নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত কবিতা...

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

আমার লেখা একটি কবিতা ।

------

বৈশাখী দুপুরে

_____

কা কা করে কাক

মন করে খাঁ খাঁ,

গরমে ঘাম ঝরে

গায়ে কর পাখা।

খাঁ খাঁ রোদ্রুর

মাঠ, ঘাট ফাকা,

মাঠের সরক খানি

ঢের বেশি বাঁকা।

পথ পানে তাকালেই

চোখে ধরে জ্বালা,

শুকিয়ে গেছে প্রায়

সব নদী- নালা।

ফেটে চৌচির সব

ফষলের মাঠ,

মাঝে মাঝে পড়ে আছে

জলে পঁচা কাঠ।

ক্ষণে ক্ষণে ডেকে উঠে

গোটা দুই কাক,

কৃষাণেরা বলে আহা

কাজ আজ থাক।

সূর্যি মামা হেলে

পিছে গড়ে আসে,

ধিরে ধিরে ঈসানেরে

কাল মেঘ গ্রাসে।

বিজলি চমকায় আর

হয় বজ্রপাত,

নিমিষেই বাড়ি- ঘর

হয় কুপোকাত্‍ ।

এভাবেই যায় দিন

বছর টা আসে ঘুরে,

একি রূপ ফিরে আসে

বৈশাখী দুপুরে।



"২০১০ সালে আমি কবিতাটি লিখেছি, এতদিন ডায়রিতে ছিল আজ ব্লগে লিখ লাম"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আচ্ছা মাডারেটর ভাইয়া/ আপু আমার লেখা প্রথম পাতায় কবে থেকে পোষ্ট করা যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.