নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তবে তুমি পার‌তে নাহ

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬







কখনো স্বপ্ন-স্রোতে পা ভিজিয়ে দেখেছো ?
অনুভব করেছো তার শিহরণ
অলীক সাম্পানে ভেসেছ কোনোদিন ?
নিবিড় যত্নে পিঁপড়েকে চিনির দানা টানতে দেখছ ?
ধড়ফড় অপেক্ষার মর্মবেদনা সয়েছ ?
যদি সইতে
তবে , নির্বোধকে নিঃশেষ করে
তুমি সম্পদ গোছাতে পারতে নাহ!




কখনো চাঁদপেড়ে শাড়িতে নদীকে সাজতে দেখেছ ?
টের পেয়েছ তার লাজুক খুশিকে ?
মাঝদুপুরে ,পুরানো বইয়ের হলুদ গন্ধের হাত ধরে
বিগত শতাব্দীতে গিয়েছ কোনোদিন ?
পাহাড় ঝোরা জলের কথাকলি কান পেতে শুনেছ ?
দেহজ বাস্তবকে পেরেয়ি রাধার মন-ভূমির খোঁজ নিয়েছ ?
যদি নিতে
তবে , আবেগকে মাড়িয়ে
তুমি নিশ্চিন্ত হতে পার‌তে নাহ!


মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! পরিআপু ,

কথা ও কাব্যে সুন্দর পর্যবেক্ষণ। ++

ভালো লাগা রেখেগেলাম।

শুভকামনা জানবেন ।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার উৎসাহ পূর্ণ মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে, অপেক্ষা করতে এবং
পিঁপড়ার খাদ্য জমানোর মতো ছোট্টছোট্ট ব্যাপারগুলো যে খেয়াল রাখে সেইই তো প্রকৃত প্রেমিক।

কবিতার ভাব, বিন্যাস, ধারাবাহিতা, শব্দচয়ন দারুণ...

মুগ্ধতা।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: পিঁপড়ার খাদ্য জমানোর মতো ছোট্টছোট্ট ব্যাপারগুলো যে খেয়াল রাখে সেইই তো প্রকৃত প্রেমিক। --

সারমর্মটা বলেছেন । আর যে পারে না সে প্রেম মানে জানে নাহ!
খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



তুমি নিশ্চিত হতে পারতে? আমি জানি তুমি ঠিকই পারতে ৷
অথবা ভাবলেষ হীন প্রতিমার চাহনীতে নতুন কোন প্লান করতে!
তোমার জন্য আমার করুণা হয়, বড়ই করুনা ৷ভয়ও হয়
তবুও তোমাকে 'তুমি' হিসেবে পাওয়ার আশা কবেই ছেড়েছি ৷

কবিতায় একরাশ ভাল লাগা; ++++ শুভ কামনা রইলো ৷

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যগুলো বার বার পড়তে বাধ্য হই । আর অভিভূত হই ।

আপনার এই মন্তব্যটা তার ব্যতিক্রম না । আমার আপনার মন্তব্যে একরাশ ভালো লাগা ।
অনেক ধন্যবাদ
আর শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা

৭| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

ভ্রমরের ডানা বলেছেন:





বরাবরের মতই কতগুলো প্রশ্ন তোলেছে আলোড়ন! আবেগতাড়িত কবিতায় আবেগজাত ভালোলাগা! শুভেচ্ছা নীলপরি! সুন্দর লিখেছেন!

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: আমার প্রশ্ন আপনাকে আলোড়িত করতে পেরেছে জেনে আমি আপ্লুত হলাম কবি ।

কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল ।
অনেক ধন্যবাদ
শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা

৮| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীল পরি ধন্যবাদ
সুন্দর কবিতা উপহার দেবার জন্য।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব অনুভবকে ধারন করে যে নি:স্ব হলো
তাকেই বা কবে চেয়েছো!
ভ্রু কুটে উপেক্ষায় পেরিয়ে গেছো নিত্য

মনজ কামনায় দৃঢ়তায় নপুংশক বদনাম সয়েও
আজো দেখী দেহজ উন্মাদনার কি কদর
নির্মোহ নিশ্চিন্তে হালকা হাসিতে এড়িয়ে যাই - মন সন্ধানে !


আপনার কবিতার ভাবে এলোমেলো ক'টি লাইন :)

কবিতানুভবে অনেক অনেক ভাললাগা

+++

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: এলোমেলো কোথায় ? খুব সুন্দর হয়েছে লাইন গুলো ।
কাব্যিক মন্তব্য পেয়ে বিমুগ্ধ হলাম ।
কবিতায় কবিতায় আপনার ভালো লাগা আমায় উৎসাহ দিল ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১০| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


কিসব জীবন্ত পংক্তিমালা!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: আপনার কথা আমায় অনুপ্রেরণা দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

রাধার প্রাণের তৃষ্ণা মিটুক
ভালোবাসার ফুল টি ফুটুক।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: আপনিও খুব সুন্দর করে লিখেছেন মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটি স্টেপের প্রতিটি প্রশ্ন ও প্রশ্ন শেষে মন্তব্য দারুণ সামঞ্জস্যপূর্ণ, অপূর্ব কবিতা উপহার দিয়েছেন আপু, মুগ্ধতা প্রতিটি লাইনে।

শুভকামনা জানবেন সবসময়।


মনুষ্য পূঁজিয়ারে মন পেয়ে যাবি নিজ
স্রষ্টার সান্নিধ্য পেতে সৃষ্টির খবর নিস।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: মনুষ্য পূঁজিয়ারে মন পেয়ে যাবি নিজ
স্রষ্টার সান্নিধ্য পেতে সৃষ্টির খবর নিস।
--

এটাই মর্মকথা । একমত ।
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ
শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: যারা খোঁজ নেয়না, দেখেনা, জানেনা তারাই নিশ্চিন্ত ।

কবিতা ভালো লেগেছে আপু ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: পিঁপড়ের চিনির দানা টানা, চাঁদপেড়ে শাড়ি, বইয়ের হলুদ গন্ধ- এই রুপকগুলো অনন্য।
কবিতাটাও চমৎকার

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: আসলে এগুলো আমি দেখে থাকি । নতুন বইয়ের যেন গন্ধ আছে ,পুরোনো বইয়ের তেমন গন্ধ আছে ।আমার সেটা ভালো লাগে । এইসব নেই কাজ করে দিন কাটে ।

তাই আপনার এই রুপকগুলো ও সেই সাথে কবিতাটাও ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

সুমন কর বলেছেন: ২য় প‌্যারা বেশি সুন্দর হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: জেনে , খুবই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




এক জীবনে তেমন কিছুই তো দেখা হলোনা ! না দেখলুম স্বপ্ন-স্রোতে ভেজানো কারো পা , না দেখা হলো চাঁদপেড়ে শাড়ীতে সাজা কোনও নদী ! না শোনা হলো কারো হৃদয় ঝোরার ঝিরিঝিরি জলের কথাকলি !
শুধু পিঁপড়েদের মতো নিবিড় যত্নে জীবনের বোঝাগুলো বয়েই গেলুম !

আগাগোড়া আবেগময় কবিতা । তবে শিরোনামটি স্বপ্ন-স্রোতে ভেসে যাওয়ার মতো হতে পারতো ।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: শুধু পিঁপড়েদের মতো নিবিড় যত্নে জীবনের বোঝাগুলো বয়েই গেলুম ! - এই অতি মূল্যবান লাগলো আমার কাছে । অনুপ্রেরণামূলক ।
হুম । শিরোনামটা ওরকমও হতে পারতো ।

আপনার কথা আমায় উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪১

নাজিম সৌরভ বলেছেন: কবিতায় সুন্দরের অনুভব পেলাম।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক দিয়ে গেলাম আপু, ঈদ-উল-আজহা'র আনন্দ উৎসব আপনার মনেও দোলা দিয়ে যাক।

শুভকামনা জানবেন সবসময়

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: এটা আগেই দেখেছি ও খুব খুশি হয়েছি । উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে আমি দুঃখিত ।

অনেক ধন্যবাদ
শুভকামনা নিলাম ও আপনাকেও অনেক অনেক শুভকামনা

১৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১২

জাহিদ অনিক বলেছেন:

নানা প্রশ্নে জর্জরিত অপর মানুষটির কথা ভাবছি--- তারও হয়ত আছে দুই একটা প্রশ্ন-
কবিতা ভালো লেগেছে, বরাবরের মতই।
চমৎকার।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: নানা প্রশ্নে জর্জরিত অপর মানুষটির কথা ভাবছি--- তারও হয়ত আছে দুই একটা প্রশ্ন- --

এইটা কী হোলো ? আমি তো জানতাম আপনি আমার বন্ধু কবি । আর আপনি 'না জানি কে'-এর কথা ভাবলেন ? খুবই দুঃখ পেলাম ।:(
কবিতা আপনার চমৎকার লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২০| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ণনা ভালো লেগেছে।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা
ঈদ মোবারক।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: শুভেচ্ছা নিয়েছি ও আপনাকেও শুভেচ্ছা । উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে আমি দুঃখিত ।

২২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: মাঝদুপুরে ,পুরানো বইয়ের হলুদ গন্ধের হাত ধরে বিগত শতাব্দীতে গিয়েছ কোনোদিন ? লাইনটা মাথা নষ্ট হয়েছে। আমিও কবিতা লিখি, তবে কবিতার সমালোচনা করতে পারি না। তাই শুধু প্লাস।
আমি ব্লগে বেশ কিছু কবিতা লিখেছি।
এর মধ্যে একটা আধুনিক কবিতা 1

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: :P
আরেকটি কবিতা 2

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: অবশ্যই পড়বো । :)

২৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতার ছন্দে মন ভরেগেল।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ স্তবকটা সুন্দর হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর কবিতা। জীবনে আবেগ এবংং বাস্তবতার সমন্বয় দু'এই জরুরী।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: হুম । ঠিক বলেছেন ।

কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

বলেছেন: বাহ বাহ!!!

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

বলেছেন: নীলপরি কে
***********
নীলপরি-কবিতার কলি,
সুনিপুণ বুননশৈলি-
অপুর্ব শব্দশৈলীতে-
অনন্য লেখনী ।
চেনা চেনা রোদ্দুরে,
অচেনা রাস্তায়,
ভালোবাসার ফুটপাথে
পুরোণো সেই আমি-
তোমাকেই খুঁজছি।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।

আবারো অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৯| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: নদীর 'লাজুক খুশী' হওয়া টের পাওয়ার প্রশ্নটা দারুণ হয়েছে। এমন প্রশ্নের মুখোমুখি কখনো হইনি।
বাকী প্রশ্নগুলোও ভাল লেগেছে, যদিও পরীক্ষা দিলে ফলাফল কী হতো, সে ব্যাপারে নিশ্চিত নই। তবে, "অলীক সাম্পানে" তো প্রায়ই ভাসি!
কবিতায় ভাল লাগা + +

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: নদীর 'লাজুক খুশী' হওয়া টের পাওয়ার প্রশ্নটা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

তবে, "অলীক সাম্পানে" তো প্রায়ই ভাসি! -

আপনি একথাটা না বললেও আমরা বোধহয় জানি স্যর । কারণ এতো সুন্দর কাব্যিক লেখাগুলো পড়েই তা বুঝেছি ।

আপনার প্লাসে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.