নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি , কিছু কথা - ২ ( আবারো একটি ফাঁকিবাজি পোষ্টের প্রয়াস :|| :| )

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০

আগেও কিছু ছবি ও কিছু কথার হাত ধরে একটা পোষ্ট দিয়েছিলাম । সেখানে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্রয়ের উপর নির্ভর করে সেই রকম একটা পোষ্ট নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম । আশাকরি এবারেও আপনাদের প্রশ্রয় পাওয়া থেকে বঞ্চিত হবো না ! এবারে ভূমিকা পর্বে ইতি টেনে পোষ্ট শুরু করি --



১।



চোখের তারা থেকে কিছু প্রতিবিম্ব মোছা যায় না বোধহয়




২।


মনে রাখার মতোকে যারা মনে করে রাখে সামান্য হলেও কিছু কৃতিত্ব হয়ত তাদেরও আছে






৩।



তার সাথে প্রথম সাক্ষাতের দিনটি




৪।



প্রেমের অনুভব ছাড়া আর কী কোনো ব্যখ্যা হয় ?




৫।



চেষ্টা তো করাই যায়




৬।



লেট লতিফ




৭।



আমাকে একজন বলেছে , 'এটা কেমন দাবি ? ' যদিও এটা দাবি নয় ইচ্ছে , যদি দাবিই করি তবে কী খুব বেশী হয়ে যাবে ?




৮।


অমূল্য সম্পদটা নিজের কাছেই থাকে মনে হয়




৯।



'গোপনো কথাটি ' .. যার কাছে গোপোন থাকে না




১০।



ইশসসস....... বলা ছাড়া আর কী উপায়





১১।



কিছু প্লাস্টিক মানুষ দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা লেখা







১২।



আপনার কী মত ?




১৩া


এখন জীবন মানেই .................... :)





১৪।




ভালোবাসার থেকে পবিত্র আর কী হতে পারে ?





১৫।



কাউকে হারিয়ে আদৌ কী জেতা যায় ?





( এই হাবিজাবি কথা , ছবিতে কেউ যদি বিরক্ত হন তবুও রাগবেন না প্লিজ ! আন্তরিক অনুরোধ রইলো )

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(X(

৬ নাম্বার ছবিটা অমন কেন?????:P

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: কেমন ?

২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


মরে যাবার পর, অন্যের মনে থাকার ভাবনা। তবে, প্রত্যেকের মনে কমপক্ষে ১ জন হলেও মৃত মানুষের স্মৃতি থাকতে পারে।
আসলে মানুষ জানতে পারে না যে, সে নেই (মরে গেছে)।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

নীলপরি বলেছেন: হুম। তেমনটাই হয়ত। যত ইচ্ছে বেঁচে থাকতেই।

অনেক ধন্যবাদ।

৩| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




নাহ..... রাগের কিছু নেই , অনুরাগ আছে । মনের অস্তরাগে রাঙানো এই লেখাগুলো আছে ।
চোখের তারায় কারো ছায়ার ঝিলিক আছে । প্রথম হাত ধরাটি মনে রাখার মতো করে মনে আছে ।
আর আছে কিছু বোকামীপনা আর কিছু হতাশা ........................

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

নীলপরি বলেছেন: আবার প্রশ্রয় পেয়ে খুশি হলাম। :)
অনেক ধন্যবাদ।

৪| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপক আয়োজন। অনেক গুরুত্বপূর্ণ কথার ব্যতিক্রমী উপস্থাপনা বলা যায় ।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

৫| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২০

সুমন কর বলেছেন: মিশ্রিত পোস্ট !! কথাগুলো সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

নীলপরি বলেছেন: কথাগুলোআপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো । তবে পুরো পোস্ট ভালো লাগেনি সেটা বুঝলাম । লাইক পাইনি যে ।

ঠিকাছে , চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

৬| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: চমৎকার কথার পসরা। ভাবনার খোরাক যোগানোর জন্য যথেষ্ঠ।

যেহেতে ১২ নং এ মত জানতে চেয়েছেন তাই বলছি। যদি আমার স্বাধীনতায় অন্যরা অাঘাত পায় তাহলে আমি অ্যান্টিস্যোসাল হয়ে গেলাম এটা ঠিক মেলাতে পারছি না। ধরুন, আমার স্বাধীন চাঁচাছোলা কথাবার্তায় একজন অসৎ, দুর্নীতিগ্রস্ত লোক বেশ অাঘাত পেল। সেক্ষেত্রেও কি আমি...।

শুভেচ্ছা নিরন্তর।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে উৎসাহ পেলাম ।

আপনার মতামত পেয়েও খুব ভালো লাগলো ।
একজন অসৎ, দুর্নীতিগ্রস্ত লোক আদৌ কী অাঘাত পায় ? চোর বা খুনী পুলিশের লাঠি ঘা খেলে বোধহয় ভাবে ' ইশ একটুর জন্য ধরা পড়লাম ! ' আঘাত তাদের শরীরে লাগলেও মনে লাগে কী ?

অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা নিরন্তর। :)

৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমি রাগি নাই বন্ধু!! :)

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: সে আপনার লাইক পেয়ে বুঝেছি বন্ধু ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

৮| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:১৬

মলাসইলমুইনা বলেছেন: ছবির চেয়ে কিন্তু কথাগুলোই বেশি মনকে বেশি নাড়া দিলো |ও, আর এমন ফাঁকিবাজি পোস্ট দিলেন যে চোখের আড়ালেতো গেলো না বরং এই ভোরে আপনাকে না জানিয়ে আপনার ব্লগে ঢুকে পড়াটা আবশ্যকীয় বলেই মনে হলো !জীবনের আশা,ভালোবাসা, সমস্যা,সমাধানের দার্শনিকতার অনেক কিছুই আপনার এই পোস্টে আছে |কিন্তু নয় নাম্বারটা পরে অনেক কিছু ভাবলাম | হ্যা সত্যিইতো আমার ল্যাপটপের কি বোর্ডটার সাথেইতো যত নির্বাক কথা |কত সুখের কাহিনী, কত মন খারাপেরক্ষণ ধরে রাখার, অপছন্দে, ইচ্ছায় অনিচ্ছায় যত শব্দ বাক্য ডিলিট করেছি তারএকমাত্র স্বাক্ষী ল্যাপটপের এই নির্বাক কি বোর্ড | মন কারা এই ফাঁকিবাজি পোস্টগুলো মাঝে মাঝেই কিন্তু চাই !!

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য থেকে অনেক অনুপ্রেরণা পেলাম ।

তবে লাইক পাইনি ।:(

আপনার মতো উৎসাহদাতা সহব্লগারের কাছ লাইক পাওয়ার চেষ্টা করার জন্য আরেকটা পোষ্ট তো দিতেই হবে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: প্রথম ছবিটা আমাকে খুবই ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফাঁকিবাজি খারাপ লাগেনি B-)

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: খুশি হলাম । অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব বচন !!
পোষ্ট এ ভালোলাগা :)

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮

নীলপরি বলেছেন: খুশি হলাম । অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন: বাহ! খুব সুন্দর। আপনার চিন্তাভাবনাগুলো পড়তে বেশ ভালো লাগলো।

খুব আবেগ আছে লেখায় ---

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২২

শাহিন বিন রফিক বলেছেন: আপনি নীলপরি নামে ব্লগার সাথে সোহানী নামের ব্লগার তাই নয় কি? ছবিগুলো সেই রকম হইছে। কি রকম হইছে? বলমুনা, লজ্জা লাগে।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: নাহ , আমি সোহানী নই ।
নীলপরি#সুহানি লেখা আছে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসায় বিরহ মাঝেমাঝে মানুষকে দার্শনিক করে তোলে।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: জীবন মানুষকে অনেক কিছুই দেখায় ।

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো বেশ।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: বিলিভ ইট অর নট!

এটাও একটা ফাঁকিবাজি কমেন্ট! :)

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের গুরুত্ব আমার কাছে অনেক । আর এতে কোনো ফাঁকি নেই ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

১৮| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ একটা পোষ্ট মিস করে ছিলাম। দেরিতে হলেও তৃপ্তি নিয়ে ফিরছি অসাধারণ মনের মতো ছবির সাথে কথাগুলো পড়ে।
আপনি সবসময় অসাধরণ।
শুভকামনা আপনার জন্য
সুখসমৃদ্ধি ঘিরে থাকুক আপনার চারিপাশ

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: যখনই দেখুন , আপনি যে দেখেছেন এটাই আমার কাছে অনেক ।

তবে আমি খুবই সাধারণ আর আমার সাধারণ উপলব্ধিগুলোই ভাাষায় প্রকাশ করার চেষ্টা করি । আপনি সেগুলোকে অসাধরণ বলে যে মর্যাদা দিয়েছেন তাতে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ জানবেন ।

বরাবরের মতোই আপনার শুভকামনা আমি শ্রদ্ধার সাথে গ্রহন করলাম । ভালো নেই তেমন । তবে ভালো থাকতে ইচ্ছে হয় !

আর আপনাকেও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.