নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আবার আমার \' মে দিবস \' করবে কোলাহল

০১ লা মে, ২০১৮ রাত ৮:৫৮






কবে যেন আমার একটুকরো ধানক্ষেত
উড়ে গেছে ইস্তেহার হয়ে
পোস্টার হয়ে আটকে আছে কারখানার দরজা
আকাশে দেবতা
মাটিতে নেতা
মাঝখানে আমি
বেঁচে থাকার দায় নিয়ে দাঁড়িয়ে আছি
কারো সাথেই পারিনি করতে তরজা!

আনুগত্যই সহজ-সোজা
কবেই বা দিগ্বিজয়ের আকাঙ্ক্ষা ছিল আমার?
জমায়েতে জড়ো হই
যেমন, হয়েছি আজ
কি যেন দিবসে
হ্যাঁ, মে দিবসে!
প্রস্তাবনার সড়ক ছোটে স্বর্গপুরে
আমার আবার মাটির ঘরে বাস
আনুগত্যই সহজ-সোজা
তাই , চুপচাপ দাঁড়িয়ে রই!


ভোটপাখীদের সামনে সুখ-স্বপ্নের দানা ছড়ানো হলে
ঘোষণা করে সুখ এসেছে
নেতা-দেবতাদের হাসি-খুশি মুখ
শুধু , আমি জানি
থালাভরা পান্তাও আমার অপেক্ষায় নেই
ভোটপাখীদের সামনে সুখ-স্বপ্নের দানা ছড়ানো হলে
টের, পাইনা কোথায় আছে সুখ!


একদিন, কোনো একদিন
একটা অন্যরকম দিন হবে
যতই, নেতা-দেবতারা পান করুন অমৃত, আমরা হলাহল
আমার দুঃখ-কুড়ো, কষ্ট-খড়
জ্বলতে জ্বলতে
পুড়তে পুড়তে
একদিন, কোনো একদিন
আবার আমার ' মে দিবস ' করবে কোলাহল!




মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ৯:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। নেতাদের আজকের দেওয়া আশ্বাসের বাণীগুলো আবারও শুনা যাবে আগামী মে দিবসে। আমরা সেদিন আবারো স্রোতা হবো আর স্রোতাই রয়ে যাবো। নেতারা এবার এসেছে গাড়ী নিয়ে, আগামীতে হেলিকাপ্টার। আমরা সেদিন আবারো স্রোতা হবো আর স্রোতাই রয়ে যাবো এভাবেই। আমাদের মতো শ্রমিকদের আরো কত বেঁচে থাকার মিথ্যা আশ্বাস মিলবে। দশ বছর পর আশ্বাসগুলো রাখতে হয়তো একটি আলমারির দরকার হবে। অথচ, সভ্য সমাজ আগামীকাল ভুলে যাবে আমাদের। আপসোস !

০১ লা মে, ২০১৮ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: খুব , ভালো বলেছেন । এমনটাই হচ্ছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ০১ লা মে, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


এই দেশে শ্রমিকের আয় থেকে "আদম বেপারী"র আয় লাখ থেকে কোটী গুণ বেশী; সরকার এই যুগে ক্রীতদাস ব্যবসা চালু রাখতে সাহায্য করছে।

০১ লা মে, ২০১৮ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: মানুষ যে কবে নিজেরটা বুঝবে!

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩৪

শামচুল হক বলেছেন: মে দিবসের কবিতা ভালো লাগল।

০১ লা মে, ২০১৮ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




শেষ স্তবকের মত আমি আশারাখি মে দিবসের তাৎপর্য একদিন প্রতিষ্ঠিত হবে ।

কবিতায় বাস্তবতার সাথে না হওয়া সত্যগুলো ফুটে উঠেছে । ভাল লেগেছে ।

০১ লা মে, ২০১৮ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: সেই আশা তো আমরা রাখতেই পারি ।

আজকের দিনে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগতো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে,
কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়?
কতদিন তুষ্ট থাকবে আর
অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?
মনের কথা ব্যক্ত করবে
ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে?
ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন?
ঝুলে পড়া তোমার জিভ,
শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কাল?
মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে
কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুদা আর গলার শিকলকে?
কতক্ষণ নাড়তে থাকবে লেজ?
তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো,
অস্বীকার করো বশ্যতাকে।
চলো, শুকনো হাড়ের বদলে
সন্ধান করি তাজা রক্তের,
তৈরী হোক লাল আগুনে ঝল্সানো আমাদের খাদ্য।
শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক
সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।

সুকান্ত ভট্টাচার্য, ১লা মে-র কবিতা

০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: কবিতাটা ভালো লাগে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: মে দিবস নিয়ে এটাই সবচেয়ে সুন্দর কবিতা এই ব্লগে।

০১ লা মে, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো । তবে আপনার লাইক পেলাম না । :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৭| ০২ রা মে, ২০১৮ রাত ১২:১৬

কাওসার চৌধুরী বলেছেন: সময়োপযোগী চমৎকার একটি কবিতা। আমরা চাই নেতা/মন্ত্রী, আমীর/মালিক সবাই শ্রমিকদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। ন্যায্য মজুরী দেবেন। শ্রম আইনের ধারাগুলো মানবেন। দেশটা সবার, অধিকারও সবার সমান হতে হবে।

ধন্যবাদ, মে দিবসের শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভেচ্ছা।

৮| ০২ রা মে, ২০১৮ রাত ১:১৩

রাসেল উদ্দীন বলেছেন: স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌছায়! ছোবড়াটা আমাদের, রসটুকু ওরা খায়!

০২ রা মে, ২০১৮ সকাল ১০:৪৩

নীলপরি বলেছেন: হুম। বেশীটাই তেমন হয়।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৯| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

মুগ্ধতা একরাশ!

এক বিপ্লবী হৃদয়ের স্বপ্ন এঁকেছেন অসাধারন নিপুনতায়।

+++++++++

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য আমায় বিমুগ্ধ করলো।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১০| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।




০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো বন্ধু।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৭

আখেনাটেন বলেছেন: আবুলের বাপে পান-বিড়ি বিক্রি করত; এখন আবুল করে। আবুল তার ছেলেকেও ট্রেইনিং দিচ্ছে। রাষ্ট্র ফুটপাতের এই দোকান এই ভাঙে।নেতাদের খুশি করানোতে আবুলেরা আবার গড়ে। এই চলছে। তিন প্রজন্মে অবস্থার কোনো হেরফের নেই। এরা 'মে দিবস' কে পান-বিড়ির সাথে প্রতিদিন চিবিয়ে খেয়ে ফেলছে।

ভালো লেগেছে কবিতা। ++

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন। একবারে বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। একমত।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১২| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: সুন্দর এবং সময়োপযোগী কবিতা। আস্তে আস্তে ভালো হয়েছে।
+।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নীলপরি বলেছেন: চেষ্টা করেছি বাস্তবটা কিছুটা হলেও তুলে ধরতে। আমার প্রয়াসটা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্যে ভাল লাগা-----

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৪০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ।
উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।

১৪| ০২ রা মে, ২০১৮ রাত ৯:০১

হাফিজ বিন শামসী বলেছেন:

যে শ্রমিকের রক্ত ঘাম হয়ে কারখানার চাকা সচল রাখে সেই শ্রমিকের সংসারের চাকা ঘোরে না।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৪৩

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন।
অনেক ধন্যবাদ।
উত্তর দিতে হওয়ায় দুঃখিত।

১৫| ০২ রা মে, ২০১৮ রাত ১০:২৮

সনেট কবি বলেছেন: যথেষ্ট ভাল লেগেছে।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৪৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত।

১৬| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:২২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ।
উত্তর দিতে হওয়ায় দুঃখিত।

১৭| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ধ্রুবক আলো বলেছেন: মে দিবস নিয়ে কবিতা খুব ভালো লাগলো।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ।
উত্তর দিতে হওয়ায় দুঃখিত।

১৮| ০৬ ই মে, ২০১৮ রাত ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আনুগত্যই সহজ-সোজা।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নীলপরি বলেছেন: একমত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।
উত্তর দিতে হওয়ায় দুঃখিত।

১৯| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: বেশি কিছু বলার নেই, এক কথায় অসাধারণ।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নীলপরি বলেছেন: খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ।
উত্তর দিতে হওয়ায় দুঃখিত।

২০| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষদের নিয়ে দারুণ কাব্য, যেমন কথামালা তেমনি কবিতার ভাবধারা, বড়ই মুগ্ধকর লেখনি আপু।
প্রিয়তে থাকুন,

শুভকামনা আপনার জন্য সবসময়

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: আপনার যে কোনো ধরনের লেখা ,গল্প , কবিতা বা প্রবন্ধ আমার খুব পছন্দের । তাই আপনার এই মন্তব্যে আমি ভীষণ ভাবে অনু্প্রাণিত হলাম । আর এই মন্তব্যটা আমারও প্রিয়তে রইলো ।

অনেক ধন্যবাদ।

শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন ।

২১| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার সাথে ছবিটা যথোপযুক্ত হয়েছে।
খুবই আশা জাগানিয়া কবিতা, ভাল লেগেছে। + +
আনুগত্যই সহজ-সোজা - খুবই সহজ করে বোঝালেন কথাটা।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.