নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

আগে কেমন ছিল বৈশাখী মেলা? আর এখন কেমন...

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

১লা বৈশাখ নিয়ে কথা বলতে গেলে উনারা বলেন , " এটা আমাদের বাঙ্গালী জাতীর ঐতিজ্য" যদি তাই হয় তবে বলুন তো আজ থেকে ৩০ বছর আগে বৈশাখী মেলা কেমন হয়েছে? "আমাদের বাঙ্গালীদের বৈশাখী মেলা হত ১লা বৈশাখের দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত। কোন নদীর ধারের বট তলাতে অথবা পুরানো বাজার বসার জায়গাতে। তখন মেলাতে মাটির হাড়ি- পাতিল ও নানা রকম খেলনা উঠতো। পান্তা ভাত লোকে মেলা থেকে এসে খেত , কেউ কেউ মেলাতেই খেত। নাগরদোলা চলত ও হরকে রকম জিনিস মেলাতে থাকত।মেলা সন্ধায় শেষ হয়ে যেত। " কিন্তু এখন বাঙ্গালী ঐতিজ্যের নামে সেই মেলা চলে সন্ধ্যার পর, গান পরিবেশন ও নাটকের মাধ্যমে, ১লা বৈশাখের দিন হলি উত্‍সবের মত রং মাখামাখিতে মাতে সবাই অথচ এই সন্ধ্যার পর গান ও রং মাখামাখি আমাদের বাঙ্গালী ঐতিজ্যে ছিল না। তবে এখন কেন আমাদের ঐতিহ্যে আমরা এ দুটি নতুন জিনিস নির্দিধায় ঢুকালাম? এভাবে চললে তো একসময় বাঙ্গালী ঐতিহ্য খুজে পাওয়া যাবে না। আর এই অতিরিক্ত রং উত্‍সব সংযোজনের ফলেই আমরা মুসলমানরা মেলাতে যেতে পারছি না। বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করি। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রতী বজায় রাখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.