নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ভ্রম এবং বিশ্বাস

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪





এমনটা ভাবাই যায় মনে মনে
অভিসার হবে এক ধানফুল গ্রামে
মাশুল মেটাতে হয় দামে!


কী আসে যায় আর তাতে
যদি ভালোবাসার নাই মেলে দেখা
হাতের মেহেন্দিতে প্রেমিকের নাম লেখা!


ভ্রমকে অর্থপূর্ণ করে তোলে বিশ্বাস
প্রেমের অস্তিত্ব আছে ক'জন জানে ?
তবু প্রেম আছে সবাই মানে!


অবিশ্বাস ছোটায় দূর থেকে সুদূর
দুঃখ-পাপ-মোহকে তাড়াতে প্রদীপ ভাসাই জলে
প্রদীপ কী তাদের নিয়ে সত্যিই চলে ?


কাঁটার-মুকুটধারী ঈশ্বর সুখের আশ্বাস দেন
অথচ দুনিয়াটা তো অ-সুখেরই কারবার
ভুল জেনেও ভুল করি বারবার!

মন্তব্য ৬৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ভ্রমকে অর্থপূর্ণ করে তোলে বিশ্বাস
প্রেমের অস্তিত্ব আছে ক'জন জানে ?
তবু প্রেম আছে সবাই মানে!
সুন্দর ফর্মেটের কাব্য ।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি দেখছি ব্লগারদের মাথায় নতুন ভাবনা এনে দিচ্ছেন; লোকজন শেষ হিপ্পি হয়ে যায় কিনা, ভাবছি!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: নতুন ভাবনা , মনে হোলো ? শুনে ভালো লাগলো । :)
আমি আবার ভাবছিলাম কী জানি কিরকম লাগবে !

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: দুনিয়াটা তখনই অসুখী হয়ে আমাদের কাছে ধরা দেয়, যখন আমরা নিজ চর্ম চোখ দিয়ে তা বুঝার চেষ্টা করি। এ পৃথিবী'র আসল রুপ তখনই ফুটে উঠে যখন আমরা হ্রদয়ের চোখ দিয়ে তা উপলব্ধি করবার প্রয়াস পাই।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: আপনি ঠিকই বলেছেন । কিন্তু এই উচ্চমার্গে ক'জন পৌঁছতে পারে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকে মন্তব্য করব? কী না? ভাবছি।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: তো ভেবে কী ঠিক করলেন ? আমি জানার অপেক্ষায় রইলাম !
তবে আমার ব্লগে যে এসেছেন , এতেই আমি খুব খুশি হয়েছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: সুখে আছে আর ক'জনা !! মিষ্টি কবিতা, ভালো লেগেছে।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অনেক উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

রোদ্দূর মিছিল বলেছেন: শেষ স্ট্যাইঞ্জাটা প্যাসিমিস্টিক। তবে প্রকাশের ধরণটা ভালো হয়েছে। শুভ কামনা।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: শেষ তিন লাইন চিরন্তন সত্যি কে তুলে ধরেছেন ।
জগতে কারোরই অভিযোগ এর শেষ নেই ।
কবিতা বেশ ভালো লাগলো

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছোট কিন্তু অর্থবহ কবিতা। খুব ভাল লাগল।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:


স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে!! আর মানুষ কোন স্বপ্ন দেখতে দেখতে এক সময় গিয়ে তা বাস্তবে রুপ দিতেও পারে।।
কারণ প্রতিটি মানুষই অনন্য ; আমি কী চাচ্ছি, কেন চাচ্ছি? কেন এর কোন ভুল উত্তর হয় না।
এখন যা আপনার কাছে ভ্রম মনে হচ্ছে! তার মিনিং হয়তো কেথাও না কেথাও লুকিয়ে আছে। আশাহত হবেন না।।


কবিতা ভালো লিখেছেন।।
শুভ কামনা রইল সখী।। :)

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: আপনার বক্তব্য বুঝলাম ও একমত হলাম ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধু । :)

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩

সোহানী বলেছেন: ভালোলাগলো...........+++

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধ্রুব সত্যকে তুলে ধরেছেন কবি! অনন্ত শুভেচ্ছা!

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: নিজের পর্যবেক্ষণকে শব্দে প্রকাশ করার চেষ্টা করেছি ।তাতে আপনার স্বীকৃতি পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন কবিতা সুন্দর লিখেছেন । :)

বিশ্বাসই প্রেম বিশ্বাসই ভালোবাসা
বিশ্বাসই প্রেরণা বিশ্বাস সৃজে আসা।
এখন হইতো বাসে না ভালো
আগামীতে বাসিতে পারে
প্রচেষ্টায় কি না মেলে
রঙ্গ মঞ্চের জলসাঘরে।

অসুখের মাঝেও থাকে সুখ
অকাট্য ভালোবাসা
যদি বুকে লেখা থাকে । :)

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে আমি আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

১৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন কবিতা সুন্দর লিখেছেন । :)

বিশ্বাসই প্রেম বিশ্বাসই ভালোবাসা
বিশ্বাসই প্রেরণা বিশ্বাস সৃজে আসা।
এখন হইতো বাসে না ভালো
আগামীতে বাসিতে পারে
প্রচেষ্টায় কি না মেলে
রঙ্গ মঞ্চের জলসাঘরে।

অসুখের মাঝেও থাকে সুখ
অকাট্য ভালোবাসা
যদি বুকে লেখা থাকে । :)

১৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন কবিতা সুন্দর লিখেছেন । :)

বিশ্বাসই প্রেম বিশ্বাসই ভালোবাসা
বিশ্বাসই প্রেরণা বিশ্বাস সৃজে আসা।
এখন হইতো বাসে না ভালো
আগামীতে বাসিতে পারে
প্রচেষ্টায় কি না মেলে
রঙ্গ মঞ্চের জলসাঘরে।

অসুখের মাঝেও থাকে সুখ
অকাট্য ভালোবাসা
যদি বুকে লেখা থাকে । :)

১৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন মুগ্ধতায় ভরা কাব্য

তিনপদী বিন্যাসে ভালই লাগল!
প্রতিটি আলাদা আলাদা যেমন পূর্ণ অর্থ প্রকাশ করছে,
আবার পুরোটাতেও সব মিলিয়ে ব্যাপক পূর্ণতা প্রকাশিত!

ভাললাগা

++++++++++

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: আমার কবিতার এতো নিদারুণ বিশ্লেষণ ও প্লাস দেখে আমি তো আনন্দে আপ্লুত হলাম । উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।অনেক ভাল লাগল নীলপরি।

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম আমি । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতায় +

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নীলপরি বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: নীলপরি সময় করে লেখাটি পড়ার অনুরোধ রইল kobita aporicita

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: পড়েছি । খুব ভালো পোষ্ট । :)

১৯| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

সামিয়া বলেছেন: সুন্দর লিখেছেন

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: দুনিয়াটা অসুখেরই কারবার,
জেনেও আশার প্রদীপ ভাসাই বারবার।
অপূর্ব!অপূর্ব!
শুভেচ্ছা অনন্ত।

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাও অপূর্ব । খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

তারেক ফাহিম বলেছেন: বিশ্বাসেই সব, যদি ঘাতকতা না করে :(
কবিতা পাঠে মুগ্ধতা+

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । একমত ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২

ডঃ এম এ আলী বলেছেন:
এমনটা ভাবাই যায় মনে মনে
অভিসার হবে এক ধানফুল গ্রামে
মাশুল মিটাতে হয় দামে

কবিতাটি পাঠে ক্ষনিকেই মনে পরে যায় ভ্রান্তি বিলাস নামে বহুদিন আগে দেখেছিলাম একখান সিনেমা।
এর সুত্র ধরে ঘুরে এলাম আরো বহুদুরে । মন চলে গেল উইলিয়াম সেক্সপিয়ারের বিখ্যাত সেই
কমেডি অফ এররে
তরিত চলে গেলাম কম্পিউটারে সঞ্চিত কমেডি অফ এররে । বেশ সময় কেটে গেল সেখানে বিচরনে ।
ভাল লাগার কাহিনীটি আবারো পড়া হলো এই পেষ্টের কবিতার কল্যানে । সেখান হতে
দুটি লাইন তুলে দেয়া হল বুজাতে এই কবিতাটির ভ্রম ও বিশ্বাসের একটি সহজ মানে ।
কমেডি অব এররের শেষ প্রান্তে গিয়ে দেখা যায়;
মঠের কর্ত্রী বৃদ্ধ সন্যাসিনী স্বপ্নেও ভাবেননি এতদিন বাদে আবার ফিরে পাবেন স্বামী ইজিয়নকে। আর শুধু স্বামী নয়, দুই হারানো ছেলে আর দুই পালিত পুত্রকেও ফিরে পেলেন ইজিয়নের স্ত্রী এমিলিয়া। ।এভাবেই সেক্সপিয়ার সুন্দর করে তুলে ধরেছেন ভ্রম অবসানে বিশ্বাসগুনে কিভাবে ভালবাসারা ফিরে আসে নীজ জীবনে । এ কবিতাতেও দেখা গেল
ভ্রমকে অর্থপূর্ণ করে তোলে বিশ্বাস
প্রেমের অস্তিত্ব আছে ক'জন জানে ?
তবু প্রেম আছে সবাই মানে!


ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হলাম । আর আমিও আপনার লিংকে গিয়ে কমেডি অব এরর কিছুটা পড়ে আসলাম । সময় পেলে পুরোটা পড়বো ।
সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।


শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

২৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা সুখ পাঠ। ধন্যবাদ সবটুকু নীল পরির জন্য।

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় কবি কেবল কবি থাকলো কই??


এতো দেখছি ছোট খাটো এক দার্শনিক! :)



+++

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা আমার কাছে একটা কমপ্লিমেন্ট । পেয়ে খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: ধানফুল গ্রাম!!!!!

বাহ !

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: হুম । ধানফুল গ্রাম! স্বপ্নের গ্রাম! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা দিদি ।

২৭| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: পাঁচটি ত্রিপদী, প্রতিটিতে আলাদা আলাদা করে গুরুভার কথা। কবিতার এই বিন্যাস ভাল লেগেছে।
ভ্রমকে অর্থপূর্ণ করে তোলে বিশ্বাস - কথাটা ওজনদার! এ কথা নিয়ে ভাবতে গেলে ভাবনারা পাখা মেলে ওড়াউড়ি করে বেশ!!
৩ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে। +
চমৎকার এ কবিতায় মুগ্ধতা রেখে গেলাম--- + +

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতা পেয়ে আমিও আপ্লুত ও মুগ্ধ হলাম । আপনি বরাবরই লেখা এমনকি মন্তব্যগুলো এতো সুন্দর করে বিশ্লেষণ করেন যে খুব ভালো লাগে । এই মনোগ্রাহী মন্তব্য আমাকে অনেক উৎসাহ দিল ।

৩ নং মন্তব্য আমারও ভালো লেগেছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




বিশ্বাস ভ্রমকে অর্থপূর্ণ করে তুলতে পারে কিনা, জানিনে ! তবে বিশ্বাস যে ভ্রমকে মুক্ত করে দিতে পারে তা মানি ।
বিশ্বাস না থাকলে সম্পর্ক গড়ে ওঠেনা , মানুষ স্বপ্ন সাজায় না । তেমন বিশ্বাস না থাকলে কেউ কারো হৃদয়ের অংশ হয়ে ওঠেনা ।
ভ্রমে বিশ্বাসের অপমৃত্যু হয় বটে কিন্তু ভ্রম অর্থপূর্ণ হয়ে ওঠেনা ।

বিশ্বাসের কথা বলতে গেলে বলতে হয় , বিশ্বাস হলো “ওয়াই-ফাই” এর মতো - দেখা যায়না কিন্তু তা আপনাকে সংযুক্ত করে দিতে পারে আপনার সব চাওয়াগুলোর সাথে ।

মানুষ প্রেমের অস্তিত্ব জানুক আর না জানুক , প্রেম আছে কিন্তু সবখানেই । সে যে আছে তা সব মানুষ জানতেও পারেনা, পারেনা মেনে নিতেও ।

সুন্দর লিখেছেন ।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: আপনার বিশ্বাসকে “ওয়াই-ফাই এর সাথে তুলনাটা খুব ভালো লাগলো । ভ্রমে আর বিশ্বাসের কথাটা আমি আমার একটা উপলব্ধি থেকে লিখেছি ।

কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৯| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ দুনিয়াটা তো অ-সুখেরই কারবার
ভুল জেনেও ভুল করি বারবার!" ঠিক তাই।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: একমত পেয়ে মনে হচ্ছে আমার ধারনা ঠিক আছে । আমরা এরকম করি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩০| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩১| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছু কিছু ভুল যেন সুখের মনে হয়, জেনে শুনেই সেই ভুলগুলো করে চলি, জানিনা কেন! তবে কিছু ভুল ভুল জেনেও করতেও ভালো লাগে বারবার। যদিও ভুল গুলোতে লুকিয়ে থাকে তীক্ষ্ণ কষ্ট।

আপনার কবিতা গুলো সবসময় একেকটা স্টেপ একেকটা ভাব-সম্প্রসারণ। অনেক কথা লুকিয়ে থাকে প্রতিটি স্টেপে।

অনেক ভালো লাগলো আপু, অসাধারণ কবিতার কথামালা

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: ' যদিও ভুল গুলোতে লুকিয়ে থাকে তীক্ষ্ণ কষ্ট। ' --

একেবারে আমার মনের কথা বলেছেন । তীক্ষ্ণ কষ্ট - একদম।

আপনার মন্তব্যে আমি অভিভূত । ভীষণ ভাবে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

জাহিদ অনিক বলেছেন:


এমন কিছু ভাবনা থাকে বলেই না জীবন এত সুন্দর।
ঈশ্বরের মাথায় মুকুট আর মানবের মনে প্রেম !
দারুণ লাগলো কবিতা

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: 'মানবের মনে প্রেম ' -- সহমত আপনার সাথে । আর এই প্রেমটাই তো একমাত্র ঐশ্বরিক সম্পত্তি ।

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

শামচুল হক বলেছেন: দারুণ কবিতা।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: পাঠে মুগ্ধতা

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

নীল মনি বলেছেন: ভীষণ ভীষণ সুন্দর লেখা

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.