নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কি চেয়েছি আর কি পেয়েছি...

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

বলতে চাই আমাদের মনের কথা, বলতে চাই লুকানো সত্যি কথা গুলো। আমি অথবা আপনি , আমরা কেউ কিন্তু আমাদের সমাজে শান্তিতে চলাফেরা করতে পারছি না। সে আপনি যেই হোন না কেন, আপনার মন সর্বদা অশান্তিতে ভরপুর থাকছে। এর কারণ কি? আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করি। আমরা সবাই স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালণ করি। আমাদের সমাজে আমরা স্বাধীন ভাবে চলাফেরা করি। কিন্তু আমরা কেউ নিশ্চিন্তে চলাফেরা করতে পারি না। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কথাছিল আমরা একটা স্বাধীন দেশ পাব , পাব এমন একটি সমাজ যে খানে সকল সম্প্রদায়ের মানুষেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো। আজ আমরা মুসলামানরাও পেয়েছি একটা অনইসলামীক সমাজ, যেখানে নারী রা বেপর্দা হয়ে চলাফেরা করে। মুসলামান পুরুষ তবু আমরা টাখনুর নিচে কাপড় পরে ও দাড়ি না রেখে, টুপি না পরে চলাফেরা করি। আমরা মনেকরি এটা শুধু ধর্মের আদেশ কিন্তু আমাদের সমাজে এ ভাবে চলা যায় না, অথচ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যাতে সকল সম্প্রদায়ের লোক স্বাধীন ভাবে নিজ ধর্ম পালণ ও যার যার ধর্মীয় আদর্শ মত সমাজে চলাফেরা করতে পারার জন্য। কিন্তু এখন আমরা মুসলমান হয়েও ধর্মের আদেশ মত সমাজে চলতে গিয়ে দেখি এ ভাবে আমাদের সমাজে চলা যায় না, আমাদের সমাজটা হয়েগেছে পশ্চিমাদের সমাজের মত। প্রচলিত হয়েছে অশ্লিল দর্শণ কামনা, অথচ তা স্বাস্থ্য সম্মত কিনা আমরা তাও ভেবে দেখিনি। আর অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না সমাজে, কারণ তারা থাকে সর্বদা চাপে । অথচ তাদের পাওয়ার কথা ছিল একটি স্বাধীন সমাজ ব্যাবস্থা । কিন্তু তারা তা পায়নি। আমরা কেউ পাইনি সেই সমাজ ব্যাবস্থা। কেন তবে আমরা জীবণ বাজী রেখে যুদ্ধ করেছিলাম? কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.