নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জল-সনেট লিখেছে অভিমানী

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০








অবকাশে এসেছিল মেঘ
জলের ব্যবসায়ে সিদ্ধহস্ত বলে
মোহজাল বিছিয়েছিল গল্পের ছলে
অপরিচিতের প্রতিরোধ ভেঙেছিল মায়াবী-জলে!



ছলনার বেজায় মজা
নরক তৈরী নয়তো সোজা কাজ
আলোর পিছনে রাখতে হয় অন্ধকার
তবেই তো কায়েম থাকে রাজ!


অবসরও ক্লান্তি আনে
গল্পের সুতো করতে হয় ছিন্ন
যতোই কাঁপুক অন্য কারো হৃৎপিন্ড
নাড়িয়ে দেওয়ার স্বাদই একটু ভিন্ন!


গল্প-সুতো জুড়তে হয়রান
রঙিন স্মৃতি দিন ফুরালে ম্লান
আলেয়ার আলে জীবন ভাগাভাগি
কথাটা তবু বোঝেনা আবেগী প্রাণ!


মৃত্যুকে ছোঁয় রূপকথারা
ভাসা মেঘের ঠোঁটে হাসির ঝলকানি
স্বপ্নেরা স্নান করেছে স্মৃতির রক্তে
বালিশ জানে , জল-সনেট লিখেছে অভিমানী!

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত, এক কথায় অনবদ্য।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

আখেনাটেন বলেছেন: শব্দ নিয়ে আপনি ভালো খেলতে পারেন এটা স্বীকার করলুম।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা পড়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৬

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সেলিম আনোয়ার ও নঈম জাহাংগীরের দলে নাম লিখাচ্ছেন; বিশ্বভরা বিরহ?

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: কি বলি স্যর ? ওনাদের লেখা তো মনকে ভেজায় । আর আমি তো হাবিজাবি লিখি ।

তাই এই কথাটা শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগিল কবিতা +++

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: একটু অন্য রকম। সুন্দর হয়েছে। +।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৯

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লাগায় বরাবরের মতোই খুব উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৯

কাওসার চৌধুরী বলেছেন:



কবির বিরহ নীল নদের চেয়েও বেশী :( কবিতায় ভাল লাগা রইলো B-)

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: কবির বিরহ নীল নদের চেয়েও বেশী --
আপনার সাথে একমত :( :(

কবিতা আপনার ভালো লাগায় আমারও খুব ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিটি লেখাতেই অনেক ভিন্নতা লুকিয়ে থাকে, লুকিয়ে রাখেন কথার ভাঁজে ভাঁজে হৃদয় ছোঁয়া আবেগ, কাব্যিক কথার গাঁথুনি পাঠককে বাস্তবতার স্পর্শ দিয়ে যায়। আপনার লেখনিতে সার্থক হয় নামকরণ। অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু।

আলেয়ার পিছে ছোঁটে ছোঁটে ক্লান্ত হয়েও তৃপ্তির শ্বাস ছাড়ে আবেগি প্রাণ,
ভালোবাসা স্বপ্ন সাধ ইচ্ছের ভিতর না চাইলেও থাকে অনেকটা অভিমান।

শুভকামনা জানবেন সবসময়,

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: আলেয়ার পিছে ছোঁটে ছোঁটে ক্লান্ত হয়েও তৃপ্তির শ্বাস ছাড়ে আবেগি প্রাণ,
ভালোবাসা স্বপ্ন সাধ ইচ্ছের ভিতর না চাইলেও থাকে অনেকটা অভিমান।


--
নিজের কবিতার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে আমি অভিভূত । আপনার পুরো মন্তব্যটা খুবই প্রেরণাদায়ক । ভীষণভাবে অনুপ্রাণিত করলেন আমাকে ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা নিলাম আর আপনাকেও অনেক শুভকামনা

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: কবিতাটা খুব ভালো লাগলো আপু। ভিন্নরকম অভিমানী কাব্য পড়লাম। কিন্তু 'জল সনেট' নাম দিয়েছেন কেন, এটা তো সনেট নয় ?

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: এই কবিতাটাকে তো সনেট একবারও সনেট বলিনি!

হয়ত বোঝাতে পারিনি! দুঃখিত!

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: পরী অত্যন্ত মনোরম লিখেছেন।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: আপনার কবিতা অত্যন্ত মনোরম লেগেছে শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

সিগন্যাস বলেছেন: বাহ বাহ কবিতার গাথুনি ভীষণ সুন্দর । আপনি বেশ বুদ্ধিমতি

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

নীলপরি বলেছেন: আমি নিজেকে বুদ্ধিহীন বলে জানি ।:(

তাই আপনি বুদ্ধিমতী বলায় আনন্দ পেলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন:



পরী দিদির পাকা হাতের লেখা বিরহী কবিতা পড়ে মনে ভিতরে অঝর ধারায় বৃষ্টির নেমে গেলে !!! :( :(


ভালো লিখেছেন।।


১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুবই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

চঞ্চল হরিণী বলেছেন: আচ্ছা বুঝেছি, 'জল সনেট লিখেছে অভিমানী' এটাই হল কবিতাটার পুরো নাম এবং জল সনেট হল অশ্রুকাব্যের উপমা :(

:)

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: বালিশ জানে ......... কথাটা লিখেছি ।

আবারো কষ্ট করে আসলেন দেখে খুব ভালো লাগলো দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৫| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমিকেরা এই জন্যই বুঝী মাঝে মাঝে বস্তু হতে চায়!
কখনো উড়নি, কখনো রুমাল কখনো বালিশ :P

লেখক বলেছেন: বালিশ জানে ...... :) এক্ষনে কেউ যদি সে দু:খ অনুভবে বালিশ হতে চায়
তাকে কি দোষ দেয়া যাবে ;) :P

আসলে হয়েছে কি সবার সুন্দর সুন্দর মন্তব্যে নিজে কি লিখব ভেবেই পাচ্ছিলাম না :)
তাই শেষ কথাটায় কথা বাঁধলাম :)

+++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: হুম!
এক্ষনে কেউ যদি সে দু:খ অনুভবে বালিশ হতে চায়
তাকে কি দোষ দেয়া যাবে
-- একেবারেই নাহ! এটা তার গণতান্ত্রিক অধিকার :) :)

দারুণ লাগলো মন্তব্যটা ।
প্লাসে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: অনবদ্য কবিতা

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো +

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: প্লাসে উৎসাহ পেলাম । ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্দান্ত লিখেছেন তো! কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম!! আপনার এমন কবিতা আরও পড়তে চাই।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমি আপ্লুত হলাম ।

আমি অবশ্যই চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

যবড়জং বলেছেন: অভিমানী না বিরহী ?
"হৃদপিন্ড নাড়িয়ে দেবার স্বাদ আসলেই একটু আলাদা ++

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: অভিমান থেকে বিরহ অথবা বিরহ থেকেই অভিমান আসে!

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২০| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

জাহিদ অনিক বলেছেন:
আহা ! অভিমানীর জল সনেট !
কান্না কি ওমন হয় ! সনেটের মত মেপে-মেপে !

কবিতা ভালো লেগেছে কবি

২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: হুম কবি , কান্না এমনও হয় । দমবন্ধ করে বালিশ চেপে কাঁদতে হয় । যাতে আর কেউ টের না পায় ।:(

কবিতা আপনার ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২১| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




এভাবে কবিতায় নাড়িয়ে দেয়ার স্বাদই একটু ভিন্ন ।
বালিশই শুধু নয়, পাঠকের চোখও জানলো , জল-সনেট লিখেছে কোনও এক অভিমানী..............

২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা সেই থেকে বারবার পড়ছি আর আবেগে আপ্লুত হচ্ছি ।
খুব খুব উৎসাহ পেলাম আপনার কথায় ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ২:১১

বলেছেন: দারুন কাব্য নির্মানশৈলী, মুগ্ধ

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: জল-সনেটে জীবনের কষ্ট গুলো স্বপ্নের মধুরতায় হয় দূর প্রতিদিন ,
মনের ভাবনায় সুখ খুঁজলেও বাস্তবতায় তা যেন না হয়ে উঠে কঠিন ।
চিরাচরিত এ জীবনের গীত কাব্য অভিমানি কতই বা করবে রচনা ?
যাতনার গ্যাঁড়াকলে পিষ্ট না হয়ে, অভিমানি ফিরে পাক কাব্য রসনা ।
তাইতো বলি কাব্য তুমি বড়ই বৈচিত্র্যময় এই কবিতার ধরায় ,
হাজারো রূপে মত্ত হয়ে হয়ে মরছে ধুঁকে ধুঁকে দারুন বিষণ্ণতায়
কামনা করি জল সনেট কবিতা ভরে দিক অভিমানিকে প্রফুল্যতায় ।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।
শুভেচ্ছা রইল

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা পড়ে একটু থেমে ছিলাম । এতোটাই আবেগী হয়ে গেছিলাম । ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত হলাম ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন: দয়া করে এটি সহ ২৩ নং মন্তব্যটি মুছে দিবেন । কারণ সেখানে একটি বড় ভুল রয়ে গেছে ।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: হুম, বুঝতে পেরেছি । অনেক সময় টাইপ করতে একটা কিছু মিস হয়ে যায় । আমারও হয় ।

মুছে দিয়েছি । :)

২৫| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



জল-সনেট গড়িয়ে পড়ে অভিমানিনীরর বুক ভেসে বয়ে চলে এক অকুল পাথার! কূল নেই কিনার নেই! এখানেই এসে থমকে যায় সকল হিসেব! জলেরদাম কত? কেউ বলেছিল - শূন্য কেউ বলেছে অসীম! উপলব্ধি এটাই! অমূল্য কাব্য কবি! বেশ গভীর কাব্য!

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: বাহ! আপনার এতো সুন্দর মন্তব্য পড়ে বিমুগ্ধ হয়ে গেলাম । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি

২৬| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩২

নাজিম সৌরভ বলেছেন: বাহঃ ভালো লেগেছে তো !

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৬

সুব্রত দত্ত বলেছেন: পড়ার শুরুতে কিছুটা হোচট খাচ্ছিলাম। শব্দের গাঁথুনিটা কেমন যেন নড়বড়ে লাগছিল কিন্তু পুরোটা পড়া শেষে আরেকবার পড়াতে বোঝা গেলো সবটুকু। আসলে পাঠককেও পড়তে জানতে হয়। :-)
প্রতিটি স্তবকের শেষ লাইন দুটো দারুণ।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

সাহসী সন্তান বলেছেন: কবিতা পড়ার পর কি বলবো ভাবছিলাম। আপনি মাঝে মাঝে এতটা ভাল লেখেন যে, সেটা পড়লে আর প্রশংসা করতে ইচ্ছা করে না। হিংসা লাগে, আমি কেন এরকম কবিতা লিখতে পারি না...

সুন্দর হইছে পরী! শুভ কামনা জানবেন!

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

নীলপরি বলেছেন: এরকম একটা কমেন্ট পেলে আপ্লুত হয়ে যেতে হয় । আর হয়েছিও তাই ।
তবে আপনার যা এক একটা মেগা পোষ্ট আছে , ওরকম পোষ্ট দেওয়ার অধ্যবসায় আমার নেই বললেই চলে । তাই , দূর থেকেই কূর্ণিশ জানাই ।

এতো সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৯| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

এ.এস বাশার বলেছেন: অনবদ্য ও ছন্দময়......আসাধারন কবিতা.......

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতায় অদ্ভুত অলংক্রিয়া রয়েছে। ব্যাথাগুলো যেন জল সনেটে লিপবদ্ধ হয়ে বসে রয়েছে!

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: ব্যাথাগুলো যেন জল সনেটে লিপবদ্ধ হয়ে বসে রয়েছে!
--

আপ্লুত হলাম ।

উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.