নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

এসো জল-অরণ্য

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫






ছবির শিল্পী - Alena Shymchonak






গোধূলির আরক্তিম বিষাদের মতোই
চোখের কপাট খুলে বেরিয়ে আসা
নোনা জলের স্বাদ!
তাই লবণাক্ত গভীর জল-অরণ্য
তোমায় ,আমি খুব ভয় পেতাম!

চেনা 'অভয় 'এর আঘাতে
আত্মা শিউরে উঠলে
তোমার বেরং 'ভয়'এর মধ্যেই
বাষ্পভরা দৃষ্টিতে খুঁজে পেলাম
সাতরঙা রামধনু!

জল-অরণ্য, এসো
একবার, হাতটা বাড়াও তোমার
একবার, হাতটা ধরো আমার!
যেভাবে, বালিয়াড়ির অসুখগুলোকে
বেছে, নিয়ে যায় তোমার ফেনিল হাত
ঠিক সেভাবে
আমার, অপমানিত অভিমানের
নিবিড় উত্তাপকে
তোমার হাতের শীতল স্পর্শ দাও!

আজ ভাসতে চাই
তোমার উজান-স্রোতে
আজ আশ্রয় চাই
তোমার গভীর হৃদয়ে!
অসহ্য শূন্যতা
এই সাধগুলোকে
গ্রাস করার আগে
তুমি এসো!

এসো, আমার অভয়স্থল!
এসো জল-অরণ্য!


মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার জলরঙা কবিতা!
চমৎকার নীল সাদা ছবিটা!

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে মনটা উৎসাহে ভিজে গেলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

শাহিন বিন রফিক বলেছেন:



আকুতির এই বাসনা হোক পূর্ণ
ধরা দিক জল-অরণ্য
বেঁচে থাকার অভয় পাক
এক স্বপ্নীল চোখ।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন:

গোধুলির দুইটা রূপ থাকে, একটা সবাই দেখে; মৃদু আলো পরশ। আরেকটা আপনি যেতা দেখিয়েছেন- বিষাদ।
গোধুলির বিষাদ যে দেখেছে তারই কেবল অধিকার কাছে উলটো জলে সাঁতার কাটার, এসো জল অরণ্য; খুব সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । আপনার সাথে পুরোপুরি একমত । গোধুলির বিষাদই দেখি আমার চোখে ধরা দেয় । আর বিষাদ যে বড়ই কষ্টের !
কবিতাটা একটা খেয়াল থেকে লেখা । এমনিতে আমার হাইড্রোফোবিয়া আছে । মনে হোলো , যা থেকে দূরে থাকি তাও হয়ত কাছের হতে পারে !

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

৪| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: খুব খুব সুন্দর নীলপরি জলপরী! :)

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম দিদি ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা ।:)

৫| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয় অভয়স্থল, প্রিয় জল-অরণ্যকে কাছে পাওয়ার কাব্যিক আকুতি।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: আর এই কবিতা পাঠ করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর অনুভূতি। সুন্দর কবিতা।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: খুশি হলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নোনাজলের অরণ্যে ভাসতে চান? কেন? এ জল তো আপনাকে মানায় না।
খুব সুন্দর আবার খুব ব্যথাতুর।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: খুব ব্যথাতুর[/s - আপনার এই শব্দে আপ্লুত হলাম ।

কবিতায় লেখা ব্যথার অনুভব যখন পাঠক করতে পারেন তখন সেই লেখা সার্থকটা খুঁজে , এরকমটা ভাবাই যায় ।

আপনার মতো সহব্লগারদের উৎসাহই আমার লেখার একমাত্র সম্বল ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


জীবন সুন্দর, ভয়ের কিছু নেই, চারিপাশে আছে জীবনের স্পন্দন

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: আপনার এই আশা জাগানো মন্তব্যটা খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মিথী_মারজান বলেছেন: স্বেচ্ছা সমর্পণ জল অরণ্যের কাছে!
মাঝে মাঝে অবশ্য এমনটাই প্রয়োজন কিছুটা স্বস্তিতে থাকার জন্য।

সুন্দর কবিতায় অনেক ভালোলাগা।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার আহব্বান! ভাললাগা কবিতা!

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

রোদ্দূর মিছিল বলেছেন: বাহ! কি চমৎকার প্রকাশ!

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকালয় ছেড়ে জল-অরণ্যে ঠাঁই পেলে মন্দ হতো না। ওখানে নিশ্চয়ই নীচতা, কপটতা নেই। প্রকৃতির নিবিড় সান্নিধ্যেই বোধহয় মুগ্ধতার ছড়াছড়ি।
জল-অরণ্যে মিশে যাওয়ার ভাবালুতা ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন । আমারও তেমনই ধারনা । জল-অরণ্যের মন গভীর ও সুবিশাল । আশ্রয় পেতে অভাব হবে না আশাকরি ।

কবিতা আপনার ভালো লাগায় ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: বাংলাদেশ ভালো খেলছে (৪৭/৫) এবং আপনার কবিতা ভালো লাগল।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে এটা ভেবে নিলাম যে চেষ্টাটা সফল হয়েছে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রথম স্তবকে জলঅরণ্যের ছবি,
দ্বিতীয় স্তবকে ভয়াল রুপ,তৃতীয় স্তবকে
অভিমান,চতুর্থ স্তবকে তাকে পাওয়ার আর্তি-
সব মিলিয়ে জল অরণ্য করেছে যে মুগ্ধ।
শুভেচ্ছা নেবেন।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন ব্যাথা কে দিল কবি :P

হা হা হা

ব্যাথার উল্টো পিঠৈই কিন্তু সূখের হাতছানি থাকে!
জল অরেন্যর শেষে যেমন থাকে মিষ্টি জলের হ্রদ :)

ভাল লাগল
+++++++++

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: ব্যথা দেওয়ার থেকে বড় কথা উনি (ঈশ্বর) কেনো দিতে দিলেন ? এই প্রশ্নের উত্তর কোথায় পাই ?

' উনহে ইয়াদ না মেরি আয়ি কিসিসে আব কেয়্যা কহেনা ? ' :(



আপনার এতো সুন্দর মন্তব্য ও প্লাস পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১৭| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আশ্রয় চাওয়াটা কবিতার মূল মেসেজ .....!!!!


কবিতা ভালো হয়েছে বন্ধু!

শুভ কামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: হুম ঠিক বলেছেন ! আশ্রয় -- প্রকৃতির ছত্রছায়ায়!

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১৮| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮

সোহানী বলেছেন: ভালো লাগলো ছবি+কবিতা।+++++++

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: ছবির ক্রেডিট তো অ্যালিনার । সিলেক্ট করেছি বলে ভালো লাগলো । :)
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি অপূর্ব।

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: জানতাম জল অরণ্য জলে থাকে ডোবা ।
এখন দেখি বৃষ্টি ভেজা জল-অরন্য ফুলপরী নীলপরি হয়ে মেঘে মেঘে ঢেকে আকাশ ছেয়ে ডাকে ভীষন গুরুগুরু । আর তার অঝর ধারায় কারো বুক করে ধুরুধুরু, পূবালী বায়ে ছুটে গিয়ে হাত বাড়িয়ে ধরতে চায় তাকে, বাম্পভরা চোখে খুঁজে পায় সাতরঙা রামধনু ।

বালিয়ারীর বুকে জমে থাকা অসুখগুলির মত জল অরণ্য তার ফেনিল হাত বাড়িয়ে অপমানিত অভিমানের নিবীর উত্তাপকে শীতল স্পর্শ দিয়ে যাওয়ার অভিলাসে হয় সকরুনভাবে আহুত । কামনা করি ব্যথা বেদনার দোলাচলে থাকা নীলপরির জল অরণ্যে ফুটুক ফুল, জুটুক ফল, ভাসুক সেথায় সপ্ততরী। ছলাত ছল পানির ছোঁয়ায় উঠুক নেচে গেয়ে , বেদনা বিদুর হৃদয় প্রাণ পাক তারে কাছে পেয়ে ।
ধন্যবাদ অপুর্ব শব্দমালায় রচিত সুন্দর কবিতাটির জন্য।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: আর আপনাকে যে আমি কী ভাষায় কিভাবে ধন্যবাদ তা বুঝতে পারছি না ! এতো সুন্দর ছবি আর কথা দিয়ে সাজিয়েছেন যে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি । আপনার মন্তব্যটাকে মন-ফ্রেমে বাঁধিয়ে রাখলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




যে জল অরণ্যে কেউ ভয়ের ছায়া দেখে , সে ই আবার তাতে সাতরঙা রামধনু খুঁজে ফেরে; সমর্পিত হতে চায় !
তবে ভালো যে , অসহ্য শূন্যতাকে ভরে দিতে সে ফেনিল একটি হাতের আরাধনাও করে ।

জলকে আমন্ত্রন , মৃদুলা ঢেউয়ের মতোই আছড়ে পড়ুক পাঠকের হৃদয়ে ।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নীলপরি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে বরাবরের মতোই অনেক উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা। খুব সুপাঠ্য +++

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নীলপরি বলেছেন: আপনার কথায় খুব আনন্দ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল কবিতা।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: শুনে আমি খুব খুশি হলাম ও অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: কবি কি তার ভয়কে জয় করতে শিখে গেছেন নাকি এ মুখোমুখি কেবল ইচ্ছাকৃতই??

কবিতায় +++

(কান্নায় অনন্ত সুখ আছে! তাই আমিও কাঁদতে ভালোবাসি!)

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: শিখে গেছি বললে ভুল হবে । তবে জয় করতে চাই । তাই ইচ্ছাকৃতভাবেই মুখোমুখি হওয়া ।

কান্নায় অনন্ত সুখ আছে! -- হয়তো ঠিক । মনুষ্যত্ব টের পাওয়া যায় ।

অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:০২

মলাসইলমুইনা বলেছেন: সেই কবে প্রাণের উন্মেষ এই জলঅরণ্যে | জলজ সেই এমিবার বিবর্তন থেকে সব প্রাণের উত্থানতো এই জলঅরণ্যের উথাল তথাল ঢেউয়ের মেলা থেকেই | তার লক্ষ্য বছর পর মানুষ তার সভ্যতাগুলো গড়ে তুলেছে এই জলঅরণ্যের পাশেই | এই জলঅরণ্যে জলযাত্রা দিয়েই মানুষের কত দূর অজানায় পাড়ি দেবার প্রথম স্মৃতি ! মনের কিছুটা কষ্ট, বিষাদ, বিষন্নতা থেকে মুক্তির জন্য সেই জলঅরণ্যে স্বেচ্ছা সমর্পন ---অনবদ্য লাগলো কবিতা | আর এই ছবিটা না দিয়ে অন্য কোনো ছবি দিলেও যেন কবিতার ভালোলাগাটা ভাগ হয়ে যেত ! অনবদ্য এক ছবি মুড়োনো অনবদ্য এক কবিতায় অনেক অনেক ভালোলাগা |

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য কয়েকবার পড়লাম । খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন আপনি । খুব ভালো লাগলো ।আপ্লুত হলাম । উৎসাহ পেলাম ।

ছবিটাও যে আপনার পছন্দ হয়েছে সেটা জেনে খুশি হলাম ।

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত ।

২৭| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসার কবিতা, অনেক আশা আকাঙ্ক্ষার প্রকাশ দৃঢ় বিশ্বাসে।

অনেক অনেক ভালো লাগলো কবিতাটি।
দারুণ লিখেছেন আপু

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: আশাহত হয়েছি ঠিকই । কিন্তু ঐ আশাটুকুই একমাত্র সম্বল ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২৮| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

অলিভিয়া আভা বলেছেন: তাই লবণাক্ত গভীর জল-অরণ্য
তোমায় ,আমি খুব ভয় পেতাম!
খুবই গভীর ভাবনার খোরাক জোগায়।

শেষ দুই লাইনের আহ্বানও খুব সুন্দর ও নান্দনিক।
এসো, আমার অভয়স্থল!
এসো জল-অরণ্য!

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

নীলপরি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.