নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখে আমরা কে কি করি...

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

অনেক কথা অনেকে বলে, তাতে কি মোর আসেযায়। তোমরা, আমরা ভিন্ন মোরা শব্দ শুনেই বোঝা যায়। এমনি করেই সৃষ্টি হয়েছে, তোদের , মোদের পার্থক্য -

এমনি করে আজকে মোরা দেশে করি রাজত্ব। আমি কি গো বলবো তোমায়, তুমিই সবি জান। বলতে গেলেই চোখ রাঙ্গিয়ে মুখ চেপে মোর ধর। আমরা শুনেছি , তোমরা শুনেছ এইতো শোনার পার্থক্য। তাইনা? তাইতো আমাকে হারিয়েছি পথে এই নতুনের ভূবনে। অপন ও পর খুঁজে মরি, কষ্ট পুষি জীবণে। আসলে যা বলতে চেয়েছি তা বলিনি এখনো। আমি শুধুমাত্র একটা সত্যি কথা বলতে চেয়েছি। আর তা হচ্ছে, আজ পহেলা বৈশাখ ১৪২০, বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন। কিংবা বলা যায় নতুন বছরের প্রথম দিন। এই দিন দিয়েই নতুন বছরের পথ চলা শুরু করি আমরা। তাই এ দিনটিকে একটি বিশেষ দিন বলা হয়। আমাদের সবার কছে এই দিনটি নানা উত্‍সবের মধ্যো দিয়ে পরিচিতি লাভ করেছে। এখন আমরা হাতে রং আর মুখে তুলির আচরে "শুভ নববর্ষ" লেখা দেখলেই বুঝতে পারি পহেলা বৈশাখ। তবু সব বাঙ্গালীদের মনের মত হয়ে উঠেনা পহেলা বৈশাখ। এই বিশেষ দিনটিতে কেউ কেউ জীবণের হিসাব মিলাতে মিলাতে সৃষ্টিকর্তার কাছে নিজের চাওয়া ও পাওয়ার ব্যাপারে প্রার্থনা করে, কেউ বা আবার নতুন দিনের সুখময় জীবণের ছবি আঁকে। এভাবেই চলতে থাকে পহেলা বৈশাখ। এখন বেশির ভাগেরা আবার নতুন নতুন সাজে.... তা আমরা দেখছি সবাই তাই কি আর বলবো.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.