নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওার ইচ্ছে যেদিন

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩



আমার যে দিন ইচ্ছে হবে
চোখ জুড়িয়ে ঘুমিয়ে সবে
সেদিন আমি ঠিক হারাবো
পাক পাখালি গাছের দলে
শান্ত গভীর নদীর জলে
চুপটি করে মায়ের কোলে
ঘোর আষাঢ়ের বর্ষা হয়ে

আমার যেদিন ইচ্ছে হবে
তোমার বুকের অন্তঃপুরে
লুকিয়ে রবো চুপটি করে
ভাবছ বুঝি আমায় তুমি
কে ভেজালো কপোল চুমি

যেদিন আমার ইচ্ছে হবে
হারিয়ে যাবো মেঘের দলে
তেপান্তরের মাঠ পেরবো
এক নিমিষে চোখের পলে
যোজন থেকে যোজন দূরে
হারিয়ে যাবো বাউল সুরে
তখন আমায় আর খুজনা
স্রোতের বুকে নদির কূলে

আমার যেদিন ইচ্ছে হবে
রুপকথার কিচ্ছা হবো
পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে
ঠিক হারাবো দূর পাহাড়ে
সোনার কাঠি রুপোর কাঠি
রাজকন্যার রুপুর বাটি
রাক্ষস বা খোক্কশ দলে
হারিয়ে দেব যাদুর বলে

ইচ্ছে আমার হারিয়ে যাওয়া
হারিয়ে গিয়ে তোমায় পাওয়া
এখন না হয় অবহেলায়
রাখছো ফেলে দখিন দ্বারে
যেদিন আমি হারিয়ে যাবো
আর পাবে না এই আমারে


মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

এম এ কাশেম বলেছেন: এখন না হয় অবহেলায়
রাখছ ফেলে দখিন দ্বারে
যেদিন আমি হারিয়ে যাবো
আর পাবে না এই আমারে .................. হারিয়ে যাওয়ার পিছনেও আছে পাওয়া না পাওয়ার আকুতি।

শুভ কামনা কবি।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই !! ভালো থাকুন।

২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

এম এ কাশেম বলেছেন: শান্ত গভীর নদীর জলে < শান্ত নদীর গভীর জলে -- হোলে কেমোন হয়।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

রানার ব্লগ বলেছেন: যায়তো , কেন যাবে না।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিশাল পৃথিবীতে মানুষ কেন একাকিত্বে ভোগে?

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

রানার ব্লগ বলেছেন: মানুষ একাকীত্বের বিলাসি তাই

৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আশা করি ভালো আছেন !!

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন , মুগ্ধতা।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

রানার ব্লগ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি ধন্য, ধন্যবাদ ভাই ।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো থাকবেন !!!

৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

মৌমুমু বলেছেন:
ইচ্ছে আমার হারিয়ে যাওয়া
হারিয়ে গিয়ে তোমায় পাওয়া
এখন না হয় অবহেলায়
রাখছো ফেলে দখিন দ্বারে
যেদিন আমি হারিয়ে যাবো
আর পাবে না এই আমারে


খুব সুন্দর লাইনগুলো।++++

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৫

রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৪

ওমেরা বলেছেন: না হারায়েন না আমাদের মাঝেই থাকেন ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৬

রানার ব্লগ বলেছেন: আপনাদের মাঝেই থাকতে চাই !!!!

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজস্ব অনুধাবন মূলক কবিতা।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: জি !!! ধন্যবাদ !!!!

১০| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

ধ্রুবক আলো বলেছেন: ভাই আছি একরকম! আপনি নিশ্চই ভালো আছেন।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

রানার ব্লগ বলেছেন: জি ভালো আছি !!! ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.