নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জ্বলজ্বলে কোহিনূর

২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৫







যে কথা বলার ছিল তা বলা বাকি থেকে যায়
লিখতে গেলে লেখাগুলো সব হিজিবিজি রেখাচিত্র হয়ে যায়
ঠিক কতো গভীর মন-সরোবরে ফুটে রয়েছে রাধা-পদ্ম ?
আর তারও গভীরে অভিমান ?
সেসবের পরিমাপ পরিতাপের কারণ হয়ে ওঠে
স্মৃতি-গুড়ো হাওয়ায় মিশে মেঘ হয়ে যায়
মেঘ বিহ্বল হলে শ্রাবণ আসে
যে কথা বলার ছিল তা বলা বাকি থেকে যায়
দেখি , সব কথা ভাসতে থাকে শ্রাবণ-সন্ধ্যায়
শুধু , জ্বলজ্বলে কোহিনূর হাতে রয়ে যায়!

মন্তব্য ৬১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


যার ভাবনায় হৃদয় পুলকিত হয়, নিজের বিশ্ব রংগিন হয়ে উঠে, তার থেকে কি না পেলে, মন অভিমানে ভরে যায়?

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

নীলপরি বলেছেন: প্রশ্নটা ভালো লাগলো । আমার মতে 'সম্মান'। পার্থিব প্রেম সবল নাও হতে পারে । কিন্তু মানুষের প্রতি মানুসের নূন্যতম সম্মান দেখানো উচিত ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৩| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: শুধু জ্বলজ্বলে কোহিনূর হাতে রয়ে যায়। চমৎকার ++

শুভকামনা রইলো।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: লাইনটা কোট করেছেন দেখে ভালো লাগলো ।
কবিতায় আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৪| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

বলেছেন: আবেগ অনলিমিটেড

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৫| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: সুন্দর আপুনি!

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৬| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

নীল আকাশ বলেছেন: হুম, প্রিয় মানুষের কাছ থেকে একটা কহিনূর পেলে আর কি লাগে!

০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৩:৪০

নীলপরি বলেছেন: এই মুহূর্তে আপনার মন্তব্যের উত্তর দিতে পেরে আমার সবচেয়ে ভালো লাগছে । কারণ সামু ওপেন করতে পারলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৭| ২৮ শে জুন, ২০১৯ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,




কবিতার ভাব আর টলোমলো অশ্রুবিন্দুর ছবির সাথে মিলিয়ে একটা গান মনে পড়লো -

এ ব্যথা কি যে ব্যথা
বোঝে কি আনজনে,
সজনী আমি বুঝি
মরেছি মনে মনে।
(হেমন্ত মুখোপাধ্যায়)

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: এই গানটা আমারও খুব ভালো লাগে স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৮| ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ।
ভাল কথা বলেছেন আসলেই কিছু কথা বলার বাকি থেকে যায়, তাই যৎকিঞ্চিত তার দিলাম পুরণ করে।
মেঘ, শ্রাবন, জল, পদ্ম, রেখাচিত্র, মান, অভিমান, জ্বল জ্বলা কোহিনুর কি নেই এই সুন্দর কবিতাটিতে।
পাওয়া না পাওয়ার দোলা চলে গাথা কাব্যকথা অভিমানে কোহিনুর জ্বলে উঠে যেন হদয় মুকুরে।
হৃদয় গহীনে জমে উঠা অভিমানগুলো পরিমাপ পরিতাপের কারণও দেখা যায় কভু কভু হয়ে উঠে ।
ভালাবসার জগতে কোহিনুর শাপ,অভিশাপ না পরিতাপ সেবিচার হয়নি এখনো তেমন করে, যদিও
কোহিনুরের অভিশাপ নিয়ে প্রচুর গল্প ছড়িয়ে আছে দুনিয়া জুরে । বলা হয়ে থাকে যার অধীনে এটা থাকে
সেই হারিয়েছে তার সাম্রাজ্য,ধন দৌলত। সম্রাট বাবর থেকে শুরু করে ব্রিটিশ রাজ পর্যন্ত, যিনিই কোহিনুরের
অধিকারী হয়েছেন তার জীবনেই নেমে এসেছে মহাদুর্গতি। সিংহাসনচূতি, সংঘাত, রক্তারক্তি, খুনাখুনির ইতিহাস
কোহিনুরের সাথে যেন গাঢ় ভাবে লেপ্টে আছে । কোহিনুরকে ভারত থেকে যুক্তরাজ্যে নেয়ার পথেও কিন্তু
ব্রিটিশদের কম ভোগান্তি হয়নি। কোহিনুর নেয়া হচ্ছিল ব্রিটেনের রানীর জাহাজ মিডিয়ায়।যাত্রার কদিন পরেই
জাহাজটি পরে ঝড়ের কবলে । অনেক বিপত্তি শেষে জাহাজটি প্লাইমাউথ বন্দরে পৌঁছলে তখনকার বিট্রিশ
সংবাদপত্রগুলোও কোহিনুরের অভিশাপ নিয়ে লিখতে থাকে। বিট্রেনে যাওয়ার পর কোহিনুরের অন্য একটি
বৈশিষ্ট্য আবিষ্কার হয়। বলা হয় কোহিনুর কেবল পুরুষ শাসকদেরকেই অভিশাপ দিয়ে থাকে। নারীরা এর
থেকে অভিশাপতো নয়ই বরং আনুকুল্যই পায় । সে কারণে কোহিনুরের অভিশাপ রানী এলিজাবেথের ক্ষেত্রে
কোনো কাজে লাগেনি। তিনি দিব্যি দুনিয়া কাপানো শাসন করে গেছেন । তাই অভিমান হোক আর যাই হোক
না কেন, কোহিনুরকে কবিতায় জ্বল জ্বলে করে রাখূন,এটা সব সময় শাপ হয়েই দেখা দিবে আপনার কাব্য ভুবনে।

কোহিনুরের শুভেচ্ছা রইল

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: এতো তথ্য জানতাম না । সামুতে আবার আপনার তথ্যসমৃদ্ধ মন্তব্য পড়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৯| ২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



এই কোহিনূর আছে বলেই প্রেম হয় কাব্যময়; জীবন হয় ছন্দময়।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: খুব সুন্দর বলেছেন কথাটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১০| ২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা ..

ভালো লেগেছে :)

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১১| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৫

রানার ব্লগ বলেছেন: একটা নগন্য পাথর যাকে মানুষ সৌন্দর্য দান করেছে সে কখন মানুষের জন্য শুভ অথবা ক্ষতির কারন হতে পারে না।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: ভালো বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১২| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৩

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো কবিতাটা।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: শুনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৩| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: কোহিনূরের কোনো মুল্য নেই, কোহিনূর পেতে হলে লড়াই করতে হবে অথবা ভালোবেসে অথবা প্রতরাণায়
- বাদশাহ হুমায়ুন মির্জা

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: খুব সুন্দর একটা কোট বললেন । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৪| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
পাথরের কোহিনূর দেখেছে সবাই
হৃদেয়র কোহিনূর কে পেয়েছ?
ত্রিভুবনে সেইতো সফল
যার ভাগ্যে সে অমূল্য রতম জুটেছে :)

অল্পতে গভীর দোৎনাময় কাব্য

+++

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা । আপনাদের এই মন্তব্যগুলোই আমার কবিতাকে কোহিনূর করে তোলে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:১২

সুমন কর বলেছেন: কথা নিজের মধ্যে জমিয়ে রাখা খুব কষ্টের.....সারা দিন মাথায় ঘুরপাক খায় !! তাই যাকে বলার, সব বলে ফেলুন।
+।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: কথা নিজের মধ্যে জমিয়ে রাখা খুব কষ্টের.....সারা দিন মাথায় ঘুরপাক খায় !!
--

একদম ঠিক বলেছেন । খুব কষ্টের । কবিতাটা এতো অনুভব করে কথাগুলো বলেছেন দেখে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।


১৬| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২১

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ কয়েকদিন হয়ে গেল
কোহিনুর কেন জ্বলছেনা ?

১৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনি খোঁজ নিলেন বলে । ধন্যবাদ জানবেন । অনিয়মিত হয়ে গেছিলাম । চেষ্টা করছি নিয়মিত হওয়ার ।



শুভকামনা ।

১৭| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২

সাহসী সন্তান বলেছেন: এই রকম কবিতা এত ছোট হইলে পড়ে মজা পাওয়া যায় না! সুন্দর জিনিস যত বেশি হয় ততই ভালো...

কবিতা ভালো হইছে! শুভ কামনা জানবেন!

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো পরবর্তীতে । আপনার কথায় উৎসাহ পেলাম ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৮| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৯| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১১

জুন বলেছেন: পার্থিব প্রেম সবল নাও হতে পারে । কিন্তু মানুষের প্রতি মানুসের নূন্যতম সম্মান দেখানো উচিত ।
কবিতাটি চমৎকার সাথে আপনার মন্তব্যের এই লাইনটিও নীলপরি ।
+ ১৫

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম । আর লাইনটা উত্তর থেকে কোট করেছেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২০| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


যে সন্মান করে না, ভালোলাগার আবেশ পুলকিত হয় না, তার সাথে ভালোবাসা কি টিকে থাকে? মনে হয়, কিছু সময়ের অনুভুতির দু:খটাই মনে থেকে যায়।

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছি ।
ধন্যবাদ

২১| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা আপি

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০৫

জাহিদ অনিক বলেছেন: দেখি , সব কথা ভাসতে থাকে শ্রাবণ-সন্ধ্যায় শুধু ,
জ্বলজ্বলে কোহিনূর হাতে রয়ে যায়!


দুর্দান্ত কবি--- ভালো থাকুন

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: আপনার কথায় উৎসাহ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: হায়, যে কথা বলার ছিল তা বলা বাকী রয়ে যায়!
দেখি , সব কথা ভাসতে থাকে শ্রাবণ-সন্ধ্যায় শুধু ,
জ্বলজ্বলে কোহিনূর হাতে রয়ে যায়!
- খুব সুন্দর সমাপ্তি টেনেছেন কবিতার।
কবিতায় ভাল লাগা + +।
অনেকদিন ব্লগে আসছেন না। আশাকরি ভাল আছেন। ডেঙ্গু থেকে সাবধান!

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: হুম স্যর । একটু অনিয়মিত হয়ে গেছি । খোঁজ নিয়েছেন দেখে আপ্লুত হলাম । এই মানবিক দিকটাই আমাদের সামুকে বোধহয় এক বন্ধনে বেঁধে রেখেছে ।
আজ এসে আপনার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।


২৪| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৭

অর্ক বলেছেন: খুবই কোমল হলাম কবিতাটি পড়ে। "যে কথা বলার ছিল তা বলা বাকি থেকে যায়", লাইনটি দ্বিতীয়বার পড়তে গিয়ে কেমন যেন এক রকম শূন্যতা সৃষ্টি হলো! নিজেকে দাঁড় করালাম আপনার জায়গায়। এরকম অসম্পূর্ণ বা অব্যক্ত কথা আমারও অনেক আছে, ছিলো, যা জ্বলজ্বলে কোহিনুর হয়ে হাতে রয়ে গেছে, যেমন ছিলো আমার পিতারও, অল্পবিস্তর ঠিক আমাদের সবারই।

খুব ভালো। পাঠান্তে দারুণ কোমল হলাম।

আপনার সঙ্গে আমার অনুবাদকৃত হরিবন্শ রায় বাচ্চন’র একটি কবিতা শেয়ার করি।

"
জন্ম কেন দিয়েছিলে
হরিবন্শ রায় বাচ্চন

জীবন ও জগতের
জটিলতায় ঘাবড়ে গিয়ে
আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে
আমাদের জন্ম কেন দিয়েছিলে?
আর এ ছাড়া আমার কাছে
কোনও উত্তর নেই যে
আমার বাবা আমাকে না বলে
কেন আমাকে জন্ম দিয়েছিল?

আর আমার বাবাকে তার
বাবা জিজ্ঞেস না করে আর
তার বাবাকে জিজ্ঞেস না করে তার
বাবা কেন তাকে জন্ম দিয়েছিল?

জীবন ও জগতের
জটিলতা আগেও ছিল,
আজও আছে, হয়তো বেশি...
কালও হবে, হয়তো আরও বেশি...

তুমিই এই নতুন রীতি শুরু কর,
নিজের সন্তানদের জিজ্ঞেস করে
তাদের জন্ম দিয়ো।
"

ভরপুর শুভেচ্ছা আগামীর।

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনাকে ব্লগে দেখছি । যদিও আমি নিজেই এখন অনিয়মিত ।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ।

আপনার অনুবাদকৃত কবিতাটা খুবই ভালো লিখেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দীর্ঘ অনুপস্থিতিতে আমরা চিন্তিত। ২৮জুনের পরে আর আপনার কোন পোস্ট নেই!!!!!! প্লিজ সম্ভব হলে দ্রুত পোস্ট দিন।

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: আজ অনেকদিন বাদে আসলাম । খোঁজ নিলেন দেখে আপ্লুত হলাম ।

কেনো জানি না আমার কোনো লেখাই আসছে না । তাও চেষ্টা করবো একটা পোষ্ট দিতে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু আমরা আপনাকে মিস করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: কি যে হলো আপনার,আজ এতদিন হলো কোন রেসপন্স পাচ্ছি না। খুব দুশ্চিন্তায় আছি আপু। প্লিজ ব্লগে দেখা দিন।

২৮| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:৪৭

রাকু হাসান বলেছেন:

আসলে কিছু বলার থাকে ,সেগুলো বলতে গিয়েও বলতে পারি না ,মানুষ এখানে ব্যর্থ নিজেকে প্রকাশ করতে । থিমটা পছন্দ হয়েছে। তবে আরেকটু বেশি লিখলে মন্দ হত না । :) অনেক দিন আপনি ব্লগে নেই । আশা করছি সুস্থ্য আছেন । ফিরে আসুন । জানান আপনার সর্বশেষ তথ্য :-<

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দিনে একটু একটু করে জমে উঠা অভিমান আজ আগ্নেয়গিরির লাভা হয়ে বেরিয়ে এসেছে, আমি সেই অগ্নিতাপ অনুভব করলাম কবিতার কথামালায়। খুব সুন্দর প্রকাশ, মুগ্ধতা জানিয়ে গেলাম।


কিন্তু জুন থেকে পোস্ট বন্ধ দেখে অনেকটা চিন্তিত আমি, এর কারণ জানতে বড্ড সাধ রেখে গেলাম।
আপনি ভালো আছেন তো.......?

৩০| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনি কোথায় উধাও হয়ে গেলেন, বলুন তো? এ ব্লগটি আপনার পুরনো জায়গা, পরিচিত জায়গা। এ ব্লগে আপনার অনেক শুভাকাঙ্খী রয়েছে, তা হয়তো আপনি ভালো করেই জানেন। তাই ফিরে আসুন ব্লগে, নতুন কোন লেখা নিয়ে, তাড়াতাড়ি। নতুন লেখা না এলে অন্যের লেখা পড়ে মন্তব্যের মাধ্যমে আপনার উপস্থিতি মাঝে মাঝে জানান দিয়ে যান।

৩১| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরী যে কোথায় উড়ে গেল কে জানে?

৩২| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:০৩

জাহিদ অনিক বলেছেন: হেই নীলপরি !!

৩৩| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কই আপু
আসেন না কেন

৩৪| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ঈদ মোবারক।

শুভকামনা।

৩৫| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৬

রাকু হাসান বলেছেন:
আপনার কবিতা মিস করি। যেখানেই থাকুন ,ভালো থাকুন সব সময় আপু।

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.