নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তারা মন ধুতে জানে না!

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬




রোদভেজা ঘাসেরা লুকিয়ে রাখে
ভোরের শিশিরের শিহরণ
আহ্লাদী স্বপ্নের কারুকাজ
আর কিছু অপঠিত রাতলিপি!



বেখেয়ালি নদী সরে গেলে
নতুন আনন্দমাখা চরে
বাতাসে ভেসে বেড়ায়
পুরানো, নাছোড় মায়াবী রূপকথা!



ব্যস্ত-সময় গড়্গড়িয়ে চলে গেলে
একটুকরো আড়ষ্ট সময়
লেপ্টে থাকে হদ্দ-বোকাদের মনখাতায়
তারা মন ধুতে জানে না!

মন্তব্য ৭৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মন ধুয়ে মুছে সব সময় যদি পরিষ্কার করা যেত তবে খুব ভাল হত।
কবিতা ভাল লেগেছে।
আপনাকে বেশ কিছু দিন ব্লগে দিখিনি?
আশা করি ভাল আছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: হুম , বেশ কিছুদিন বাদে পোষ্ট দিলাম । আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

একটু অসুস্থ ছিলাম । এখন ভালো আছি ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে আপি
কেমন আছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো ।


ভালো আছি দিদি । আপনি কেমন আছেন ?

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

আটলান্টিক বলেছেন: আমি মন ধুতে জানি !:#P

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: আরে , তবে তো আপনি খুব চালাক !:)

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

আটলান্টিক বলেছেন: 8-| 8-| 8-|

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: কি হোলো ? আমি তো শুধু কথার কথা বলেছি । তাও আমার কোনো কথা আপনাকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখিত ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

আটলান্টিক বলেছেন: এখানে চালাকির কি হলো আমি শুধু বলেছি কেউ আমাকে কিছু বললেও আমি সেটা গায়ে মাখি না(নাকি মনে মাখি না)
আমি অতি ভাল।আর 'চালাক' শব্দটা দুষ্টুদের জন্য ব্যবহার করা হয়।আপনি চালাক না বলে 'জ্ঞানী' বলতে পারতেন :( :( :(

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: আমি যেহেতু কবিতায় বোকা শব্দটা ব্যবহার করেছি তার বিপরীত হিসেবে 'চালাক' শব্দটা লিখেছি । কোনোরকম অসৎ উদ্দেশ্য আমার ছিল না । তবুও আবারো দুঃখ প্রকাশ করছি ।

তবে 'চালাক' শব্দটা শুধু দুষ্টুদের জন্য ব্যবহার করা হয় কি ? স্বয়ং শ্রীকৃষ্ণকেও অনেক জায়গায় চালাক-চতুর বলে বর্ণনা করা হয়েছে ।
যাহোক , আপনার কথামতো কেউ আমাকে কিছু বললেও আপনি সেটা গায়ে মাখেন না । তাহলে এই শব্দের রেশও আপনার মন থেকে মুছে যাবে ।তেমন আশা রাখতে পারি তো ?

শুভকামনা ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআলহামদুলিল্লাহ ভাল আছি

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । এভাবেই ভালো থাকুন ।

শুভকামনা ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে লিখলাম । আশঙ্কিত ছিলাম । এখন আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমারও ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জাহিদ অনিক বলেছেন:

আড়ষ্ট সময়ের হদ্দ বেকারের মন খাতা বরং না ধোয়াই ভাল। বাসি হয়ে যাওয়া মনে কত কি যে ভাসে !

কবিতা সুন্দর হয়েছে খুব।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

নীলপরি বলেছেন: ' বাসি হয়ে যাওয়া মনে কত কি যে ভাসে ! ' --

কথাটা দারুণ লাগলো ।

আপনার মন্তব্য আমায় অনুপ্রেরণা দিল ।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: কবিতা পড়েছেন জেনে আমারও খুব ভালো লাগল।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জনৈক অচম ভুত বলেছেন: কবিতা ভাল হয়েছে। কিন্তু মন ধোবার উপায়টা বাতলে দেয়া হল না কেন? :|

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

নীলপরি বলেছেন: সেটাই তো জানি না! আমিও বোকাদের দলেই তো আছি ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মলাসইলমুইনা বলেছেন: এটা কি লিখলেন ? কবিতা ? মনোলোগ ? এতো ভালো লাগলো কেন ? মনে হচ্ছে পুরো কবিতাটা এখানে আবার কপি করে প্রত্যেকটা লাইন পড়তে গিয়ে কেমন যেন লাগলো মনের ভেতর সেটা লিখি | আসলে সেটা করলেও মনে হয় ভালোলাগাটার সবটুকু বোঝানো যাবে না, তাই সেটা করলাম না | খুব ভালো লাগলো | সুপার্ব |

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: আমি কি লিখেছি জানি না তবে আপনার মন্তব্যে মন ভরে গেলো । ভীষণভাবে অনুপ্রাণিত করলেন আপনি আমাকে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই স্মৃতি যদি মধুর হয়, প্রিয়তার হয়
বারবার হদ্দবোকা হয়েই থাকতে চাই!
মন ধুলে যে চলে যায়! তাও জানো না বুঝি!
আর ধুলেই কি স্মৃতিরা হারায়!
কক্ষনো না! বরং ধুতে গিয়েও কিন্তু মনেই পড়ে!

থাকনা কিছু স্মৃতি হদ্দ বোকার হৃদয়ে
জ্বলজ্বলে সূখ পরশ লয়ে :)

কবিতায় +++++

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: ' আর ধুলেই কি স্মৃতিরা হারায়!
কক্ষনো না! বরং ধুতে গিয়েও কিন্তু মনেই পড়ে!
থাকনা কিছু স্মৃতি হদ্দ বোকার হৃদয়ে
জ্বলজ্বলে সূখ পরশ লয়ে'

একমত আপনার সাথে । তবে হদ্দবোকারা দুঃখের স্মৃতিকেও মুছতে জানে না ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


আনন্দ, বেদনা, ভালোবাসার স্মৃতি কোনভাবে মুছা যায় না।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন ।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা নিয়ে অনেক দিন পরে এলেন?
মন লন্ড্রিতে দিয়েছিলেন বুঝি ? :P

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

নীলপরি বলেছেন: ওয়াশিং মেশিনে দিয়েছিলাম । তবে কাজ হয়নি ।

তবে এখানে এসে আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে +।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

শাহিন বিন রফিক বলেছেন: খু-------------ব ভাল হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: জেনে আমারও ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




আহ্লাদী শরীর অসুখী হলে পরে আড়ষ্ঠ হয়ে থাকে কিছুটা সময় । তখন যাবতীয় লেখারা লেপ্টে থাকে মনের বালুচরে । সেই আড়ষ্ঠ সময়ের নদী সরে গেলে লেখারা কবিতা হয়ে মুখ তোলে ।

কিছু সময়ের পরে তেমনই একটি মুখ তোলা কবিতা ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: আপনার এই চিঠির প্রতিটা শব্দ আমার মন খাতায় লেপ্টে থাকবে ।

একেই আমার শব্দের ঐশ্বর্য্য নেই । তারমধ্যে অনেকদিন বাদে কোনোমতে এটা লিখেছি । মনে কিছুটা ভয় নিয়েই পোষ্ট দিয়েছি ।

তাই আপনার এই চিঠিটা পেয়ে খুব ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

অজানিতা বলেছেন: অনেক ভালো লাগলো আপু। :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিদি ।
শুভকামনা ।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা ভালো লেগেছে, নীলপরি!

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: নীলপরি কবিতায় ভালোলাগা । :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শিরোনাম !!!
কবিতায় ভালোলাগা

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১১

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




শিরোনামের বৈচিত্রতা মুগ্ধ করলো । কবিতা ভাল লেগেছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

নীলপরি বলেছেন: আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

সোহানী বলেছেন: মন ধুতে জানে না শিরোনাম পড়েই মুগ্ধ......

কবিতায় ভালোলাগা সহ +++

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: ভালোলাগা পেয়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন: নীলপরী দিদি :P কবিতাখানি পড়িয়া আমি মুগ্ধ। :) একখানা লাইক প্রদান করা হইল। :P

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: আনন্দের সহিত লাইক গ্রহণ করিয়াছি ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতার পত্যেকটি চরণেই যে কী আবেশ মিশে আছে তার জন্য প্রতিবার ধন্যবাদ দিতে মন চেয়েছে অনেক অনেক শুভেচ্ছা রইলো নীল আপনাকে। অসুস্থ্যতার কথা শুনালেন। এখন সম্পূর্ণ সুস্থ্যতো? আপনার জন্য শুভ কামনা সব সময়ের।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: আর আপনি পড়ে এতো সুন্দর মন্তব্য করেছেন দেখে আমি আপ্লুত ও ধন্য হলাম ।

এখন আগের থেকে বেটার আছি ।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার স্তবকে স্তবকে স্নিগ্ধতা, বাস্তবতার মিশেল। কবির শ্লেষ ঝরেছে শেষের চরণে! বাউন্ডুলে মনের উদাস দুয়ারে শিশিরধৌত পাতায় উদাসিতা শব্দের শামিয়ানা! ভাল না লেগে উপায় আছে! ++++


শুভকামনা কবি!

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: আর আপনার এই স্নিগ্ধ শব্দের মূর্চ্ছনায় আমি মুগ্ধ হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কবি ।
শুভকামনা ।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি হয়তো বোকাদের দলেই, মন ধুতে আমিও পারিনা। বলতে পারেন চাইনা। মনের গায়ে অজস্র অভিমান, টুকরো টুকরো ভালোবাসা, রাগ নিয়ে বেঁচে আছি। লিখা বেশ ভালো হয়েছে, হাত খুলে লিখে যান। সুস্থ থাকুন, সারাবেলা.. এটাই প্রার্থনা করি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন
তবে মন ধুয়া যায়না
তয় দেখুন মন ধোয়ার
একখান জগা খিচিরী গানা

পিয়া মোরে রংদো চুন দরিয়া
এ্যায়ছা রং রংদো পিয়া তেরী রং কভী না ছোটে
ধোবিয়া ধোয়ে চহে সারি ওমমারিয়া।
বিনা রাঙ্গায়ে না জাঁও তেঁরে দ্বারছে খাড়া
বিত্তী যায়ে চাহে সারে ওমমারিয়া।
রং কি ধনী হো তুম হি রংরাজ
খোদ রং রাঙ্গাদো ইয়া পিয়া মাঙ্গাদে
প্রেম নগরীয়ামে লাগে-জারিয়া।
চুন দরিয়াকো ওরকার ম্যায় জাঁও প্রেম নগরী
পিয়াকো দেখাও পিয়া বোলে মারহাবা
খুব রঙ্গী তেরী চুন তরিয়া ।
এ্যায়ছা রং রংদো পিয়া তেরী রং কভী না ছোটে
ধোবিয়া ধোয়ে চহে সারি ওমমারিয়া
ও পিয়া মোরে রংদো চুন দরিয়া।
এ্যায়ছা রং রংদো পিয়া তেরী রং কভী না ছোটে
ধোবিয়া ধোয়ে চহে সারি ওমমারিয়া।

সুস্থ থাকার শুভ কামনা রইল

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

নীলপরি বলেছেন: গানটা সুন্দর ।
অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি ভাবে মন ধোয়া যায় ?

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

নীলপরি বলেছেন: জানি না যে ! :(

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:


সখী,আপনার কবিতায় অল্প কথায়, আপনি পাঠকে অনেক গভীরে নিয়ে যেতে পারেন।
আপনার এক-একটা সহজ-সরল কবিতাও যেন একটা বড় কোন গল্পের মেসেজ।

অসাধারণ প্রতিভা আপনার, এ প্রংশসা আপনার করতেই হয়।


কবিতা ভালো লাগলো+++



৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধু ।
শুভকামনা ।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

অপ্‌সরা বলেছেন: নাইস নাইস নাইস আপুনি!!!!!!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিদি ।
শুভকামনা ।

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখছো। শরীর কেমন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

নীলপরি বলেছেন: কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

বিজন রয় বলেছেন: আপনার অন্যান্য অনেক ভাল লেখার মতো এই কাবতাটি ভাল লাগেনি।
মনে হয়েছে কিছু শব্দ মুখস্ত ছিল তাই সাজিয়ে পোস্ট করেছেন।

নামটি একদম ছেলেমি!

আপনার সেই লেখায় সেই ধারাটি বজায় রাখুন।

শুভকামনা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: আমি তেমন হয়ত ভাবি না । তবে ভাবনা যখন যেমন আসে তেমনই লিখি । তবে শিরোনামটাও মন থেকেই এসেছে ।
অবশ্যই আপনার কথা মনে রাখব আর চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
রুপকথা জীবনে তবয় রয়ে যায় .. :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: আপনি মনে করে এসেছেন দেখে ভীষণ ভালো লাগলো । আপনাদের এই উৎসাহটাই আমার চলার পথের একমাত্র পাথেয় ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু,
সবাই মনে রাখতে জানেনা, সুখের সময় দুঃখের বেদনার তিক্ততা বাড়াতে চায় না ফেলে যাওয়া সময়-স্মৃতির মন্থনে। কিন্তু বোকারা ঠিকই মনে রাখে, মুখময় কোন তৃপ্তির স্বাদে খুঁজে পায় হারানো সময়-স্মৃতি, ক্ষণিকের জন্য হলেও সাঁতরে বেড়ায় বেদনা নীল সমুদ্রে, হয়তো বা কিছু সময় থাকে স্তব্ধ, তারা মন ধুতে পারেনা বলেই। এরা যুগ যুগ ধরে বোকাই থেকে যায় আপু! তবে এই বোকাদের নামের সাথে চতুরদের মতো অকৃতজ্ঞ ট্যাগ জুটে না কখনওই। বোকা বলে অবজ্ঞা করলেও কখনো কেউ বেঈমান বলে গালি দেয় না।

অসাধারণ লেখেন আপনি, সবসময় মুগ্ধতা নিয়ে ফিরি আপনার কবিতা পড়ে। মনে হয় যেন নিজের কথাগুলোই বেরিয়েছে কবির কলমের মুখ দিয়ে। কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি মনের মতো কবিতা উপহার দেয়ার জন্য।
শুভকামনা জানবেন সবসময়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

নীলপরি বলেছেন: আপনিও আমার মনের কথাগুলো বুঝেছেন ও বলেছেন । আপনার কথার প্রতিটা শব্দ ঠিক । সেই সাথে বোকারা এইসব বেঈমান চতুরদের মুখোশটাও সবার সামনে টেনে খুলতে পারে না ।কারণ তখনও যে চতুরদের জন্য বোকাদের মনে মায়া রয়ে ! হায় রে বোকামি !হায় রে অদৃষ্ট ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.