নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

হয়ত আগে

০১ লা জুন, ২০১৫ রাত ১০:৩২

হয়ত আগে জৈষ্ঠ্য মাসে
কিশোর প্রাণের স্বপ্ন হাসে,
স্বপ্ন না হয় দিনের আলো
সবার সাথে বেরিয়ে গেল,
পুরান ভিটায় পথের পাশে
মস্ত সেই এক জামের গাছে,
পাখির দলটা শাখায় বসে
নেয় ছিড়ে জাম রঙিন ঠোঁটে,
যায় উরে দূর পাথার পানে
ছোলেরা ছোটে সব সেখানে,
দেয় ছুড়ে ঢিল পাখির দিকে
পাখিরা ছোটে দিক-বিদিকে,
মাটিতে পড়ে সেই পাকা জাম
প্রাণটি ভড়ে সেটিই খেতাম।
যেতাম আবার গাছের নিচে
ফের ছুটেছি পাখির পিছে,
এভাবেই কত কেটেছে সকাল
গিয়েছে বেলা,হারিয়েছি সেই কাল।

০১-০৬-২০১৫।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৩৬

জহরলাল মজুমদার বলেছেন: ভালই লাগল

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল অনিঃশেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.