নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫










মনখারাপি ক্লান্ত সকাল ঝিমোয় চৈত্রের ভরদুপুরে
বেদনার সুর শুধু বেজেই চলে নিঝুম নুপুরে
বটের ডালে ডেকে ওঠে আনমনা পাখী
একবার
দুবার
ঝরে পড়ে নিঃশেষ হয়ে যাওয়া পাতা
একটা
দুটো
মুকুলভরা আমগাছ নড়ে-চড়ে বাতাস ছড়ায়
মাঝে
সাঝে
মন ভাবে কষ্টগুলো কোথায় তুলে রাখি?
আহা
ওহো
কষ্ট মন্থন করে উঠে আসে শোক
যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ!

মন্তব্য ৬৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: শিরোনাটা অনেক ভাল লেগেছে।
ভুলে যেতে চাইলেই সহজে ভালবাসার মানুষদের ভোলা যায় না।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । ভোলা যায় না।বিজ্ঞানীরা এতো কিছু বানায় , এরকম ইরেজার কী বানিয়েছেন যাতে যে কোনো স্মৃতি মুছে দেওয়া যা্য় ?
প্রথমে এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ জানবেন ।
শুভকামনা ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার কবিতা, ভালোবাসাকে মুছে দেয়া যায় না; কবিতার ফরমেটে সমস্যা আছে: এক লাইনে এক শব্দ কেমন যেন মেকানিক্যাল পরিকল্পনা

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: একটু অন্যরকম করার চেষ্টা করেছি । :)

অনেক ধন্যবাদ জানবেন ।
শুভকামনা ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ জানবেন ।
শুভকামনা ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

মুহাম্মদ ফয়েজ উল্লাহ বলেছেন: ভাল লাগল

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ জানবেন ।
শুভকামনা ।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ....



সখী, আমরা তো আছি; আর আপনি আপনার তাকে খুঁজতে থাকুন .... ;)


খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন একদিন !! :)

কবিতা ভালো লিখেছেন।


শুভ কামনা রইল ।


০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: খুব সুন্দর পজিটিভ মন্তব্য ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ জানবেন ।
আপনাকেও শুভকামনা ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কষ্টগুলোকে একপাশে রেখে ভালোবাসাকে খুঁজতে থাকুন, দেখবেন একদিন ঠিকই পেয়ে গেছেন।
কবিতা ভাল হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: এতো সুন্দর মন্তব্য পেয়ে এবং কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ জানবেন ।
আপনাকেও শুভকামনা ।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

শূন্যনীড় বলেছেন: সুখ যে হারিয়ে গেছে, সেই হারানো আনন্দ এখন আর আসে না কখনো, ভালো লাগা মুহূর্ত গুলোও হয়ে গেছে পর, হয়তো ভুলেই গেছে আমার হৃদয়ের ঠিকানা! তাই তো মাঝেমাঝে পুরনো স্মৃতিপট থেকে খুঁজে আনি কিছু সুখ। সেটুকু নেড়েচেড়েই ছাড়ি তৃপ্তির দীর্ঘশ্বাস

অনেক অনেক ভালো লাগলো আপু, কাব্য কথায় মুগ্ধতা

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৪

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ফরম্যাট যেমনি হোক কবিতাটি সুন্দর হয়েছে । ভালবাসার কাওকে ভুলে যাওয়া এত সহজ কথা নয় ।
তবে যার চিহ্নগুলি মনের নিভৃত কোণে বিধে থাকে তাকে যদি ভুলে যেতেই চান তাহলে তার ছবি
ও স্মৃতি চিহ্নগুলি দুরে ছুঁড়ে দিতে পারেন আর যদি তা না পারেন তবে সেগুলিকে সযতনে কোন নিভৃত স্থানে সংগোপনে সঞ্চিত করে রেখে দিতে পারেন । এর পরে চারপাশের বন্ধুদের সনে নতুন করে সম্পর্ক তৈরী করে নিতে পারেন । এর কোনটিই যদি কাজ না করে দেশান্তরী হতে পারেন এবং চেষ্টা করুন জীবনের টানাপুড়নে কিভাবে টিকে থাকতে হয় । জীবনের পরিবর্তনের স্রোতে ভেসে গিয়ে পাঠে ও নতুন নতুন মনোমুগ্ধকর কবিতা লেখায় মনোনিবেশ করে দেখতে পারেন, ভুলে যেতে পারেন কিনা । তাকে ভুলে গিয়ে তখন চারদিকে শুধু দেখবেন কবিতা আর কবিতা, এর থেকে বড় আপন আর কে হতে পারে ।

শুভেচ্ছা রইল

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

নীলপরি বলেছেন: খুব পজিটিভ আপনার মন্তব্য। সুন্দর সাজেশন। ভীষণভাবে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা নিলাম।
অনেক ধন্যবাদ।
আর আপনাকেও শুভেচ্ছা।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




অল্প কথার কবিতার উঠোনে কষ্টের বিশাল আকাশের ছায়া ফেলে রেখে গেছেন ।
কবিতার শেষের লাইটিতে মনে হলো, কবিকে এমনটা মনে করিয়ে দেয়াই যায় ---" ভালোবাসি যাকে, সে ; আর যে আমায় ভালোবাসে তারা জীবনে কখোনই এক নয় ।"

চমৎকার আঙিকের একটি কবিতা । ++

পোস্টের ছবির ভেতরে শূন্যঘর , শূন্য সবকিছুর দৃশ্য শিরোনামের সাথে মিশে থাকা কষ্টের আদল তেমন ফুটিয়ে তোলেনি ।
আরও ভারাক্রান্ত করা যেতে পারতো । এটা আমার নিজস্ব মত ।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: আপনার কোটেড লাইনটার সাথে পুরোপুরি একমত।
শুধু মনটা বুঝেও বোঝেনা। এইটা বোধহয় মানুষের নিষ্ঠুর নিয়তি!

হুম, ছবিটার কথায় ও আপনার সাথে একমত। আমারও ছবিটা খুব একটা মনোমত হয়নি।
অলসতার কারণে দিয়েছি। আমি দুঃখিত।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর উপস্থাপন। কাব্যতায় যেনো এক লহরী সুর। ভাল থাকবেন কবি।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো কথাগুলো । যাকে ভুলে যাওয়া উচিত সময় হলে তাকে এমনিতেই ভুলে যাবেন ।
জীবন কারোও জন্য বসে থাকে না ।
কবিতায় ভালো লাগা

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

অনেক শুভ কামনা। ভালো থাকুন।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকেও।
শুভকামনা।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:



কষ্টকে যত্ন করলে সুখ পাওয়া যায় !

কবিতা ভাল লেগেছে ।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

নীলপরি বলেছেন: একমত আপনার সাথে ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: আমার কাছে, মোটামুটি লাগল ! শেষ ২ লাইন আর শিরোনাম সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: শিরোনাম ভালো লেগেছে জেনে খুশি হলাম ।:)

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: সময় এক ভালো বন্ধু!

তার হাত ধরে তাকে ভুলে যাবে একদিন আপুনি! :)

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: হুম ! ঠিকই ! তবে কারো কারো আবার মনে রাখার অ-সুখ থাকে ! :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দিদি । :)

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাঊকে খুঁজে দেখেন, দেখবেন চোখ তাকে খুঁজে পাচ্ছেনা।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: তেমন হবে কী ? :)

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

মিরোরডডল বলেছেন: আপনি এখনও খুঁজছেন
কারণ আপনি তাকে পান নি বলে

ভালবাসা থাকে না পা্বার মাঝে
এই ব্যথার মধ্যে একটা ভালোলাগা আছে
েি

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

মিরোরডডল বলেছেন: ছবিটি সুন্দর

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২০| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

ধ্রুবক আলো বলেছেন: যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ
কথা সত্য !!!

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

নীলপরি বলেছেন: হুম । একমত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,অর্থটা ঠিক আছে।তবে রিদিমের একটু অভাব লাগলো।
শুভেচ্ছা অনন্ত।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: আসলে প্রচলিত প্যাটার্নে লেখার চেষ্টা করিনি ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল ছিমছাম কবিতাখানি!

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ। :)

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সনেট কবি বলেছেন: সুন্দর +

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ এরকম সুন্দর কবিতার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

জাহিদ অনিক বলেছেন:


কষ্ট মন্থন করে উঠে আসে শোক
যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ!
--- ভালো লিখেছেন।

শায়মা আপু ভালো বলেছেন, সময় সব ভুলিয়ে দেবে। ভালো থাকুন

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: হুম , শায়মাদি ভালো বলেছেন ।
তবে আমার যে আবার দুঃখবিলাসের রোগ ! :((

আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চিরন্তন অনুভূতির কবিতা

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা গুণ সবসময় ভালো, সবসময় মুগ্ধ করে আপনার কাব্য কথা।
অসাধারণ লিখেছেন, বেদনার চিত্রায়ন শব্দ গাঁথুনিতে।

ফিরে আসুক সুখ, স্থায়িত্ব পাক আনন্দগুলো।

শুভকামনা জানবেন সবসময়

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অনেক অনুপরেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

হাফিজ বিন শামসী বলেছেন:
যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ!

এটাই বাস্তবতা।

ভুলতে চাইলেই মুলা যায় না। :)

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

নীলপরি বলেছেন: হুম ! একদমই !

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


চলমান আন্দোলনের উপর কিছু বলুন

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

নীলপরি বলেছেন: এরকম বিষয় নিয়ে কখনো লিখিনি । পারবো কিনা জানিনা । তবে একবার চেষ্টা করবো ।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চোখ বড় বেলাজ!

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: চোখ বড় বেলাজ!--

একেবারেই ঠিক বলেছেন ।
অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৩১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ - খুব সুন্দর লিখেছেন। একটু ব্যতিক্রমী কাঠামোটা ভাল লেগেছে। চৈত্রের বর্ণনাটা ভাল এসেছে, সেই সাথে চৈত্রের নিদাঘ দুপুরের মত উদাসী মনের ভাবনাগুলোও।
কবিতায় ভাল লাগা + +

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: হুম । কাঠামোটা নিজের যেমন মনে হয়েছে তেমনই করেছি । তাও আপনার ভালো লেগেছে জেনে অনেক উৎসাহ পেলাম । খুশিও হলাম খুব ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা।



৩২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:১৬

রাকু হাসান বলেছেন: কি বলবো ....একটানাকয়েকটা কবিতা পড়লাম ..... আপু আপনার প্রকাশিত কবিতার বইয়ের নাম বলুন ....আমি কিনবো প্রকাশনা সহ কিন্তু :-B

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: আপনার কথায় আপ্লুত হলাম । অনেক উৎসাহ পেলাম । তবে আমার কোনো কবিতার বই নেই । :(

অনেক ধন্যবাদ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.