নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে কটুক্তি করা ব্লগাররা বিচারের সম্মুক্ষীন তবু কেন লংমার্চ?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

আজ হেফাজতে ইসলাম দলের লংমার্চ দেখে আমি আবাক হয়ে গেছি। সরকার নাস্তিক ব্লগারদের আটক করেছে বিচারের জন্য তবু হেফাজতেরা সরকারকে মুনাফিক বলছে। তবু তারা এটাই কেন বলছে যে, নাস্তিক ব্লগারদের বিচার না করলে লংমার্চ থামাবে না। অথচ নাস্তিক ব্লগারদের সরকার আটক করেছে ইতিমধ্যে। তবে তার পরেও কেন হেফাজতেরা ঐ একি কথা বলে লংমার্চ চালাচ্ছে? তবে কি এটাই প্রমাণিত হয় না যে, হেফাজতেরা জামাত,শিবিরের পক্ষপাতি হয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেবার চেষ্টা করছে? 'আর যদি তারা কয়েক জন ভুল করে ইসলাম বিরোধী কথা লিখে ফেলে এবং বিচারে যদি তারা এ ব্যাপারে ভুলস্বীকার করে ক্ষমা চায় এবং তওবা করে তবে কি তাদের সঠিক বিচার করা হলো না এটা?' তাহলে এই ব্যাপারটাকে কেন্দ্রকরে কেন আরো একটি ইসলামীক দল তৈরি করা। এবং লোকজন কে আরো বেশি বিভ্রান্ত করার চেষ্টা করা? হেফাজতে ইসলাম যদি এ ভাবে বিভ্রান্তি ছড়াতে থাকে তবে আমরাও সরকারের কাছে এ অন্যায়ের বিচার চাই। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। আর লংমার্চ তো এক নাস্তিক প্রথম পালণ ও আবিষ্কার করেছে তবে সেটা কেন মুসলামান করছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.