নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

বর্ণনাতে সেই মধুর ক্ষণের কথা...

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

সুন্দর একটা সকালে যদি কেউ খুঁজে পায় একটি সুন্দর মনের দর্শণ তবে সেও সুখী, তবে সেই সুখ কি ভাবে ধরে রাখাতে হবে সেটাই জানবার বিষয়। আমি বর্ণনা করবো খুব সংক্ষিপ্ত একটা মধুর ক্ষণের। সেই সময় পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে উঠে, শীত বা গরমে থাকে না অনুভূতি। জীবণের যত সব জটপাকানো চিন্তুগুলো সহজেই প্যাঁচ খুলতে থাকে। হৃদয়ে অনাবিল প্রশান্তির সুখ অনুভূত হয়। পৃথিবী বা অন্য কারো প্রতি থাকে না খেয়াল কোনো। চোখের দৃষ্টিতে দেখা যায় সেই মধুর আলোকিত মায়া। জীবণের সকাল আশা, সকল কামনার হয় অবসান তখন। যত পাপ, যত পূণ্য সব ভুলে মনুষ্য হৃদয় খুঁজে পায় এক প্রকৃত সত্যির সুখ। এর মত সত্যি এমন যা আমাদের প্রতিপালক সৃষ্টি করে দিয়েছেন। সেই মধু ক্ষণের বেলাতে পরেছে প্রতিটি পুরুষ কিংবা যে কেউ নারী কিংবা যে কোন মানুষ। তার পরেও কেউ তারা নেমে যায় অন্যায়ের পথে, সত্যের পৃথিবী থেকে চলে যার বহুদূরে , তবু মানুষ তারা তা ভাবতে কষ্ট হয়। আমি শুধু বলেছি সবাই মানুষ কেউ বঞ্চিত নয় মহান পালনকর্তার রহমত থেকে তবু তারা অহংকারী ও ভীরু। তবু তারা পালনকর্তার শুক্রিয়া আদায় করেনা, করেনা তার জন্য ইবাদত। তবু আল্লপাক আমাদের সবাইকে সেই প্রকৃত সত্যির ঙ্গান করেন দান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.