নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

শত ভালবাসা

৩০ শে মে, ২০১৫ রাত ১১:১৪

যখন আমি ক্লান্ত হলে
অবুঝ মনের ভাবনা মেলে,
নতুন অনেক চাওয়া ঘিরে
সাজাই সময় আপন করে,
ঘটে তখন অনেক বিপদ
বাস্তবতার চাপে হারাই এ পথ,
হৃদয়েতে থাকে মোর শুধু হতাশা।
গোপন প্রেমের নেশা আড়াল করে
শুরু হয় পথ চলা তেপান্তরে,
সবুজ পাহাড় বেয়ে ঝর্ণার ধারে
হারায় যখন মন কল্প ঘরে,
ইচ্ছে করে তখন পেতে প্রেয়সীকে
দু'হাত বাড়িয়ে ধরি প্রেয়সীর দিকে,
হাতে হাত ধরে যেন হয় কাছে আসা।
দুঃখ আছে যত অপারগতার
যেন সবি যায় মুছে তার,
স্বপ্ন সুখের মত দেখব চেয়ে
অপরূপা তাঁকে আরো নিকটে পেয়ে,
উন্মুক্ত বিশালতায় যাব আমি ছুঁয়ে
আজন্ম শুধু তাঁর প্রেমের লোভে,
ভালবেসে হব কোন নীল কুয়াশা।
অচিন গ্রহে হবে আমাদের বাসা
রবে মিশে অন্তরে শত ভালবাসা ।।

১২:২৫ পিএম, ২৭/০৫/১৫।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.