নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বেপরোয়া

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৯






এলোমেলো চিন্তারা অনুমতির তোয়াক্কা করে না
জবরদখল চালায় মনভূমিতে
ভাবনার চোরাস্রোতে তলিয়ে যেতে যেতে
অতলকে ছোঁয়ার ইচ্ছেতে ক্ষয় ধরে!

হেরে যাওয়ার সুবিধা একটাই
বেদনার মেঘের সাথে চেনা-জানা হয়ে যায়!
আবেগের জলমিছিল এসে মিশে যায় নির্লিপ্ত চরাচরে!

আর -
আশালতারা নড়েচড়ে ওঠে ধীরে ধীরে
তারাও আজ বেপরোয়া হতে শিখে গেছে!

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:২০

মাহমুদুর রহমান বলেছেন: আশালতা সেন আমার পাশের জেলার মেয়ে।

আপনার কবিতায় আপনি কি সেই আশালতা সেনকে বুঝিয়েছেন যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন?

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৬

নীলপরি বলেছেন: 'আশালতা সেন আমার পাশের জেলার মেয়ে।' --
জেনে ভালো লাগলো ।
নাহ । আশালতা মানে পজিটিভিটি , আশাকে বুঝিয়েছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:২১

রাফা বলেছেন: বাহ্ বেশ চমৎকার হয়েছে।কিন্তু আরেকটু বড় করে লিখলে মনে হয় পুর্ণতা পেতো।

হেরে যাওয়ার সুবিধা সর্বসাকুল্যে একটাই।আর অসুবিধা কিন্তু অসংখ্য।পুরো জিবনটাই হয়ে যেতে পারে তেজপাতা। ;)

ধন্যবাদ,নীলপরি।

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩০

নীলপরি বলেছেন: হুম । কবিতা একটু ছোটোই হয়েছে বলতে পারেন । চিন্তারা ঐ অবধি এসে আটকে গেছে ।

আপনার বাকী কথার সাথেও একমত ।

সামুর এই অবস্থায় মনটা খুব খারাপ লাগছে । তারমধ্যেও পড়েছেন দেখে ভালো লাগলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪০

বলেছেন: ভীষণ ভালো হয়েছে আশালতা মেয়ে।

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৮

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪২

রাফা বলেছেন: I just wrote for somewhere in blogs attention but they removed my post within 30 minits

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫১

নীলপরি বলেছেন: পড়ে আসলাম আপনার পোষ্ট । অকারন তো কিছু নেই । সরানোর মানে বুঝলাম না । তাও আশারাখি ভালো কিছু হওয়ার ।

শুভকামনা জানবেন

৫| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে পড়ে আপু। তবে মনটা ভালো নাই। :(

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: বুঝতে পারছি । সামুর জন্য আমারও এক অবস্থা । :(

এই সময় এসে কবিতা পড়ে আমায় অনেক উৎসাহিত করলেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১:১১

আরোগ্য বলেছেন: আপু আজকে এতো ছোট কবিতা কেন?

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: চিন্তারা আটকে গেলো! :( পরবর্তীতে চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৭

মুক্তা নীল বলেছেন:
আশালতা নামটা শুনেই মনটা শান্তি শান্তি লাগছে। কবিতা অসম্ভব ভালো দৃঢ় আত্নবিশ্বাস সহ....

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: আপনার কথাগুলো খুব ভালো লাগলো । পড়ে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৮

রাজীব নুর বলেছেন: দারুন আবেগ!
আবেগ থেকে সুন্দর কবিতা।

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



সামুকে নিয়ে চারিদিকে
ঘনায়িত যঞ্জাপুর্ণ বিভীষিকাময়
চেতনা আর অনুভবের মাঝে
অল্প কথায় আশালতা তথা
পজিটিভিটি নিয়ে কবিতায় দেখা গেল
অনেক অনেক গুঢ় ভাবের কথা
কেমনে পারেন ভাবতেও অবাক লাগে তা ।

আশালতা নিয়ে লেখা কবিতায় বলতে গেলে কথা
লকলকিয়ে বাড়বে তাতে লতাপাতা আর ডাল পালা
বিষয়টা তাই সুপ্রিয় কবি নীলপরির তরেই থাকনা তোলা ।

সব পজিটিভ জিনিস আপনিই করুন আবিষ্কার
জীবন আপনার জন্য গোদাম নিয়ে আছে বসা
এগিয়ে যান আর নীজকেই আবিষ্কার করুন
এবং আপনার সুন্দর মুহুর্তগুলি পূরণ করুন
সাথে নিয়ে অনেক হ্যাঁ ও সব সম্ভাবনা অপার।

তবে আশালতাদের বেপরোয়া হওয়াটাও বিপদজনক বটে
বিশ্বের সবচেয়ে পজিটিভ মানুষটিও মাঝে মাঝে নাকি গর্তে পড়ে যায়
একটি ভাঙা প্রেমের কারণে অনেক সময় সে তার ভূমিকা হারায়
তাই অনাবশ্যক কাজে সে যেন তার শক্তি না খোয়ায়,
তার গুন প্রচার করার জন্য নিজের কোন ভূমিকাই হয়ে যায় অন্তরায়
তবে মুল্যবান কিছু করার জন্য একটি প্রয়োজনীয় অনুভুতিই তাকে
নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে পজিটিভ ব্যক্তির অভিধায় বসায় ।

আশালতার ইচ্ছা না হারানোটাই বস্তুত এক কঠিন চিন্তার বিষয়
দুখের অনল হতে রেহাই পাওয়ার চিন্তা ও প্রয়াসটাই
অনেকের জন্য কঠিন এক সুখের লড়াই,
শত দুখের মাঝেও অপরের মাঝে জীবন আনাটাই তার
কাছ হতে জগতের তরে দারুন এক উপভোগ্য উপহার
তাই বায়ু উড়ে যাওয়ার আগে তার মাঝে
নতুন আশার বীজ বপনই এ সময়ে দরকার ।

জগতের সকল আশালতারা লকলকিয়ে উঠুক বেড়ে
শেষ যবনিকায় এ শুভ কামনাই রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বলেছেন কথাগুলো ।আলোকিত করলো মনকে । এই সময় আশাটাই একমাত্র ভরসা ।

ভীষণভাবে উৎসাহ পেলাম
শুভেচ্ছা নিলাম আর
আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

১০| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর । আমরা আশায় বুক বাঁধি । ++

শুভকামনা জানবেন ।

১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।
হুম । আশাটাই সব এখন । কাল সারা দিন বাদে রাতে আসতে পেরেছিলাম । তাও একটু বাদেই নেট প্রবলেম হচ্ছিল । সবাই কমেন্ট করেছেন আর আমার উত্তর দিতে দেরী হচ্ছে । খারাপ লাগছে ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মিনি কাব্য।

১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: শুনে খুবই ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

অতৃপ্তচোখ বলেছেন: দারুণ লাগলো কবির কথাগুলো, কাব্য রসে মুগ্ধ হলাম হৃদয় ছোঁয়া কথামালায়।

আশালতারা চঞ্চল হয়ে উঠুক এমনটাই কাম্য, মুছে যাক ফেলে আসা যত দুঃখ কষ্টের স্মৃতি হৃদয় খাতা থেকে।


শুভকামনা রইল আপনার জন্য

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালায় মুগ্ধতা জানিয়ে গেলাম কবিতায়। একেবারে আমার মনের কথা যেন বলে গেছেন কবি তার কবিতায়। দারুণ হয়েছে।

ফেলে আসা সকল দুঃখ বেদনা ভুলে যাক, মুছে যাক হৃদয়ের খাতা থেকে সকল কষ্টের স্মৃতি,
আশালতা আরও চঞ্চল হয়ে উঠুক এই কামনা,

শুভকামনা সবসময় আপনার জন্য

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৬

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার কথাগুলো । আপ্লুত হলাম ।

আর অনেক উৎসাহিত হলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২১

নীল আকাশ বলেছেন: আপনার আশালতার যেন দ্রুতই বেপোরয়া হয়ে বেড়ে উঠুক নিজের অস্তিত্বে..............

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো । আশা জাগানোর জন্য উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ। আশালতাদের রোখে দাড়াঁবার সময় এসেছে।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



আশালতারা চিরকালই বেপরোয়া, ডালপালা ছড়িয়ে কোথায় কোথায় যে যায়! কিন্তু হেরে গিয়ে শেষমেষ তারা নৈরাশ্যকেই জড়িয়ে ধরে, হতাশার ঘরের ঘুলঘুলি দিয়ে উঁকি মারে, আনন্দকে নিরানন্দের চোরাস্রোতে ডুবিয়ে অতলে টেনে নিয়ে যায়!

আশালতার হেরে যাবার সুবিধা একটাই, আবার নতুন করে সতেজ, নধর ডালপালা ছড়ানো।

কবিতার ছোট্ট গায়ে-গতরে সুন্দর বক্তব্যের ফুলছাপ ফ্রক।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার চিঠিটা । সব থেকে ভালো লাগলো ফ্রকের উপমাটা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত । অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

হাবিব বলেছেন:
আশালতারা কি আসলেই বেপরোয়া?
পোস্টে +++++

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: লড়াই করতে গেলে যে বেপরোয়া হতে হয় । :)

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৫

সাহসী সন্তান বলেছেন: কিছু কিছু বিষয়ের উপরে চাইলেও মানুষ প্রধান্য রাখতে পারে না। আর তারমধ্যে অন্যতম একটি বিষয় বোধহয় চিন্তা! তাছাড়া মন বেপরোয়া হয়ে পড়লে সেখানে অন্যকিছু যে জবরদখল চালাবে সেটাই তো স্বাভাবিক...

যদিও জানি পরীদের মন একটু অস্থির প্রকৃতির হয়। তবে বেশি অনিয়ন্ত্রিতের ফল যদি এইভাবে সুন্দর "কবিতা" হয়ে বেরিয়ে আসে, তাহলে তেমন অস্থিরতাকে অবশ্যই স্বাগত জানাই!

খুব সুন্দর কবিতা পরী! আর প্রতিটা লাইনে শব্দের গাঁথুনি গুলো সত্যিই মনে ধরে রাখার মত।

কবিতায় ভালোলাগা! শুভ কামনা জানবেন!

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো । নিজের কবিতার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে আপ্লুত হলাম এবং পরবর্তীর জন্য উৎসাহ পেলাম ।
কিন্তু ভীষণ খারাপ লাগছে যে সবাই নিজেদের সময় দিয়ে পড়েছেন ও মন্তব্য করেছেন । আর আমার উত্তর দিতে এতো দেরী হোলো । নেটওয়ার্ক খারাপ ছিল সেই সাথে একটু ব্যস্ত ছিলাম বলে এই দেরীটা হোলো ।

তাই উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৯| ১০ ই মার্চ, ২০১৯ রাত ২:০৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: অল্প পরিসরে দারুণ ভাবের প্রকাশ

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২১| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন: হেরে যাওয়ার এই সুবিধা জেনে গেছেন---
কবিতায় তাই বার বার ভালোলাগা

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: হুম কবি , অসুবিধা নিয়ে না ভেবে সুবিধাটাই জেনে ফেলেছি ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.