নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আজ পহেলা বৈশাখ

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪





আজ পহেলা বৈশাখ। তো? মাস গড়ালে বছর আসে, এর থেকে সাধারণ ব্যাপার আর কী আছে ? অনেকেই একথা বলবেন! বিশেষ করে, সারা বছর আমরা যখন নিজের পপরিচয় ভুলতে ব্যস্ত। থুড়ি বিশ্বনাগরিক। যদিও এই বিশ্ব থেকে প্রাচ্যকে সযত্ন সরিয়ে রাখি। বিশেষ করে বাঙালি হয়ে থাকাটা এখন আর ফ্যাশনেবল তো নয় । ভাষায়, রুচিতে, রসনায় আমরা ক্রমে কেমন যেন অন্যের মতো হয়ে যাচ্ছি, পরিচিতিহীন হয়ে যাচ্ছি। শুধু এই দিনটাই শিকড়ের সাথে জোড়ার দিন । তাই এই দিন উদযাপনের প্রয়োজন আছে বৈকী !
তাছাড়া নাম-গোত্রহীন হয়ে থাকাটা নিয়ে আমাদের ভিতরে অস্বস্তি ঠিকই আছে। উৎসবের মোড়কে পুরে না নিলে, নিত্য দিনের স্বেদগন্ধী জীবনটাকে একটু পালিশ না করে নিলে জীবন বাঁচে না।নিরঞ্জনকে মোহাঞ্জন পরিয়ে দেখতেই আমরা অভ্যস্ত। তাই নববর্ষকে পয়লা বৈশাখ করে নিয়েছি আমাদেরই মতো, আমোদ-আহ্লাদে, হুজুগে-হিড়িকে অ-সাধারণ।ক্ষতি কী ? যে বাঙালীরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলেন , তাঁরা নয় আজ রেস্টুরেন্টে গিয়ে হিলসা ফিশ আর রাইস অর্ডার করবেন ! তাও করতে তো হবে ! আর একটা কথাও এখানে বলা দরকার । পরিশ্রম করে আর রাজার মতো পয়সা খরচ করে নববর্ষ আর কোন জাতি উদযাপন করে ?








এগুলো তার উদাহরণ । :)

সবাইকে পহেলা বৈশাখের অনেক শুভেচ্ছা । সবাই খুব ভালো থাকুন ।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: "আমরা ক্রমে ক্রমে যেন অন্যের মত হয়ে যাচ্ছি, পরিচিতিহীন হয়ে যাচ্ছি... নিরঞ্জনকে মোহাঞ্জন পরিয়ে দেখতেই আমরা অভ্যস্ত" -চমৎকার বলেছেন কোথাগুলো।
গত অর্ধশতক ধরে অন্ততঃ দেখেছি, পান্তা ঠিক আছে, কিন্তু ইলিশ সাধারণ গরীব বাঙালীর মেন্যুতে নেই, ছিল না, কারণ তা সহজলভ্য ছিল না। বড়জোর অতিথি আপ্যায়ন উপলক্ষে হয়তো তারা অতি কষ্টে একটা ইলিশ কিনে আনতো।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য । পান্তা ঠিক আছে, কিন্তু ইলিশ সাধারণ গরীব বাঙালীর মেন্যুতে নেই, ছিল না, কারণ তা সহজলভ্য ছিল না। বড়জোর অতিথি আপ্যায়ন উপলক্ষে হয়তো তারা অতি কষ্টে একটা ইলিশ কিনে আনতো।
আমিও এই কথাটাই বলতে চেয়েছি । যা আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন । কষ্ট করে হলেও ট্র‌াডিশনকে টিকিয়ে রাখার , রাজার মতো মন নিয়ে বাঙালী গর্ব করতেই পারে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন: বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধু!! !:#P

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা নিয়েছি । :) আর আপনাকেও শুভেচ্ছা বন্ধু ।

অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুন বছর শুভ হোক।।

১৫ তারিখে পহেলা বৈশাখ? আপামনি কোন দেশে??

প্রথম থালায় ভাত এত কম কেন???:(

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: আমি ডায়েটের কথা ভেবেছিলাম । :(

আপনারও নতুন বছর শুভ হোক :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা নিয়েছি । :) আর আপনাকেও শুভেচ্ছ।

ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: শুভ নববর্ষ ।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




"আজ পহেলা বৈশাখ" শিরোনামে এটা একটি বিলম্বিত পোস্ট !

তবুও বৈশাখি শুভেচ্ছা আপনাকে আর সকল ব্লগারবৃন্দকে ।

অনেক দেশই আছে যারা তাদের ক্যালেন্ডার , বিশেষ করে ইংরেজী ক্যালেন্ডার বছরের প্রথম দিনটিকে ব্যাপক ভাবে উদযাপন করে । ইরানেও "নওরোজ" অনুষ্ঠানে এর চেয়েও বেশী ধুমধাম হয় । চীনা নববর্ষ পালন তো চোখে ধাঁধাঁ লেগে যাবার মতো ।

তবে পয়সাওয়ালাদের কারনে আমাদের মতো ছাপোষা লোকদের বৈশাখী উৎসব ও নববর্ষ পালনে অস্বস্তি থাকা উচিৎ নয় মোটেও । এটা আমাদের প্রানের মেল বন্ধন । এটা হলো জাতি-ধর্ম নির্বিশেষে বাঙালীদের প্রানের উৎসব । প্রসঙ্গটি ইলিশের নয় , ইচ্ছের । জিহ্বার স্বাদে নয় , ধনাঢ্যতার নেকাব পরিয়ে নয়, আমাদের নিরঞ্জন পরিচয়কে ইচ্ছেশক্তির জোরে ইলিশের চেয়েও ঝাঁ চকচকে করে তুলতে হবে মনের মাধুরী মিশিয়ে, প্রানের স্বাদে টৈ-টুম্বুর করে ।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বলেছেন আপনি । আমিও আপনার মতোই বলতে চেয়েছি যে , আমাদের উৎসবে এখনো প্রাণের ছোঁয়া আছে । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: হুম ।আপনার শুভেচ্ছা নিয়েছি । :) আর আপনাকেও শুভেচ্ছা

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা................ !:#P !:#P

যদিও আজকাল সব ফিকে হয়ে যাচ্ছে......

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: ফিকে হলেই হোলো ? ফিকে হতে দিচ্ছি না । দেবো না!

আপনার শুভেচ্ছা নিয়েছি । :) আর আপনাকেও শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় ভরে থাকুক আপনার আগামীর প্রতিক্ষণ।
বৈশাখী শুভেচ্ছা রইল আপু
শুভ নববর্ষ।

ভালো লাগলো আপনার লেখাগুলোর সাথে বৈশাখী খাবারসহ থালা।

দারুণ

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা নিয়েছি । :) আর আপনাকেও শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ধ্রুবক আলো বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা (একটু দেরি হয়ে গেলো বটে :) )

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: আরে , একটুও দেরী হয়নি । যখন মনে পড়ে তখনই সময় । মনে করে যে এসেছেন , এতেই খুব ভালো লাগলো ।


আপনার শুভেচ্ছা নিয়েছি । আর আপনাকেও শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

জাহিদ অনিক বলেছেন:


বৈশাখের শুভেচ্ছা নীলপরী

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা নিলাম ও খুব ভালো লাগলো । আর আপনাকেও শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নীলপরির বৈশাখ আশা করি ভালোই কাটলো?

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: হুম ! যদিও সুস্থতা থেকে একটু দূরে আছি । সেটা কিছু না । আর বাদবাকি যা খারাপ সেগুলোর থেকে দূরে থাকার চেষ্টায় আছি । কারণ অল্প হলেও কিছু ভালো তো থাকেই । যেমন - সেদিন পোষ্ট দিয়ে চলে গেছিলাম সাথে সাথে । পরে এসে দেখলাম , সবাই পড়ে ,মন্তব্য করেছেন । এটা আমার কাছে অনেক ভালো লাগার পাওয়া । আজ , আপনি ব্লগে এসে মনে করে আমার পোষ্ট পড়লেন , এটাও খুব ভালো লাগলো । তাই ভালো কেটেছে এবং ভালো কাটাতে পারবো আশা রাখছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.