নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......

জীবন একটা বিষাদময় সুন্দরতম ঘটনার সংকলন!!!

শঙ্খচিল_শঙ্খচিল

বিষাদ হোক আর বিস্বাদ হোক কিংবা মজা লুটার -ই হোক, আমার বিশ্বাস সব পথ-ই সুন্দরে শেষ হয়। আবার কিছু সুন্দরও বিষাদময় হয়! বিষাদময় সুন্দরতম সময়গুলাকে দেখলে খুব মায়া লাগে, কেমন যেন মায়ার ছায়া বিছানো। মায়া মিশানো সময়ে আর মজার কুঠি\'র জগতে স্বার্থপর আমি মজা খুজি, মজা লুটি।

শঙ্খচিল_শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

গড়বড়ে রুক্ষ জীবন!

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭


১। গড়বড়

ঋতুচক্রে সময় পাক খায়- পাক খাইতে খাইতে সে বহিয়া যায়!
সময়ের সাথে আমরাও পাক খাই- পাক খাইতে খাইতে বহিয়া চলি !
কখনো কক্ষপথে, কখনোবা কক্ষবিচ্যুত !
কক্ষপথে আবর্তিত হইতে হইতে তীব্র কেন্দ্রাভূমুখি বলের প্রাকট্টে- কখনো আমাদের,
কেন্দ্রের উপস্থিতির কথা মনে পড়িয়া যায়।
অথবা, কক্ষবিচ্যুত পথে দিক্বিদিক ছুটিতে ছুটিতেও আমাদের বিস্মৃত অতীতে,
কেন্দ্র উঁকি মারিয়া যায়!
পরক্ষণেই, বাজখাই গলায় 'কে ওখানে?'
শুনিয়া তাহা মিলাইয়া যাইতেও বোধকরি খুউব সময় ক্ষেপণ হয় নাই!

আবার মিলাইয়া গেলেও কি তাহা শেষ হইয়া যায়?
কোন অনতিদূর ভবিষ্যতে, চক্রের পরিসীমা ঘুরিয়া কক্ষবিচ্যুত পথকেই,
অন্য ব্যাসার্ধের কক্ষপথে আবিস্কারের সম্ভাবনাও কি নিতান্তই ক্ষুদ্র ?
অথচ অদ্ভুত আমরা 'শুরু হইলেই নাকি সব শেষ হইয়া যায়' এই ভরসা লইয়া;
কেন্দ্রের সকল আকর্ষণ তুচ্ছ মান্য করিয়া
-- সবকিছু শুরুই করিয়া দেই!

কক্ষবিচ্যুত, নাকি কক্ষপথ !





২। রুক্ষ জীবন !

একজন পিতা। অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া!
একজন সন্তান। সকল উপলব্ধি নিয়ে পিতাকে সাপোর্ট দিতে অক্ষম!
একজন মাতা। পৃথিবীময় মায়া নিয়ে ঘোলা চোখ!
একজন প্রেমিকা। দুই হাতে আঁচল তুলে নিয়ে অসহায় মুখ!
একজন বন্ধু। একবুক ভালবাসা বিলিয়ে নিঃস্বপ্রায়!

একজন ভাই। সমস্ত অপরাধ শুষে নীল!
একজন বোন। সমস্ত আহ্লাদ গিলে খেয়ে নির্বাক!
একজন শিক্ষক। নিঃস্বার্থ জ্ঞান বিলিয়ে দুশ্চিন্তায় আকণ্ঠ নিমজ্জিত!
একজন বৃদ্ধ। কৈশোরের উদ্দামত্তা বিলিয়ে, বয়সের ভারে নূজ্য!
একজন বধূ। আকুল অপেক্ষা!
একজন ব্যবসায়ী। ক্রেতার প্রতীক্ষা!

একজন পুরুষ। জীবনের টানাপোড়নে অকালপক্ক!
একজন শ্রমিক। পোড়া পীঠে ফুটপাথের একপাশে হেটে চলা!
একজন ড্রাইভার। চার চাকায় ঘোরানো স্বপ্ন!
একজন হেল্পার। আজীবন অন্যের চোখে খোজা-আশা!
একজন চাকুরীজিবী। সুদীর্ঘ মাস শেষের প্রতীক্ষা!
একজন ক্রেতা। সাধ আর সাধ্যের হিসাবে ঘোরপাক!

একজন কবি। কবিতা!
একটা গীটার। টুং টাং, এক কাপ চা;
হারিয়ে খোজা, কানা বগীর ছা!

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০০

নীল আতঙ্ক বলেছেন: ++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! সকালবেলা পড়তে খুব ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
ভাল লেগেছে জেনে ভাল লাগল । ভাল থাকুন। ধন্যবাদ ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

নেক্সাস বলেছেন: একজন কবি। কবিতা!
একটা গীটার। টুং টাং, এক কাপ চা;
হারিয়ে খোজা, কানা বগীর ছা!




খুঁজছি কানা বগির ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
খুজাখুজি চলুক !

অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

ভাল লেগেছে জেনে ভাল লাগল। ভাল থাকবেন।

ধন্যবাদ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

ডি মুন বলেছেন: বাহ, দারুণ।

+++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

অনেক ধন্যবাদ, ভাই।

ভাল থাকুন, সবসময়।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল লেখেছেন পড়ে ভাল লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

আপনার ভাললাগায় আমার মুগ্ধতা :)

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫

আলম দীপ্র বলেছেন: বেশ তো ! চমৎকার ! আমি রুক্ষ জীবন ! বেশি উপভোগ করলাম !

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

অনেক ধন্যবাদ, আলম দীপ্র ভাই।

ভাল থাকুন, সব সময়।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লাগলো। ৩য় ভালোলাগা +++++++++++



হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

আল্লা, এত্তগুলা প্লাস :)
অনেক ধন্যবাদ, অপূর্ণ রায়হান ভাই ।

হ্যাপি নিউ ইয়ার B-) B-) B-)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

মাহবু১৫৪ বলেছেন: ++++

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

মাহবু১৫৪ ভাই, অনেক ধন্যবাদ। ভাললাগা জানবেন।

আর, হ্যাপি নিউ ইয়ার :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা দুটোয় । +++++

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

আপনার ভাললাগায় আমার মুগ্ধতা :)

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.