নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কালমুহী - ই কতাটো নাই জানা?

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০২







ছবিটার শিল্পী - সুরেশ কৃষ্ণস্বামী






অ মিয়া, তুই যাছিস কথা?
ফাগ-পরবে বিহানবেলা?
টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি ফিরে চা
আয় গ হামার বনসখি
কী বাইভছ্যি ছইছাতুর?
দ্যাখ, উতোল শাল, পিয়াল
বইলভে ত'কে টিলা, ডহর
হামি পরাইভ ঝুমকোজোড়া
চইলে গেলে মিলভেক না
হামার মতঅ এমন ছোঁড়া!


টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি লেচে যা
আয় গ হামার ফুলকুড়ি
বাজাইভো মাদল ধিতাং ধিতাং
গলায় দুভ চৈতী ঝুমুর
তুইলভ আজ পলাশফুল
খেইলছে কানহা রাধার সঙ
পরানটা তর রাঁঙায় দুভ
দুভ ত'কে ফাগের রঙ!


অ মিয়া, তুই বইসে আছিস?
ফাগ পরবে সাঁঝের বেলা?
টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি লাচতে যা
কথা তর হাতের বালা
বাইজছে ধামসা ঘিসিতা গিজাং
আসমানটাতে ডবকা চাঁদথালা
ওলো, চ' ল উছলছুঁড়ি
চোখ ক্যানে তর পলাশ রাঁঙা?
কানহার হাতে রাসের রশি
কালমুহী -
ই কতাটো নাই জানা?

( মিয়া , ফুলকুড়ি , - মেয়ে , টুকুনখানি-একটুখানি । হামি - আমি ,হামার - আমার । চৈতী ঝুমুর- হাতে তৈরী গলার মালা । কথা- কোথায় ।বিহানবেলা- ভোর বেলা ।ই কতাটো - এই কথাটা দুভ - দেবো । তকে -তোকে । তর - তোর । ফাগের রঙ - ফাগ মানেই রঙ , এখানে দোল/ হোলির রঙ বলতে ফাগের রঙ বোঝানো হয় । ছইছাতুর - হাবিজাবি ।ডহর - জলাশয় ।
এটা আমার একটা প্রয়াস ।কিছু ভুল হলে নিজ গুণে মার্জনা করবেন । )
সবাইকে হোলির শুভেচ্ছা

মন্তব্য ৫৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার কাছে শিশুতোষ মনে হলো। তবে দারুণ লিখেছেন। + + +

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: প্রথমেই আপনি দারুন বলায় ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


কাহাদের ভাষা? মনে হচ্ছে, প্রেম-পিরিতীর কথা

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: ভাষাটা সাঁওতালির কাছাকাছি হয়ত হয়েছে ।

মোটামুটি একটু অপরিচিত শব্দের অর্থ দিয়ে দিয়েছি ।

হুম , তেমনটাই । প্রেম আর অপ্রেম এই নিয়েই তো দুনিয়া ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল,মুহি করেছীস কি!!
টুকুন খানি লেখায় তো মহা ইতিহাস গড়ে ফেললি! :) হা হা হা

প্রেয়সির কাছে প্রিয়ার নৈবদ্যে দারুন আঞ্চলিকতার প্রয়োগ!

ভাল লাগল ।

+++++++

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটাও সযত্নে সংরক্ষণ করে রাখলাম । নাহ , এভাবে বলি - টুকুনখানি ই কতাটো পরানটাতে রেখ্যে দিছি বটে । :)
খুবই উৎসাহিত বোধ করছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: কোন অঞ্চলের ভাষা?

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: ২নং মন্তব্যের উত্তরে লিখেছি । একটু দেখে নেবেন প্লিজ ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২০

সৈয়দ ইসলাম বলেছেন: প্রথমে শব্দার্থ মুখস্থ করতে হবে, পরে পড়তে হবে।

আঞ্চলিক ভাষায় লেখা কবিতা ভালই লাগছে

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




হোলি হো .........................
ফাগের রঙে রাঙুক টুকুসখানি দেহ,
ছংয়ের নেশায় মাতাল হবেক মোহ !

০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: আপনাকেও হোলির শুভেচ্ছা স্যর ।

এতো সুন্দর মন্তব্য পেয়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

সোহানী বলেছেন: আরে আরে দাড়াঁও আগে ভাষান্তরিত করি তারপর বুঝি ;)

অজানা ভাষার কবিতায় লাইক...............

০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: অজানা ভাষা হলেও পড়েছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:০০

জাহিদ অনিক বলেছেন:

ও বাবা ! আপনি সাঁওতালি জানেন !!!!!!!!

যা বুঝেছি তাতে মিষ্টী কবিতা।
অনেকদিন আগে একটা চাকমা গানের দুই লাইন শুনেছিলাম--------

উড়তান ফেগে মেগে মেগে মেগলোদেবা তবে, ম ফরনং যাতু উরে -------------

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪০

নীলপরি বলেছেন: আরে তেমন জানি না ।ভাষার একটা ফ্লেভার আর চেষ্টা । এটা হঠাৎ লেখা কবিতা । কাল হোলি ছিল । তো ঐ ধামসা মাদলের রিদিমটা কানে বাজছিল । সেটা থেকেই ......।

আপনার দেওয়া গানের লাইনটা পড়ে মনে হচ্ছে এটার সুরও খুব ভালো হবে ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৪

ডঃ এম এ আলী বলেছেন:
মনে হচ্ছে কবিতাটিতে সাঁওতালী ভাষার শব্দ ব্যাবহার করা হয়েছে । যে সকল ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য চর্যার সঙ্গে বাংলার সম্পর্ককে প্রমাণ করে সেগুলির মধ্যে সাঁওতালী ভাষা একটি অন্যতম । অনেকের মতে বাংলা ভাষায় প্রায় ১০/১২ সাওতালী শব্দ ব্যবহার করা হয় । পৃথিবীর অনেক ভাষারই মৃত্যু হয়েছে সেখানকার প্রভাবশালী ভিন্নভাষী নৃপতিদের হাতে । সাওতালরা নির্যাতিত হলেও তাদের ভাষাটির মৃত্যু হয়নি এটা আজো জীবিত আছে যা দেখা গেল এ কবিতাতে । ধন্যবাদ মুল কবিতাটি সহ এর কিছু কিছু শব্দের অর্থসহ সুন্দর বাংলা করার জন্য ।

শুভেচ্ছা রইল

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: আপনার সাথে একেবারেই একমত ।

আমার ছোট্ট প্রয়াসকে এতো অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

মলাসইলমুইনা বলেছেন: এটা আমার একটা প্রয়াস | কিছু ভুল হলে নিজগুনে মার্জনা করবেন ! এই কথাটা তাড়াতাড়ি ডিলিট করুন | কিছু কিছু শব্দ আগে থেকেই জানা ছিল আর আপনার শব্দার্থসহ কবিতাটা পড়ে মনে হলো সাঁওতাল ভাষায় লেখা আপনার এই কবিতাটা না পড়লেই বরং মার্জনা চাওয়া উচিত হবে ব্লগে সবার | পুরো কবিতাটাই, আই রিয়েলি মিন ইট, অবিশ্বাস্য সুন্দর হয়েছে | নিটোল ভালোবাসার খুবই সুন্দর আপনার কবিতায় রংধনুর সাতরঙা ভালোলাগা জড়িয়ে দিলাম |

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: কবিতায় আপনার সাতরঙা ভালোলাগা দেখে আমি তো এক্কেবারে আপ্লুত হয়ে গেছি । কি যে এখন বলি ,প্রকাশ করতে পারছি না ! একদমই ! literally চোখ ভিজে গেলো । ধন্যবাদ খুব ছোটো শব্দ এখানে । আপনাদের এই মন্তব্যগুলোই একমাত্র সম্বল ।

এটা আমার একটা প্রয়াস | কিছু ভুল হলে নিজগুনে মার্জনা করবেন ! -- আপনি এই কথাটা ডিলিট করতে বলেছেন । আপনার আবেগ আমি বুঝতে পেরেছি । অনেক কৃতজ্ঞতা জানবেন । মনে হোলো , ভাষাটা তো সংবেদনশীল বিষয় । তাই দিয়েছি । কারোর ভালো করতে না পারি অন্তত তাকে আঘাত দিতে চাই না । কারণ আঘাত লাগার কষ্টটা আমি জানি । আশাকরি আমায় ভুল বুঝবেন না প্লিজ ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

১১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: বুঝতে অসুবিধে হয়নি! তবে একটু বেশি খেটে আইমিন বেশি মনোযোগ দিয়ে পড়তে হয়েছে আরকি!!:)

কোমল, মিষ্টি একটা কবিতা!

ফ্লেভারট আলাদা হলও স্বাদটা কমনই লেগেছে!:)

+++

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: ফ্লেভারটা আপনার আলাদা লেগেছে এতেই আমি ভীষণ খুশি হলাম। :)



অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

১২| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: অনেক ধধন্যবাদ।

১৩| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

করুণাধারা বলেছেন: বাহ! অন্যরকম কবিতা। খুব ভাল লাগল!

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আঞ্চলিক ভাষায় লেখা কবিতা প্রথমে বুঝতে বেশ কষ্ট হয়েছে। তবে আস্তে আস্তে বুঝতে পেরেছি। ভাল লেগেছে।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: কষ্ট করে হলেও আমার লেখাটা যে পড়েছেন এটাতে অনেক উৎসাহ পেলাম।
ধন্যবাদ জানবেন।

১৫| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

ওমেরা বলেছেন: ভাষা তেমন না বুঝলেও কোমল মায়া মায়া ভাব আছে ,তাই ভাল যে লাগছে সেটাও কি বলতে হবে আপু ।

ওকে আপু বল্লাম , কবিতা অনেক ভাল লেগেছে আপু তার জন্য আপনাকে ধন্যবাদ আপু ।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: আর আপনি কবিতা পড়েছেন দেখে আপনাকেও ধন্যবাদ দিদি। ভীষণ খুশি হলাম। :)

১৬| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

কালীদাস বলেছেন: ভাষাটা কঠিন :((

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: তাও পড়েছেন তার জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ।

১৭| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

ক্লে ডল বলেছেন: অন্যরকম ভাষা। বাংলা ঘনিষ্ঠ। তাই বুঝতে অসুবিধা হয়নি।

সুন্দর! ভিন্নতার স্বাদ নিয়েছি।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৮| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেকের মতে বাংলা ভাষায় প্রায় ১০/১২ সাওতালী শব্দ ব্যবহার করা হয় । এখানে একটু শুদ্ধ করা হলো ভুলবসত হাজার শব্দটা বাদ পরেছে এটা হবে ১০/১২ হাজার ।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: হুম বুঝেছি। আবারো কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। :)

১৯| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: হাহাহাহা...............উপজাতীয় টান টান। নতুনত্ব সৃষ্টি করার জন্য ধন্যবাদ।

পড়ে মজা পেলাম। +।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: একটু অন্যরকম লেখার চেষ্টা করেছি। :)
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে একটু ভিন্ন স্বাদ পেলাম !! :)


যদিও আমিও উপজাতিদের কিছু ভাষা বুঝতে পাড়ি কিন্তু বলতে পাড়ি না। :)


০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: আরে আমারও একই অবস্থা। :)
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)

২১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: এই ভাষা না বুঝলে পুরো বিপদ! ঐ অঞ্চলে গিয়ে হা করে দাঁড়িয়ে থাকতে হবে!

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: মনে হয় না! আমরা না বুঝলেও ওনারা ঠিকই বুঝে নেবে মনে হয়। :)

২২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: এই ভাষা না বুঝলে পুরো বিপদ! ঐ অঞ্চলে গিয়ে হা করে দাঁড়িয়ে থাকতে হবে!

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৩| ০৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার এবং ব্যতিক্রম। ভালো লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: একটু অন্যরকমই লেখার চেষ্টা করেছিলাম। সেটা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: সাঁওতালদের ভাষায় আপনার এ কবিতা লেখার প্রয়াসকে সাধুবাদ!
"টুকুনখানি মুখটা তুল, টুকুনখানি লেচে যা" - খুবই মিষ্টি একটা অনুরোধ।
আপনার এ কবিতাটি পড়ে ভারতের একজন কবি অরূপ গোস্বামী এর কথা মনে পড়লো। সাঁওতালদের নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন। তার কবিতায় সাঁওতালীদের জন্য আন্তরিক দরদ ফুটে ঊঠে।
তিনি বর্তমানে আই আই টি-র খড়গপুরের কেন্দ্রীয় গ্রন্থাগারে কর্মরত। জন্মসূত্রে তিনি পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুসিত রাঢ় অঞ্চলের ভাষা ও সংস্কৃতির গভীর অনুরাগী। প্রধানতঃ ঐ অঞ্চলের কথ্য আঞ্চলিক ভাষায় চির-অবহেলিত আদিবাসীদের আনন্দ বেদনা, দুঃখ-দরিদ্রতাকে কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। পিছিয়ে পড়া মানুষ ও আদিবাসীদের সমস্যাগুলির প্রতি সমাজের অগ্রগণ্য শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এটা করে থাকেন।
১০ নম্বর মন্তব্য এবং প্রতিমন্তব্য- দুটোই খুব ভাল হয়েছে।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার মন্তব্য থেকে অনেক অনুপ্রেরণা পেলাম ।
অরূপ গোস্বামীর লেখা আমার এখনো পড়া হয়নি । তবে আপনার দেওয়া তথ্য পড়ে পড়ার ইচ্ছে জাগছে এবং পড়বো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকটা অসমিয়া কাব্যের মত। অর্থ না দিয়ে দিলে বুঝা মুশকিল ছিল।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৬| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নতুন প্রয়াসেও আপনি সার্থক।

আনকমন কবিতা পড়লাম। (মানে ভাষাটার ব্যবহার ও শব্দ চয়ন)

চালিয়ে যান।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২৭| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভিন্নতর কবিতা! সুন্দর করে বলেছেন কথাগুলো। ভালো লাগলো নতুন কিছু পেয়ে।
নিচের কথাগুলো না দিলে অনেক শব্দ বুঝতেই পারতাম না।
দ্বিতীবার পড়ার সময় অনেকটা বুঝেছি। ভালো লাগলো ভীষণ।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: আমারও ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: খুবই মজার আপুনি!!!!!

আমি মুগ্ধ!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.