আমার জন্য
আছে শুধুই প্রেমের গান
মহান খোদা একথাই
তোকে বলতে চান!


১২)


আপকে ইশক কা সুরুর দেখি্য়ে
সারাদিন খোয়ে-খোয়ে সে রহেতে হ্যয়
চেহেরা কই ভি নজর আয়ে
তসবির আপকে হি বুনতে রহেতে হ্যয় --

তোমার প্রেমের জাদু দেখো
দিনভর আনমনা থাকি
যাকেই দেখি না কেনো
তারমধ্যে তোমার ছবিই আঁকি


বেশ , তবে জবাবও তৈরী --

আমার ছবি আঁকার থেকে তো
আমাকে খুঁজে নিলেই ভালো করতে
কারণ , তোমাকে হারিয়ে বুঝেছি
হারানোর কষ্ট কাকে বলে ।


বিশেষ অনুরোধ -- এই হাবিজাবি পোষ্ট দেখে কেউ রাগবেন না প্লিজ । নিজগুণে ক্ষমা করে দেবেন ----

quote courtesy -- mine

মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগ করলাম না; নিজ গুণে দিলাম ক্ষমা করে।
পোস্টটা কিন্তু ভাল্লাগছে। চমৎকার কিছু দর্শন পাওয়া গেলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মতো কবির কাছ থেকে এমন উৎসাহপূর্ণ মন্তব্য আমারও পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: আমিও ভাবছিলাম কদিন ধরে আমাদের নীলপরির হলোটা কি ! অপুর্ব অপুর্ব শায়েরী নিয়ে এসেছেন যা মনকে ব্যাথায় ভারাক্রান্ত করে তুললো । বিশেষ করে এক ছয় আর সাত। প্রথম ভালোলাগাটি তাই দিয়ে গেলাম ।
+

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নীলপরি বলেছেন: আপনি আমার কথা ভেবেছেন শুনেই আমি আপ্লুত হলাম । আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: বন্ধু ,আপনাকে নিজগুনে ক্ষমা করে দিলাম। :) :)




অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম,কেমন আছেন?

আবারও ফিরছি......

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: একটু বেটার আছি বন্ধু ।

ধন্যবাদ । :)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখাগুলো পড়লাম। হিন্দি লেখা পড়তে পারি, হিন্দি বলতে পারি, অর্থ তো বুঝতে পারিই কিন্তু লিখতে পারি না। খুব সুন্দর কিছু ভাবনা তুলে ধরেছেন। ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

ধ্রুবক আলো বলেছেন: ওরে বাবারে, এতো পুরো দার্শনিক টাইপ। যাক, সামু থেকে একজন দার্শনিক পাওয়া গেলো !

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: এই রে , দার্শনিক টাইপ ? লজ্জ্বা পেলাম যে । #:-S তবে বেশ ভালোও লাগলো । অনুপ্রাণিত করলো ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।:)

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মলাসইলমুইনা বলেছেন: আপনি ব্লগে না থাকলেও আহ্নিক গতিতে পৃথিবী ঘুরছেই | সবকিছুই ঘুরছে মানে নিজের কাজ নিজে করেই চলছে | ওতে ছন্দপতন হয়নি কোনোই | এতো মহাকাশীয় কারণ দিয়েতো আর আমাদের জীবন চলে না তাই আমাদের খানিকটা ঝামেলা হয়ে যায় আর কি ব্লগে আপনি অনুপস্থিত থাকলে | এই যেমন শারিয়ার কবিরের সাথে আপনার কবিতার উত্তর প্রতিউত্তরে মন্ত্রমুগ্ধ থাকা হয় না | এই ছোটোখাটো না পাবার ঝামেলাগুলো বড়োসড়ো ঝামেলা পাকায় আর কি ! যেমন আপনার কিছু ছবি কিছু কথা দিয়ে ফাঁকিবাজি পোস্টগুলো পাওয়া না গেলে ব্লগে মন না ভরে খালি খালিই থাকে | এ'রকম ছোট খাটো সমস্যা হতে থাকে আপনার অনুপস্থিতিতে | নিজগুনে নয় আপনার লেখার গুনেই আপনি মাফ পেয়ে এ যেতে পারেন -মানে গেলেন আর কি | ও আরেকটা কথা, তিন নাম্বারের দ্বিতীয় কথাটা পড়ে আমেরিকান ঔপন্যাসিক ড্যানিয়েল স্টিলের একটা কথা মনে পড়লো (তার ১৯৭৮ উপন্যাস "দ্যা প্রমিস"-এ বলেছেন) "লাভ ইস এ প্রমিস, নেভার টু সে গুডবাই" | আমার মনে হয় আপনি যা বলেছেন সেটা এটার কাছাকাছিই হবে | আমি ভালোবাসা সম্পর্কে তাই ভেবে এসেছি সবসময় | ফাঁকিবাজি পোস্ট এরকম আরো দিন বন্যাধারায় কোনো অসুবিধা নেই |

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । "দ্যা প্রমিস" -- পড়া হয়নি । কোটটা শুনে পড়তে ইচ্ছে হচ্ছে । ভালো একটা লেখার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ।

আমার লেখা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।:)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ফাঁকিবাজি নয় কিছু ছবি , কিছু কথা নিয়ে বলে গেছেন অনেক কথাই ।

সবটা পড়ে মনে হলো, জীবনের কোনও একটা সময়ে শেষ সীমানায় পা পড়ার পরে আমরা আর যাবো কোথায় ? শেষ আকাশে ডানা মেলার পরে পাখিরা আর উড়বে কোথায় ? বাতাসে শেষবারের মতো শ্বাস টানার পরে এ অরণ্যকুল যাবে কোথায় ? পৃথিবী যখন সীমিত হয়ে যায় তখনই মনে হয় এমন কথারা কথা কয়ে যায় !
তাই আপনার শের ও কোটগুলোর কিছু কিছু সমার্থক শের ও জবাব না দিয়ে থাকা গেলনা ------

২ নম্বর ও ৭ নম্বরের জন্যে --
হোয়াই এ্যাম আই এ্যাফ্রেইড টুলুজ য়্যু হোয়েন য়্যু আরন'ট নট ইভেন মাইন ..।
[ কেন যে আমি তোমাকে হারানোর ভয় করি যখোন তুমি আমার ছিলেই না ! ]

৩ নম্বরের উত্তর --- তোরনা হোঁতা তো রিসতে হম না বনাতে
উমিদ না হোঁতি তো সপনে হম না সাজাতে ,
এতবার কিঁয়া হ্যাঁয় হমনে আপ কি ওয়াফা পে-
ভরসা না হোঁতা তো আপনা দিল কা হিসসা ন বানাতে ...


৫ নম্বরের জবাবে --
গালীব শরাব পীনে দে মসজিদ মে বৈঠ কর ,
ইয়া ওহ জগাহ বাতা জাহাঁ খুদা নেহি।

[ গালীব কে মসিজেদ বসেই পান করতে দাও
নয়তো ঐ ঠিকানা বলো- যেখানে খোদা নেই।]

৮ নম্বরের প্রতিস্থাপন ---
দিল হি তো হ্যায় নহ্‌ সঙ্গ-ও-খিশৎ, দরদ সে ভর নহ্‌ আয়ে কিউঁ ?
রোয়েগে হম হগজার বার, কোই হমে রুলায়ে কিউঁ ?

[ এ যে মানুষের হৃদয়, ইট পাথরের নয়, ব্যথায় ভরে যাবেনা কেন ?
আমি হাজার বার কাঁদবো, কেউ আমায় কাঁদায় কেন ? ]

আর বড় করবোনা , কারণ ---------------
বড়া শওক ছে শুন্ রহা থা জমানা
কহ্ ই শো গ্যায়ে হম্ দাস্তা কহ্‌তে কহ্‌তে ।

[ খুব মন দিয়ে পৃথিবী আমার কাহিনী শুনছিলো
কিন্তু আমিই যে ঘুমিয়ে পড়লুম কাহিনী বলতে বলতে .....]

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা অনেকবার পড়লাম । আপনার কাছ থেকে পাওয়া চিঠিগুলোর মধ্যে এটা আমার অন্যতম প্রিয় চিঠি হয়ে থাকবে ।

' হোয়াই এ্যাম আই এ্যাফ্রেইড টুলুজ য়্যু হোয়েন য়্যু আরন'ট নট ইভেন মাইন ..।' -- এই কোটটা খুব ভালো লাগলো ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।:)

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

কুঁড়ের_বাদশা বলেছেন: নীলপরী আপু,এতো সুন্দর করে লিখেন কিভাবে? আমি আপনার একজন নিয়মিত নীরব পাঠক। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: আপনি আমার নিয়মিত পাঠক শুনে খুশি হলাম ।
তবে নীরব হয়ে থাকবেন না প্লিজ । সরব হয়ে যান । কারণ আপনাদের সরবতাই আমার একমাত্র অনুপ্রেরণা ।

ধন্যবাদ । :)

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০

কুঁড়ের_বাদশা বলেছেন: নীলপরী দিদি, ১২ নাম্বার ছবিতে হিন্দি বুঝতে আমার জিন্দিগি শেষ হয়ে গেল। :P

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: তবে আমি তো নীচে বাংলায় লিখে দিয়েছি । অসুবিধার জন্য দুঃখিত ।

যাক ,তাও পড়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।:)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: এটা যদি কোন প্রতিকব্যে হতো,তাহলে এর প্রতিকাব্যে লেখা আমার জন্য মুশকিল হয়ে যেত। লেখা হাবিজিবি হয়নি বরং ভালো লিখিছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: বন্ধু , মুশকিল যে হোতো না মোটেই , আপনার লেখা প্রতিকাব্যৌলোই তার প্রমান ।

আবার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । :)

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবগুলোর উত্তর দিলেতো আরেক পোষ্ট হয়ে যাবে!!!

কি করি! কি করি!!!! :P

পোষ্টে +++++++ দিয়া যাই ভাবিতে বসি ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

নীলপরি বলেছেন: কি করবেন ? আরেকটা পোষ্ট দিয়ে দিন । আপনার উত্তর শুনতে খুবই আগ্রহী আমি । কারসণ আপনার কলম থেকে যে সোনা ঝরে সেটা আমরা সবাই জানি ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা । :)

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা যদি কোন প্রতিকব্যে হতো,তাহলে এর প্রতিকাব্যে লেখা আমার জন্য মুশকিল হয়ে যেত। লেখা হাবিজিবি হয়নি বরং ভালো লিখিছেন।


এটা যেহতু সবজনীয় পোষ্ট তাই আমি কিছু লিখবো না !!! :)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: আরে , এখানে কোনো নিয়ম আছে বলে তো আমার জানা নেই । আর কবিতা চেপে রাখতে নেই । তাই মনে যা আসছে তা লিখে ফেলুন । আমরা সবাই পড়ি ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।:)

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:



ফাঁকিবাজি তো নয় যেন বাজিমাত !

ভালো লাগলো পোষ্ট ! হিন্দি বুঝে নিতে বেশ কষ্টই করত হলো।


৪ নং উক্তিতে মতামত চেয়েছেন,


ব্রেকাপ জীবনকে পুনরায় তৈরি করার জন্য সহায়ক কিনা অথবা সত্যিকারের ভালোবাসা কখনও মরে না, সর্বদা একজন আরেকজনকে মনে রাখে দূরে দূরে থাকলেও।


এই ব্যাপারে আমার বক্তব্য হলো, ভালোবাসা কখনোই শেষ হতে পারে না বা মরে যেতে পারে না। হয়ত একজনের না থাকাতে অভ্যস্ত হয়ে যেতে পারি। হয়ত তাকে ভুলে যেতে পারি ব্যস্ততায়।
কিন্তু কোন না কোণ সময় তার কথা মনে পড়লে ঠিকই বুকে একটা হাহাকার চলে আসে।

নানা করনে ব্রেকাপ হতে পারে। ব্রেকাপ মানেই ভালোবাসা ফুরিয়ে যাওয়া নয়।





ভালো থাকুন নীলপরি আপু।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
কষ্ট করে হলেও যে পড়েছেন সেটা জেনে ভালো লাগলো । আসলে আমিও হিন্দী ভালো জানিনা । শিখিওনি কখনো । ফ্রেন্ড সার্কেলে হিন্দীভাষী আছে , তাতেই এই ভাষার সাথে যেটুকু চেনা-পরিচয় । ওরা আবার যারা লেখার সাথে যুক্ত কেউ বাংলা বোঝে না ।আমার বাংলা কখনো যদি বলি না বুঝেই বলে ভালো । তারপর আমায় ট্রান্সলেট করতে হয় । তো ট্রান্সলেট না করে সরাসরি কিছু লেখার চেষ্টা করেছিলাম । সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ।


নানা করনে ব্রেকাপ হতে পারে। ব্রেকাপ মানেই ভালোবাসা ফুরিয়ে যাওয়া নয়। --

একমত হওয়ায় খুশি হলাম ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । :)
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
ভালো থাকবেন ।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: পেটের ক্ষিদে আর চোখের জল
সবাইকে যে দেখাতে নেই
সবার কাছে দুঃখ বোঝার
আছে কি মন সেই ?
এইটা ভাল্লাগসে পরিমনি !

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

নীলপরি বলেছেন: শুনে আমারো ভালো লাগলো ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । :)
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: তা এখন সুস্থতার কতটা কাছে পৌঁছলেন !! পোস্ট নিয়ে সবাই যা বলল, তাই পুরাই দার্শনিক।

* তা নীলপরি তো বুঝলাম, suhani কে ??

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

নীলপরি বলেছেন: আসলে আমার কোনো অসুখ করেনি ।একটা মাইনর একসিডেন্ট হয়েছিল কিন্তু তার প্রকোপ বেশী পরিমানে হয়েছে ।

suhani নামটা হয়ত আগেও দেখেছেন । suhani নীলপরির জেরক্সকপি । :)

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু কথা-ছবিগুলোতে।
কাব্যাংশ গুলোও হৃদয় ছোঁয়া।
বিশেষ করে ২, ৪, ৬, ৭, ৯ ও ১১ অসাধারণ বলেছেন, গ্রেট।

পোষ্টে অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

শুভকামনা জানবেন সবসময়।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জী এস ভাইয়ার মন্তব্য অনেক ভাল লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টে ভাল লাগা + +।
কষ্টের এ কাব্য,
পড়তে আবার আসবো।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
আপনি তো আবার এসেছেন দেখছি । আমারই উত্তর দিতে দেরী হোলো । দুঃখিত ।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু কিছু দুঃখ কাউকে দেখানো যায়না। নিজেকেই সয়ে নিতে হয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: ।সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: কিছু ছবি কিছু কথা দিয়ে ফাঁকিবাজি পোস্ট সরাসরি প্রিয়তে গেল।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: প্রিয়তে গেলো জেনে অনুপ্রাণিত হলাম ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি এখন জাতীয় ভালোবাসার কবি

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: মনে যা আসে তাই লিখি । তবে আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

তারেক ফাহিম বলেছেন: ফাঁকিবাজি যদি এ পোষ্টের শিরোনাম হয় তাহলে গ্রেট পোষ্টগুলোর শিরোনাম কী হবে। :(

প্রশ্নের প্রত্যিত্তর দেয়ার মত ওত গভীর ভাবনা এখনও হয়নি।


১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: পোষ্ট পড়েছেন দেখে খুব ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:



বেশ বৈচিত্রময় উপস্থাপন । প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভাবছি ! কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বল্বো !!

চমৎকার লাগলো কাব্যিক কথাগুলো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

নীলপরি বলেছেন: ভাবনার পর উত্তরগুলো কি আসলো ?:)

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



প্রচন্ড দুঃখিত যে কোটটি আপনার ভালো লেগেছে সেখানে একটি ভুল থেকে যাওয়ার জন্যে ----
" হোয়াই এ্যাম আই এ্যাফ্রেইড টু লুজ য়্যু হোয়েন য়্যু আরন'ট নট ইভেন মাইন ..।' এখানে "নট" শব্দটি দুবার এসেছে ।
সঠিক হবে -- হোয়াই এ্যাম আই এ্যাফ্রেইড টু লুজ য়্যু হোয়েন য়্যু আরন'ট ইভেন মাইন ..।"

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: টাইপ করতে এরকম মিসটেক হতেই পারে । আমি পড়ার সময় একটা নটই পড়েছিলাম। :)

কষ্ট করে আবার আসার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: আধুরী জাহান কো মুকাম্মাল মান লিয়া - ভাল লাগলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো অনুভব করছেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: আগের থেকে কিছুটা ভালো আছি । আপনি খোঁজ নিলেন দেখে ভালো লাগলো । ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইদানিং ব্লগে আপনার উপস্থিতি কম-লেখা নিয়ে ব্যস্ত নাকি ?

কেমন আছেন ?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: ব্যস্ত নই । একটা মাইনর কার-একসিডেন্ট হয়েছিল ।
এখন একটু ভালো আছি ।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাবধানে থাকবেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: হুম ।অনেক ধন্যবাদ ।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ । আপনাকেও অনেক শুভেচ্ছা ।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: সখী, কেমন আছেন??

আজকে আপনার লেখা ব্লগে নুতন কিছু কি মুক্তি পাচ্ছে?

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: বেটার আছি ।

নাহ ! লেখা বোধহয় ভুলেই গেছি ।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: চেষ্টা করুন হয়ে যাবে। :) ব্লগে আমিও বেশ কিছু দিন অনিয়মিত ছিলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: চেষ্টাতেই আছি বন্ধু ।
খোঁজ নিলেন দেখে খুব ভালো লাগলো ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: আপনাকে পরে জানাচ্ছি ।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

রাকু হাসান বলেছেন:

ফাঁকিবাজী হলে আর ১ ৪০০+ বার পঠিত হতো না :) । ৩ নাম্বার পয়েন্টে আমি এক মত । অনেকেই ব্রেকআপ কে নিজের জীবনের টনিং পয়েন্ট বানিয়ে নেয় । প্রকৃতি সুযোগ দেয় এটা ,দুই ভাবেই ব্যবহার করা যাই । যার ,ইচ্ছা । আমি ব্রেক আপের পর একটি ভালো শিক্ষার্থীকে ফেল করতেও দেখেছি আাবার দুর্বল শিক্ষার্থীকেও দেখেছি ফাস্ট হতে। সুতারাং একমত আমি এখানে । ৫ নাম্বার ভালো লেগেছে । এক বছর আগে নিয়ে গেলাম আপনাকে ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনি পোষ্টটা পড়লেন বলে । আর পঠিত সংখ্যাটা আপনি বললেন বলেই খেয়াল হোলো ।খুবই অনুপ্রাণিত হলাম ।

আমি এরকম লেখা ইনস্টাতে শেয়ার করি ।ওখানে ক্রিয়েটিভ একাউন্ট আছে আমার । আপনার থাকলে এবং সময় সুযোগ হলে ওখানেও দেখতে পারেন । এখানে সেখান থেকেই কয়েকটা দিয়েছি ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.