নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

সত্যিকে ঢেকে রাখা যাবে না...

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

আমি বলি আর অন্য কেউ বলুক সত্যি কথাটা ভালমানুষদের কাছে পৌঁছাবেই। বাঙ্গালীরা বাংলাভাষার ঐক্যসূত্রে আবদ্ধ তারা বাঙ্গালী। কিন্তু তাদের মাঝে ইসলামের দাওয়াত এলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো এরপর থেকে বাঙ্গালীদের ধর্ম হয়েগেল ইসলাম ধর্ম।অধিকাংশ বাঙ্গালীদের ধর্ম হয়েগেল ইসলাম ধর্ম তারা মুসলমান জাতি হয়েগেল। এখন আসি জাতি শব্দের ব্যাখ্যা দিতে, আসলে বিভিন্ন জাতি ও তার নাম মানুষেরা দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহপাকের একটা মননিত জাতি আছে তার নাম মুসলমান জাতি আর এখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে সে মুসলমান হবে, মুসলমান জাতির অন্তরভুক্ত হবে। এখনে যে বিষয়টি আমাদের জানতেই হবে তা হলঃ "মুসলমান হলেও কিন্তু নিজের দেশ ও নিজের ভাষার কোন পরিবর্তন বা অমর্জাদা করা যাবে না। ভাষা ও দেশ কে শ্রদ্ধা ও ভালবাসতেই হবে। এবং বাংলাতে কথা বলার জন্য আমাকে বাঙ্গালী ও বাংলাদেশে বাস করার জন্য আমাকে বাংলাদেশী বলতেই হবে।" তবে বাঙ্গালী যে জাতি তা কিন্তু তখন মুসলমান জাতিতে পরিণত হবে। আমারা হব মুসলমান, মানুষ হিসাবে বাংলাদেশী। বাংলাদেশের যে ভাবেই পরিচালিত হোক তা আমাদের উপর প্রভাব ফেলবে না। তবে ধর্ম পালণে কোন বাঁধা সরকারী ভাবে দেয়া যাবে না। নিজ ধর্ম পালণ করতে দিতে হবে। কিন্তু এদেশের কিছু ইসলামীক দলগুলো জাতি এর ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের মনে সংশয় ঢুকিয়ে দিয়েছে। তবে কিছু শিক্ষিতরাও বলেন যে আমরা মুসলামান হলেও বাঙ্গালী জাতি এটাও ভুল এখানে বলতে হবে আমরা মুসলমান হলেও বাঙ্গালী, আমরা মুসলমান জাতি হলেও বাংলাদেশী। আমাদের অবশ্যই নিজ দেশ বাংলাদেশকে ভালবাসতে ও শ্রদ্ধা করতে হবে, অবশ্যই নিজেদের ভাষাকে ভালবাসতে ও সম্মান দেখাতে হবে,যদি কেউ দেশকে না ভালবাসে, না শ্রদ্ধা করে , নিজেদের ভাষাকে না ভালবাসে, না শ্রদ্ধা করে তবে সে কুরআন ও হাদিসের আদেশ অমান্য করলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.